Manikganj Mini Cox's Bazar

Manikganj Mini Cox's Bazar মানিকগঞ্জ মিনি কক্সবাজার অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম! ❤️ মানিকগঞ্জ মিনি কক্সবাজার ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম! ❤️

29/06/2023
05/08/2021

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিল। মে ও জুন মাসের ভ্যাটের আজ বৃহস্পতিবার রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা করল। আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর গুগল রিটার্ন দিল। এটি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।

মৎস্য শিকারে ব্যস্ত জেলেরা...ফটো: শেখ রাসেললোকেশন: হরিরামপুর, মানিকগঞ্জ [পদ্মা নদী - ময়নাপাড়া] #দীপঙ্করহালদার
30/05/2021

মৎস্য শিকারে ব্যস্ত জেলেরা...
ফটো: শেখ রাসেল

লোকেশন: হরিরামপুর, মানিকগঞ্জ [পদ্মা নদী - ময়নাপাড়া]

#দীপঙ্করহালদার

মরতে চাই বন্ধু আমিতোমার অশ্রুর লাগিবিরহের ব্যথায় এখনদিবানিশি জাগিখুব সহজে ভুলতে পারোপ্রেম নামের অতীতমনের মাঝে প্রেমের জম...
23/05/2021

মরতে চাই বন্ধু আমি
তোমার অশ্রুর লাগি
বিরহের ব্যথায় এখন
দিবানিশি জাগি

খুব সহজে ভুলতে পারো
প্রেম নামের অতীত
মনের মাঝে প্রেমের জমিন
রইলো বন্ধু পতিত

মরার পরে হবো আমি
কড়ই ফুলের ঘ্রান
তোমার নামে দিয়ে যাব
প্রেমহীন এই প্রান!

20/05/2021

সুযোগ পেলে আকাশে উড়ি, না পেলে মাটি কামড়ে বেঁচে থাকি!

19/04/2021

রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজার

সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আন্তরিক শুভেছা!
25/03/2021

সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আন্তরিক শুভেছা!

ছুটি চেয়ে বিসিবির কাছে সাকিব আল হাসানের লেখা চিঠি। কোথাও তিনি লিখেননি যে টেস্ট সিরিজ খেলতে চান না। সামনে হয়তো আরও চমক অপ...
22/03/2021

ছুটি চেয়ে বিসিবির কাছে সাকিব আল হাসানের লেখা চিঠি। কোথাও তিনি লিখেননি যে টেস্ট সিরিজ খেলতে চান না। সামনে হয়তো আরও চমক অপেক্ষা করছে।

আজি হতে শতবর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি      কৌতূহলভরে-   আজি হতে শতবর্ষ পরে।আজি নববসন্তের প্রভাতের আনন্দের   ...
21/03/2021

আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে-
আজি হতে শতবর্ষ পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ-
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে
আজি হতে শতবর্ষ পরে।

(১৪০০ সাল/ রবীন্দ্রনাথ ঠাকুর)

এই কবিতায় যে রক্তরাগের কথা বলা হয়েছে, এই সেই রক্তরাগ ফুল।

20/03/2021

এবারের বিসিএসে প্রশ্ন এসেছিল-
আলু টিলা কোথায় অবস্থিত?

সাজেক- যাওয়ার প্যাকেজে...

19/03/2021

৪১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১
অনুষ্ঠিত : ১৯.০৩.২০২১ (শুক্রবার)

সেটঃ ০৪

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অংশ সমাধানঃ

১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? উত্তরঃ ৪ টি

২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়

উত্তরঃ ইরিত্রিয়া ও ইথিওপিয়া

৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯১১ (সঠিক উত্তর নাই)

৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫

৫. জাতিসংঘের কোন সংস্থা টি করোনাভাইরাস কে “pandemic” ঘোষণা করেছে ?

উত্তরঃ WHO

৬. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম কত জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?

উত্তরঃ ১৯৯১

৭. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা

উত্তরঃ জার্মানী (বার্লিন)

৮. সামরিক ভাষায় WMD অর্থ কি? উত্তরঃ Weapons of mass destruction

৯. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জন কারী দেশের নাম কি? উত্তরঃ ডেনমার্ক

১০. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? উত্তরঃ দক্ষিণ আমেরিকা

১১. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? উত্তরঃ উজবেকিস্তান

১২. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? উত্তরঃ রাশিয়া

১৩. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তরঃ বাবেল মান্দেব প্রণালী

১৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? উত্তরঃ UNCTAD

১৫. আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? উত্তরঃ গাম্বিয়া

১৬. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তরঃ সিয়েরা লিওন

১৭. জাতিসংঘ নামকরণ করেন? উত্তরঃ রুজভেল্ট

১৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? উত্তরঃ তুরস্ক

১৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৪৯

২০. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? উত্তরঃ অ্যাঙ্গেলা মের্কেল



ভূগোল ও পরিবেশবিদ্যা অংশ সমাধানঃ

২১. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম? উত্তরঃ আইসোহাইট

২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তরঃ পুন্ড্রবর্ধন

২৩. নিচের কোনটি সত্য নয়? উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত

২৪. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? উত্তরঃ জানুয়ারি

২৫. মার্বেল কোন ধরনের শিলা? উত্তরঃ রূপান্তরিত

২৬. মধ্যম উচ্চতার মেঘ কোনটি? উত্তরঃ কিউমুলাস

২৭. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? উত্তরঃ বঙ্গোপসাগরে

২৮. UDMC এর পূর্ণরূপ হল? উত্তরঃ Union Disaster Management Committee

২৯. ২০১৫ সালের প্যারিস চুক্তি সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো? উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস

৩০. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে



বিজ্ঞান সমাধান অংশ সমাধানঃ

৩১. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? উত্তরঃ দূরত্ব

৩২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম? উত্তরঃ প্রক্সিমা সেন্টরাই

৩৩. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? উত্তরঃ ৩৬০০০০ জুল

৩৪. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি? উত্তরঃ টাংস্টেন

৩৫. গ্রাফিন কার বহুরূপী? উত্তরঃ কার্বন

৩৬. আইনস্টাইন নোবেল পুরস্কার পান? উত্তরঃ আলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য

৩৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? উত্তরঃ উপরের কোনটিই নয় (১২০ দিন)

৩৮. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? উত্তরঃ COD> BOD

৩৯. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল? উত্তরঃ ১৯৯৭

৪০. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তরঃ স্ট্রাটোমণ্ডল

৪১. কাঁদুনে গ্যাসের অপর নাম কি? উত্তরঃ ক্লোরোপিকরিন

৪২. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? উত্তরঃ নদীর পানিতে

৪৩. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী? উত্তরঃ আর্টারি

৪৪. প্রোটিন তৈরি হয়? উত্তরঃ অ্যামিনো এসিড

৪৫. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট



কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ সমাধানঃ

৪৬. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক () শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক। তার নাম? উত্তরঃ

৪৭. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? উত্তরঃ

৪৮. নিচের কোনটি 100 এর 1 কম্প্লেমেন্ট? উত্তরঃ

৪৯. RFID বলতে বোঝায়? উত্তরঃ

৫০. নিচের কোনটি সঠিক নয়? উত্তরঃ

৫১. Apache এক ধরনের? উত্তরঃ

৫২. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ

৫৩. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়? উত্তরঃ

৫৪. একটি কম্পিউটার বুট (boot) করতে পারেনা যদি তাতে না থাকে? উত্তরঃ

৫৫. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তরঃ

৫৬. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে? উত্তরঃ

৫৭. API মানে? উত্তরঃ

৫৮. মাইক্রোসফ্ট HS হচ্ছে একটি? উত্তরঃ

৫৯. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? উত্তরঃ

৬০. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম? উত্তরঃ



গণিত ও মানসিক দক্ষতা অংশ সমাধানঃ

৬১. ত্রিভুজ ABC এর

14/03/2021

মাধবী এসেই বলে, ‘যাই‘!

09/03/2021

ভালোবাসা- শেষ হবার পর অবশিষ্ট থাকে “আফসোস”

07/03/2021

যেভাবে এলো আন্তর্জাতিক নারী দিবস

১৮৫৭ সালের ৮ মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সে সময় গ্রেফতার হন অসংখ্য নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই।

এর তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার।

১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারাবিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

নারী দিবস হচ্ছে- জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।

07/03/2021

প্রিয় বঙ্গবন্ধু,
আপনাকে নিয়ে আমার কত কি লিখতে ইচ্ছে করে-
ফ্যাসিবাদ শেষ হলে তারপর আপনাকে নিয়ে লিখবো একটা কবিতা।
এখন লিখলে,
কেউ বলবে- তেল
কেউ দেবে- জেল।

06/03/2021

আমাদের দুর্ভাগ্য, এই যে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ঘর থেকে ডেকে/তুলে নিয়ে যায় এরা আজীবন অজ্ঞাতই থেকে যায়। না কোন সংবাদপত্র, মিডিয়া আজ পর্যন্ত এই অজ্ঞাত ব্যক্তিদের নাম ঠিকানা বের করতে পারছে; না কোন বিগত, আগত সরকার কোনদিন এদের খুঁজে বের করার চেষ্টা করছে। এরা হাওয়ায় ভেসে আসে আবার হাওয়ায় মিলায়ে যায়। এরা আমাদের সেই ভাসুর যার নাম কেউ মুখে নিতে চায় না।

05/03/2021

মুশতাকঃ কিশোর, জামিন তো পাইয়া গেলা! অভিনন্দন।
কিশোরঃ কিন্তু আপনি তো পান নাই মুশতাক ভাই। আমি একলা এই জামিন লইয়া কি করব?
মুশতাকঃ আররে আমি তো চিরতরে মুক্ত। পৃথিবীর জামিন দিয়া কি হবে আর আমার?
কিশোরঃ আপনার এই মুক্তি তো চাই নাই ভাই। একসাথে বন্দী ছিলাম একসাথে মুক্ত হব বইলা। আর আপনি আমারে এইপারে মুক্ত কইরা দিয়া নিজে ঐপারে চইলা গেলেন!
মুশতাকঃ আমি কই গেলাম বোকা? আমি সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি এখনো। শরীরটা শুধু নাই, কিন্তু প্রতিবাদ হয়ে তো এখনো বাঁইচা আছি তোমাদের মধ্যে।
কিশোরঃ ভাল থাকবেন মুশতাক ভাই।
মুশতাকঃ শরীরের যত্ন নিও। অনেক অনেক কাজ বাকি এখনো। আরো অনেক পথ পাড়ি দিতে হবে। লিপারে একটু দেইখা আইসো সুস্থ হইলে। ওর জন্যে মনটা খুব পোড়ায়। ঠিকমত বিদায় দিয়েও আসতে পারলাম না।

উপরের গল্পটা আমার কল্পনাপ্রসূত। গত বছর এপ্রিল মাসের ৪ তারিখ একই দিনে লেখালেখি আর কার্টুন আঁকার দায়ে (?) মুশতাক আহমেদ আর আহমেদ কবির কিশোর ডিজিটাল সিকিউরিটি আইনে আটক হন। এরপর প্রায় ১০ মাস বিনা বিচারে বন্দী ছিলেন উনারা। ফৌজদারী অপরাধী না হয়েও ৬ বার জামিন নাকচ হয় তাদের। কিছুদিন আগে মুশতাক আহমেদ পুলিশের হেফাজতে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা যান। আর আজকে ৩০১ দিন পর প্রচণ্ড অসুস্থ কিশোর ৬ মাসের জন্য জামিন পেলেন।

মানুষজন বলছে জীবন দিয়ে কিশোরের জামিনের ব্যবস্থা করে গেলেন মুশতাক। পৃথিবীতে এত দামী জামিন মনে হয় আর একটাও হয় নাই। আমরা চাইনা লেখালেখি, কার্টুন বা যেকোন প্রতিবাদের কারণে আর কেউ গ্রেপ্তার হোন। আমরা চাইনা প্রতিবাদ করার কারণে ডিজিটাল সিকিউরিটি আইনে আর কোন কাজল, কিশোর বা মুশতাকের মত কেউ একদিনও আটক থাকুক।
ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল চাই।

26/02/2021

কারাগারে লেখক মোশতাকের মৃত্যু নিয়ে গভীর উদ্ভেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ ১৩ টি রাষ্ট্র!!

24/02/2021

দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম আপাতত সাজেক, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, রিসোর্ট এইসব রেখে দিলেই তো ঐখানে আর করোনা ঢুকতে পারে না!

পরিবর্তিত বিশ্ববিদ্যালয়সমূহের নাম এমন হতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয় -> সাজেক ইকো ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়

বুয়েট -> সাইরু ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -> কক্সবাজার সি বিচ বিশ্ববিদ্যালয় (জাহাঙ্গীরনগর শাখা)

ঢাকা মেডিকেল -> রয়্যাল টিউলিপ রিসোর্ট এন্ড স্প্যা মেডিকেল কলেজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় -> গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ বিশ্ববিদ্যালয়

এইসব সহজ জিনিসটা ওদের মাথায় ঢুকে না ক্যান

22/02/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে করোনার মধ্যে তাদের পরীক্ষা চলছিলো। অনেকের মাত্র ১ টা পরীক্ষা বাকি , অনেকের ভাইভা বাকি।
অথচ শিক্ষামন্ত্রীর হঠকারী সিদ্ধান্তে থমকে গেলো তাদের শিক্ষাজীবন। যখন করোনা প্রকট ছিলো তখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া শুরু হয়, অথচ হঠাৎ কি এমন বজ্রপাত হলো যে, শিক্ষামন্ত্রী কোন বিচার বিবেচনা না করে সব স্থগিত করে দিলেন?
জাতির সাথে আর কত তামাশা করবেন আপনারা?

টানা ৩ দিনের ছুটিতে লাখ লাখ পর্যটক কক্সবাজারে ভিড় জমিয়েছিলো। এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আপনারা বড় বড় রাজনৈতিক সভাসমাবেশ করলেন, এগুলোতে সমস্যা নাই। আপনাদের শুধু সমস্যা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে?
এর পেছনের কারণ কি?

22/02/2021

আমাদের তরুণ সমাজ ক্রিকেটারদের আইডল হিসেবে অনুসরণ করে। কিন্তু প্রায়ই আমরা কোন না কোন ক্রিকেটারের নামে নেতিবাচক সংবাদ শুনি। কারও বিরুদ্ধে নারী কেলেংকারী, কারও বিরুদ্ধে জুয়াড়ি, কারও বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ইত্যাদি।
How can the morally & characterless people be the idle of our young generation?

বর্তমানে নাসির সাহেব নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে। তাকে আজীবন সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত।
তার মত নৈতিক অধঃপতন অতীতে আরও কোন ক্রিকেটারের হয়েছে কি না আমার জানা নেই। আপনি ভাল খেলতে পারলেই স্টার হতে পারেন না, আপনার নৈতিকতাও থাকতে হবে। কারণ তরুণরা আপনাকে অনুসরণ করে। আমরা সমাজে তারকাদের এসব নষ্টামির বৈধতা দিলে, তরুণ সমাজও রসাতলে যাবে। পুরো সমাজ ব্যবস্থা অনৈতিকতার যাঁতাকলে পিষ্ট হবে।

শুধু ক্রিকেটাররাই নয়। আমাদের নাটক- সিনেমার কিছু নায়ক ও নায়িকাদের চারিত্রিক অধঃপতন আমাদের ভীষণভাবে ভাবায়। আমাদের ছোটবেলায় আমরা সাবানা, ববিতা, রজিনা, কবিতা ,চম্পাদের দেখে বড় হয়েছি। তাদের চরিত্রের কোন নেতিবাচক সংবাদ কখনো শুনতে হয়নি। আমরা রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, জসিম, আলমগীরদের দেখে বড় হয়েছি। তাদের সম্পর্কে এখনো কোন খারাপ সংবাদ শুনিনা।
আর যেকারণে মনে হয় আমাদের ভাগ্যটা ভাল যে, আমাদের খারাপ কোন তারকাকে আইডল হিসেবে অনুসরণ করতে হয়নি। কিন্তু বর্তমানে?

বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করে যখন ভিনদেশী সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিতে বসেছি, ঠিক তখন সমাজের এসব অধঃপতন আমাদের লক্ষ্য করতে হচ্ছে। তরুণসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সচেতনতা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।

ঈদের আগে ক্লাসরুমে করোনা থাকবে, ঈদের পরে বেড়াতে চলে যাবে।যেমনিভাবে টানা তিনদিনের ছুটিতে সবাই এখন কক্সবাজারে।কক্সবাজারের ...
22/02/2021

ঈদের আগে ক্লাসরুমে করোনা থাকবে, ঈদের পরে বেড়াতে চলে যাবে।

যেমনিভাবে টানা তিনদিনের ছুটিতে সবাই এখন কক্সবাজারে।

কক্সবাজারের সমুদ্রের পানিতে গোসল করলে কি করোনা দূর হয়ে যায়?

22/02/2021

ঝাঁল করে শুটকি ভর্তা যার পছন্দ না, সে মানুষ পর্যন্ত খুন করে ফেলতে পারে

22/02/2021

৪০, ৪১ ও ৪২তম বিসিএসের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে: পিএসসি চেয়ারম্যান

শঙ্খমালা-জীবনানন্দ দাশকান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারেসে কে এক নারী এসে ডাকিল আমারে,বলিল, তোমারে চাই:বেতের ফলের মতো নীল...
17/02/2021

শঙ্খমালা
-জীবনানন্দ দাশ

কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে
সে কে এক নারী এসে ডাকিল আমারে,
বলিল, তোমারে চাই:
বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুঁজেছি নক্ষত্রে আমি- কুয়াশার পাখনায়-

সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক
জোনাকির দেহ হতে-খুজেছি তোমারে সেইখানে-
ধূসর পেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে
ধানসিড়ি বেয়ে-বেয়ে
সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে
তোমারে খুঁজছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে।

দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা;
সন্ধ্যার আঁধারে ভিজে শিরীষের ডালে যেই পাখি দেয় ধরা-
বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর,
শিঙের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর।

কড়ির মতন সাদা মুখ তার;
দুইখানা হাত তার হিম;
চোখে তার হিজল কাঠের রক্তিম
চিতা জ্বলে: দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায়
সে আগুনে হায়।

চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার!
স্তন তার
করুণ শঙ্খের মতো – দুধে আর্দ্র-কবেকার শঙ্খিনীমালার!
এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।

শুভ জন্মদিন কবি।
শ্রদ্ধা ও ভালোবাসা।

09/02/2021

এই শহরে আমার কোনো প্রেমিকা নেই;
যে একজন ছিল সেও পদবী পালটে হয়ে গেছে বৌ

29/01/2021

প্রশাসন ক্যাডারে চাকরিতে প্রবেশ করেছেন-
৩৮ তম বিসিএস:
বুয়েট - ৮২ জন
কুয়েট - ৬৪ জন
রুয়েট - ৫৯ জন ও
চুয়েট - ৫৫ জন।

এরা সবাই দেশের প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি না করে আমলা হলেন।

তাদেরকে প্রকৌশলী বানাতে সরকারের খরচ হয়েছে ১৫-২০ লক্ষ টাকা। আর আমলা বানানোর পড়ােলেখার জন্য সমাজ বিজ্ঞান পড়তে হয়, যা পড়াতে খরচ হয় মাত্র ২-৩ লক্ষ টাকা।

চীনকে কে উন্নত এবং ধনী করেছে?
সেই দেশের ইঞ্জিনিয়ারগণ।

ফলাফল: পৃথিবীর মধ্যে এক নম্বর স্বয়ংসম্পূর্ণ দেশ চীন।

রাস্তা বানাতেও ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আমদানি করতে হয়।

আমলাই যখন শ্রেষ্ঠজন; ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করা হোক।

24/01/2021

তুমিও তো শিখে গেছো
কালো কাচে ঢেকে রাখতে চোখ
শিখে গেছো ছদ্ম প্রেম
লুকিয়ে রাখতে বাঘনখ!

শিখে গেছো অস্বীকার
যেখানে কৃতজ্ঞ হতে আগে
শিখে গেছো সাফল্যের
চোরা পথে কি কি গুণ লাগে!

20/01/2021

নাবিকের চোখে এখন মায়াবী আলো
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার আগে
দিগন্ত রেখা জুড়ে জল শুধু জল
মনিহার দ্যুতি লেগেছে অস্তরাগে।

আরও কতদূর আরও কতদূর ডাঙা?
আরো কতদূরে দুধ ও মধুর দেশ?
আর কতগুলো দিবস-যামিনী গেলে
জল কেটে কেটে ভেসে যাওয়া হবে শেষ?

নাবিকের চোখে এখন মায়াবী আলো
প্রেয়সীর মুখ আকাশের ক্যানভাসে
স্মৃতিময় কত আলোছায়া বর্নালী
ছায়ার মতন হেঁটে যায় পাশে পাশে।

08/01/2021

বাউন্টি একটা মোটিভেশনাল চকলেট।
আমি যতোবারই খাই, আমার মনে হয় এই প্যারাশুট নারিকেল তেল দিয়া বানানো বাল্টা যদি চকলেট হৈতে পারে, মানুষের পক্ষে অসম্ভব বইলা কিসু নাই।
কেউ কি ভাইবা দেখসেন এতো সুন্দর সুন্দর নাম থাকতে এর নাম 'বাউন্টি' ক্যান?
যে ব্যাটায় এইটা আবিষ্কার করসিলো, মানুষ তারে এখনও পিডানোর জন্য খুজতেসে

29/12/2020

এতদিনে বুঝে গেছি, কিছু নেই মাঝামাঝি বলে
হয় তুমি আছো সাথে, নয় একেবারে গেছো চলে!!

28/12/2020

তুমিও নাকি দুঃখ পাও
দুঃখ দেখে অন্যদের?
দুঃখী মানুষ কাঁদছে, তাই
খোঁজ করো, সে কোন জাতের?

ভাতের দানায় রক্ত ঘাম
দুঃখী মাটির দুঃখী ধান
এক জাতি তার, ধর্ম এক
নয় সে হিন্দু- মুসলমান!

লোক দেখানো দুঃখ যাক
ঘৃণার পুজো বন্ধ হোক
তোমার সুখী রাজসভায়
সম্মান পাক দুঃখী লোক!

18/12/2020

“কাটা আঙুল থেকে রক্তের মতো ঝ’রে ঝ’রে পড়ে
ইচ্ছার নীল অক্ষমতা।”

17/12/2020

“একটা ঠিকানা চাই।
যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব...
প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর!
হবে একটা ঠিকানা?
কারনে অকারনে চিঠি দিব…”

হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমেঅথচ আমার ব্যাপক বিরহভূমিছুটে যেতে চাই– পথ যায় পায়ে থেমেঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।-...
15/12/2020

হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে
অথচ আমার ব্যাপক বিরহভূমি
ছুটে যেতে চাই– পথ যায় পায়ে থেমে
ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।

- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

Address

Manikganj
Manikganj
1831

Telephone

+8801788727370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manikganj Mini Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Services in Manikganj

Show All