আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরাহর সমপরিমাণ। (তিরমিজি) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নাত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে একটি ওমরাহর সমপরিমাণ সওয়াব দান করা হবে।
তীব্র গরম, বার্ধক্য, পথশ্রম কিছুই দমাতে পারেনি এই হাজি সাহেবদের।
১৩ কিলোমিটার দূরে আরফাতের পানে হেঁটে চলছেন
এই অদম্য ‘মুমিন নারী পুরুষ ।
তারা মূলত যাচ্ছেন তাদের প্রিয়তম রবের দিকে।
রবের দিকে হাঁটলে দূরত্ব যতই হোক, সেটা কাছেই।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক।
হজের নিয়ত করেছি তো?
টাকা জমাচ্ছি তো?
পাসপোর্ট করা হয়েছে তো?
কী বললেন?
টাকা নেই?
কী আশ্চর্য, হজে নিবেন তো আল্লাহ তাআলা।
হজে যাওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার জন্য হজে যেতে পারেননি এমন ঘটনা বিরল।
আজ থেকেই শুরু হোক হজের প্রস্তুতি।
লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক।
ইনশাআল্লাহ আমাদের আগামী কাফেলা হজের পরে। বুকিং চলছে এই নাম্বারে যোগাযোগ করুন 01911224131
ইনশাআল্লাহ আমাদের আগামী কাফেলা হজের পরে ,01911224131
মাদীনা! সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম।
হজ এবং উমরার ক্ষেত্রে কম টাকার পিছনে না ছুটে আস্থা এবং নির্ভরযোগ্যতার পিছনে ছুটুন।এই সমস্ত কাজ যারা করে তারা মার্কেট থেকে অনেক কম রেটে হাজী সংগ্রহ করে, এমন রেট দেয় সে যদি কোন লাভ নাও করে তাও কোনদিন প্যাকেজ করা সম্ভব না।
সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম।
لبيك اللهم لبيك
لبيك لا شريك لك لبيك
إن الحمد والنعمة
لك والملك لا شريك لك
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
জুল হুলায়ফা মিকাত থেকে ইহরাম বেধে ,সম্মানিত হাজি সাহেবদের নিয়ে মক্কা যাচ্ছি।