Abir tours and Travels

Abir tours and Travels এয়ারটিকেট, ভিসা প্রসেসিং, এরসহযোগিতা করা হয়।

02/06/2024
একটা সময় তালগাছের ভিতর এমন অনেক সুন্দর সুন্দর বাসা দেখা যেত  এখন আর তালগাছ ও তেমন চোখে পড়ে না , আপনার এলাকায় ও হয়ত তেমন ...
17/04/2024

একটা সময় তালগাছের ভিতর এমন অনেক সুন্দর সুন্দর বাসা দেখা যেত এখন আর তালগাছ ও তেমন চোখে পড়ে না , আপনার এলাকায় ও হয়ত তেমন দেখা যায় না গেলে ও হয়ত বাসা থাকে না।

23/03/2024

সিরাজদিখান থানার যে কোন ইউনিনের ভোটার হইছেন আইডি কার্ড হারিয়ে ফেলছেন/ পাইতেছেন না কোন ডকুমেন্ট নাই সমস্যা নাই যোগাযোগ করেন আমার সাথে সল্প সময়ে আপনার আইডি কার্ড উত্তোলন করার সকল সহযোগতি করব। মোঃ রুবেল বেপারী 01841620621
সিরাজদিখান বাজার, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।

10/03/2024

ইন্ডিয়া যাবেন, ভিসা নিয়ে ভাবনা🙆?? আর না💃আর না। 👉 এখন ই-টোকেন ভিসা প্রসেস করুন খুব সহজে যখন তখন।

💥ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১📌পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
২📌ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩📌বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
৪📌ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদের কপি।
৫📌ট্রেড লাইসেন্স/ NOC(চাকুরীজীবী)/ ID।
৬📌আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সেই ভিসার কপি।
৭📌ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
👪 সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্টুডেন্ট আইডি কার্ডের কপি।
⤴উপরোক্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসুন অথবা ইমেইল করুন⤵
[email protected] মোবাইল : 01841620621

✔🎯আপনার ভিসার আবেদন 💯% সফল হবে, এই🎯চ্যালেঞ্জ নিয়েই ফাইল গুছিয়ে দেবো আমরা। আপনাকে শুধু এম্বাসীতে গিয়ে ফাইল জমা দিতে হবে✔

↪📅ই-টোকেন সময়ঃ ১ থেকে ২ দিন।
↪📅ভিসা পেতে সময়ঃ 10 থেকে 15 দিন।
↪💸ভিসা প্রসেসিং ফিঃ + এম্বাসী ফিঃ 1500 টাকা।

24/02/2024

শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। হাদিসে ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবান....

24/02/2024

ইসলামের পাঁচটি স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মোবারক। পুরো রম....

রমজানের আগে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি। তা হলো-- اَللَّهُمَّ ب...
24/02/2024

রমজানের আগে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি। তা হলো-
- اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’
অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।

ছোট্ট দোয়াটির পাশাপাশি আরেকটি দোয়াও বেশি বেশি পড়া যেতে পারে। তা হলো-
- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।

22/02/2024

বন্ধ পোস্তগোলা সেতু,
বিকল্প পথে চলতে হবে
২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ- এই ১৬ দিন ভারী যানবাহন চলতে পারবে না, যানজটের শঙ্কা

আজকে দৈনিক ঢাকা টাইমস পত্রিকা
21/02/2024

আজকে দৈনিক ঢাকা টাইমস পত্রিকা

19/02/2024

আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বা....

22/01/2024

সবাইকে হাদীস টি পড়ার অনুরোধ। ••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ? *** মহানবী সা: বলেছেন “ স্....

03/01/2024

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বালুচরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়া.....

01/01/2024

সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি ‘বই বিতরণ উৎসব.....

28/12/2023
বারকোড ইসকেন করলেই আসবে
20/12/2023

বারকোড ইসকেন করলেই আসবে

ইউভাল নোয়া হারারি পেসিয়েন্স মানুষের ইতিহাস:-ইউভাল নোয়া হারারির লিখিত 'স্যাপিয়েন্স' বইটি আমাদের জন্মকাল থেকে সেই মহাপরিব...
19/12/2023

ইউভাল নোয়া হারারি পেসিয়েন্স মানুষের ইতিহাস:-

ইউভাল নোয়া হারারির লিখিত 'স্যাপিয়েন্স' বইটি আমাদের জন্মকাল থেকে সেই মহাপরিবর্তন অবধি ঘটনা পরম্পরার অপূর্ব ব্যাখা ও এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা বই। বইটিতে 'কল্পিত বাস্তব' বা 'imagined reality' তত্ত্বের প্রকট উপস্থিতি রয়েছে। এই 'কল্পিত বাস্তব' তৈরীর ক্ষমতাই যে মানবজাতিকে অন্যান্য প্রানীদের থেকে ভিন্ন করেছে সেটা লেখক সুস্পষ্ট যুক্তি ও বহু উদাহরণের সাহায্যে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।
বইটি নিউ ইয়র্ক টাইমস-এর বেস্ট সেলার হয়েছে। সারা বিশ্বে ৪৫টি ভাষায় অনুবাদ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হল সব ধরনের পাঠকের নিকট ভীষনভাবে আলোচিত হয়েছে। এবং সেইসঙ্গে এটি বহুল আলোচিত এবং বহুল পঠিত একটা বই।
সর্বপরি এটা বলা প্রয়োজন যে এটা মোটেও দায়সারা একটি অনুবাদ বই নয়। মূল বইয়ের মতোই এই অনুবাদটি সহজ, সরল ও স্বচ্ছন্দ মোটকথা খুব সহজপাঠ্য একটা বই। বইটির মধ্যে ইতিহাস, বিজ্ঞান, দর্শন কিংবা অর্থনীতি সবই আছে কিন্তু সেগুলি সবই বইয়ের তথ্যের সঙ্গে চমৎকারভাবে সম্পর্ক রেখে উপস্থাপিত হয়েছে। নোয়া হারারি বইটিতে স্বযুক্তিকে প্রমাণ করার জন্য প্রচুর তথ্য পেশ করেছেন, সেইসকল তথ্যগুলো বেশীরভাগ সময়ই এত চমকপ্রদ যে পাঠক বিস্ময়ে হতবাক হয়ে যায়।
কারো প্রয়োজন হলে নক করিও :

Address

তাজ ক্লিনিক এর ৩য় তলা, সিরাজদিখান বাজার, মুন্সিগঞ্জ।
Munshiganj

Telephone

+8801841620621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir tours and Travels:

Videos

Share

Category



You may also like