Great Tours and Travels

Great Tours and Travels Tuba tourism and travels agency is a travel group.

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?  আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন। ১. সাজেক - ৪২. ময়ুঙকপাল -২ ৩. রিসাং ঝর্ণা ...
28/01/2025

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?
আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন।

১. সাজেক - ৪
২. ময়ুঙকপাল -২
৩. রিসাং ঝর্ণা - ২
৪. তারেং- ১
৫. আলুটীলা -২
৬. বিছানাকান্দি - ২
৭. রাতারগুল - ২
৮. জাফলং - ২
৯. লালখাল - ২
১০. উৎমাছড়া -২
১১. সাদাপাথর -২
১২. তুরং ছড়া -২
১৩. মাধবকুন্ডু -২
১৪. মাধবপুর লেক-২
১৫. লাওয়াছড়া - ১
১৬. হাম হাম ঝর্ণা - ৩
১৭. চন্দ্রনাথ পাহাড় - ৩
১৮. নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯. খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৪
২০. কমলদহ ট্রেইল - ২
২১. সোনাইছড়ি ট্রেইল -৩
২২. সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩. বাশবাড়িয়া -১
২৪. কুমিরা সি বিচ - ১
২৫. সন্দিপ - ২
২৬. কুয়াকাটা -৩
২৭. নিঝুম দ্বীপ -৩
২৮. চর কুকরি মুকরি - ৩
২৯. মনপুরা - ২
৩০. ভাসমান পেয়ারা বাজার -২
৩১. বিরিসিরি - ২
৩২. বারিক্কা টিলা -১
৩৩. টাংগুয়ার হাওর -৩
৩৪. শিমুল বাগান -২
৩৫. টেকেরঘাট -১
৩৬. নিলাদ্রি লেক -১
৩৭. কাপ্তাই লেক -২
৩৮. দুপ্পানি ঝর্ণা -২
৩৯. গাছকাটা ঝর্ণা-১
৪০. ণকাটা ঝর্ণা -১
৪১. দুমলং -৭
৪২. পতেংগা সি বিচ -২
৪৩. নারিকেল সি বিচ - ২
৪৪. মহেশখালি -২
৪৫. সেইন্ট মার্টিন -৫
৪৬. সোনারগাও - ১
৪৭. মৈনট ঘাট - ১
৪৮. মাওয়া ঘাট -১
৪৯. আড়িয়াল বিল -১
৫০. নীলগিরি -১
৫১. নিলাচল -২
৫২. স্বর্ম্মন্দির - ১
৫৩. মেঘলা -১
৫৪. অমিয়াখুম জলপ্রপাত -৭
৫৫. আলীকদম গুহা -৩
৫৬. কেওক্রাডং -৫
৫৭. জাদিপাই ঝর্ণা - 3
৫৮. চিম্বুক পাহাড় - ২
৫৯. দামতুয়া ঝর্ণা - ৩
৬০. তিনাপ সাইতার - ৪
৬১. নাফাখুম -৩
৬২. নাইক্ষংমুখ -১
৬৩. সাতভাইখুম -১
৬৪. ভেলাখুম -১
৬৫. দেবতাখুম -৩
৬৬. মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭. গুলিয়াখালি -১
৬৮. ক্রিস তং -৫
৬৯. সাকাহাফং - ১০
৭০. জোতলং - ৮
৭১. যোগী হাফং -৬
৭২. তাজিংডং - ৪
৭৩. ডিম পাহাড় -২
৭৪. তলাবং ঝর্ণা - ২
৭৫. রেমাক্রি - ৩
৭৬. সুন্দরবান - ৩
৭৭. কক্সবাজার -৩
৭৮. সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯. হরিংঘাট -২
৮০. বগাকাইন হ্রদ -২
৮১. লিলুক ঝর্ণা -৩
৮২. রিজার্ভ ফলস-৩
৮৩. নিকলী হাওর-২
৮৪. ঢিবির হাওর-২
৮৫. কালাপাহাড় -২
৮৬. মাতায়ন্তং-২
৮৭. দেবতাপুকুর-২
৮৮. হাজাছরা ঝরনা-২
৮৯. ষাটগম্বুজ -১
৯০. কংলাক তৈসা ঝর্না-৫
৯১. সীতা কুন্ডু-২
৯২. পাটুয়ার টেক -১
৯৩. রাঙামাটি -২
৯৪. শুভলং ঝর্ণা - ২
৯৫.বোদ্ধ বিহার- ২

©

আলহামদুলিল্লাহ ভ্রমণ প্রেমি দের নিয়ে আমাদের গন্তব্য  সাত রঙ এর চা এর দেশ  #সিলেটের প্রথম প্রহরে ❤️❤️এই ইভেন্টের সাথে আমি...
27/01/2025

আলহামদুলিল্লাহ ভ্রমণ প্রেমি দের নিয়ে আমাদের গন্তব্য সাত রঙ এর চা এর দেশ #সিলেটের প্রথম প্রহরে ❤️❤️

এই ইভেন্টের সাথে আমি
sinior admin(( sh sakib))

❤️❤️great tour and travels❤️❤️

27/01/2025

সিলেট ট্যাুরের প্রথম দিন শ্রীপুর চা বাগান ও পানশিতে খাওয়া দাওয়া।

❤️❤️great tours and travels❤️❤️

20/01/2025

💥Biggest Festival Season 2 ❤️❤️

20/01/2025

Biggest festival season 2 ❤️☁️

17/01/2025

সবার জনপ্রিয় ও পছন্দের গ্রেট ট্যুরস এন্ড ট্রাভেলস এর কাজকে আরো গতিশীল করতে কিছু সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে। 🥰

➡️ ছেলেঃ ৫ জন
➡️ মেয়েঃ ৫ জন

⚠️ শর্ত প্রযোজ্যঃ

🔹 স্মার্ট, নম্র হতে হবে।
🔹 ফ্রেন্ডলিস্টে থাকা সবাইকে গ্রুপে ইনভাইট করতে হবে।
🔹 গ্রুপে মেম্বার বাড়াতে হবে।
🔹 গ্রুপে যে কয়টি ইভেন্ট থাকবে প্রতিটি ইভেন্ট নিয়ে সকাল দুপুর রাত তিন বার আমাদের তিনটি গ্রুপে পোস্ট আপলোড করতে হবে প্রতিদিন। (👉বাধ্যতামূলক)
🔹 প্রচুর পরিমাণে ভ্রমণ করার সক্ষমতা থাকতে হবে।
🔹 লোকজন ম্যানেজ /কন্ট্রোল করার সক্ষমতা থাকতে হবে।
🔹 অবশ্যই ঢাকায় বা তার আশেপাশে অবস্থান করতে হবে।
🔹 জার্নি তে সমস্যা হয়,নৌকায় উঠতে ভয় পায় এমন হলে চলবে না।
🔹 অবশ্যই সৎ এবং মিশুক হতে হবে।
🔹 প্রত্যেকের বাধ্যতামূলক এনআইডি কপি বা এসএসসি সার্টিফিকেট কপি দিতে হবে। 👈
🔹 সবার রিয়েল আইডি দিয়ে পোস্ট করতে হবে।

⚠️ সুযোগ সুবিধা যা যা পাবেনঃ

➡️ আমাদের সাথে সারাদেশ ফ্রীতে ঘুরতে পারবেন।
➡️ ট্যুরে থাকাকালীন যাবতীয় সকল খরচ গ্রুপ বহন করবে।
➡️ হোস্টিং এ নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে ট্যুর প্রতি সম্মানি পাবেন ।

🚫 বাসা থেকে সমস্যা,রাতে বাইরে থাকা যাবে না,বাসে উঠলে বমি আসে,লং ট্যুরের পারমিশন নাই, বেশি হাটতে পারেন না এমন লোক গ্রহণযোগ্য নয়।

আপনার কাজ হবে মুলত গ্রুপ ট্যুর/ কর্পোরেট ট্যুর এর সদস্য দের নিয়ে ঘুরতে যাওয়া,তাদের গাইড করা,তাদের খেয়াল রাখা, তাদের খাবার,ঘুরার সময় সিডিউল মেইন্টেন্ট করা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মানুষ থাকতে পারে। তাদের সাথে মানিয়ে নিতে হবে।
যাতায়াত ব্যাবস্থা হোটেল রিসোর্ট খাবার হোটেল সবকিছু কর্তৃপক্ষ ব্যাবস্থা করে দিবে।

আগ্রহী গন ইনবক্স করুন :

⛴️🌊 #মাত্র_৮,০০০_টাকায়_সিজনের_ দ্বিতীয়   ট্রিপ🏝️ #নীল_সমুদ্রে_ভাসতে_ভাসতে_সেন্টমার্টিন 🤩 শিপে আসা যাওয়া...⛴️***********...
16/01/2025

⛴️🌊 #মাত্র_৮,০০০_টাকায়_সিজনের_ দ্বিতীয় ট্রিপ
🏝️ #নীল_সমুদ্রে_ভাসতে_ভাসতে_সেন্টমার্টিন 🤩

শিপে আসা যাওয়া...⛴️
******************************************
#দুই_রাত্রি_থাকার_সেন্টমার্টিনের_ট্যুর_প্যাকেজ

🚍যাত্রা শুরু: ২৩ ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধা ৭ টায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে।
🚌সমাপ্তি : ২৭ ই জানুয়ারি সোমবার সকাল ৬ টার মধ্যে ঢাকায় থাকবো।

★ইভেন্টঃ ৪ রাত ৩দিন ( ২রাত সেন্টমার্টিনে থাকা)

★ইভেন্ট ফি জনপ্রতিঃ ৮,০০০ টাকা মাত্র (১ রুমে ৪ জন,ডাবল ২ টা বেড থাকবে )।

★কাপল দুইজনঃ ১৮,০০০ টাকা ( ১ রুমে ২ জন)।

***********************************************
** আমাদের ট্যুরটি অবশ্যই শিপে আসা যাওয়া।
great tour and travels

👉এই টাকায় যা যা থাকছেঃ
****************************
• ঢাকা-টেকনাফ-ঢাকা নন এসি বাসে যাওয়া আসা
• সেন্টমার্টিনের রিসোর্টে থাকা।
• সেন্টমার্টিনে যাওয়া আসার শিপের টিকেট।
• টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত সকল ব্রেকফাষ্ট, লাঞ্চ ও ডিনার সহ মোট ৮ বেলা খাবার।

👉যা যা থাকছে নাঃ
------------------------------
১. কোনো প্রকার ব্যক্তিগত খরচ ।
২। মেডিসিন।
৩। প্যাকেজে নাই এমন কোন খাবার কিংবা খরচ।
৪। ছেড়াদ্বীপ যাওয়া আসার খরচ।

❑ খাবার মেন্যুঃ
------------------------

দিন-০১
★ সকালের নাস্তা: পরোটা, ডিম অমলেট, ভেজিটেবল,।
★ দুপুরের খাবার: সাদা ভাত,সামুদ্রিক মাছ/চিকেন কারি,আলু ভর্তা, ডাল, সালাদ।
★ রাতের খাবার: সাদা ভাত,সামুদ্রিক মাছ/চিকেন কারি,আলু ভর্তা, ডাল, সালাদ।

দিন-০২
★ সকালের নাস্তাঃ খিচুড়ি এবং ডিম ভুনা।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত,আলু ভর্তা,সবজি, সামুদ্রিক মাছ/ চিকেন কারি।
★ রাতঃ- বারবিকিউ কোয়ার্টার চিকেন / সামুদ্রিক মাছ, পরোটা,সালাদ।

দিন-০৩
★ সকালের নাস্তাঃ পরটা,ডিম ভাজি,ডাল/সবজি।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত + চিকেন / সামুদ্রিক মাছ + ভর্তা + সবজি + ডাল + সালাদ।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

* এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি বড় বেড থাকবে। সব রুমে এটাচ বাথরুম থাকবে।

*নিরাপত্তা ও হসপিটালিটির কারনে আমাদের সাথে নারী ট্রাভেলার ভ্রমন করেন। এবং বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

*কাপল রুম এভেইলএবল। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।

* বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।

❑ কনফার্ম করার ডেডলাইন: সিট খালি থাকা সাপেক্ষে। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।

★ বুকিং মানিঃ৩০৬০টাকা ( অফেরতযোগ্য)

★টাকা পাঠাতে পারেনঃ
বিকাশঃ 01985861647 (পারসোনাল)
বিকাশঃ 01836411182( মার্চেন্ট)

পেজ লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100092218361547

গ্রুপ লিংক
https://facebook.com/groups/734160717692266/

সরাসরি এসে টাকা জমা দিতে পারেনঃ
যোগাযোগের ঠিকানাঃ
================
বাসা -৯,লেন-৯,ব্লক -এ, বেনারসি পল্লি, মিরপুর -১০, ঢাকা -১২১৬।
বাসা-১৫,রোড-২,ব্লক -বি,আলোক হাসপাতালের লাইন, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

👉প্রয়োজনেঃ তাহমিনা আক্তার ( এডমিন)
01985861647বিকাশ পার্সোনাল WhatsApp
01836411182(বিকাশ মার্চেন্ট)

Martin
#সেন্টমার্ট
Akter

🍁Happy Travel🍁

🍁এই বছরের জানুয়ারি মাসে শেষ ট্যুর ২৩ জানুয়ারি রাতে রওনা ৪ রাত ৩ দিনের 🚢🏞️সেন্টমার্টিন ভ্রমণ। 💥সকল খরচসহ জনপ্রতি ৮০০০ /-💥...
16/01/2025

🍁এই বছরের জানুয়ারি মাসে শেষ ট্যুর ২৩ জানুয়ারি রাতে রওনা ৪ রাত ৩ দিনের 🚢🏞️সেন্টমার্টিন ভ্রমণ।
💥সকল খরচসহ জনপ্রতি ৮০০০ /-
💥সকল খরচসহ কাপল ১৮০০০/-

📞01985861647/01836411182

🇧🇩  ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে রওনা মাত্র  ২০০০/- টাকায় কক্সবাজার ডে ট্যুর থেকে ঘুরে আসুনGreat Tours & Travels  সাথে। ✅যা...
12/01/2025

🇧🇩 ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে রওনা মাত্র ২০০০/- টাকায় কক্সবাজার ডে ট্যুর থেকে ঘুরে আসুন
Great Tours & Travels সাথে।

✅যাত্রা শুরু: ২২ তারিখ শনিবার রাত ১০:০০ মিনিট মিরপুর ১০ থেকে।
✅ ফেরার তারিখঃ ২৩ তারিখ রবিবার রাত ৯:৩০ মিনিটে কক্সবাজার থেকে রওনা হবো।
✅ ২৪ তারিখ সোমবার ভোর ৫/৬ টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকাই থাকবো।

✅ইভেন্ট ফিঃ ২০০০/- টাকা
✅বুকিং মানি ১০০০/- (জনপ্রতি)
✅বাকী টাকা গাড়িতে উঠে পরিশোধ করতে হবে।
✅ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারেন
✅ আসন বুকিং করতে ১০০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ২০ বিকাশ খরচসহ ১০২০ টাকা। চাইলে ব্যাংক একাউন্টেও দিতে পারবেন।
বুকিং করতে..👇
🔷 বুকিং - তাহমিনা - 01985861647

🔷 বিকাশ - 01836411182( payment)

⭕বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।
⭕মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।
⭕কোনো কারণে না যেতে পারলে বুকিং টাকা অযোগ্যফেরত।
⭕আসন সংখ্যাঃ ৪৫ টি।
⏩ভ্রমণের জন্যে ছেলে মেয়ে যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
আমরা_যা_যা_দেখবোঃ
✅কক্সবাজার
✅সুগন্ধা পয়েন্ট
✅লাবনী পয়েন্ট
✅কলাতলী পয়েন্ট
✅হিমছরি পাহাড়
✅লাল কাকড়াবিচ
✅মেরিন ড্রাইভ

#যা_যা_থাকছেঃ
✅ ঢাকা - কক্সবাজার -কক্সবাজার- ঢাকা যাওয়ার আসার খরচ
✅গাড়ী সিডিএম/ তিশা ৪৫ সিটের
✅সকালের নাস্তা
✅ দুপুরের খাবার
✅ রাতের খাবার
✅সকল প্রকার গাইড খরচ

#যা যা থাকছে নাঃ
✅ঢাকা-কক্সবাজার-ঢাকা আসা-যাওয়ার পথে হাইওয়েতে কোন খাবার।
✅যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ও বীমা।
✅প্যাকেজে উল্লেখ নেই এ রকম যে কোন খরচ।
✅প্রাকৃতিক দূর্যোগজনিত কারনে বর্ধিত খরচ।
✅হিমছড়ি পাহাড়, লাল কাঁকড়া বিচ এবং মেরিন্ড্রাইভ যাতায়াত ও বাবদ ৩০০ টাকা
🔵 মানে সকল খরচ সহ জনপ্রতি ২০০০ টাকা

🔷 বুকিং - তাহমিনা - 01985861647

🔷 বিকাশ - 01836411182( মার্চেন্ট)

✅ ২৩ ফেব্রুয়ারি রবিবার:
☑️সকালের নাস্তাঃ পরোটা ২টি+সবজি+ডিম/ভুনা খিচুড়ি+ডিম।

☑️দুপুরের খাবারঃ সাদা ভাত+মাছ/মুরগী+ভর্তা+ডাল।

☑️রাতের খাবারঃ সাদা ভাত+মাছ/মুরগী+ভর্তা+ডাল/ পরোটা,সবজি/ডাল,ডিম ভাজী

➡️কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🔹বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
🔹স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না।
🔹বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।
🔹মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না।
🔹ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।

🔊 আমাদের বাজেট হতে পারে অল্প কিন্তু নিম্নমানের সার্ভিস হবে এটা ভাবাটা নেহাত বোকামি ছাড়া আর কিছু নয় ।
আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করি অনেক ভাল কিছু করার। ইভেন্ট বিস্তারিত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

➡️➡️ বিশেষ দ্রষ্টব্যঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে টুর কতৃপহ্ম বাসের সিট, সময়, ও টুর প্লান পরিবর্তন করার খমতা রাখে।

➡️➡️➡️ বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।
★★আয়োজনে★★
গ্রেট ট্যুরস এন্ড-ট্রাভেলস

★আমাদের ফেইসবুক পেজঃ
https://www.facebook.com/profile.php?id=100092218361547
ভিজিট করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন।

আমাদের ফেইসবুক গ্রুপঃ
https://facebook.com/groups/734160717692266/

জয়েন্ট হয়ে পাশে থাকতে পারেন।

যে কোন ধরণের অফিসিয়াল ট্যুর, প্রাতিষ্ঠানিক ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

🌴সকলকে ধন্যবাদ🌴

আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসা ও দুয়া তে hatim group এর ৪০০ জনের কর্পোরেট ট্যাুর কক্সবাজার  সাইন করলাম।২০২৪ য়ে ঢাকা টু কক...
08/01/2025

আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসা ও দুয়া তে hatim group এর ৪০০ জনের কর্পোরেট ট্যাুর কক্সবাজার সাইন করলাম।

২০২৪ য়ে ঢাকা টু কক্সবাজার

⛴️🌊 #মাত্র_৮,০০০_টাকায়_সিজনের_ দ্বিতীয়   ট্রিপ🏝️ #নীল_সমুদ্রে_ভাসতে_ভাসতে_সেন্টমার্টিন 🤩 শিপে আসা যাওয়া...⛴️***********...
07/01/2025

⛴️🌊 #মাত্র_৮,০০০_টাকায়_সিজনের_ দ্বিতীয় ট্রিপ
🏝️ #নীল_সমুদ্রে_ভাসতে_ভাসতে_সেন্টমার্টিন 🤩

শিপে আসা যাওয়া...⛴️
******************************************
#দুই_রাত্রি_থাকার_সেন্টমার্টিনের_ট্যুর_প্যাকেজ

🚍যাত্রা শুরু: ১৬ ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধা ৭ টায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে।
🚌সমাপ্তি : ২০ ই জানুয়ারি সোমবার সকাল ৬ টার মধ্যে ঢাকায় থাকবো।

★ইভেন্টঃ ৪ রাত ৩দিন ( ২রাত সেন্টমার্টিনে থাকা)

★ইভেন্ট ফি জনপ্রতিঃ ৮,০০০ টাকা মাত্র (১ রুমে ৪ জন,ডাবল ২ টা বেড থাকবে )।

★কাপল দুইজনঃ ১৮,০০০ টাকা ( ১ রুমে ২ জন)।

***********************************************
** আমাদের ট্যুরটি অবশ্যই শিপে আসা যাওয়া।
great tour and travels

👉এই টাকায় যা যা থাকছেঃ
****************************
• ঢাকা-টেকনাফ-ঢাকা নন এসি বাসে যাওয়া আসা
• সেন্টমার্টিনের রিসোর্টে থাকা।
• সেন্টমার্টিনে যাওয়া আসার শিপের টিকেট।
• টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত সকল ব্রেকফাষ্ট, লাঞ্চ ও ডিনার সহ মোট ৮ বেলা খাবার।

👉যা যা থাকছে নাঃ
------------------------------
১. কোনো প্রকার ব্যক্তিগত খরচ ।
২। মেডিসিন।
৩। প্যাকেজে নাই এমন কোন খাবার কিংবা খরচ।
৪। ছেড়াদ্বীপ যাওয়া আসার খরচ।

❑ খাবার মেন্যুঃ
------------------------

দিন-০১
★ সকালের নাস্তা: পরোটা, ডিম অমলেট, ভেজিটেবল,।
★ দুপুরের খাবার: সাদা ভাত,সামুদ্রিক মাছ/চিকেন কারি,আলু ভর্তা, ডাল, সালাদ।
★ রাতের খাবার: সাদা ভাত,সামুদ্রিক মাছ/চিকেন কারি,আলু ভর্তা, ডাল, সালাদ।

দিন-০২
★ সকালের নাস্তাঃ খিচুড়ি এবং ডিম ভুনা।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত,আলু ভর্তা,সবজি, সামুদ্রিক মাছ/ চিকেন কারি।
★ রাতঃ- বারবিকিউ কোয়ার্টার চিকেন / সামুদ্রিক মাছ, পরোটা,সালাদ।

দিন-০৩
★ সকালের নাস্তাঃ পরটা,ডিম ভাজি,ডাল/সবজি।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত + চিকেন / সামুদ্রিক মাছ + ভর্তা + সবজি + ডাল + সালাদ।

❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

* এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি বড় বেড থাকবে। সব রুমে এটাচ বাথরুম থাকবে।

*নিরাপত্তা ও হসপিটালিটির কারনে আমাদের সাথে নারী ট্রাভেলার ভ্রমন করেন। এবং বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

*কাপল রুম এভেইলএবল। যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম ক

নতুন বছরের শুভেচ্ছা!২০২৫ সালের এই নতুন বছরে আপনার জীবন হয়ে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। আপনার প্রতিটি দিন হোক আনন...
31/12/2024

নতুন বছরের শুভেচ্ছা!
২০২৫ সালের এই নতুন বছরে আপনার জীবন হয়ে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। আপনার প্রতিটি দিন হোক আনন্দময় ও সাফল্যে উজ্জ্বল। পুরনো দিনের সমস্ত ক্লান্তি দূর করে নতুন বছর নিয়ে আসুক নতুন আশা ও স্বপ্নের বাস্তবায়ন।

তুবা টুরিজম এন্ড ট্রাভেলস এজেন্সির পরিবারের পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই।
নতুন বছর আপনাকে ও আপনার পরিবারকে ❤️

💥📢  সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ @৩৮০০/- জনপ্রতি 💥গন্তব্যঃ সাজেক ভ্যালি💥তারিখঃ (১৬,১৭,১৮ ই  জানুয়ারি  ) ২০২৫💥স্থিতিকালঃ ৩ রা...
28/12/2024

💥📢 সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ @৩৮০০/- জনপ্রতি

💥গন্তব্যঃ সাজেক ভ্যালি
💥তারিখঃ (১৬,১৭,১৮ ই জানুয়ারি ) ২০২৫
💥স্থিতিকালঃ ৩ রাত ২ দিন (১ রাত থাকা)
💥টিম সাইজঃ ৪০/৪৫ জন
💥রিসোর্টঃ প্যারাডাইস সাজেক/ রুইলুই কুইন রিসোর্ট।

💥ভ্রমণ খরচঃ
১। ৩৮০০/- টাকা জনপ্রতি (এক রুমে ৪ জন শেয়ারিং)
২। ৪৭৫০/- টাকা জনপ্রতি (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)

*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, চান্দের গাড়ির সিট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী ৩৮০০ টাকা মানে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
*** ৪ জন শেয়ারিং বেসিসে হলে (২ জন বেড এবং ২জন এক্সট্রা ফ্লোরিং বেড)।

💥বর্ণনাঃ
সাজেক নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবুও জানতে চাইলে গুগল তো আছেই। আমরা সবাই জানি সাজেক - পাহাড়ের উপরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা।

💥কনফার্ম করার ডেডলাইনঃ
কনফার্ম করার জন্য সিট খালি থাকা সাপেক্ষে জনপ্রতি ২০০০ টাকা বুকিং মানি ডিপোজিট করতে হবে।

💥বিঃদ্রঃ
১। এডভান্স এর টাকা অফেরতযোগ্য।
২। যত দেরিতে বুকিং; বাসের সিট তত পিছনে।

💥ভ্রমণ স্থান সমূহঃ
১) সাজেক
২) রুইলুই পাড়া
৩) কংলাক পাহাড়
৪) হ্যালিপেড
৫) আলুটিলা গুহা
৬) হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ) (সময় সাপেক্ষ)
৭) লুসাই গ্রাম
৮) বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ
৯) কংলাক পাড়া

💥এই টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ
১) ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচ - নন-এসি বাস
২) ব্রেকফাস্ট ২ টা
৩) বার-বি-কিউ (ডিনার) ১টা
৪) ঐতিহ্যবাহী খাবার (লাঞ্চ)
৫) দর্শনীয় স্থান বেড়ানো
৬) রিজার্ভ জীপ
৭) প্রবেশ ফী (সাজেক ঢোকার ও অন্যান্য স্পটের)
৮) হোস্ট ফি

💥যা অন্তর্ভুক্ত নয়ঃ
১) যেকোন ব্যক্তিগত খরচ
২) ইভেন্টের বাহিরে কোন কিছু
৩) হাইওয়েতে কোন প্রকার খাবারের খরচ

💥যোগাযোগ ও বুকিংঃ
a) 01985861647 (Tour Consultant)
b)01836411182(admin)

Bkash:-
1-01985861647(bkash personal)
2-01836411182(bkash merchant)

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

💥নিয়মাবলীঃ
১) আপনাকে অবশ্যই সবার সাথে মানিয়ে চলার এবং সেক্রিফাইস মাইন্ডের হতে হবে। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
২) ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় খাবার খেতে কিছুটা দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন। কারণ ঘুরোঘুরি সবার আগে ।
৩) ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।
৪) বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
৫) প্রতিটি জায়গা-ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ইকো সিস্টেম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেটা আপনাদের সময় মত জানিয়ে দেয়া হবে ।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮) সবাই মাস্ক পরিধান করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।
১০) কোনো প্রকার অবৈধ জিনিস বহন অথবা সেবন করা যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
১১। রাজনৈতিক পরিস্থিতি, খারাপ আবহাওয়া, বা যেকনো কারণে যদি ট্যুরের প্ল্যান ব্যাহত হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা আমরা নিব না। সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত যে খরচ হয় ওই খরচ দেওয়া সাপেক্ষে টুর কমপ্লিট করতে হবে।
১২। তেল/ ডলার/ দ্রব্য ইত্যাদির মূল্যের অস্থিতিশিলতার কারনে ট্যুর এর পূর্বনির্ধারিত মূল্য.(১০-২০)% বেড়ে যেতে পারে। অতিরিক্ত খরচ, হিসেব সাপেক্ষে, ট্যুর চলাকালীন সময়ে, ট্যুর হোস্টের ঘোষণা মতে প্রত্যেককে বহন করতে হবে।

Tuba tour and travels:
Address: 572/k, mirpur dohs road,matikata Dhaka Bangladesh

travels//www.facebook.com/profile.php?id=100092218361547&mibextid=ZbWKwL

https://www.facebook.com/groups/734160717692266/?ref=share_group_link
Cell: +8801985861647/01930217166

# rui lui queen resourt

🔜🔜দেরি না করে বুকিংয়ের জন্য এখুনি
📢যোগাযোগ করুন - 01985861647/01930217166

💐💐 যাত্রা শুভ হোক🌺🌺

💥💥📢খাগড়াছড়ি, সাজেক ও কক্সবাজার বাজেট ট্যুর @ ৬০০০ টাকা জনপ্রতি (একরুমে ৪ জন) 🏢 ১৫ ই জানুয়ারি রাতে রওনা ⏩ বুকিংয়ের লাস্...
28/12/2024

💥💥📢খাগড়াছড়ি, সাজেক ও কক্সবাজার বাজেট ট্যুর @ ৬০০০ টাকা জনপ্রতি (একরুমে ৪ জন)

🏢 ১৫ ই জানুয়ারি রাতে রওনা

⏩ বুকিংয়ের লাস্ট ডেট - ১০ই জানুয়ারি ⏪

💥গন্তব্য:খাগড়াছড়ি, সাজেক ভ্যালী ও কক্সবাজার
💥তারিখঃ রাতে
💥ভ্রমণ সময়: ৫ রাত ৪ দিন

💥 ৬০০০ যা যা পাবেন 💥
১। ঢাকা টু খাগড়াছড়ি রিজার্ভ গাড়ী।
২।খাগড়াছড়ি টু কক্সবাজার রিজার্ভ গাড়ী
৩। রিজার্ভ চান্দের গাড়ী সাজেকের
৪। ১১ বেলা খাবার
৫। সাজেকের এন্টি ফি।

💥যদি রুম সহ আমাদের প্যাকেজে আসেন তাহলে ইভেন্ট ফি জনপ্রতি -৮০০০/- টাকা।💥
💥কাপল ফি ২২০০০/- টাকা।

*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, চান্দের গাড়ির সিট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী ৬০০০ টাকা মানে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।

💥বর্ণনাঃ
আমরা একটা ট্যুরে পাহাড়, মেঘ আর সমুদ্র দেখাবো।সাজেক পাহাড়ে মেঘের খেলা আর সমুদ্রের ঢেউ দেখাবো।আমাদের ইভেন্টে আপনারা যার যার নিজের থাকার হোটেল করে নিতে হবে।যেহেতু আপনাদের সুবিধার জন্য আমাদের ইভেন্ট ফি অনেক কম রেখেছি তাই এই ২ টা অপশন গেস্টদের।সাজেকে খাবার অর্ডার দিয়ে না রাখলে খাবার পাওয়া যাবে না তাই সাজেকের ৩ বেলা খাবার আমাদের মধ্যে। আর খাগড়াছড়ি ২ বেলা আর কক্সবাজার ৬ বেলা খাবার পাবেন।

===================================

💥ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনাঃ

✅ ১৫ জানুয়ারি রাতে ঢাকা সায়েদাবাদ থেকে রওনা হবো

✅ ১৬ ই জানুয়ারি খাগড়াছড়িতে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। সাজেক পৌছৈ যে যার মত রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিসোর্টে বিশ্রাম। বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাড়া, হ্যালিপেড এবং রুইলুই পাড়ায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।

✅ ১৭ জানুয়ারি নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে আর্মি এসকর্টে (এসকর্ট ১০-১০:৩০) করে দুপুরে খাগড়াছড়িতে এসে ঘুরা ফেরা করে তারপর কক্সবাজার উদ্দেশ্যে রওনা হবো সন্ধ্যা ৬ টায়।রাতে কক্সবাজার পৌছে ডিনার শেষ করে রুমে রেস্ট করব / কেউ চাইলে রাতে সমুদ্রে উপভোগ করতে পারেন।

✅ ১৮ জানুয়ারি
সকালে কক্সবাজার পৌঁছাবো সকালে নাস্তা করে যে যার মত করে ঘুরা ফেরা করবে দুপুরের খাবার খেয়ে চাইলে রেস্ট নিতে পারে বা সমুদ্র দেখতে যেতে পারে।তারপর রাতের ডিনার শেষ করে যে যার মত রুমে যাবে বা আবার রাতে সমুদ্র দেখবে।

✅ ১৯ জানুয়ারি
সবাই সবার মত করে ইনানী, হিমছড়ি ঘুরবে।সারাদিন ঘোরাফেরা কেনাকাটা করে ঠিক রাত ৯ টার মধ্যে আমাদের গাড়ির সামনে থাকবে।

✅ ২০ জানুয়ারি
সকাল ভোরে আমরা এসে পৌছে যাবো।

💥কনফার্ম করার ডেডলাইনঃ
কনফার্ম করার জন্য সিট খালি থাকা সাপেক্ষে জনপ্রতি ৪০০০ টাকা বুকিং মানি ডিপোজিট করতে হবে।

💥বিঃদ্রঃ
১। এডভান্স এর টাকা অফেরতযোগ্য।
২। যত দেরিতে বুকিং; বাসের সিট তত পিছনে।

💥খাবার মেনু:
১ম দিন:
সকালের নাস্তাঃ ডিম খিচুড়ি।
দুপুরের খাবারঃ সাদা ভাত, সবজি, ভর্তা, ডাল, bamboo chicken।
রাতের খাবারঃ BBQ+২ পরোটা, কোলড্রিংস।

২য় দিন:
সকালের নাস্তাঃ ডিম খিচুড়ি।
দুপুরের খাবারঃ সাদা ভাত, সবজি, ভর্তা, ডাল, চিকেন।
রাতে:ভাত, ভর্তা, মুরগি/সামুদ্রিক মাছ, ডাল

৩য় দিনঃ
========
🍽️সকালেঃ পরোটা, ডালভাজি, ডিম/ভুনা খিচুড়ি ডিম।
🍽️দুপুরেঃ ভাত, ভর্তা,মুরগি/সুরমা, ডাল।
🍽️রাতেঃ মোরগ পোলাও

৪ দিনঃ
===========
🍽️সকালেঃ পরোটা, ডালভাজি,ডিম/ অথবা ভুনা খিচুড়ি ও ডিম
🍽️দুপুরেঃ ভাত, ভর্তা, মুরগি/সামুদ্রিক মাছ, ডাল

--------------&&&&&&-----------&&&&&&&---------------

💥ভ্রমণ স্থান সমূহঃ
১) সাজেক
২) রুইলুই পাড়া
৩) কংলাক পাহাড়
৪) হ্যালিপেড
৫) আলুটিলা গুহা
৬) হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ) (সময় সাপেক্ষ)
৭) লুসাই গ্রাম
৮) বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ
৯) কংলাক পাড়া
১০)কক্সবাজার
১১) কলাতলী বিচ
১২)সুগন্ধা বিচ
১৩) লাবনী বিচ
১৪) ইনানী বীচ
১৫) হিমছড়ি পাহাড়
১৬)পাটুয়ার টেক

💥এই টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ
১) ঢাকা- খাগড়াছড়ি-সাজেক-কক্সবাজার সমস্ত পরিবহন খরচ - নন-এসি বাস
২) সকালের নাস্তা ৪ টা
৩) দুপুরের খাবার ৪ টা
৪)রাতেরের খাবার ৩ টা
৫) দর্শনীয় স্থান বেড়ানো
৬) রিজার্ভ চান্দের গাড়ী
৭) প্রবেশ ফী (সাজেক ঢোকার)
৮) হোস্ট ফি

💥যা অন্তর্ভুক্ত নয়ঃ
১) যেকোন ব্যক্তিগত খরচ
২) ইভেন্টের বাহিরে কোন কিছু
৩) হাইওয়েতে কোন প্রকার খাবারের খরচ
৪) ১৯ জানুয়ারি সারাদিনের রুম ভাড়ার খরচ
৫) ১১ বেলা খাবার বাদে অন্যান্য বেলার খাবার

💥যোগাযোগ ও বুকিংঃ
a) 01985861647 (Tour Consultant)
b) 01884022651( Rour Consultant)
C) 01985861647( বিকাশ)
D)01836411182(বিকাশ মার্চেন্ট )

-------------------------*************------------------------

💥 শর্তসমূহ:
১) আপনাকে অবশ্যই সবার সাথে মানিয়ে চলার এবং সেক্রিফাইস মাইন্ডের হতে হবে। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
২) ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় খাবার খেতে কিছুটা দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন। কারণ ঘুরোঘুরি সবার আগে ।
৩) ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।
৪) বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
৫) প্রতিটি জায়গা-ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ইকো সিস্টেম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেটা আপনাদের সময় মত জানিয়ে দেয়া হবে ।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮) যেহেতু একজন করোনাকালীন সময়, সবাই মাস্ক পরিধান করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।
৯) কেউ যদি করোনা ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন।
১০) কোনো প্রকার অবৈধ জিনিস বহন অথবা সেবন করা যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
১১) গাড়ী নিয়ে ঘুরার ক্ষেত্রে সামনে পিছে সবাইকে পরিবর্তন করে করে বসতে হবে।
১২) বিদেশী ট্যুরে বর্ডারগুলোতে অনেক সময় অতিরিক্ত সময় লাগার কারণে প্লানে কিছুটা সমস্যা হয়। সেই সমস্যা মানিয়ে চলার মানসিকতা রাখতে হবে।
১৩। রাজনৈতিক পরিস্থিতি, খারাপ আবহাওয়া, বা যেকনো কারণে যদি ট্যুরের প্ল্যান ব্যাহত হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা আমরা নিব না। সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত যে খরচ হয় ওই খরচ দেওয়া সাপেক্ষে টুর কমপ্লিট করতে হবে।
১৪। তেল/ ডলার/ দ্রব্য ইত্যাদির মূল্যের অস্থিতিশিলতার কারনে ট্যুর এর পূর্বনির্ধারিত মূল্য.(১০-২০)% বেড়ে যেতে পারে। অতিরিক্ত খরচ, হিসেব সাপেক্ষে, ট্যুর চলাকালীন সময়ে, ট্যুর হোস্টের ঘোষণা মতে প্রত্যেককে বহন করতে হবে।

Tuba tour and travels:
Address: 572/k,wasi tower,mirpur dohs road, matikata, Dhaka, Bangladesh

https://facebook.com/groups/41002753Bangladesh

https://www.facebook.com/tamu.dipa.5

💓💓আপনার ভ্রমণ সুন্দর হোক 💓💓

❤️❤️সিলেট ভ্রমণ ✨✨সিলেট ভ্রমণ ❤️❤️ ❅ মাত্র ১৮০০৳ ২৫ শে জানুয়ারি   শনিবার পূন্যভূমি সিলেট ডে লং ট্যুর ❅ ✵আমাদের ইভেন্টে ক...
28/12/2024

❤️❤️সিলেট ভ্রমণ ✨✨সিলেট ভ্রমণ ❤️❤️

❅ মাত্র ১৮০০৳ ২৫ শে জানুয়ারি শনিবার পূন্যভূমি সিলেট ডে লং ট্যুর ❅

✵আমাদের ইভেন্টে কোন হিডেন চার্জ নেই ✵

❒ জাফলং, চা-বাগান, শাহ জালালের মাজার,শাহ পরান মাজার।

❍ যাত্রাঃ ২৫ জানুয়ারি শনিবার রাত ১০ঃ৩০ মিনিটে মিরপুর ১০ থেকে।

❍ যাত্রা শেষঃ ২৭ জানুয়ারি সোমবার সকাল ৫/৬টা বাজে ঢাকা মিরপুর থাকবো ইনশাআল্লাহ।

❍ ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৮০০ টাকা।

☛ সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৪ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

☛ বুকিংঃ অফিসে এসে দিলে জনপ্রতি ১০০০/-টাকা
বিকাশে দিলে ১০২০৳ (অফেরতযোগ্য)

☛ ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

যোগাযোগের ঠিকানাঃ
**********************
লেন-১১,ব্লক -এ, শওকত কাবাব লাইন, বেনারসি পল্লি, মিরপুর-১০, ঢাকা।

♕ এডমিনঃ
তাহমিনা আক্তার
☏ 01985861647
♕এডমিনঃ
সাদ্দাম হোসেন
☏ 01930217166

বুকিং এর জন্য যোগাযোগ করুন
*******************************

❀ তাহমিনা আক্তার দিপা (এডমিন)
01985861647 (বিকাশ পার্সোনাল )

❀ সাদ্দাম হোসেন (এডমিন)
01930217166

♚ আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ☟

এই টাকায় যা যা থাকবেঃ
************************
➡️ঢাকা-সিলেট-ঢাকা চেয়ারকোচ বাস।
➡️সিলেটে সকল স্পট ঘুরে দেখার জন্যে রিজার্ভ বাস।
➡️সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ।
➡️গাইড খরচ।
➡️ চা বাগানে প্রবেশ।
➡️ শাহ জালালের মাজার শরীফ
➡️শাহ পরান মাজার শরীফ
➡️জাফলং

➤এই টাকায় যা অন্তর্ভুক্ত নাইঃ
******************************
➱ ম্যানুতে দেওয়া খাবারের অতিরিক্ত খাবার খরচ।
➱ মেডিসিন বা ব্যক্তিগত কোন খরচ।

➤ খাবারের ম্যানুঃ
******************
➱ সকালেঃ ভুনা খিচুড়ি, মুরগী/ ডিম
➱ দুপুরেঃ ভাত,মুরগির মাংস ,ভর্তা, ডাল।

➤আমাদের ট্যুর প্লানঃ
***********************
২৫ জানুয়ারি শনিবার রাত ১০ঃ৩০ মিনিটে ঢাকা মিরপুর ১০ থেকে রিজার্ভ বাসে চড়ে সিলেটের উদ্দ্যেশে রওনা দিবো ২৬ জানুয়ারি রবিবার খুব ভোরে সিলেট সবাই জাফলংয়ের স্থানীয় হোটেলে দুপুরের খাবার খাবো। তারপর আমরা জাফলং স, গোসল করে দুপুরের খাবারের পরে চাবাগান দেখবো তারপর শাহপারান ও শাহজালাল (রঃ) মাজারে চলে আসবো মাজার জিয়ারত করে যে যার মতো নিজ খরচে কেনাকাটা ও রাতের খাবার খেয়ে রাত ১০ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো ২৭ জানুয়ারি সোমবার সকাল ৫/৬টায় ঢাকা সায়দাবাদ থাকবো ইনশাআল্লাহ।

💥 শর্তসমূহ:
১) আপনাকে অবশ্যই সবার সাথে মানিয়ে চলার এবং সেক্রিফাইস মাইন্ডের হতে হবে। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
২) ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় খাবার খেতে কিছুটা দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন। কারণ ঘুরোঘুরি সবার আগে ।
৩) ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।
৪) বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
৫) প্রতিটি জায়গা-ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ইকো সিস্টেম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেটা আপনাদের সময় মত জানিয়ে দেয়া হবে ।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮) যেহেতু একজন করোনাকালীন সময়, সবাই মাস্ক পরিধান করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।
৯) কেউ যদি করোনা ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন।
১০) কোনো প্রকার অবৈধ জিনিস বহন অথবা সেবন করা যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
১১) গাড়ী নিয়ে ঘুরার ক্ষেত্রে সামনে পিছে সবাইকে পরিবর্তন করে করে বসতে হবে।
১২) বিদেশী ট্যুরে বর্ডারগুলোতে অনেক সময় অতিরিক্ত সময় লাগার কারণে প্লানে কিছুটা সমস্যা হয়। সেই সমস্যা মানিয়ে চলার মানসিকতা রাখতে হবে।
১৩। রাজনৈতিক পরিস্থিতি, খারাপ আবহাওয়া, বা যেকনো কারণে যদি ট্যুরের প্ল্যান ব্যাহত হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা আমরা নিব না। সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত যে খরচ হয় ওই খরচ দেওয়া সাপেক্ষে টুর কমপ্লিট করতে হবে।
১৪। তেল/ ডলার/ দ্রব্য ইত্যাদির মূল্যের অস্থিতিশিলতার কারনে ট্যুর এর পূর্বনির্ধারিত মূল্য.(১০-২০)% বেড়ে যেতে পারে। অতিরিক্ত খরচ, হিসেব সাপেক্ষে, ট্যুর চলাকালীন সময়ে, ট্যুর হোস্টের ঘোষণা মতে প্রত্যেককে বহন করতে হবে।

Tuba tour and travels:
Address: 572/k,wasi tower,mirpur dohs road, matikata, Dhaka, Bangladesh

https://facebook.com/groups/41002753Bangladesh

https://www.facebook.com/tamu.dipa.5

💓💓আপনার ভ্রমণ সুন্দর হোক 💓💓

২৮ ডিসেম্বর রাতে রওনা ৫ রাত ৪ দিনের জন্য সাজেক ও কক্সবাজার ভ্রমন ৩০ সিট ফিলাপ। যারা এখনো বুকিং কনফার্ম করেন নাই দ্রুত কর...
26/12/2024

২৮ ডিসেম্বর রাতে রওনা ৫ রাত ৪ দিনের জন্য সাজেক ও কক্সবাজার ভ্রমন ৩০ সিট ফিলাপ। যারা এখনো বুকিং কনফার্ম করেন নাই দ্রুত করে নিন।
জনপ্রতি ৭০০০/- টাকা সকল খরচসহ।
কাপল ২০০০০/- টাকা সকল খরচসহ।
গাড়ী মিরপুর ১০ থেকে ছাড়া হবে।

Address

9/9, Block-A, Benarashi Polli
Mirpur
1216

Telephone

+8801985861647

Website

Alerts

Be the first to know and let us send you an email when Great Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Great Tours and Travels:

Videos

Share

Category