Travel with Raj

Travel with Raj Traveller
(1)

07/02/2024

Bangobondhu Sheikh Mujibur Rahman tanel বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেল।

06/02/2024

টাটকা বয়ান টঙ্গী রেলস্টেশন কাউন্টার থেকে ইজতেমা ফেরত যাত্রীদের উদ্দেশে।অাসুন টিকেট কাটুন🥰🥰

02/02/2024

🔰কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচিঃ🔴ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-১• রুট: চট্টগ্রাম থেকে কক্সবাজার • স্টপেজ/যাত্রাবিরত...
26/01/2024

🔰কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচিঃ

🔴ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-১
• রুট: চট্টগ্রাম থেকে কক্সবাজার
• স্টপেজ/যাত্রাবিরতি: ১১টি(প্রান্তিক স্টেশন সহ ১৩টি স্টেশন ধরবে)ট্রেনটি↓

👉চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯:৫০ টায়
👉ষোলশহর পৌঁছাবে ৯:৫৯ টায়
👉ছেড়ে যাবে ১০:০১ টায়
👉জান আলীহাট পৌঁছাবে ১০:১৩ টায়
👉ছেড়ে যাবে ১০:১৫ টায়
👉পটিয়া পৌঁছাবে: ১০:৪০ টায়
👉ছেড়ে যাবে ১০:৪২ টায়
👉দোহাজারী পৌঁছাবে ১১:০৪ টায়
👉ছেড়ে যাবে ১১:০৬ টায়
👉সাতকানিয়া পৌঁছাবে ১১:১৭ টায়
👉ছাড়বে ১১:১৯ মিনিটে
👉লোহাগাড়া পৌঁছাবে ১১:৩৩ টায়
👉ছেড়ে যাবে ১১:৩৫ টায়
👉হারবাং পৌঁছাবে ১১:৫২ টায়
👉ছাড়বে ১১:৫৪ টায়
👉চকরিয়া পৌঁছাবে ১২:০৭ টায়
👉ছাড়বে :১২:০৯ টায়
👉ডুলাহাজরা পৌঁছাবে: ১২:২২ টায়
👉ছাড়বে : ১২:৩৭ টায়

✅কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধূলী ট্রেনের সাথে ক্রসিং হবে।
ইসলামাবাদ পৌঁছাবে: ১২:৫০ মিনিটে
ছাড়বে : দুপুর ১:০৮ মিনিটে

✅এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৮১৩ নং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে।
রামু পৌঁছাবে: ১:২৫ মিনিটে
ছাড়বে : ১:২৭ মিনিটে
কক্সবাজার পৌঁছাবে: ১:৪৫ মিনিটে।

🔴ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-২
• রুট: কক্সবাজার থেকে চট্টগ্রাম
• স্টপেজ/যাত্রাবিরতি: ১১টি(প্রান্তিক স্টেশন সহ ১৩টি স্টেশন ধরবে)ট্রেনটি↓

🌻কক্সবাজার ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে
🌻রামু পৌঁছাবে: ২:৩৭ মিনিটে
🌻ছাড়বে : ২:৩৯ মিনিটে
🌻ইসলামাবাদ পৌঁছাবে: ২:৫৬ মিনিটে
🌻ছাড়বে : ২:৫৮ মিনিটে
🌻ডুলাহাজরা পৌঁছাবে: বিকেল ৩:১১ মিনিটে
🌻ছাড়বে : ৩:১৩ মিনিটে
🌻চকরিয়া পৌঁছাবে: ৩:২৫ মিনিটে
🌻ছাড়বে : ৩:৪০ মিনিটে

✅এখানে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ৭০৪ নং মহানগর প্রভাতী ট্রেনের সাথে ক্রসিং হবে।
♦️হারবাং পৌঁছাবে: ৩:৫৩ মিনিটে
♦️ছাড়বে : ৪:২৪ মিনিটে

✅এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ৭২৯ নং মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার কমিউটার-২ ট্রেনকে পিআরসি(ওভারটেক) করে আগে চলে যাবে।

🌻লোহাগাড়া পৌঁছাবে: ৪:৪১ মিনিটে
🌻ছাড়বে : ৪:৪৩ মিনিটে
🌻সাতকানিয়া পৌঁছাবে: ৪:৫৭ মিনিটে
🌻ছাড়বে : ৪:৫৯ মিনিটে
🌻দোহাজারী পৌঁছাবে: ৫:১০ মিনিটে
🌻ছাড়বে : ৫:১২ মিনিটে
🌻পটিয়া পৌঁছাবে: ৫:৩৪ মিনিটে
🌻ছাড়বে : ৫:৩৬ মিনিটে
🌻জান আলী হাট পৌঁছাবে: সন্ধ্যা ৬:০০ মিনিটে
🌻ছাড়বে : ৬:০২ মিনিটে
🌻ষোলশহর পৌঁছাবে: ৬:১৪ মিনিটে
🌻ছাড়বে : ৬:১৬ মিনিটে
🌻চট্টগ্রাম পৌঁছাবে: ৬:৩০ টায়।

অভিনন্দন প্রিয় 🇧🇩🇧🇩🇧🇩💐💐
17/12/2023

অভিনন্দন প্রিয় 🇧🇩🇧🇩🇧🇩💐💐

27/11/2023

মানিকছড়ির ঐতিহ্যবাহী মং রাজবাড়ীর বুদ্ধ মেলায় ২০২৩ ইং।
mela2023

05/11/2023

প্রথম বারের মতো ট্রেন দেখে কক্সবাজার বাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস।

অভিনন্দন 🇧🇩🇧🇩💐💐⚽™️
17/10/2023

অভিনন্দন 🇧🇩🇧🇩💐💐⚽™️

15/10/2023

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃

✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

♦️কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

✴️চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

♦️চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

👉ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

✴️ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

♦️চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

✴️মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চাঁদ থেকে পৃথিবী দেখতে যেমন...
25/08/2023

চাঁদ থেকে পৃথিবী দেখতে যেমন...

সাজেক ভ্যালি, বাঘাইছড়ি, রাঙামাটি।
03/08/2023

সাজেক ভ্যালি, বাঘাইছড়ি, রাঙামাটি।

15/07/2023

সাজেক ভ্যালি, সাজেক রিসোর্ট, Sajek Valley, sajek vlogs, sajek tour cost, sajek.

12/07/2023

khagrachari tour, khagrachari tourist spot, khagrachari tour spot, khagrachari, tourism bangaldesh, khagrachari bangladesh.

সাজেক জামে মসজিদের সামনে।
05/07/2023

সাজেক জামে মসজিদের সামনে।

Address

Manikchhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Raj:

Videos

Share


Other Manikchhari travel agencies

Show All