Waiver tour's & travel agency

Waiver tour's & travel agency we sell any country’s airlines tickets.....

Waiver tour's & travel
we sell processing any air lines tickets.

45/2A Dilu Road , Moghbazar , Romna , Dhaka

Mob: 01620330044

ট্রাভেল সংক্রান্ত যেকোনো বিষয়ে কল করুন।
01/10/2024

ট্রাভেল সংক্রান্ত যেকোনো বিষয়ে কল করুন।

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী🇧🇩 ✈️ 🇵🇰  ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছ...
07/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী

🇧🇩 ✈️ 🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

*✈️ ‼️সকল দেশের টিকেট রি-ইস্যু করা হয় খুবই কম সময়ে কম খরচে  এবং অনলাইন চেক করে পেমেন্ট দিবেন ‼️✈️*----------------------...
06/09/2024

*✈️ ‼️সকল দেশের টিকেট রি-ইস্যু করা হয় খুবই কম সময়ে কম খরচে এবং অনলাইন চেক করে পেমেন্ট দিবেন ‼️✈️*
------------------------
*✈️ সৌদি এয়ারলাইন্স (SV)*
*✈ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (BG)*
*✈️ কুয়েত এয়ারওয়েজ (ku)*
*✈️ কাতার এয়ারলাইন্স (QR)*
*✈️ এমিরেট্স এয়ারলাইন (EK)*
*✈️ টার্কিশ এয়ারলাইন্স (TK)*
*✈️ গালফ এয়ারলাইন্স(GF)*
*✈ ইউএস বাংলা এয়ারলাইন্স (BS)*
*✈️ এয়ার অ্যারাবিয়া ( G9 )*
*✈️ ইত্তেহাদ এয়ারলাইন্স ( EY )*
*✈️ সালাম এইয়ার (OV)*
*¬✈️ জাজিরা এয়ারওয়েজ (J9)*
*✈️ এয়ার এশিয়া (AK)*
*✈️ মালিন্দো এয়ারলাইন্স (OD)*
*✈️ মালয়েশিয়া এয়ারলাইন্স (MH)*

আসসালামু আলাইকুম⚡সবচেয়ে কম খরচে দ্রুত সময়ে সকল বিমান টিকেটের তারিখ পরিবর্তন করুন আমাদের কাছ থেকে-টিকেট কপি পাঠিয়ে মূল্য ...
06/09/2024

আসসালামু আলাইকুম
⚡সবচেয়ে কম খরচে দ্রুত সময়ে সকল বিমান টিকেটের তারিখ পরিবর্তন করুন আমাদের কাছ থেকে-টিকেট কপি পাঠিয়ে মূল্য যাচাই করে দেখুন-
🌿 সৌদি এয়ারলাইন্স (SV)
🌿 কাতার এয়ারলাইন্স (QR)
🌿 ইউএস বাংলা (BS)
🌿 কুয়েত এয়ারওয়েজ (KU)
🌿 সালাম এয়ার (OV)
🌿 এমিরেটস এয়ারলাইন্স (EK)
🌿 এয়ার এরাবিয়া (G9)
🌿 গাল্ফ এয়ার (GF)
🌿 জাজিরা এয়ারলাইন্স (J9)
🌿 বিমান বাংলাদেশ (BG)
🌿 সিঙ্গাপুর এয়ারলাইন্স (SQ)
🌿 ওমান এয়ারলাইন্স (WY)
🌿 ইত্তিহাত এয়ারলাইন্স (EY)
🌿 শ্রিলংকা এয়ারলাইন্স (UL)
🌿 মালেশিয়া এয়ার লাইন্স (MH)
🌿 মালিন্দো এয়ার (OD)
🌿 এয়ার এশিয়া (AK)
🌿 ভিস্তারা এয়ার (UK)
🌿 মালদ্বীপ এয়ার (Q2)

#টিকেট কপি পাঠিয়ে মূল্য যাচাই করে দেখুন। রেট পছন্দ হলে আমরা কাজ করে আপনাকে টিকেট পাঠিয়ে দিবো। তারপরে আমাদের পেমেন্ট করবেন।
Waiver tours & travels
টিকেট কপি সেন্ড করুন আমাদের
Whatsapp নাম্বারে 01620-330044 ,01981137411 ,01718901467
Email: [email protected] web:

This domain may be for sale!

13/04/2024
দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক @
10/04/2024

দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক @

ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন?কিন্তু ভিসা জটিলতায় ভুগছেন?কিভাবে ভিসা আবেদন করতে হবে জানেন না?কি কি কাগজ প্রয়োজন জানেন না?ইন...
28/03/2024

ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন?
কিন্তু ভিসা জটিলতায় ভুগছেন?
কিভাবে ভিসা আবেদন করতে হবে জানেন না?
কি কি কাগজ প্রয়োজন জানেন না?

ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা নিয়ে আমরা প্রস্তুত আছি আপনার সেবায়। আমরা মাত্র ১ দিনে ভিসা সঠিকভাবে প্রসেস এর পর ভিসা ফি পে করে এপয়েন্টমেন্ট ডেট নিয়ে থাকি। এছাড়াও ভিসা জমা দান সংক্রান্ত সকল তথ্য প্রদান করে থাকি।

ভিসা প্রসেসিং এ যা যা থাকছে?
১। ভিসা আবেদন
২। ভিসা ফি প্রদান
৩। ভিসা জমাদানের এপয়েন্টমেন্ট
৪। ভিসা জমাদান সংক্রান্ত পরামর্শ

ভিসা ফি সহ সার্ভিস চার্জ মাত্র 2000 টাকা।
ভিসা সংক্রান্ত যেকোন সার্ভিস এর জন্য বা বিস্তারিত জানতে মেসেজ করুন এখনি।

28/03/2024

🌐 Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania.go...
28/03/2024

🌐 Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর https://egypt-e-visa.com/application-status/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://indianvisaonline.gov.in/evisa/StatusEnquiry

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.es/en

৪৩। -ইউক্রেইন http://www.mlsp.gov.ua/

৪৪। -উগান্ডা http://www.mglsd.go.ug/

৪৫। -পেলেস্টাইন http://www.mol.gov.ps/

৪৬। -ব্রুনাই http://www.labour.gov.bn/

৪৭। -ইয়ামেন http://www.dol.gov/

৪৮। -নেদারল্যান্ড http://english.szw.nl/

৪৯। -জাম্বিয়া http://www.mlss.gov.zm

৫০। -অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/

৫১। -জিম্বাবুয়ে http://www.dol.gov/

৫২। -ফিলিপাইন http://www.dole.gov.ph/

৫৩। -মালয়েশিয়া https://eservices.imi.gov.my/myimms/PDStatus

৫৪। -রাশিয়া http://www.labour.gov.on.ca/

৫৫। -ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/ http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

৫৬।-দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx http://www.mol.gov.ae/english/newindex.aspx

৫৭।-কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp

৫৮।-আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/

৫৯।-ওমানের ভিসা : http://www.rop.gov.om/

৬০।-আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/

৬১।-বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
৬২।-সৌদি আরব, http://www.saudiembassy.net/

৬৪।-সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx

৬৫।-ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp

৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/

৬৭।- সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলে http://singapore.embassyhomepage.com/

৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/

Call any require
25/03/2024

Call any require

ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচিরমজান উপলক্ষে ইন্ডিয়ান ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।শনিবার (৯ মার্চ) ...
11/03/2024

ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

রমজান উপলক্ষে ইন্ডিয়ান ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।
এতে বলা হয়, পবিত্র রমজান মাসে (১২ মার্চ থেকে) ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।
৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।
বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। এর মধ্যে রাজধানী ঢাকার ভিসা সেন্টার রাজধানীর যমুনা ফিউচার পার্কে।
অন্যগুলো যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।

অভ্যন্তরীণ এবং বিশ্বের সকল দেশের এয়ার টিকেট সুলভ মূল্যে পাওয়া যায়। Whatsapp 01620330044
10/03/2024

অভ্যন্তরীণ এবং বিশ্বের সকল দেশের এয়ার টিকেট সুলভ মূল্যে পাওয়া যায়। Whatsapp 01620330044

পবিত্র মাহে রমজানের আগমনের সাথে সাথে, আমরা আশা করি এই পবিত্র মাস আপনার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে উঠুক, এবং আপনার ও ...
10/03/2024

পবিত্র মাহে রমজানের আগমনের সাথে সাথে, আমরা আশা করি এই পবিত্র মাস আপনার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে উঠুক, এবং আপনার ও আপনার প্রিয়জনদের মধ্যে প্রেম ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করে তুলবে 🌙
পবিত্র রমজান মোবারক।

পবিত্র রমজান 🌙আমরা আশা করি পবিত্র মাস আপনার জন্য শান্তি, প্রতিফলন এবং আপনার প্রিয়জনদের সাথে নতুন সংযোগ বয়ে আনবে।
10/03/2024

পবিত্র রমজান 🌙
আমরা আশা করি পবিত্র মাস আপনার জন্য শান্তি, প্রতিফলন এবং আপনার প্রিয়জনদের সাথে নতুন সংযোগ বয়ে আনবে।

পবিত্র রমজান 🌙আমরা আশা করি পবিত্র মাস আপনার জন্য শান্তি, প্রতিফলন এবং আপনার প্রিয়জনদের সাথে নতুন সংযোগ বয়ে আনবে।পবিত্র...
10/03/2024

পবিত্র রমজান 🌙
আমরা আশা করি পবিত্র মাস আপনার জন্য শান্তি, প্রতিফলন এবং আপনার প্রিয়জনদের সাথে নতুন সংযোগ বয়ে আনবে।

পবিত্র মাহে রমজানের আগমনের সাথে সাথে, আমরা আশা করি এই পবিত্র মাস আপনার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে উঠুক, এবং আপনার ও আপনার প্রিয়জনদের মধ্যে প্রেম ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করে তুলবে 🌙
পবিত্র রমজান ও শুভ নববর্ষ।

অভ্যন্তরীণ এবং বিশ্বের সকল দেশের এয়ার টিকেট সুলভ মূল্যে পাওয়া যায়।  #01620330044
10/03/2024

অভ্যন্তরীণ এবং বিশ্বের সকল দেশের এয়ার টিকেট সুলভ মূল্যে পাওয়া যায়। #01620330044

Italy appointment এর জন্যে যোগাযোগ করুন।
10/03/2024

Italy appointment এর জন্যে যোগাযোগ করুন।

 #01620330044
09/03/2024

#01620330044

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্ড...
03/02/2024

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)
কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

ভিসা প্রসেসিং/বিমান টিকেট বিষয় জানতেঃ
WhatsApp 01620-330044

Address

Bablatala Bazar Shibchar Madaripur
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Waiver tour's & travel agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waiver tour's & travel agency:

Videos

Share

Category


Other Travel Companies in Madaripur

Show All