09/02/2023
❝হারানো এক উজ্জ্বল নক্ষত্রের নাম শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান❞
১৯৪৯ সালে, ফেনীর সোনাগাজির আমিরাবাদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ মাত্র চৌদ্দ বছর বয়সে লিখলেন 'ওদের জানিয়ে দাও' নামের একটি কবিতা।
সেই কবিতা প্রকাশিত হলো চতুষ্কোণ পত্রিকায় ।
কবিতায় উঠে এলো নিরীহ নিরস্ত্র মানুষের প্রতি গভীর ভালোবাসা ও মর্ম যাতনার কথা।
[ভারতীয় তথ্যচিত্র নির্মাতা সুখদেভ সিং সাধু এর ‘নাইন মান্থস টু ফ্রিডম (দ্য স্টোরি অফ বাংলাদেশ) ডকুমেন্টারী থেকে নেয়া ফুটেজ]
কার্টেসী: বাংলাদেশের দুস্পাপ্য ছবি সমগ্র
#জহিররায়হান