ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা

ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা আপনার হজ ওমরাহ সহজ এবং সুন্নাহ মাফিক হোক ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলার সাথে।

24/06/2024

আগামী বছরের জন্য ১,২৭,১৯৮ হজের কোটা পেল বাংলাদেশ।

22/06/2024

আলহামদুলিল্লাহ আমাদের উমরাহ গ্রুপ প্রস্তুত হচ্ছে।
আমাদের সাথে উমরাহ করতে এই নাম্বারে যোগাযোগ করুন।
01911224131

21/06/2024

আলহামদুলিল্লাহ,
বাংলাদেশিদের জন‍্যও উমরাহ ভিসা চালু হয়ে গিয়েছে।
খুব শিগগিরই আমাদের ভিসা কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ

18/06/2024

তীব্র গরম, বার্ধক্য, পথশ্রম কিছুই দমাতে পারেনি এই হাজি সাহেবদের।
১৩ কিলোমিটার দূরে আরফাতের পানে হেঁটে চলছেন
এই অদম্য ‘মুমিন নারী পুরুষ ।
তারা মূলত যাচ্ছেন তাদের প্রিয়তম রবের দিকে।
রবের দিকে হাঁটলে দূরত্ব যতই হোক, সেটা কাছেই।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক।

হজের নিয়ত করেছি তো?
টাকা জমাচ্ছি তো?
পাসপোর্ট করা হয়েছে তো?
কী বললেন?
টাকা নেই?
কী আশ্চর্য, হজে নিবেন তো আল্লাহ তাআলা।
হজে যাওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার জন্য হজে যেতে পারেননি এমন ঘটনা বিরল।
আজ থেকেই শুরু হোক হজের প্রস্তুতি।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ ঈদ মুবারকঈদের শুভেচ্ছা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
17/06/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ

ঈদ মুবারক
ঈদের শুভেচ্ছা

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আরাফাহ'র ময়দানে উত্তোলিত সম্মানিত হাজীদের  হাত গুলোর সাথে আমাদেরকেও শরিক করে নিও। আমাদেরকেও মাফ করে দিও ইয়া রাব্বাল আলাম...
15/06/2024

আরাফাহ'র ময়দানে উত্তোলিত সম্মানিত হাজীদের হাত গুলোর সাথে আমাদেরকেও শরিক করে নিও। আমাদেরকেও মাফ করে দিও ইয়া রাব্বাল আলামীন।

08/06/2024

কুরবানীর ঈদ পরবর্তী সাশ্রয়ী খরচে স্পেশাল ওমরাহ প্যাকেজ

উমরাহ (আদায়) ওয়াজিব হওয়া এবং তার ফযীলত।

وَقَالَ ابْنُ عُمَرَ لَيْسَ أَحَدٌ إِلاَّ وَعَلَيْهِ حَجَّةٌ وَعُمْرَةٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّهَا لَقَرِينَتُهَا فِي كِتَابِ اللهِ (وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ للهِ)

ইবনু ‘উমার (রাঃ) বলেন, প্রত্যেকের জন্য হাজ্জ ও ‘উমরাহ অবশ্য পালনীয়। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, কুরআনুল কারীমে হাজ্জের সাথেই ‘উমরাহ’র উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণীঃ ‘‘তোমরা আল্লাহর উদ্দেশে হাজ্জ ও ‘উমরাহ পূর্ণভাবে আদায় কর’’। (আল-বাকারাঃ ১৯৬)

১৭৭৩. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হাজ্জে মাবরূরের প্রতিদান। (মুসলিম ১৫/৭৯, হাঃ ১৩৪৯, আহমাদ ৯৯৫৫) (আধুনিক প্রকাশনীঃ ১৬৪৭. ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬৫৫ )

প্যাকেজে যা যা থাকছে......‼

🌐 উমরাহ ভিসা।

✈ ঢাকা-মদীনা জেদ্দা-ঢাকা রিটার্ন এয়ার টিকেট।

🏨 মক্কা ও মদীনায় 3 Star হোটেল আবাসন সুবিধা।

⭐মক্কা ৪৫০ মিটার। (৪ বেড শেয়ারিং)

⭐মদিনা ২৫০মিটার। (৪ বেড শেয়ারিং)

🍽 ৩ বেলা খাবার।

🚗 অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত বাসে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস।

⭐ মক্কায় সাওর পর্বত, জাবালে রহমত, মিনা, আরাফা, মুজদালিফা ও হেরা গুহা সহ আরো প্রসিদ্ধ স্থাপনা পরিদর্শন।

⭐মদীনায় ওহুদ প্রান্তর, খন্দক, মসজিদে কিবলাতাইন, মসজিদে কূবা সহ আরো প্রসিদ্ধ স্থাপনা পরিদর্শন।

✅ সার্বক্ষণিক গাইড।

প্যাকেজ মূল্য
ডাইরেক্ট ফ্লাইট ১,৫৫,০০০/=
ট্রানজিট ফ্লাইট ১,৩৫,০০০/=

হজ্জ ২০২৫ প্রি-রেজিস্ট্রেশন চলছে। ত্ব-হা যিন নূরাইন উমরাহ কাফেলা এর সাথে ২০২৫ সালে হজ্জের জন্য প্রি-রেজিস্ট্রেশন করুন।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 01911224231 নাম্বারে।

আপনার হজ ওমরাহ সহজ এবং সুন্নাহ মাফিক হোক ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলার সাথে।

সৌদি আরব জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৫ জুন হজ্ব আদায় হবে ইনশাআল্লাহ।
06/06/2024

সৌদি আরব জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৫ জুন হজ্ব আদায় হবে ইনশাআল্লাহ।

31/05/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?

হজের পরে উমরাহ পেকেজ।
29/05/2024

হজের পরে উমরাহ পেকেজ।

সুবহানাল্লাহ কি নয়নাভিরাম দৃশ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন আমীন
28/05/2024

সুবহানাল্লাহ
কি নয়নাভিরাম দৃশ্য
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন আমীন

সম্মানিত হজযাত্রী,আপনার হজ কার্ড (নুসুক কার্ড) যেটি আপনার সৌদি হজ্জ কোম্পানি ও সৌদি হজ্জ মন্ত্রণালয় পক্ষ থেকে প্রদান কর...
26/05/2024

সম্মানিত হজযাত্রী,
আপনার হজ কার্ড (নুসুক কার্ড) যেটি আপনার সৌদি হজ্জ কোম্পানি ও সৌদি হজ্জ মন্ত্রণালয় পক্ষ থেকে প্রদান করা হবে সর্বদাই সঙ্গে রাখুন এবং ডিজিটাল কপি মোবাইলে সংরক্ষন করুন। হাজী হোটেল থেকে যখনই বাহির হবেন সাথে নিয়ে বাহির হবেন।হজ্জ কার্ড (নুসুক কার্ড) বা মক্কা শহরের ইকামা ছাড়া কোনো ব্যক্তিকে বা হাজীকে হারামের এরিয়ার কাছে পেলে জরিমানা করা হবে ও মক্কা শহর থেকে বের করে দেওয়া হবে। হজযাত্রীর জন্য তার সফরের সময় সকল সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হজ কার্ড (নূসুক কার্ড) প্রদর্শন বাধ্যতামুলক। মিনা আরাফা মুজদালিফা, হারামে তাওয়াফ, মসজিদে নববীতে গমন,গাড়ি ও ট্রেন স্টেশনে সহজে ও স্বাচ্ছন্দ্যের সাথে সেবাগুলো পাওয়া নিশ্চিত করে হজ কার্ড।
মহান আল্লাহ আমাদের হজ সহজ ও কবুল করে দিন।

24/05/2024
হজ্বের পরে ১৪ দিনের  পেকেজে বুকিং চলছে।যোগাযোগ 01911224131.
22/05/2024

হজ্বের পরে ১৪ দিনের পেকেজে বুকিং চলছে।
যোগাযোগ 01911224131.

আলহামদুলিল্লাহ আমাদের হাজ্বি সাহেবগন মক্কায় পৌঁছে উমরাহ শেষ করেছেন।আল্লাহ কবুল করুন।
21/05/2024

আলহামদুলিল্লাহ আমাদের হাজ্বি সাহেবগন মক্কায় পৌঁছে উমরাহ শেষ করেছেন।
আল্লাহ কবুল করুন।

ইনশাআল্লাহ হজের পরেই আমাদের উমরাহ  কাফেলা প্রস্তুত হচ্ছে,কেউ আমাদের কাফেলায় উমরাহ করতে  চাইলে যোগাযোগ করুন 01911224131 ত...
20/05/2024

ইনশাআল্লাহ হজের পরেই আমাদের উমরাহ কাফেলা প্রস্তুত হচ্ছে,
কেউ আমাদের কাফেলায় উমরাহ করতে চাইলে যোগাযোগ করুন
01911224131
ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা।

হজ এবং উমরার ক্ষেত্রে কম টাকার পিছনে না ছুটে আস্থা এবং নির্ভরযোগ্যতার পিছনে ছুটুন।এই সমস্ত কাজ যারা করে তারা মার্কেট থেক...
18/05/2024

হজ এবং উমরার ক্ষেত্রে কম টাকার পিছনে না ছুটে আস্থা এবং নির্ভরযোগ্যতার পিছনে ছুটুন।

এই সমস্ত কাজ যারা করে তারা মার্কেট থেকে অনেক কম রেটে হাজী সংগ্রহ করে, এমন রেট দেয় সে যদি কোন লাভ নাও করে তাও কোনদিন প্যাকেজ করা সম্ভব না।

15/05/2024

‏لبيك اللهم لبيك
لبيك لا شريك لك لبيك
إن الحمد والنعمة
لك والملك لا شريك لك
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।

14/05/2024

জুল হুলায়ফা মিকাত থেকে ইহরাম বেধে ,সম্মানিত হাজি সাহেবদের নিয়ে মক্কা যাচ্ছি।

Address

Lalmatia (Near Tempo Stand)
Lalmatia
1216

Alerts

Be the first to know and let us send you an email when ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ত্ব-হা যিন নূরাঈন ওমরাহ কাফেলা:

Videos

Share

Category