Dsk Travel Group

  • Home
  • Dsk Travel Group

Dsk Travel Group We love travelling

বাংলাদেশে আজ সফট লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিকমানের ওয়াটার এমিউজমেন্ট পার্ক Mana Bay! আপনার চোখ বেঁধে এখানে নিয়ে ছেড়ে দিলে আপ...
23/09/2023

বাংলাদেশে আজ সফট লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিকমানের ওয়াটার এমিউজমেন্ট পার্ক Mana Bay! আপনার চোখ বেঁধে এখানে নিয়ে ছেড়ে দিলে আপনি থমকে যাবেন, দেশে নাকি বিদেশে আছেন! মুন্সীগঞ্জের গজারিয়াতে অবস্থিত এই ওয়াটার থিম পার্ক তার এন্ট্রি ফি দিয়েই একে গণ ওয়াটারপার্ক কনসেপ্ট থেকে আলাদা করেছে। মানে ৬০০০ টাকা এন্ট্রি ফি রাখা হয়েছে এর ভেতরে প্রবেশ সহ ১৭ টি রাইড দিনেব্যাপি এক্সপ্লর করার জন্য। তার মানে এটা সবার জন্য এফোর্ড করা সম্ভব না। আদতে ৬০০০ টাকা বেশি মনে হলেও এই টাকায় আপনি মূলত রাইডের সাথে একটা পরিবেশ ও নিরাপত্তা কিনছেন যেটা আসলে আমাদের দেশে টাকা দিয়ে কিনতে হলেও বিদেশে ফ্রি! দেশে ফ্যান্টাসি কিংডম লঞ্চ হবার পর সারা জীবন শাহবাগের শিশুপার্ক দেখে বড় হওয়া জেনারেশন যেমন ফিল করেছিল, এই ওয়াটারপার্ক দেশের মধ্যে দেখে মোটামুটি তেমনই ফিল হচ্ছে। আশা করি এর পরিবেশ শুরু থেকে শেষ পর্যন্ত এর লুক এর মতোই থাকবে!


Dsk Travel Group এর অন্যতম মেম্বার Syed Muhib কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভ জন্মদিন। 🎈🎉🎊✨many ...
18/07/2023

Dsk Travel Group এর অন্যতম মেম্বার Syed Muhib কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
শুভ জন্মদিন। 🎈🎉🎊✨
many many returns of the day.

Dsk travel group একটি পরিবার। আপনিও হতে পারেন এই পরিবারের একজন গর্বিত সদস্য। ❤️শুধু প্রয়োজন ভ্রমণ পিপাসু একটি সুন্দর মন...
19/05/2023

Dsk travel group একটি পরিবার। আপনিও হতে পারেন এই পরিবারের একজন গর্বিত সদস্য। ❤️
শুধু প্রয়োজন ভ্রমণ পিপাসু একটি সুন্দর মন।
এখন থেকে দেশ এবং দেশের বাহিরে গ্রুপ ট্যুরে আপনিও চাইলে যেতে পারবেন আমাদের সাথে কম খরচে।।
সবসময় চোখ রাখবেন আমাদের পেইজ এবং Mission Of Manoar পেইজে।

সিকিমের 0 পয়েন্টে Dsk travel group এর সদস্যরা। -3 ° সেলসিয়াস। আপনিও চাইলে এই গ্রুপের সাথে ঘুরে বেড়াতে পারেন।।সিকিম | লাচ...
19/05/2023

সিকিমের 0 পয়েন্টে Dsk travel group এর সদস্যরা।
-3 ° সেলসিয়াস।

আপনিও চাইলে এই গ্রুপের সাথে ঘুরে বেড়াতে পারেন।।

সিকিম | লাচুং | গ্যাংটক | ইমাথাং ভ্যালী | ছাংগু লেক |

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কে...
26/01/2023

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলেসাগর উথলে ওঠে জোয়ার বানে।

কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ
শুনবো আমি, ইঙ্গিত কোন 'মঙ্গল' হতে আসছে উড়ে।।

কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়ার্ল্যান্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরেঃ
তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটেঃ
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।

ইন্ডিয়ার ভিসা করতে যা যা লাগবে-ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে কোন হেল্প লাগলে জানাবেন৷ এছাড়া ইন্ডিয়ার ট্রেন টিকিট ও এয়া...
26/01/2023

ইন্ডিয়ার ভিসা করতে যা যা লাগবে-

ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে কোন হেল্প লাগলে জানাবেন৷ এছাড়া ইন্ডিয়ার ট্রেন টিকিট ও এয়ার করুন আমাদের কাছ থেকে ৷৷

কাশ্মীর,চেন্নাই,ব্যাঙ্গালোর,কাটপট্টি,দিল্লী,কালকা,চন্ডিগড় রাজস্থান,আজমির,সিক্কিম, দার্জিলিং ।

22/09/2022

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক।💞
📍লাইটলুম, মেঘালয়।

22/09/2022

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক।💞
📍সোনমার্গ, কাশ্মীর।

প্রিয় মানুষদের নিয়ে একটু ঘুরাঘুরি। আমার বাবার ভালোবাসার ইন্ডিয়ান চাচারা,আমার উস্তাদ ছোটবেলার শিক্ষাগুরু মোল্লাভাই,প্রিয় ...
16/08/2022

প্রিয় মানুষদের নিয়ে একটু ঘুরাঘুরি। আমার বাবার ভালোবাসার ইন্ডিয়ান চাচারা,আমার উস্তাদ ছোটবেলার শিক্ষাগুরু মোল্লাভাই,প্রিয় হাবিব ভাই, করিম ভাই,ফয়সাল ভাই এবং স্নেহের ছোট ভাইদের নিয়ে। পদ্মানদী ভ্রমণ, পদ্মবীজ দেখা, মাওয়া ঘাটের ইলিশ ভোজন, সুন্দর বিকেল। ভ্রমণ শুধু একা করলে হবেনা প্রিয় জনদের নিয়েও ঘুরতে হবে।ইনশাআল্লাহ আগামীতে সবাইকেই এর আওতায় আনবো।। বাকি প্রিয়জন রা মন খারাপ করিওনা।তুমাদের নিয়েও হবে। দেশ থেকে দেশান্তরে।।

আলহামদুলিল্লাহ। সুন্দর ভাবে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভারতের মাটিতে।।Syed Muhib Ullah Shahnoor Ahmed Laskar Syed Manoar...
07/06/2022

আলহামদুলিল্লাহ। সুন্দর ভাবে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভারতের মাটিতে।।

Syed Muhib Ullah Shahnoor Ahmed Laskar Syed Manoar Dsk Harun Ahmed 💖

আমাদের Dsk Travel Group এর সদস্য Shahnoor Ahmed Laskar এর শুভ জন্মদিন আজ।❣️সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ,...
17/03/2022

আমাদের Dsk Travel Group এর সদস্য Shahnoor Ahmed Laskar এর শুভ জন্মদিন আজ।❣️
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। ..শুভ জন্মদিন..🌹❣️

07/03/2022

Beautiful Meghalaya 💖

খুব জলদি মারায়নংতং ক্যাম্পিং এ যাচ্ছি। সাথে দেখবো...*আলীর গুহা →ডিম পাহাড় →মায়া লেক।😊📍আলীকদম, বান্দরবান। কেউ সাথে যেতে চ...
21/02/2022

খুব জলদি মারায়নংতং ক্যাম্পিং এ যাচ্ছি। সাথে দেখবো...*আলীর গুহা →ডিম পাহাড় →মায়া লেক।😊

📍আলীকদম, বান্দরবান।

কেউ সাথে যেতে চাইলে জানাবেন।।

খরচ - আলীকদমের সবকিছু মিলিয়ে গাইড কে দিবো ২০০০/= টাকা।একরাত তাবু বাস +৫ বেলা খাওয়া দাওয়া।

আর ঢাকা থেকে আলীকদম নিজ খরচে, আসা যাওয়ার ভাড়া।

03/01/2022
📍 Elephant Falls, Shillong, Meghalaya, India ✨এলিফ্যান্ট ফলস, শিলং ভ্রমণের সেরা আকর্ষনীয় পরিদর্শন স্থান।✨হাতির পাদদেশে ...
27/12/2021

📍 Elephant Falls, Shillong, Meghalaya, India

✨এলিফ্যান্ট ফলস, শিলং ভ্রমণের সেরা আকর্ষনীয় পরিদর্শন স্থান।✨

হাতির পাদদেশে পাথরের মত পাথরের নামানুসারে, এলিফ্যান্ট জলপ্রপাত শিলং এর পাশে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাতের মধ্যে অন্যতম। এটি একটি পর্যটকদের স্বর্গ যেখানে জলপ্রপাতের তিনটি স্তর বিভিন্ন সুবিধা বিন্দু থেকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য। পতনের এক পাশে একটি হাতি আকৃতির পাথরের উপস্থিতির কারণে ব্রিটিশরা এই পতনের নাম করণ করে। যাইহোক, পাথর ভেঙ্গে যায় এবং ১৮৯৭ সালে একটি ভূমিকম্পের কারণে ধুয়ে যায়। এলিফ্যান্ট জলপ্রপাত প্রকৃতির মাঝখানে কিছু সময় কাটানোর জন্য একটি চমত্‍কার জায়গা যখন আপনার কিপসেক জন্য অবিশ্বাস্য মুহূর্ত ধারণ।
স্থানীয় খাসি জনগণ এই চমত্‍কার হাতি জলপ্রপাতকে 'কা কাশদ লাই পাতেং খোসিয়েউ' বলে অভিহিত করেছে, যার মানে হচ্ছে 'তিন ধাপ জলপ্রপাত', কারণ এই জলপ্রপাতপরপর তিনটি জলপ্রপাত নিয়ে গঠিত।
তিনটি জলপ্রপাতের প্রথমটি ঘন গাছের মাঝখানে আটকে আছে এবং খুব চওড়া। দ্বিতীয় জলপ্রপাত জলের পাতলা স্ট্র্যান্ড হ্রাস এবং পানির স্তর হ্রাস কারণে শীতকালে প্রায় নগণ্য হয়। তৃতীয় এবং সবচেয়ে দৃশ্যমান জলপ্রপাত সবচেয়ে লম্বা যেখানে পরিষ্কার জল পটভূমিতে অন্ধকার পাথরের উপর দুধের চাদরের মত প্রবাহিত হয়। তিনটির মধ্যে, তৃতীয় জলপ্রপাত দর্শকদের সবচেয়ে চিত্তাকর্ষক হিসাবে আঘাত করার প্রবণতা। এলিফ্যান্ট ফলস মেঘালয় আরো ভ্রমণের জন্য এক মাথা আগে একটি মহান স্টপওভার গন্তব্য। রাজধানী শিলং থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত, এটি সুন্দর রাজ্যের সবচেয়ে পরিদর্শিত জলপ্রপাতগুলির একটি।
আবহাওয়া : ১৩° সেলসিয়াস,

ভ্রমণের সময় : সকাল ১০টা - সন্ধ্যা ৬টা, রবিবার বন্ধ,

প্রয়োজনীয় সময় : ১ ঘন্টার কম,

এন্ট্রি ফি : কোন এন্ট্রি ফি নেই,

Address


1544

Telephone

+8801926266166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dsk Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share