ভ্রমণ রাজ্য পর্যটক

ভ্রমণ রাজ্য পর্যটক Tours and Travels Most Popular Tours and Travels agency in Dhaka Bangladesh
(3)

🤣🤣🤣
10/12/2023

🤣🤣🤣

07/12/2023
কি প্রয়োজন???
30/11/2023

কি প্রয়োজন???

নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো অবশেষে।যারা যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট,ইয়ামথাং ভ্যালী,লাচুং ...
29/11/2023

নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো অবশেষে।যারা যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট,ইয়ামথাং ভ্যালী,লাচুং যাওয়ার প্ল্যান করছেন তারা কই??

দেবতাখুম , বান্দরবান 😍
05/11/2023

দেবতাখুম , বান্দরবান 😍

দেবতাখুম, বান্দরবান
31/10/2023

দেবতাখুম, বান্দরবান

নৈসর্গিক সৌন্দর্যময় নাফাখুম জলপ্রপাত 😮📍বান্দরবান
31/10/2023

নৈসর্গিক সৌন্দর্যময় নাফাখুম জলপ্রপাত 😮

📍বান্দরবান

আলহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহপ্রায় দুইশ ট্রাভেল গ্রুপের অংশগ্রহণে সম্পন্ন হলো আমাদের   2023অসংখ্য ধন্যবাদ আয়োজকদের আমাদ...
30/10/2023

আলহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

প্রায় দুইশ ট্রাভেল গ্রুপের অংশগ্রহণে সম্পন্ন হলো আমাদের
2023

অসংখ্য ধন্যবাদ আয়োজকদের আমাদের সকল বাজেট ট্যুর গ্রুপকে এক বন্ধনে আবদ্ধ করার জন্য।❤️

এই ফেস্টিভ্যাল এ আমি ও আমার টিম উপস্থিত ছিলাম ভ্রমণ রাজ্য পর্যটক এর পক্ষ থেকে।🥰🥰

পর্যটন খাতে বিশেষ অবদান রাখায়ভ্রমণ রাজ্য পর্যটক   এর কর্নধার কে "সম্মাননা স্বারক"  আলহামদুলিল্লাহ। সম্মাননা স্বারক প্রদা...
30/10/2023

পর্যটন খাতে বিশেষ অবদান রাখায়
ভ্রমণ রাজ্য পর্যটক এর কর্নধার কে
"সম্মাননা স্বারক" আলহামদুলিল্লাহ।

সম্মাননা স্বারক প্রদান করছেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি জনাব মোঃ তোফায়েল আহম্মেদ।


30/10/2023

Thanks to Deepta TV for presenting our biggest tourism festival 2023 to Everyone

30/10/2023

আলহামদুলিল্লাহ বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল-২০২৩ সফল ভাবে সম্পন্ন হলো🥰
ধন্যবাদ সময় টিভি কে আমাদের এই মিলনমেলা কে এত সুন্দভাবে প্রচার করার জন্য


ভ্রমণ রাজ্য পর্যটক

25/10/2023

এক টুকরো সর্গে আছি🤗

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়...
22/10/2023

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।
হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়ের কুলাউ পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় উঠতে ব্যবহৃত হত ।

এই সিঁড়িতে ওঠা সম্পূর্ণ ভাবে বেআইনি। কিন্তু কে মানে সে কথা? প্রত্যেক বছর এই সিঁড়ি দেখতে ৪ হাজারেও বেশি পর্যটক ভিড় জমান। রেডিও স্টেশন অ্যাক্সেস করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল এই সিঁড়ি।

এই সিঁড়ি বেয়ে উঠলে মনে হবে মেঘের মাঝে পৌঁছে গেছেন, এজন্য একে 'স্বর্গের সিঁড়ি' বলা হয়।

আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন🤣
17/10/2023

আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন🤣

আলহামদুলিল্লাহ  BIGGEST TOURISM FESTIVAL 2023 এর অনুষ্ঠানে  এখন পযর্ন্ত শুধু মাত্র ট্রাভেল গ্রূপের স্পন্সর হইছে ৫০+ এছাড়...
17/10/2023

আলহামদুলিল্লাহ BIGGEST TOURISM FESTIVAL 2023 এর অনুষ্ঠানে এখন পযর্ন্ত শুধু মাত্র ট্রাভেল গ্রূপের স্পন্সর হইছে ৫০+ এছাড়া কো স্পন্সর রয়েছে এবং টাইটেল স্পন্সর তো আছেই- এছাড়াও রয়েছে হোটেল রিসোর্ট ব্যবসায়ি, সবাইকে রিপ্রেজেন্ট করা হবে ইনশাআল্লাহ -

এই মিলনমেলায় আপনাদের অবদান সত্যি মনে রাখার মতো- ইনশাআল্লাহ সব ঠিক থাকলে দেখা হচ্ছে ২৪ তারিখ কাকরাইল আইডিইবি ভবনে দুপুর ২ টায়🥰
ভ্রমণ রাজ্য পর্যটক

আমরা কো-স্পন্সর হিসেবে থাকতে পেরে গর্বিত 🥰🥰

আলহামদুলিল্লাহ  BIGGEST TOURISM FESTIVAL 2023 এর অনুষ্ঠানে  এখন পযর্ন্ত শুধু মাত্র ট্রাভেল গ্রূপের স্পন্সর হইছে ৫০+ এছাড়...
17/10/2023

আলহামদুলিল্লাহ BIGGEST TOURISM FESTIVAL 2023 এর অনুষ্ঠানে এখন পযর্ন্ত শুধু মাত্র ট্রাভেল গ্রূপের স্পন্সর হইছে ৫০+ এছাড়া কো স্পন্সর রয়েছে এবং টাইটেল স্পন্সর তো আছেই- এছাড়াও রয়েছে হোটেল রিসোর্ট ব্যবসায়ি, সবাইকে রিপ্রেজেন্ট করা হবে ইনশাআল্লাহ -

এই মিলনমেলায় আপনাদের অবদান সত্যি মনে রাখার মতো- ইনশাআল্লাহ সব ঠিক থাকলে দেখা হচ্ছে ২৪ তারিখ কাকরাইল আইডিইবি ভবনে দুপুর ২ টায়🥰
ভ্রমণ রাজ্য পর্যটক

আমরা কো-স্পন্সর হিসেবে থাকতে পেরে গর্বিত 🥰🥰

16/10/2023

স্বপ্নের কক্সবাজার রেলপথ 🇧🇩❣️

- আপনারা কে কোথায় যাওয়ার জন্য টাকা জমাচ্ছেন?ভ্রমণ রাজ্য পর্যটক
06/10/2023

- আপনারা কে কোথায় যাওয়ার জন্য টাকা জমাচ্ছেন?

ভ্রমণ রাজ্য পর্যটক

সাজেকের লুসাই গ্রাম 💚
27/09/2023

সাজেকের লুসাই গ্রাম 💚

27/09/2023

পাহাড়ে যত সুখের আবাস. 🌿

📌 ইকো পার্ক, সীতাকুণ্ড।

27/09/2023

আজ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস🥰
ভ্রমণ রাজ্য পর্যটক গ্রুপের পক্ষ থেকে সকল কে জানাই পর্যটন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন💖

মাদক কে নাহ বলি ভ্রমণ কে সঙ্গী করি।

ভ্রমন হোক নেশা, প্রেম হোক প্রকৃতির সাথে💚🌿

💚ঘুরে দেখুন নিজের দেশ💚
🌿কতো সুন্দর আমাদের বাংলাদেশ🌿

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল                                   বিশ্ব প...
26/09/2023

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

জেলা প্রশাসন জানায় এ উপলক্ষে হোটেল, মোটেল এবং গেস্ট হাউস, রেস্তোরাঁয় খাবার ,বাস ভাড়াসহ অন্যান্য খাতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে ।

পর্যটন মেলার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের উদ্বোধন হবে।

এর আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালী। সকাল পৌনে ১০টায় বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী জেটি পর্যন্ত চলবে নৌ-র‌্যালী।
(মো:রেজাউল করিম)

ছবিঃ সংগৃহীত

অবশেষে,সাজেকেও হচ্ছে সেলফি জোন।I ♥️ SAJEK.
19/09/2023

অবশেষে,
সাজেকেও হচ্ছে সেলফি জোন।
I ♥️ SAJEK.

19/09/2023

এই বছর আর কোথায় কোথায় ঘুরতে যাবেন?

13/09/2023

Barishal, the tales of the rivers. ☘️

📍পেয়ারা বাগান, বরিশাল

পাহাড় আর সাঙ্গু নদীর অপরুপ মেলবন্ধন সাঙ্গু নদী, তিন্দু, বান্দরবান
13/09/2023

পাহাড় আর সাঙ্গু নদীর অপরুপ মেলবন্ধন

সাঙ্গু নদী, তিন্দু, বান্দরবান

মেঘালয়ের পাহাড় আর যাদুকাটা নদীবারিক্কা টিলা, তাহিরপুর, সুনামগঞ্জ
13/09/2023

মেঘালয়ের পাহাড় আর যাদুকাটা নদী

বারিক্কা টিলা, তাহিরপুর, সুনামগঞ্জ

যাদুকাটা নদীলাউড়েরগড়, তাহিরপুর, সুনামগঞ্জ
10/09/2023

যাদুকাটা নদী

লাউড়েরগড়, তাহিরপুর, সুনামগঞ্জ

📍খৈয়াছড়া ঝর্ণা , মিরসরাই, চট্টগ্রাম।
09/09/2023

📍খৈয়াছড়া ঝর্ণা , মিরসরাই, চট্টগ্রাম।

রিছাং ঝর্ণা, খাগড়াছড়ি 🖤
06/09/2023

রিছাং ঝর্ণা, খাগড়াছড়ি 🖤

অপরুপ সৌন্দর্যময় মেঘালয়ের পাহাড় গুলো  যাদুকাটা নদী | তাহিরপুর | সুনামগঞ্জ
06/09/2023

অপরুপ সৌন্দর্যময় মেঘালয়ের পাহাড় গুলো

যাদুকাটা নদী | তাহিরপুর | সুনামগঞ্জ

📍 আলীকদম, থানচি, বান্দরবান। 🍃
04/09/2023

📍 আলীকদম, থানচি, বান্দরবান। 🍃

যারা স্বপ্ন দেখেছিলেন এই বার সিজনে সেন্টমার্টিন যাবেন ঘুরতে,, আপনাদের স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না।এই সিজন থেকে সেন্টমার...
04/09/2023

যারা স্বপ্ন দেখেছিলেন এই বার সিজনে সেন্টমার্টিন যাবেন ঘুরতে,, আপনাদের স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না।

এই সিজন থেকে সেন্টমার্টিন ভ্রমনে আসছে *অনলাইন রেজিস্টেশন সিস্টেম* মানে দৈনিক নিদ্দিষ্ট একটি সংখ্যার বেশি প্রর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন না। তা আবার নিজের সুযোগ সুবিধা মতো সময়ে নয়। আপনি রেজিস্টেশন করার পরে যেই তারিখে আপনার ভ্রমনের জন্য সিডিউল পাবেন ঐই তারিখে আপনাকে ভ্রমন করতে হবে, তাও আবার আবেদনের জন্য ফি প্রদান করতে হবে। (এক কথায় ট্রাভেল ট্যাক্স) আপনারা গিয়ে পচন্দমতো ১০০০/১৫০০ টাকা দিয়ে রিসোর্ট ভাড়া নিবেন সেই দিন ভুলে যান এখন আর নাম করা নামি দামি রিসোর্ট (যেগুলোর ভাড়া ৮/১০ হাজার টাকা রুম প্রতি) ছাড়া কম দামি রিসোর্ট আর চলবে না। মানে এক কথায় বলতে গেলে সেন্টমার্টিন এখন মিডেল ক্লাস ও নিন্ম শ্রেণী মানুষের ভ্রমন আয়ত্তের বাহিরে।

এমন জায়গায় আড্ডা দেওয়ার জন্য কাকে সঙ্গী হিসেবে চান!..💚
02/09/2023

এমন জায়গায় আড্ডা দেওয়ার জন্য কাকে সঙ্গী হিসেবে চান!..💚

Address

House/19, Road/12, Block/C, Pallabi, Mirpur-12, Dhaka
Mirpur
1216

Telephone

+8801621554298

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ রাজ্য পর্যটক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভ্রমণ রাজ্য পর্যটক:

Videos

Share

Category