Zarif Tours & Travels

Zarif Tours & Travels Zarif Tours & Travels is a tour planner company. We regularly organize tours in inbound & outbound.

মালদ্বীপের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের এলাকা সহ আশেপাশের অঞ্চলের ইতিহাসের সাথে জড...
07/12/2023

মালদ্বীপের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের এলাকা সহ আশেপাশের অঞ্চলের ইতিহাসের সাথে জড়িত; এবং আধুনিক রাষ্ট্রটি ২৬টি প্রাকৃতিক প্রবালপ্রাচীর নিয়ে গঠিত, যার মধ্যে ১১৯৪টি দ্বীপ রয়েছে। মালদ্বীপের নিকটতম প্রতিবেশী হল ব্রিটিশ ভারত মহাসাগরীয় এলাকা, অর্থাৎ শ্রীলঙ্কা ও ভারত। যুক্তরাজ্য, শ্রীলঙ্কা এবং কিছু ভারতীয় রাজ্যের সাথে মালদ্বীপের বহু শতাব্দী ধরেই সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই দেশগুলি ছাড়াও, মালদ্বীপবাসীরা আচেহ এবং অন্যান্য অনেক রাজ্যের সাথেও বাণিজ্য করত, যা বর্তমানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। মালদ্বীপ কড়ি খোলস প্রধান উত্স সরবরাহ করেছিল, তারপরে এটি এশিয়া জুড়ে এবং পূর্ব আফ্রিকার উপকূলের কিছু অংশে মুদ্রা হিসাবে ব্যবহৃত হয়েছিল। সম্ভবত মালদ্বীপ প্রাচীন ভারতের কলিঙ্গদের দ্বারা প্রভাবিত ছিল, তারা ভারত থেকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে প্রথম দিককার সমুদ্র ব্যবসায়ী ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য দায়ী ছিল। মালদ্বীপের বিভিন্ন স্থানে পুঁতে রাখা চীনা চীনামাটির তৈরি বাসনপত্রের স্তূপ থেকে দেখা যায় যে চীন ও মালদ্বীপের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ বাণিজ্য যোগাযোগ ছিল। ১৪১১ এবং ১৪৩০ সালে, চীনা অ্যাডমিরাল চেং হো 鄭和 মালদ্বীপ সফর করেছিলেন। ১৯৬৬ সালে তাইপেই ভিত্তিক চীনা জাতীয়তাবাদী সরকার যখন মালেতে একটি দূতাবাস খুলেছিল তখন চীনারা মালদ্বীপে একটি কূটনৈতিক অফিস স্থাপনকারী প্রথম দেশ হয়ে ওঠে। এই অফিসটি গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
১৬শ শতকের পরে, যখন ঔপনিবেশিক শক্তি ভারত মহাসাগরের বেশিরভাগ বাণিজ্য দখল করে, তখন প্রথমে পর্তুগিজ, তারপর ওলন্দাজ এবং ফরাসিরা মাঝে মাঝে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল। যাইহোক, এই হস্তক্ষেপের অবসান ঘটে যখন ১৯শ শতকে মালদ্বীপ ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং মালদ্বীপের রাজাদের স্ব-শাসনের একটি ভাল অংশ দেওয়া হয়।
মালদ্বীপ ১৯৬৫ সালের জুলাই মাসে ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। তবে, ব্রিটিশরা ১৯৭৬ সাল পর্যন্ত দক্ষিণতম প্রবালপ্রাচীরের গান দ্বীপে একটি বিমান ঘাঁটি বজায় রেখেছিল। স্নায়ুযুদ্ধের উৎকর্ষের সময় ১৯৭৬ সালে ব্রিটিশ প্রস্থান প্রায় অবিলম্বে বিমান ঘাঁটির ভবিষ্যত সম্পর্কে বিদেশী ভাবনাচিন্তা শুরু করে।সোভিয়েত ইউনিয়ন ঘাঁটিটি ব্যবহারের জন্য অনুরোধ করেছিল, কিন্তু মালদ্বীপ তা প্রত্যাখ্যান করে।
১৯৯০-এর দশকের গোড়ার দিকে প্রজাতন্ত্রটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের মাছ ধরা এবং পর্যটনে সীমিত সম্পদের ভিত্তিতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণের প্রয়োজনিয়তা।
প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতারও ব্যবস্থা আছে দেশটিতে। সঙ্গে আছে সুস্বাদু খাবার।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারাবিশ্বে সুপরিচিত। সুন্দর সুন্দর দ্বীপ, মনোমুগ্ধকর সৈকত এবং পাঁচ তারকা রিসোর্ট থাকায় দেশটি বিলাসবহুলভাবে ছুটি কাটানোর জন্য আদর্শ। সাদা বালির সৈকত, স্বচ্ছ পানি এবং নীল আকাশের জন্যও মালদ্বীপের খ্যাতি রয়েছে। তবে উন্নত নৌ পরিবহন ব্যবস্থা এবং আরও স্বাধীন গেস্টহাউসের আবির্ভাবের ফলে মালদ্বীপ ভ্রমণের খরচও এখন ধীরে ধীরে কমছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই। মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালে সিটি থেকে। সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য, নীল সমুদ্র এবং তাল গাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য-দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শহরটি একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল ও সবুজে আবৃত।
মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। মালের রাস্তার দুই পাশের রঙিন বাজারগুলো ঘুরে দেখতে পারেন। এ ছাড়া জাতীয় জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পেতে পারেন।
তবে যে ৭টি দর্শনীয় স্থান না দেখলে আপনার ভ্রমণ অপূর্ণ থেকে যেতে পারে,
সেগুলো হচ্ছে-

১. মালে সিটি #
মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালে সিটি থেকে। সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য, নীল সমুদ্র এবং তাল গাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য-দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শহরটি একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল ও সবুজে আবৃত।

মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। মালের রাস্তার দুই পাশের রঙিন বাজারগুলো ঘুরে দেখতে পারেন। এ ছাড়া জাতীয় জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পেতে পারেন।

২.ভাধু আইল্যান্ড #

মালদ্বীপের সৈকতগুলো বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম। স্বচ্ছ নীল পানি ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভাধু আইল্যান্ডের পরিচিতি ব্যাপক। দ্বীপের পানিতে যখন 'তারার মেলা' বসে, তখন এক ঐশ্বরিক দৃশ্যের অবতারণা হয়।
সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন বায়োলুমিনেসেন্স উৎপাদন করে, যার প্রভাবে নীল নিয়ন আলোর মতো সমুদ্রের পানিতে অসংখ্য তারা-সদৃশ বস্তুর উপস্থিতি দেখা যায়। যদিও এ দৃশ্য সচরাচর দেখা যায় না। গ্রীষ্মের শেষ থেকে বছরের শেষ সময় পর্যন্ত এটি দেখার সম্ভাবনা বাড়ে। যদিও তখন এমন দৃশ্য দেখা যাবে, তা নিশ্চিত করে বলা যায় না। যেকোনো প্রাকৃতিক ঘটনার মতোই এই চমকপ্রদ দৃশ্যটি পুরোপুরি উপভোগ করার জন্য একটু ভাগ্যের প্রয়োজন!

৩. ইথা আন্ডারসি রেস্টুরেন্ট #

মালদ্বীপের স্থানীয় ভাষায় 'ইথা' অর্থ 'মুক্তার মা'। এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্যের বর্ণনা দিতে এই শব্দটি ব্যবহার করা হয়। এই রেস্তোরাঁটি হিলটন মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার অংশ। নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান।
রেস্তোরাঁটিতে মাত্র ১৪ জন অতিথির বসার স্থান আছে এবং এটি সমুদ্র পৃষ্ঠের পাঁচ মিটার নিচে অবস্থিত। ছাদের ঢালটি টানেলের মতো, যার ফলে দর্শনার্থীরা তাদের চারপাশের প্রবাল প্রাচীরের প্যানোরমিক দৃশ্য উপভোগ করতে পারেন। মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি প্লেনে করে এখানে আসতে হয়। পশ্চিমা ও এশীয় খাবার পাওয়া যায় এখানে, তবে খাবারের দাম স্বাভাবিকের চেয়ে বেশি। ১২০ ডলারের নিচে কোনো খাবার পাওয়া যাবে না রেস্তোরাঁটিতে।

৪. হোয়েল সাবমেরিন #

মালদ্বীপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে একটি হচ্ছে হোয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলদেশ উপভোগ করা। সাবমেরিনটি দেখতে অনেকটা তিমির মতো, তাই এর নাম হোয়েল সাবমেরিন। এটি একটি অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা।
হোয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলেদেশে গেলে আপনি মালদ্বীপের বিচিত্র ও রঙিন জলজ প্রাণীদের সাক্ষাৎ পাবেন। হলুদ বক্সফিশ, নীল স্ন্যাপার, লায়নফিশ, কচ্ছপ এবং হাঙরও দেখতে পারবেন। মালদ্বীপে অনেকে ডাইভ করেন। আপনি যদি ডাইভ করতে না চান, তাহলে সমুদ্রের নিচের জীবন দেখতে হোয়েল সাবমেরিনই সবচেয়ে ভালো বিকল্প।

৫. গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ #

রাজধানী মালের গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বিশ্বের অন্যতম বড় মসজিদ। প্রায় ৫ হাজার মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির বহিঃসজ্জায় ব্যবহৃত চমৎকার মার্বেল এবং বিশাল সোনালী গম্বুজের জন্য প্রতি বছর বহু পর্যটক এবং তীর্থযাত্রী এখানে আসেন। মসজিদটি মালের ইসলামী কেন্দ্রের অংশ এবং শহরের প্রধান জেটির কাছে অবস্থিত, তাই পানি থেকেই এটি দেখা যায়। যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মসজিদটি পরিদর্শন করা যাবে।

৬. ব্যানানা রিফ #

এই প্রবাল প্রাচীরটিকে উপর থেকে দেখতে কলার মতো লাগে, তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানানা রিফ। মালের উত্তরাংশে এই প্রবাল প্রাচীরটি অবস্থিত। শুধু মালদ্বীপেই নয়, সারাবিশ্বের মধ্যেই সম্ভবত এটি অন্যতম সেরা ডাইভিং স্পট। বিভিন্ন রঙের নান্দনিক প্রবাল ও কোরাল দেখা যায় এখানে, সেইসঙ্গে আছে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাথরখণ্ড ও গুহা। আপনি যদি সমুদ্রের নিচে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান, তাহলে ব্যানানা রিফ সেরা জায়গা। ডাইভিংয়ের জন্যও এটি খুবই রোমাঞ্চকর একটি জায়গা, কারণ এখানে প্রায়ই হাঙর ও ব্যারাকুডার দেখা পাওয়া যায়!

৭. মালদ্বীপের ভাসমান শহর
ফুলহাদু আইল্যান্ড #

স্বচ্ছ হ্রদ, সাদা বালুর সৈকত, তাল গাছ এবং শান্ত পরিবেশের জন্য ফুলহাদু আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ। এখানে কোনো জনবসতিও নেই। এই দ্বীপে অবস্থানের সময় স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন ও কচ্ছপ দেখে সময় কাটাতে পারেন।

ভারত ভ্রমনের প্রধান শর্ত হল ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। এখন ভিসা পেতে হলে সঠিক পদ্ধতিতে ভিসার জন...
06/12/2023

ভারত ভ্রমনের প্রধান শর্ত হল ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। এখন ভিসা পেতে হলে সঠিক পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। অন্যথায় ভারতীয় ভিসা পাওয়া যাবে না।

অনেক সময় ভুল কিছু তথ্যের জন্য বা আবেদনে ভুল হলে আপনার পাসপোর্টে No Entry সীল মোহর ও লেগে যেতে পারে।

এ সকল সমস্যার সমাধান হলো আপনাকে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। আমরা খুবই দক্ষতার সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করে থাকি।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনার যা যা লাগবেঃ-

০১। সকল পাসপোর্ট ।
০২। 2x2 ইঞ্চি ভারতীয় ভিসা সাইজ ছবি ২ কপি।
০৩। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন।
০৪। ব্যাংক স্টেটমেন্ট (৬ মাসের)।
০৫। ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানিতে চাকরী করেন সেই কোম্পানির ছুটির দরখাস্ত।
০৬। বিদ্যুত বিলের কপি বা মিটারের প্রিপেইড কার্ড।
০৭। লাস্ট ভিসার কপি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
৮ রামবাবু রোড, সদর, ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে। ★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍 √ নামঃ কক্সব...
04/12/2023

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে।

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

ধন্যবাদ সকলকে।

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।
26/11/2023

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।
আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।

Job opportunities
25/11/2023

Job opportunities

আর মাত্র কিছুদিন পরই আসছে বছরের শেষ মাস ডিসেম্বর।🤞সাথে আসছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ছোট্ট সোনামণিদের বার্ষিক পরীক্ষ...
21/11/2023

আর মাত্র কিছুদিন পরই আসছে বছরের শেষ মাস ডিসেম্বর।🤞

সাথে আসছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ছোট্ট সোনামণিদের বার্ষিক পরীক্ষাও শেষ হতে চললো। 🥳

এটাই তো ঘুরতে যাওয়ার সঠিক সময়।এ সময় দিনব্যাপী ট্যুর হলে তো বছরের শেষটা জমে ওঠে।🎉

🫶এজন্য আমরা "জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস" আপনাদের নিয়ে দিনব্যাপী ঘুরে আসতে চাই-

"দুর্গাপুর বিরিশিরি" থেকে।❤️❤️❤️

প্যাকেজমূল্য জনপ্রতি ১২৫০/- টাকা ।😯

📆যাত্রার তারিখ: ১ ডিসেম্বর ২০২৩
⏱️যাত্রার সময়: সকাল ৭:০০ ঘটিকা
🩸স্থান: বিদ্যাময়ী স্কুলের সামনে

🔎যা যা দেখবো:
✅ চিনামাটির পাহাড়⛰️
✅ সোমেশ্বরী নদ🏝️
✅ রাণীখং মিশনারী🏥
✅ গারো পাহাড়🏞️

🎁আমাদের এই প্যাকেজে যা যা থাকছে:
✅ যাওয়া-আসার সুব্যবস্থা;🚌
✅ সকালের নাস্তা;🍛
✅ দুপুরের খাবার;🍱
✅ বিকালের স্ন্যাকস।🍔

📞বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
✈️জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
↪️৮নং,রামবাবু রোড,সদর,ময়মনসিংহ।
📱মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হ...
20/11/2023

আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হাই-কমিশন।

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ৭ থেকে ১৫ দিন।
মেডিকেল ভিসার ক্ষেত্রে ৪ থেকে ১০ দিন।

বি:দ্র: ক্ষেত্র বিশেষে কম বেশিও হতে পারে।

👉ভারতীয় ট্যুরিস্ট ভিসা:

১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৪) বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের অথবা ২০০ ডলার এনডোর্সমেন্ট
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, অথবা ট্রেড লাইসেন্স, অথবা স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

আমরা ইন্ডিয়ান ভিসা ফি সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি।
যোগাযোগ: 01914-099661

অফিস ঠিকানাঃ ৮ নং রামবাবু রোড সদর ময়মনসিংহ।

নেত্রকোনার সুসং দূর্গাপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম হলো বিরিশিরি। সোমেশ্বরীর কোল ঘেষে বয়ে চলা বিরিশিরিতেই মান্দি জনগোষ্ঠী...
19/11/2023

নেত্রকোনার সুসং দূর্গাপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম হলো বিরিশিরি। সোমেশ্বরীর কোল ঘেষে বয়ে চলা বিরিশিরিতেই মান্দি জনগোষ্ঠীর ঘরদোর। এখানে আছে চিনামাটির পাহাড়। আরোও দেখা যাবে বিচিত্র নীল,সবুজ পানি বেষ্টিত সোমেশ্বরী নদ। এমনই আরোও বিচিত্র প্রকৃতি উপভোগ করতে আমাদের সাথে চলুন।
"ময়মনসিংহ কে দেখি,ময়মনসিংহ কে জানি" এই স্লোগানকে সামনে রেখে জনপ্রতি মাত্র ১২৫০/- টাকায় আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সুসং দূর্গাপুরের প্রাকৃ্তিক সৌন্দর্য বিরিশিরি তে।

যাত্রার তারিখ: ১ ডিসেম্বর ২০২৩
যাত্রার সময়: সকাল ৭:০০ ঘটিকা
স্থান: বিদ্যাময়ী স্কুলের সামনে

যা যা দেখবো:
✅ চিনামাটির পাহাড়
✅ সোমেশ্বরী নদ
✅ রাণীখং মিশনারী
✅ গারো পাহাড়

আমাদের এই প্যাকেজে যা যা থাকছে:
✅ যাওয়া-আসার সুব্যবস্থা;
✅ সকালের নাস্তা;
✅ দুপুরের খাবার;
✅ বিকালের স্ন্যাকস।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
৮নং,রামবাবু রোড,সদর,ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

18/11/2023

Mymensingh RAB-14, Station, Bypass Mymensingh.

Good morning... Greens Cape  Eco Resort & Training centre.. Beltoli, Mymensingh. It's a wonderful place for Family & Fri...
18/11/2023

Good morning... Greens Cape Eco Resort & Training centre.. Beltoli, Mymensingh. It's a wonderful place for Family & Friends gathering,, an exclusive environment for workshop, training or awareness program for 120 & 150 persons at 1st& 2nd floor. And there is a gorgeous Conference room for any official visitors. Special ponds for Adda, fishing. etc. It's a total E- Co system resort and self choice food supply process. Best wishes for Greens Cape resort. For any query or support plz. contact with us at,
Zarif Tours & Travels ,
8, Rambabu road, Mymensingh. Visit us " www.zarifcommunications.com and contact @ 01914099668

যেভাবে কাবা গড়ে উঠল  #হজরত ইবনে আব্বাস (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন...
16/11/2023

যেভাবে কাবা গড়ে উঠল #
হজরত ইবনে আব্বাস (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন।

নারীজাতি প্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল (আ.)-এর মায়ের কাছ থেকে। হাজেরা (আ.) কোমরবন্ধ লাগাতেন সারা (আ.)–এর কাছে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। হাজেরা (আ.) শিশুসন্তান ইসমাইল (আ.)–কে দুধ পান করানোর সময়ে হজরত ইব্রাহিম (আ.) তাঁদের নিয়ে বের হলেন। কাবার কাছে মসজিদের উঁচু অংশে জমজম কূপের ওপরে অবস্থিত একটা বিরাট গাছের নিচে ইব্রাহিম (আ.) তাঁদের দুজনকে রাখলেন। তখন মক্কায় মানুষ বা পানির ব্যবস্থা কিছুই ছিল না। একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি দিয়ে সেখানেই তাঁদের রেখে ইব্রাহিম (আ.) ফিরে চললেন।

ইসমাইল (আ.)-র মা পিছু পিছু এসে বারবার বলতে লাগলেন, হে ইব্রাহিম! আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি আমাদের এমন এক ময়দানে রেখে যাচ্ছেন, যেখানে কোনো সাহায্যকারী বা কোনো ব্যবস্থাই নেই। ইব্রাহিম (আ.) তাঁর দিকে তাকালেন না। হাজেরা (আ.) তাঁকে বললেন, আল্লাহই কি আপনাকে এ আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা (আ.) বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তিনি ফিরে এলেন।

ইব্রাহিমও (আ.) সামনে এগিয়ে চললেন। যেতে যেতে গিরিপথের বাঁকে পৌঁছে যখন স্ত্রী–সন্তানকে আর দেখতে পেলেন না, তখন কাবাঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করলেন, ‘হে আমার প্রতিপালক! আমার পরিবারের কয়েকজন আপনার সম্মানিত ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায়...যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইসমাইলের মা ইসমাইলকে স্তন্যের দুধ পান করাতেন। আর নিজে ওই মশক থেকে পানি খেতেন। মশকের পানি এক সময় ফুরিয়ে গেল। তিনি আর তাঁর শিশুপুত্র তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তাঁর বুক ধড়ফড় করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার দেখা অসহনীয় হয়ে পড়ল।

তিনি সরে এলেন। সাফা ছিল তাঁর কাছাকাছি পর্বত। তিনি সেটির ওপরে উঠে ময়দানের দিকে তাকালেন। এদিক–সেদিক তাকিয়ে দেখলেন, কোথাও কাউকে দেখা যায় কিনা। তিনি কাউকে দেখতে পেলেন না। সাফা পর্বত থেকে নেমে তিনি নিচের ময়দানে পৌঁছালেন। বস্ত্রের একটি প্রান্ত তুলে ধরে ক্লান্ত-শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন তিনি। ময়দান পার হয়ে এক সময় মারওয়া পাহাড়ের ওপর উঠে এলেন। আবার এদিক–সেদিক তাকিয়ে দেখলেন কাউকে পাওয়া যায় কিনা। কাউকেই দেখতে পেলেন না। এভাবে তিনি সাতবার দৌড়াদৌড়ি করলেন।

ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে নবী‎ (সা.) বলেছেন, এ জন্যই মানুষ এ পর্বত দুটোর মাঝখানে সাঈ করে থাকে।

তিনি যখন মারওয়া পাহাড়ে ওঠার পর একটি শব্দ শুনতে পেলেন। তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, তুমি তো তোমার আওয়াজ শুনিয়েছ। তোমার কোনো সাহায্যকারী আছে?

তক্ষুনি জমজম কূপের কাছে তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। ফেরেশতাটি নিজের পায়ের গোড়ালি (বা ডানা) দিয়ে আঘাত করলেন। এতে পানি বের হতে লাগল।

হাজেরা (আ.) এর চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে এক চৌবাচ্চার মতো করে নিয়ে হাতের আঁজলা ভরে তাঁর মশকে পানি ভরতে লাগলেন। পানি উপচে পড়ছিল।

ইবনে আব্বাস (রা.) বলেছেন যে নবী‎ (সা.) বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। তিনি যদি বাঁধ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন (কিংবা বলেছেন, যদি আঁজলা ভরে পানি মশকে জমাতেন), তাহলে জমজম একটি কূপ না হয়ে প্রবাহিত ঝরনায় পরিণত হতো।

রাবী বলেন, অতঃপর হাজেরা (আ.) নিজে পানি খেলেন, শিশুপুত্রকেও দুধ পান করালেন। ফেরেশতাটি তখন তাঁকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না। কারণ এখানেই আল্লাহর ঘর। এই শিশুটি আর তাঁর পিতা মিলে এখানে ঘর তুলবে। আল্লাহ তাঁর আপনজনকে কখনো ধ্বংস করেন না।

আল্লাহর ঘরের স্থানটি তখন ছিল জমিন থেকে টিলার মতো উঁচু। বন্যা আসায় এর ডানে-বাঁয়ে ভেঙে যাচ্ছিল। হাজেরা (আ.) এভাবেই দিনযাপন করছিলেন। এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল (অথবা, রাবী বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামে একটি উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল)। মক্কায় তারা নিচু ভূমিতে নেমে এল। তারা দেখল একঝাঁক পাখি চক্রাকারে উড়ছে। তারা বলল, নিশ্চয় এই পাখিগুলো পানির ওপর উড়ছে। আমরা বহুবার ময়দানের এ পথ পার হয়েছি, কিন্তু এখানে কখনো পানি ছিল না। দুয়েকজন লোককে তারা সেখানে পাঠাল। তারা গিয়েই পানি দেখতে পেল। ফিরে এসে সবাইকে পানির খবর দিল। খবর শুনে সবাই সেদিকে এগিয়ে গেল।

রাবী বলেন, ইসমাইল (আ.)-এর মা পানির কাছে ছিলেন। তারা তাঁকে বলল, আমরা আপনার কাছাকাছি বসবাস করতে চাই। অনুমতি দেবেন কি? তিনি বললেন, হ্যাঁ। তবে এই পানির ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা ‘হ্যাঁ’ বলে তাদের মত প্রকাশ করল।

ইবনে আব্বাস (রা.) বলেছেন যে নবী‎ (সা.) বলেছেন, এ ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল। তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন।

তারা সেখানে বসতি স্থাপন করল। পরিবার-পরিজনের কাছে খবর পাঠালে তারাও এসে তাদের সঙ্গে বসবাস করতে লাগল। পরে তাদেরও কয়েকটি পরিবার এসে বসতি করল।

এ দিকে ইসমাইল যৌবনে উপনীত হলেন। তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে অনেক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। তিনি পূর্ণ যৌবন পেলে তারা তাঁর সঙ্গে নিজেদের একটি মেয়েকে বিয়ে দিল। এর মধ্যে ইসমাইলের মা হাজেরা (আ.) ইন্তেকাল করলেন।

ইসমাইলের বিয়ের পর ইব্রাহিম (আ.) তাঁর পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এলেন, কিন্তু ইসমাইলকে পেলেন না। তিনি তাঁর স্ত্রীকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। পুত্রবধূকে তিনি তাদের জীবনযাত্রা আর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, আমরা অতি দুরবস্থা, খুব টানাটানি আর নিদারুণ কষ্টে আছি। ইব্রাহিম (আ.)-এর কাছে সে তাদের দুর্দশা নিয়ে অভিযোগ করল।

তিনি বললেন, তোমার স্বামী বাড়ি এলে তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলে নেয়। ইসমাইল (আ.) বাড়ি ফিরে এসে যেন কিছুটা আভাস পেলেন। তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ। এমন এমন আকৃতির একজন বৃদ্ধ এসেছিলেন। আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমি তাঁকে আপনার খবর দিয়েছি। তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি জানালাম, আমরা খুব কষ্টে আর অভাবে আছি।

ইসমাইল (আ.) জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো নসিহত করেছেন? স্ত্রী বলল, হ্যাঁ। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন আপনাকে তাঁর সালাম পৌঁছাই। তিনি আরও বলেছেন যেন আপনি ঘরের দরজার চৌকাঠ বদলে ফেলেন।

ইসমাইল (আ.) বললেন, তিনি আমার বাবা। এ কথার মাধ্যমে তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, যেন আমি তোমাকে আলাদা করে দিই। কাজেই তুমি তোমার নিজের লোকজনের কাছে চলে যাও। এই বলে ইসমাইল (আ.) তাঁকে তালাক দিয়ে দিলেন। এর পর ওই লোকদের মধ্য থেকে আরেকটি মেয়েকে বিয়ে করলেন।

আল্লাহ যত দিন চাইলেন, ইব্রাহিম (আ.) এদের থেকে দূরে রইলেন। এর পর তিনি আবার তাঁদের দেখতে এলেন। এবারও তিনি ইসমাইল (আ.)-এর দেখা পেলেন না। পুত্রবধূর কাছে এসে তিনি তাঁকে ইসমাইল (আ.) সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছেন। ইব্রাহিম (আ.) জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছ? তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সে বলল, আমরা ভালো ও সচ্ছল অবস্থায় আছি। সে আল্লাহর প্রশংসাও করল।

ইব্রাহিম (আ.) জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কী? সে বলল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কী? সে বলল, পানি।

ইব্রাহিম (আ.) দোয়া করে বললেন, হে আল্লাহ! তাদের গোশত ও পানিতে বরকত দিন।

নবী‎ (সা.) বলেন, ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না। যদি হতো, তাহলে ইব্রাহিম (আ.) সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন।

বর্ণনাকারী বলেন, মক্কা ছাড়া আর কোথাও কেউ শুধু গোশত ও পানি দিয়ে জীবন ধারণ করতে পারে না। কেননা, শুধু গোশত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না।

ইব্রাহিম (আ.) বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে তাঁকে সালাম বলে আমার পক্ষ থেকে হুকুম করবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে। ইসমাইল (আ.) যখন ফিরে এসে বললেন, তোমাদের কাছে কি কেউ এসেছিলেন? সে বলল, হ্যাঁ। একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন। সে তাঁর প্রশংসা করর বলল, তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাঁকে আপনার খবর জানিয়েছি। তিনি আমার কাছে আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাইলেন। আমি তাঁকে জানিয়েছি, আমরা ভালো আছি।

ইসমাইল (আ.) বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর জন্য আদেশ করেছেন? সে বলল, হ্যাঁ। তিনি আপনাকে সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যেন আপনি আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন।

ইসমাইল (আ.) বললেন, তিনিই আমার বাবা। তুমি হলে আমার ঘরের দরজার চৌকাঠ। এ কথার মাধ্যমে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি।

যতদিন আল্লাহ চাইলেন, ইব্রাহিম (আ.) তাদের কাছ থেকে দূরে রইলেন। তিনি আবার এলেন। (দেখতে পেলেন,) জমজম কূপের কাছের একটি বিরাট গাছের নিচে বসে ইসমাইল (আ.) একটি তির মেরামত করছেন। বাবাকে দেখতে পেয়ে তিনি উঠে তাঁর দিকে এগিয়ে গেলেন। বাবার সঙ্গে ছেলের সাক্ষাৎ হলে যেমন হয়ে থাকে, তাঁরা তা–ই করলেন।

ইব্রাহিম (আ.) বললেন, হে ইসমাইল! আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল (আ.) বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন, তা করুন। ইব্রাহিম (আ.) বললেন, তুমি আমার সাহায্য করবে কি? ইসমাইল (আ.) বললেন, করব। ইব্রাহিম (আ.) বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন।

এই বলে তিনি উঁচু ঢিলাটির দিকে ইশারা করলেন। সেটির চারপাশে ঘেরাও দিয়ে তখনই তাঁরা দুজন মিলে কাবার দেওয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল (আ.) পাথর আনতেন আর ইব্রাহিম (আ.) নির্মাণ করতেন। দেওয়াল যখন উঁচু হয়ে উঠল, তখন ইসমাইল (আ.) (মাকামে ইব্রাহিম নামে খ্যাত) পাথরটি এনে ইব্রাহিম (আ.)-এর জন্য যথাস্থানে রাখলেন। ইব্রাহিম (আ.) তার ওপর দাঁড়িয়ে নির্মাণকাজ করতে লাগলেন। ইসমাইল (আ.)–ও তাঁকে পাথর জোগান দিতে থাকলেন।

তাঁরা দুজনই এই দোয়া করতে থাকলেন, হে আমাদের রব! আমাদের কাছ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন।

তাঁরা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে লাগলেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকলেন, ‘হে আমাদের রব! আমাদের থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন’। (আল-বাকারা ১২৭)

সহিহ্ বুখারি, হাদিস: ৩৩৬৪

কিছু জানতে , যোগাযোগ করুন,
"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস "
৮ নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
প্রয়োজনে: ০১৯১৪০৯৯৬৬৯.
And Click on #
https://sites.google.com/view/zariftourstravels

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৮৯ হাজার টাকা  # ২০২৪ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়ে...
15/11/2023

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৮৯ হাজার টাকা #

২০২৪ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসেন হজ প্যাকেজ–২০২৪ ঘোষণা করেন। তিনি জানান, ৩০ থেকে ৪৮ দিনের হজ প্যাকেজ হবে। মদিনায় আট দিন অবস্থান করতে পারবেন হজযাত্রীরা। ২০২৩ সালের বেসরকারি হজ প্যাকেজ থেকে ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে এবারের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমানের ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। সৌদি রিয়াল ৩১ টাকা হিসাবে ধরে প্যাকেজ করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ আলাদা দিতে হবে।

এবার ৬৫ বছরের কোনো বাধ্যবাধকতা থাকবে না। দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি টাকা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে দিতে পারবেন হজযাত্রীরা। এ ছাড়া প্রয়োজনীয় রিয়াল, কোরবানির খরচ ও অন্যান্য কিছু খরচ, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। দুটি ব্যাগে সর্বোচ্চ ২৩ কেজি বিমানে বহন করা যাবে। জমজমের পানি দেশে ফেরার পর ঢাকার বিমানবন্দর থেকে সংগ্রহ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১০ হাজার ৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১ লাখ ১৭ হাজার জন।
আরো কিছু জানতে , যোগাযোগ করুন,
"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস "
৮ নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
প্রয়োজনে: ০১৯১৪০৯৯৬৬৯.
And Click on #
https://sites.google.com/view/zariftourstravels

হজের নিবন্ধনের আগে ১০টি পরামর্শ  #আপনি বা আপনার প্রিয়জন হজে যেতে চাইলে কিছু বিষয় জেনে নিতে হবে। ভাষার ভিন্নতা, নতুন দেশ,...
15/11/2023

হজের নিবন্ধনের আগে ১০টি পরামর্শ #

আপনি বা আপনার প্রিয়জন হজে যেতে চাইলে কিছু বিষয় জেনে নিতে হবে। ভাষার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছু হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন। কয়েকবার হজ পালন করেছেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায়। পাঠকের সুবিধার্থে তাঁদের কিছু পরামর্শ—

১. সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা: টাকা কম-বেশির ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধাদি দেখে, শুনে, বুঝে চুক্তি করবেন। উড়োজাহজাভাড়া, বাসাভাড়া, হজের সময় মিনায় তাঁবুতে বা আজিজিয়ায় থাকা কিংবা না-থাকা ইত্যাদি আগে থেকে জেনে নিতে হবে।

২. হজ প্যাকেজ: হজ প্যাকেজ কত দিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কত দিন, কোথায় কত দিন অবস্থান এবং তা কীভাবে, বিস্তারিত জানতে হবে। গত কয়েক বছর কত নম্বর মোয়াল্লেমের অধীন ওই এজেন্সি হজ পালন করছে, তা জানতে হবে। দক্ষিণ এশিয়ার দেশের জন্য ১ থেকে ১১৫টি মোয়াল্লেম রয়েছে। মোয়াল্লেম ক্লাস্টারের দাম অনুযায়ী জামারা (শয়তানকে পাথর মারার স্থান) থেকে মিনার তাঁবুর দূরত্ব নির্ভর করে। মোয়াল্লেম অতিরিক্ত সেবা খরচ দিয়ে কী কী সেবা পাবেন, তা লিখিত নিন। এটা নিয়ে মিনায় বির্তক হয়।

৩. মক্কা-মদিনায় বাসার অবস্থান: মক্কায় বাসার ধরন ( সমতল বা উচুঁতে) ও তা কাবা শরিফ থেকে কত দূরে, বাসায় লিফট আছে কি না, বাসার প্রতি কক্ষে কতজন এবং বাথরুম কতজনের সঙ্গে শেয়ার করতে হবে, জেনে নেবেন। একই কথা মদিনার বাসার জন্য প্রযোজ্য। মদিনার বাসা মসজিদে নববি থেকে কত দূরে তা জেনে নিন।

৪. খাবার: সৌদি আরবে পৌঁছে তিন বেলা খাবার দেওয়া হবে কি না বা বিকল্প ব্যবস্থা কী, তা জানতে হবে।

৫. কোরবানি: প্রতারণা এড়াতে ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে দেওয়া ভালো। এর বাইরে নিজে অথবা এজেন্সির লোক ছাগল কিনে কোরবানি দেবেন অথবা কোরবানি সম্পর্কে হাজি কীভাবে নিশ্চিত হবেন, তা-ও আগে থেকে জেনে নিতে হবে।

৬. মানসিক ও শারীরিক সক্ষমতা: হজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয়। চাইলে যখন-তখন যানবাহন পাওয়া যায় না। এটাও মাথায় রাখা। ওমরায় তাওয়াফ, সাঈ, মিনা, জামারায় পাথর মারা, মিনা থেকে মক্কায় গিয়ে হজের তাওয়াফ, সাঈ করতে প্রচুর হাঁটাচলা করতে হয়। এসবের জন্য মানসিক ও শারীরিক সক্ষমতা জরুরি।

৭. ফিতরা: ফিতরা বা স্থানান্তর (অর্থাৎ মক্কায় বাসা কাবা শরিফের কাছে-দূরে একাধিকবার বদল করাকে ফিতরা বলে) আছে কি না। হজের আগে না পরে ফিতরা হবে, তা জানতে হবে।

৮. হজের দিনগুলো: মিনা, আরাফায় খাবার, যাতায়াত, মক্কায় তাওয়াফ, সাঈ করতে যাওয়ার বিষয়ে কী ব্যবস্থা এবং মোয়াল্লেম কী কী সুবিধা দেবেন, তা-ও বিস্তারিত জেনে নেবেন। আপনার সঙ্গী অসুস্থ বা দুর্বল হলে বিকল্প ব্যবস্থাও জেনে নিতে হবে।

৯. হজের নিয়মকানুন জানা: প্রয়োজনীয় বই-পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ুন। www.prothomalo.com/hajj ওয়েবসাইটে হজের খবর সারা বছর পাওয়া যায়। ১৫ বছর ধরে প্রথম আলো হজযাত্রীদের সহায়ক হজ গাইড প্রকাশ করে বিনা মূল্যে বিতরণ করছে। এটি প্রথম আলোর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন। হজ গাইড পাবেন : www.prothomalo.com/widgets/hajj-guide/Hajj_Guide_2023.pdf

১০. ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় হজে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। কোনোভাবেই মধ্যস্বত্বভোগী, দালাল বা তথাকথিত মোয়াল্লেমের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। কোন কোন এজেন্সির বিরুদ্ধে সৌদি হজ মন্ত্রণালয়ের অভিযোগ রয়েছে, তা যাচাই করুন।

For any information please visit our office
Zarif Tours & Travels
8, Rambabu road, Mymensingh sador,
or call us @ 01914099669 and visit our website, https://sites.google.com/view/zariftourstravels

আপনার কি সাজেক ভ্রমণের প্ল্যান শুধু ক্যান্সেলই হয়ে যাচ্ছে বার বার? তাহলে "জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্" এর সাথে বাজেট ফ্র...
15/11/2023

আপনার কি সাজেক ভ্রমণের প্ল্যান শুধু ক্যান্সেলই হয়ে যাচ্ছে বার বার?
তাহলে "জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্" এর সাথে বাজেট ফ্রেন্ডলি লাক্সারি প্যাকেজ নিয়ে সাজেক ঘুরে আসার সময় আপনার।

আমাদের প্যাকেজ মূল্য মাত্র 8️⃣5️⃣0️⃣0️⃣ টাকা। (২ রাত ৩ দিন)

এক নজরে আমাদের প্যাকেজে যা যা থাকছে:
-উন্নতমানের বাসে যাতায়াত (যাওয়া-আসা)
-মানসম্মত রিসোর্ট/কটেজ
-স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা
-সাজেকের ঐতিহ্যবাহী খাবার
-চাদের গাড়ি নিয়ে দর্শনীয় স্থান ভ্রমণ

সাজেক প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন:

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্
৮নং,রামবাবু রোড,সদর,ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

এখনই যোগাযোগ করুন :জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্৮,নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ। মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯
12/11/2023

এখনই যোগাযোগ করুন :

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্
৮,নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

আসসালামু আলাইকুম!
"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্" এর পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ২৪শে নভেম্বর ২০২৩ এ আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেকে। মাত্র ৮৫০০/- টাকার এই লাক্সারি ট্যুরে আমরা নিশ্চিত করছি সর্বোচ্চ সেবা।
তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন:

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্
৮,নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

আসসালামু আলাইকুম! "জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্" এর পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ২৪শে নভেম্বর ২০২৩ এ আমরা যাচ্ছি মেঘের রাজ্য...
09/11/2023

আসসালামু আলাইকুম!
"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্" এর পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ২৪শে নভেম্বর ২০২৩ এ আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেকে। মাত্র ৮৫০০/- টাকার এই লাক্সারি ট্যুরে আমরা নিশ্চিত করছি সর্বোচ্চ সেবা।
তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন:

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস্
৮,নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

08/11/2023

মাশআল্লাহ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি😇
সাজেক🌅🏘

✈️আগামী ২৪শে নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার আমাদের সাথে মেঘের রাজ্য সাজেক যেতে এখনই যোগাযোগ করুন।

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
৮ নং রামবাবু রোড, সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

অথবা ভিজিট করুনঃ

মাশআল্লাহ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি😇 সাজেক🌅🏘✈️আগামী ২৪শে নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার আমাদের সাথে মেঘের রাজ্য সাজেক যেতে এ...
08/11/2023

মাশআল্লাহ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি😇
সাজেক🌅🏘

✈️আগামী ২৪শে নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার আমাদের সাথে মেঘের রাজ্য সাজেক যেতে এখনই যোগাযোগ করুন।

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
৮ নং রামবাবু রোড, সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

অথবা ভিজিট করুনঃ https://www.zarifcommunications.com/ #/product-details/darjeeling-resort-sajek-valley

https://youtu.be/bBFddQtVZ_8রোমাঞ্চকর ফয়'স লেক বেইস ক্যাম্প #
07/11/2023

https://youtu.be/bBFddQtVZ_8
রোমাঞ্চকর ফয়'স লেক বেইস ক্যাম্প #

A N T I P I R A C Y W A R N I N GThis content's Copyright is reserved for Prothom Alo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly...

সাজেক ভ্রমণের অপরূপ সুন্দর রাস্তা দেখলে মন জুড়িয়ে যায়। শীতের হাওয়া বইতে শুরু করেছে। অসম্ভব সুন্দর মুহূর্তে ঘুরে আসতে...
06/11/2023

সাজেক ভ্রমণের অপরূপ সুন্দর রাস্তা দেখলে মন জুড়িয়ে যায়। শীতের হাওয়া বইতে শুরু করেছে। অসম্ভব সুন্দর মুহূর্তে ঘুরে আসতে পারেন সাজেক থেকে ।
সাজেক ভ্রমণ বুকিং চলছে।
🗓️ ভ্রমনের তারিখ: ২৪ নভেম্বর ২০২৩
ভ্রমনের সময়: রাত ৭ টা, ময়মনসিংহ জিরো পয়েন্ট থেকে।
💴 ট্যুর ফি: ৮,৫০০/= টাকা জনপ্রতি
( গাইডেড ট্যুর, ফুড, ট্রান্সপোর্ট, রিসোর্ট )
⏰ ট্যুরের সময়সীমা: ৩ রাত ২ দিন
🗺️ বিশেষ আকর্ষণ: জিপে করে সাজেক ভ্রমন এবং রিসোর্টে রাত্রি যাপন।
👉 যা যা দেখবো :-
১ম দিন -
✔️খাগড়াছড়ি
✔️সাজেক ভ্যালি
✔️রুইলুই পাড়া
✔️হেলিপ্যাড
✔️কংলাক পাহাড়
২য় দিন -
✔️লুসাই গ্রাম
✔️আলুটিলা গুহা
✔️ হর্টিকালচারাল পার্ক
✔️রিসাং ঝর্ণা
☎️ ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য জানতে এবং ট্যুর বুকিং দিতে যোগাযোগ:-
জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস
৮,নং রামবাবু রোড,সদর ময়মনসিংহ।
মোবাইল: ০১৯১৪০৯৯৬৬৯

https://www.zarifcommunications.com/ #/product-details/darjeeling-resort-sajek-valley

Address

8, Rambabu Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Zarif Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarif Tours & Travels:

Videos

Share