04/12/2024
খাগড়াছড়ি, সাজেক ও কক্সবাজার বাজেট ট্যুর @৫০০০ টাকা জনপ্রতি (একরুমে ৪ জন)
⏩ বুকিংয়ের লাস্ট ডেট - ১৫ ই ডিসেম্বর ⏪
💥গন্তব্য:খাগড়াছড়ি, সাজেক ভ্যালী ও কক্সবাজার
💥তারিখঃ ২৮ ডিসেম্বর রাতে
💥ভ্রমণ সময়: ৫ রাত ৪ দিন
💥 ৫০০০ টাকায় যা যা পাবেন 💥
১। ঢাকা টু খাগড়াছড়ি রিজার্ভ গাড়ী।
২।খাগড়াছড়ি টু কক্সবাজার রিজার্ভ গাড়ী
৩। রিজার্ভ চান্দের গাড়ী সাজেকের
৪। ১১ বেলা খাবার
৫। সাজেকের এন্টি ফি।
💥যদি রুম সহ আমাদের প্যাকেজে আসেন তাহলে ইভেন্ট ফি জনপ্রতি -৮০০০/- টাকা।💥
💥রুমসহ কাপল ইভেন্ট ফি ২২০০০/- টাকা
*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, চান্দের গাড়ির সিট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী ৫০০০ টাকা মানে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
💥বর্ণনাঃ
আমরা একটা ট্যুরে পাহাড়, মেঘ আর সমুদ্র দেখাবো।সাজেক পাহাড়ে মেঘের খেলা আর সমুদ্রের ঢেউ দেখাবো।আমাদের ইভেন্টে আপনারা যার যার নিজের থাকার হোটেল করে নিতে হবে আর বাকী ৫ বেলা খাবার আপনাদের খেতে হবে।যেহেতু আপনাদের সুবিধার জন্য আমাদের ইভেন্ট ফি অনেক কম রেখেছি তাই এই ২ টা অপশন গেস্টদের।সাজেকে খাবার অর্ডার দিয়ে না রাখলে খাবার পাওয়া যাবে না তাই সাজেকের ৩ বেলা খাবার আমাদের মধ্যে। আর খাগড়াছড়ি ২ বেলা আর কক্সবাজার ৬ বেলা খাবার পাবেন।
,======================================
💥ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনাঃ
✅২৮ ডিসেম্বর রাতে
মিরপুর ১০ বেনারসি পল্লী থেকে রাতের বাসে যাত্রা শুরু।
✅ ২৯ ডিসেম্বর
খাগড়াছড়িতে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। সাজেক পৌছৈ যে যার মত রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিসোর্টে বিশ্রাম। বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাড়া, হ্যালিপেড এবং রুইলুই পাড়ায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।
✅৩০ শে ডিসেম্বর
নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে আর্মি এসকর্টে (এসকর্ট ১০-১০:৩০) করে দুপুরে খাগড়াছড়িতে এসে ঘুরা ফেরা করে তারপর কক্সবাজার উদ্দেশ্যে রওনা হবো সন্ধ্যা ৬ টায়।রাতে কক্সবাজার পৌছে ডিনার শেষ করে রুমে রেস্ট করব / কেউ চাইলে রাতে সমুদ্রে উপভোগ করতে পারেন।
✅ ৩১ ডিসেম্বর
সকালে কক্সবাজার পৌঁছাবো সকালে নাস্তা করে যে যার মত করে ঘুরা ফেরা করবে দুপুরের খাবার খেয়ে চাইলে রেস্ট নিতে পারে বা সমুদ্র দেখতে যেতে পারে।তারপর রাতের ডিনার শেষ করে যে যার মত রুমে যাবে বা রাতে ৩১ ডিসেম্বর উদযাপন করতে পারেন বা আবার রাতে সমুদ্র দেখবে।
✅ ১ লা জানুয়ারি
সবাই সবার মত করে ইনানী, হিমছড়ি ঘুরবে।সারাদিন ঘোরাফেরা কেনাকাটা করে ঠিক রাত ৯ টার মধ্যে আমাদের গাড়ির সামনে থাকবে।
✅ ২ রা জানুয়ারি
সকাল ভোরে আমরা এসে পৌছে যাবো।
💥কনফার্ম করার ডেডলাইনঃ
কনফার্ম করার জন্য সিট খালি থাকা সাপেক্ষে জনপ্রতি ৪০০০ টাকা বুকিং মানি ডিপোজিট করতে হবে।
💥বিঃদ্রঃ
১। এডভান্স এর টাকা অফেরতযোগ্য।
২। যত দেরিতে বুকিং; বাসের সিট তত পিছনে।
💥ভ্রমণ স্থান সমূহঃ
১) সাজেক
২) রুইলুই পাড়া
৩) কংলাক পাহাড়
৪) হ্যালিপেড
৫) আলুটিলা গুহা
৬) হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ) (সময় সাপেক্ষ)
৭) লুসাই গ্রাম
৮) বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ
৯) কংলাক পাড়া
১০)কক্সবাজার
১১) কলাতলী বিচ
১২)সুগন্ধা বিচ
১৩) লাবনী বিচ
১৪) ইনানী বীচ
১৫) হিমছড়ি পাহাড়
১৬)পাটুয়ার টেক
💥এই টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ
১) ঢাকা- খাগড়াছড়ি-সাজেক-কক্সবাজার সমস্ত পরিবহন খরচ - নন-এসি বাস
২) সকালের নাস্তা ৪ টা
৩) দুপুরের খাবার ৪ টা
৪)রাতেরের খাবার ৩ টা
৫) দর্শনীয় স্থান বেড়ানো
৬) রিজার্ভ চান্দের গাড়ী
৭) প্রবেশ ফী (সাজেক ঢোকার)
৮) হোস্ট ফি
💥যা অন্তর্ভুক্ত নয়ঃ
১) যেকোন ব্যক্তিগত খরচ
২) ইভেন্টের বাহিরে কোন কিছু
৩) হাইওয়েতে কোন প্রকার খাবারের খরচ
৪) ১ লা জানুয়ারি সারাদিনের রুম ভাড়ার খরচ
৫) ১১ বেলা খাবার বাদে অন্যান্য বেলার খাবার
💥যোগাযোগ ও বুকিংঃ
a) 01985861647 (Tour Consultant)
b) 01836411182( Rour Consultant)
C) 01985861647( বিকাশ)
D)01836411182(নগদ)
-------------------------*************--------------------------------
💥 শর্তসমূহ:
১) আপনাকে অবশ্যই সবার সাথে মানিয়ে চলার এবং সেক্রিফাইস মাইন্ডের হতে হবে। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
২) ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় খাবার খেতে কিছুটা দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন। কারণ ঘুরোঘুরি সবার আগে ।
৩) ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।
৪) বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
৫) প্রতিটি জায়গা-ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ইকো সিস্টেম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬) অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেটা আপনাদের সময় মত জানিয়ে দেয়া হবে ।
৭) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮) যেহেতু একজন করোনাকালীন সময়, সবাই মাস্ক পরিধান করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।
৯) কেউ যদি করোনা ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন।
১০) কোনো প্রকার অবৈধ জিনিস বহন অথবা সেবন করা যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
১১) গাড়ী নিয়ে ঘুরার ক্ষেত্রে সামনে পিছে সবাইকে পরিবর্তন করে করে বসতে হবে।
১২) বিদেশী ট্যুরে বর্ডারগুলোতে অনেক সময় অতিরিক্ত সময় লাগার কারণে প্লানে কিছুটা সমস্যা হয়। সেই সমস্যা মানিয়ে চলার মানসিকতা রাখতে হবে।
১৩। রাজনৈতিক পরিস্থিতি, খারাপ আবহাওয়া, বা যেকনো কারণে যদি ট্যুরের প্ল্যান ব্যাহত হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা আমরা নিব না। সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত যে খরচ হয় ওই খরচ দেওয়া সাপেক্ষে টুর কমপ্লিট করতে হবে।
১৪। তেল/ ডলার/ দ্রব্য ইত্যাদির মূল্যের অস্থিতিশিলতার কারনে ট্যুর এর পূর্বনির্ধারিত মূল্য.(১০-২০)% বেড়ে যেতে পারে। অতিরিক্ত খরচ, হিসেব সাপেক্ষে, ট্যুর চলাকালীন সময়ে, ট্যুর হোস্টের ঘোষণা মতে প্রত্যেককে বহন করতে হবে।
Great tour and travels :
Address: 572/k,wasi tower,mirpur dohs road, matikata, Dhaka, Bangladesh
https://facebook.com/groups/41002753Bangladesh
https://www.facebook.com/tamu.dipa.5
💓💓আপনার ভ্রমণ সুন্দর হোক 💓💓