
28/02/2025
তোমাকে একটা কথা বলার আছে যেটা বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল,
"মানুষ মারা যায় কখন জানিস?
-যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, অথবা তার কাছে পৃথিবীর।"
এজন্য আমি কি করতাম জানো?
প্রতিদিন বাবার বাসায় গিয়ে যেকোনো জরুরি আলাপ তুলতাম কিন্তু শেষ করতাম না; কিছু কথা বাকি রেখে বলতাম, "বাকিটা কালকে.."
তখন বাবা কালকের জন্য অপেক্ষা করা শুরু করতো, ওনার বেঁচে থাকার প্রয়োজন তৈরি হতো।
একসময় আমি খুব নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম, ধীরে ধীরে বাবার কাছে যাওয়া কমে আসতে লাগলো। এবং তখনই আমার ভয় হতে লাগলো - বাবা বোধয় আমার মারা যাবে।
কিছুদিন পর, আমি বাবার কথাটার সত্যতা খুঁজে পেলাম -
মানুষ মারা যায় তখনই, যখন প্রিয়জন এর সাথে তার যোগাযোগহীনতা তৈরি হয়..💔
🎞️ ডুব (২০১৭)