29/04/2024
উপজেলা পরিষদ নির্বাচনে এবার যারা অংশগ্রহণ করবেন তাদের নমিনেশন অনলাইনে জমা দিতে হবে।
অনলাইনে নমিনেশন জমা দিতে কি কি ডকুমেন্টস লাগবে তা নিম্নে দেওয়া হল-
1. প্রার্থীর সদ্য তোলা রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি (jpeg/jpg ফরম্যাট)
2. স্ট্যাম্প পেপারে যথাযথ স্থানে ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিকের স্বাক্ষরিত হলফনামা (প্রার্থীর মনোনয়ন সমাপ্তের পর হোম পেজ থেকে মনোনয়ন পত্র ডাউনলোড করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করতে হবে, pdf ফরম্যাট)
3. রাজনৈতিক দলের প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে, pdf ফরম্যাট)
4. আয়কর রিটার্নের কপি, সম্পদের বিবরণী ও সর্বশেষ আয়কর পরিশোধের প্রমাণপত্র/রশিদ (pdf ফরম্যাট)
5. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র (pdf ফরম্যাট)
6. ইউটিলিটি বিল (pdf ফরম্যাট)
7. ভোটার তালিকার সিডি কেনার রশিদ (pdf ফরম্যাট)
8. অন্যান্য কাগজপত্র (pdf ফরম্যাট)
এছাড়াও অনলাইন মোনোনয়ন জমা করার সময় অবশ্যই প্রার্থী, প্রস্তাবকারি ও সমর্থনকারিকে স্বশরিরে উপস্থিত থাকতে হবে।
অনলাইন নমিনেশন জামা দিতে বা ফাইল রেডি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। 01679-462584
🔴বালিয়াটি বাজার, সাটুরিয়া, মানিকগঞ্জ সময়: বিকাল 5:00-রাত 9:00
🔴নয়াডিঙ্গী, কৈট্টা রোড, সাটুরিয়া, মানিকগঞ্জ। সময়: সকাল 10:00-বিকাল 4:00