রংধনু-Rangdhanu Travel Bangladesh

রংধনু-Rangdhanu Travel Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রংধনু-Rangdhanu Travel Bangladesh, Travel Agency, Barek Mollah Mor, Mirpur-2, Dhaka, Mirpur.

👨‍👩‍👦‍👦 Family Tour ✈️ Air Ticket
👭 Group Tour 🚅 Train Ticket
🧑‍💼 Corporate Tour 🚌 Tour Packages
👍 Package Tour 🪂 Hill Tracking
👨‍💼 Customised Tour এটি একটি ট্রাভেল গ্রুপ

বর্তমানে ফেইসবুকে ৫০০+ ট্যুর গ্রুপ পাবেন, তবে আমরা একটু আলাদা।
অন্যান্য গ্রুপে অনেক ছেলে মেয়ে অচেনা বা ছেলেদের সাথে গ্রুপ ট্যুর দিতে একটু ভয় কাজ করে, এছাড়া অনেকে ফ্যামিলি মেম্বার নিয়ে

গ্রুপ ট্যুরে যেতে সাচ্ছন্দবোধ করেন না। তাদের সবার কথা চিন্তা করে আমাদের গ্রুপটি।
যে কোনো বয়সে যে কেউ ছেলে মেয়ে বাবা ভাই বোন মা সবাইকে নিয়ে আমাদের সাথে ট্যুরে যেতে পারবেন।

গ্রুপ ট্যুরে কেন যাবেন?

হ্যা প্রথমত টাকা সেভ হবে।
ফ্যামিলি নিয়ে একটু পাহাড়ি এলাকা যা আতঙ্ক কাজ করে তাই গ্রুপ ট্যুরে সম্পূর্ণ সেইফ।
প্রচুর মজা করতে পারবেন।

গ্রুপ ট্যুরে যাবো তবে রংধনুর সাথে কেন?

রংধনু অন্য গ্রুপ থেকে আলাদা আমাদের থাকে ব্যাতিক্রম আয়োজন প্রতি ট্যুরে আলাদা আলাদা টি-শার্ট, লটারীর মাধ্যমে গিফট আর সবমিলিয়ে মনে হবে নিজের ফ্যামিলির সাথে ট্যুরে যাচ্ছেন। সবারমতামত নিয়ে চলে রংধনু ট্যুর ফ্যামিলি।

ধন্যবাদ সবাইকে।
রংধনুর সাথে থাকবেন।
ভ্রমনহোক আরো আনন্দময়।

দেশ আমাদের পরিস্কার রাখার দায়ীত্ব আমাদের ট্যুরে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না।


টাকা উপার্জনই প্রকৃত সুখের চাবিকাঠি নয়।
সেই টাকার সামান্য কিছুটা অংশ দিয়ে যদি ভ্রমণ করা যায়, তাহলে প্রকৃতিকে খুব কাছ থেকে জানা যায়।
নিজের আত্মাকে সন্তুষ্টি করা যায়।
ভ্রমণ মানুষকে মানসিক চাপ থেকে মুক্তি দেয়।
বেঁচে থাকার জন্য উৎসাহ যোগায়।

এই রাস্তায় আসলে হাতে সময় নিয়ে বের হবেন ✅ রাস্তা অনেক জ্যাম আজ ভোর সকাল চারটার দিকে টঙ্গী আব্দুল্লাহ্পুর লোহার ব্রিজ ভেঙ্...
21/12/2024

এই রাস্তায় আসলে হাতে সময় নিয়ে বের হবেন ✅ রাস্তা অনেক জ্যাম
আজ ভোর সকাল চারটার দিকে টঙ্গী আব্দুল্লাহ্পুর লোহার ব্রিজ ভেঙ্গে ট্রাকসহ তুরাগ নদীতে পড়ে.
দিনের বেলা ভেঙে পড়লে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হতো।

রাতের সেন্টমার্টিন 😍
18/12/2024

রাতের সেন্টমার্টিন 😍

বলসিলাম সুখবর দিবো।রংধনু যে কোনো ট্যুরে এডভান্স করুন কোনো খরচ ছাড়াই।বিকাশে পেমেন্ট করুন। কোন খরচ দিতে হবে না।
17/12/2024

বলসিলাম সুখবর দিবো।
রংধনু যে কোনো ট্যুরে এডভান্স করুন কোনো খরচ ছাড়াই।
বিকাশে পেমেন্ট করুন। কোন খরচ দিতে হবে না।

17/12/2024

রংধনু-Rangdhanu Travel Bangladesh সবার জন্য থাকছে সুখবর 🔥🔥🔥

কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,✅বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র স...
17/12/2024

কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-
একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,

✅বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র সৈকত ভ্রমনের উপযোগী সময় তাই কক্সবাজার যাওয়ার আগে আপনার যে সকল বিষয় গুলো মাথায় রাখতে হবে.........নিন্মরূপ !

🟢 #বাস বা ট্রেন থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

🟢 #সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

🟢 #হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

🟢 #বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

🟢 #বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

🟢 #কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

🟢 #বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

🟢 #ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। কয়টা ছবি তুলতে চান বলে দিন। নহলে এক ক্লিকেই দশটা ছবি তুলবে।

🟢 #সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

🟢 #বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

🟢 #পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

🟢 #কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

🟢 #হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

🟢 #স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

🟢 #কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

🟢 #জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

#যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯ ।

📌 মিরিন্জা ভ্যালি, লামা, বান্দরবান
17/12/2024

📌 মিরিন্জা ভ্যালি, লামা, বান্দরবান

📌 রাতারগুল, সিলেট
17/12/2024

📌 রাতারগুল, সিলেট

দাজেলিং টিলা, শ্রীমঙ্গল
17/12/2024

দাজেলিং টিলা, শ্রীমঙ্গল

দেখি পাহার প্রেমিকরা বলতে পারে কি না
17/12/2024

দেখি পাহার প্রেমিকরা বলতে পারে কি না

বিছনাকান্দি টু জাফলং পায়ে হেটে 😍😍😍
17/12/2024

বিছনাকান্দি টু জাফলং পায়ে হেটে 😍😍😍

আপনি শ্রীমঙ্গল দেখেননি মানে কিছুই দেখেননি। এদিক সেদিক না ঘুরে হাতে সময় নিয়ে ঘুরে আসুন বাংলার সুইজারল্যান্ড থেকে।📍পাঙ্গান...
17/12/2024

আপনি শ্রীমঙ্গল দেখেননি মানে কিছুই দেখেননি। এদিক সেদিক না ঘুরে হাতে সময় নিয়ে ঘুরে আসুন বাংলার সুইজারল্যান্ড থেকে।
📍পাঙ্গান রিসোর্ট, শ্রীমঙ্গল ( pangan Resort) 🌱💚

বর্তমান কক্সবাজার এর অবস্থা 😁
17/12/2024

বর্তমান কক্সবাজার এর অবস্থা 😁

শুভ সকাল 😍😍😍
17/12/2024

শুভ সকাল 😍😍😍

-অফিসের কাজ সেরে রাতে চলে যামু ট্যুরে।😄🤣
17/12/2024

-অফিসের কাজ সেরে রাতে চলে যামু ট্যুরে।😄🤣

-কে কোন বিভাগ থেকে রংধনুর সাথে যুক্ত আছেন?
17/12/2024

-কে কোন বিভাগ থেকে রংধনুর সাথে যুক্ত আছেন?

চলছে রংধনুর রাঙ্গামাটি ট্রিপের দুপুরের খাওয়াদাওয়া
16/12/2024

চলছে রংধনুর রাঙ্গামাটি ট্রিপের দুপুরের খাওয়াদাওয়া

চলছে রংধনুর বান্দরবান ট্রিপ......
16/12/2024

চলছে রংধনুর বান্দরবান ট্রিপ......

সকালের খাবার শেষ করে সবাইকে নিয়ে রওনা দিলাম  নীলগিরি-  নীলাচল এর  উদ্দেশ্য  ✌️✌️
16/12/2024

সকালের খাবার শেষ করে সবাইকে নিয়ে রওনা দিলাম নীলগিরি- নীলাচল এর উদ্দেশ্য ✌️✌️

Address

Barek Mollah Mor, Mirpur-2, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when রংধনু-Rangdhanu Travel Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংধনু-Rangdhanu Travel Bangladesh:

Videos

Share

Category