Foray tours & travel

Foray tours & travel University excurssion
Admission exam journey
Hotel booking
Train ticket
Holiday packages
Car/ Bus rental

30/11/2024
06/11/2024

টাঙুয়ার হাওড় ট্যুর মাত্র ৪ হাজার টাকা জন প্রতি।
বিস্তারিত জানতে নক করতে পারেন ইনবক্স এ।
পরিবার হলে ভালো হয়।

26/06/2021

সচেতন থাকুন, সচেতন করুণ সুন্দর হোক আপনার আগামীর পথ চলা,

05/09/2020

-- #মুক্তিযুদ্ধ_বিষয়ক_কনফিউশন_প্রশ্নঃ

১।স্বাধীনতার ঘোষণা পত্র জারি করা হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১

= ১০ এপ্রিল, ১৯৭১

২।বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?

=বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--ভুটান।ভারত(প্রচলিত উত্তর)।

৩। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?

=৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)

৪। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা কত জন?
৬৮/৬৯?
= ৬৮ । যদি বলে মোট বীরউত্তম ৬৯ ( কর্নেল জামিলকে বঙ্গবন্ধুকে বাঁচাতে আসতে শহিদ হওয়ার কারণে দেয় ।।
৫। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়- 7May / ৯ মে, ১৯৫৪?
- ৯ মে, ১৯৫৪?

৬। পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়- 4/১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬।
-১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬।

৭. বাংলাদেশের ১ম রাজধানী কোনটি?
ক. সোনারগা
খ. জাহাঙ্গীরনগর
গ. মুজিবনগর
ঘ. ঢাকা
উত্তর : মুজিবনগর (মেহেরপুর)
ব্যাখ্যা :
মুজিবনগর (মেহেরপুর) = বাংলাদেশের ১ম রাজধানী / স্বাধীন বাংলাদেশের ১ম রাজধানী/ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী
সোনারগা = মুঘল শাসনের পূর্বে বাংলা বারো ভূঁইয়াদের কর্তৃক শাসন হত। বারো ভূইয়ার শাসনের সময় বাংলার প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও।
জাহাঙ্গীরনগর = বর্তমান ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীর নগর। মুঘল সম্রাট জাহাঙ্গীরকে সম্মান করে তার জীবতকাল পর্যন্ত ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখা হয়েছিল।
রাজমহল = মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল।
= = = ঢাকা : গুরুত্বপূর্ণ তথ্য = = =
* ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।
* ৯ম শতকে সেন শাসন শুরু হওয়ার আগে ঢাকা বৌদ্ধ রাজ্য কামরূপ-এর অধীনে ছিল।
* ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। এ সময় মোগল সুবেদার ছিলেন ইসলাম খান
* ১৯৪৭ সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয়।
* ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।
* ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষনা করা হয়।
* ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত।
= = = ঢাকা : ৪ বার রাজধানী = = =
* ১৬১০ : সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয়। এ সময়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। এরপর ১৭১৭ সালের পর দীর্ঘদিন ঢাকা রাজধানীর মর্যাদাহীন থাকে।
* ১৯০৫ : সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয়; কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা থেকে রাজধানী আবার স্থানান্তর করা হয়।
* ১৯৪৭ : সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয়।
* ১৯৭১ : সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়।
_________________________
৮. বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১৭ এপ্রিল, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা :
= = = ভুলেও যেন ভুল না হয় = = =
* বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল = ১০ এপ্রিল ১৯৭১ (দলিল: সংবিধানের ৬ষ্ঠ তফসিল পড়ুন)
বি: দ্র: অনেক বইতে বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা, ১৭ এপ্রিল ১৯৭১, ভুল দেয়া আছে।
* বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা হয়েছিল = ১০ এপ্রিল ১৯৭১
* মুজিবনগর সরকার গঠন = ১০ এপ্রিল ১৯৭১ (মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ পৃষ্ঠা)
* স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত = ১৭ এপ্রিল ১৯৭১ (মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ পৃষ্ঠা)
* বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা হয়েছিল = ২৬ মার্চ (দলিল: সংবিধানে প্রস্তাবনার ১ম লাইন)
* বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা (আনুষ্ঠানিক ভাবে) = ১০ এপ্রিল ১৯৭১ (দলিল: সংবিধানের ৭ম তফসিল)
= = = খেয়াল করে পড়তে হবে = = =
১০ এপ্রিল ১৯৭১ :
* প্রথম মন্ত্রিসভা গঠন
* প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ
* মুজিবনগর সরকার গঠন
* বাংলাদেশ গনপ্রজাতন্ত্রের ঘোষণা
* স্বাধীনতার সাংবিধানিক গোষনা
* আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা
* বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা
১৭ এপ্রিল,১৯৭১ :
* মুজিবনগর সরকার এর শপথ গ্রহণ
* স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়
১৬ ডিসেম্বর, ১৯৭১ :
* বাংলাদেশ হানাদার মুক্ত/শত্রুমুক্ত/চূড়ান্ত বিজয় অর্জিত হয়
(সতর্ক : স্বাধীন হয় ২৬ মার্চ = স্বাধীনতা দিবস )
_________________________
৯. বাংলাদেশ কবে স্বাধীন হয়?
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১
ঘ. ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর : ২৬ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা :
* ২৬ মার্চ, ১৯৭১ = বাংলাদেশ স্বাধীন হয়, তাই স্বাধীনতা দিবস (ঘোষিত হয় ১৯৮০ সালে)
* ১৬ ডিসেম্বর, ১৯৭১ = হানাদার মুক্ত/শত্রুমুক্ত হয়/চূড়ান্ত বিজয় অর্জিত
-----------------------------------------
১০.মুক্তিযুদ্ধের সময় দেশে ১১টি সেক্টরে ভাগ করা হয়- ৪ এপ্রিল ১৯৭১ নাকি ৫ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর- ৪ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা- ১৯৭১ সালের ৪ এপ্রিল সকাল ১০ টায় সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোয় কর্নেল ওসমানী সভাপতিত্বে বাঙ্গালি সেনা অফিসারদের মিটিংয়ে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর ভাগ করা হয় এবং কমান্ডারদের দায়িত্ব বন্টন করা হয়।
১১.বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের আবাসিক ছাত্র ছিলেন?- সলিমুল্লাহ মুসলিম হল নাকি ফজলুল হক মুসলিম হল
সঠিক উত্তর- সলিমুল্লাহ মুসলিম হল
ব্যাখ্যা- বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নকালে বহিষ্কার আগ পর্যন্ত (১৯৪৮-৪৯) সলিমুল্লাহ মুসলিম (এস এম হল) হলের আবাসিক ছাত্র ছিলেন। তবে, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১২।বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া কোন নদীর তীরে?- বাইগার নাকি মধুমতি
সঠিক উত্তর- বাইগার
ব্যাখ্যা- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত এবং বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত

১৩.বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন কত সালে??- ১৯৬৩ নাকি ১৯৬৬
সঠিক উত্তর- ১৯৬৬
১৪. ৬ দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন??-- সভাপতি নাকি সাধারণ সম্পাদক
সঠিক উত্তর- সাধারণ সম্পাদক
ব্যাখ্যা- আওয়ামীলীগের ওয়েবসাইটে দেয়া “১৯৬৩ সালে বঙ্গবন্ধু আওয়ামীলীগের সভাপতি হন। তথ্যটি বড় ধরণের ভুল।
১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনের আগেই দলের মধ্যে বিভক্তির পর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মওলানা ভাসানী। ১৯৫৭ সালে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি হন।
এরপর পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এতেও সভাপতি হিসেবে পুণরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ।
১৯৬৬ সালের ১৮-২০ মার্চ ষষ্ঠ জাতীয় সম্মেলন পর্যন্ত মওলানা তর্কবাগীশ সভাপতির দায়িত্বে ছিলেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবেই তিনি ১৯৬৬ সালে ৫ ও ৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেন।
মনে রাখতে হবে, লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওমীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ৬ দফা উত্থাপন করেছিলেন। তখন বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন মাওলানা তর্কবাগীশ।
আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পর দলটির শীর্ষ পদে আসেন শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের ১৯৬৬ সালের ১৮ -২০ মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সম্মেলনটি আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে ৬ দফা দলীয় ফোরামে পাস হয় এবং ৬ দফা উত্থাপন ও দলের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রথমবারের মত সাধারণ সম্পাদক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন ..
১৫. স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ভারত নাকি ভুটান
সঠিক উত্তর- ভুটান
ব্যাখ্যা- বহুল বিতর্কিত প্রশ্ন। এক্ষেত্রে বিভিন্ন বই, তথ্য, ডকুমেন্টস, ব্লগার রেফার না করে বাংলাদেশ রাষ্ট্রের বক্তব্য অনুসরণ করুন।
১৬. বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম স্বীকৃতি দানকারী দেশ- ইরাক নাকি ইসরাইল
সঠিক উত্তর- ইসরাইল
ব্যাখ্যা- প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ইসরাইল (৪ ফেব্রুয়ারি ১৯৭২) এবং প্রথম আরবদেশ হিসাবে স্বীকৃতি দেয়- ইরাক (৮ জুলাই ১৯৭২)
বি:দ্র- প্রশ্নে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বললে অবশ্যই ইসরাইল হবে, যদিও ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করেনি। গ্রহণ না করলেও মধ্যপ্রচ্যের দেশগুলোর মধ্যে যেহেতু ইসরাইলই প্রথম স্বীকৃতি দিয়েছে সেহেতু ইসরাইল উত্তর হবে। আর আরব দেশ বললে উত্তর হবে- ইরাক।

16/08/2020

আজ প্রধানমন্ত্রীর কাছে HSC পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত নতি জমা দিবে শিক্ষা মন্ত্রণালয়।

জনস্বার্থে Epp coaching Mintu college rail gate..
20/03/2020

জনস্বার্থে
Epp coaching
Mintu college rail gate..

19/03/2020

ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্যপ্রদান ও সহায়তা পেতে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করুন:

০১৭১৪৩৪২৬০৫ (সিভিল সার্জন)
০১৭৩৩৩৭৩৩০৩(এডিএম)
০১৭১৩৩৭৩৪২৩ (এএসপি প্রশাসন)
০১৭৭৭৭১১৪০৩ (র‍্যাব)
০১৭৩০০৩৮০৬৯ (আনসার)

উপজেলাভিত্তিক যোগাযোগ UNO/acland:
01733373326/7 (সদর)
01733373328/9 (মুক্তাগাছা)
01733373330/1(ফুলবাড়িয়া)
01733373332/3 (ত্রিশাল)
01733373334/5 (ভালুকা)
01733373336/7 (ঈশ্বরগঞ্জ )
01733373338/9 (গফরগাঁও)
01733373340/1 (ফুলপুর)
01733373342/3 (হালুয়াঘাট)
01733373344/5 (ধোবাউড়া)
01733373346/7 (নান্দাইল)
01733373348/9 (গৌরীপুর)
01733373350/1 (তারাকান্দা)(c)

Congratulations Junior Tigers ❤You made history❤The real champions ✌♥💪
09/02/2020

Congratulations Junior Tigers ❤
You made history❤
The real champions ✌♥💪

29/01/2020

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখার অপরাধে ময়মনসিংহে বিসিএস কনফিডেন্স ও ওরাকল নামে দুটি কোচিং সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

This New Year Let's make meaningful resolutions and move towards new possibilities.We hope to be a part of your journey ...
31/12/2019

This New Year Let's make meaningful resolutions and move towards new possibilities.We hope to be a part of your journey in the years to come! Thank you for always staying with us!!

Happy New year❤
Have a blast💥

Foray tours & travel এর পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা
15/12/2019

Foray tours & travel এর পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা

আলহামদুলিল্লাহ! সফল ভাবে এ বছরের সকল ট্যুর সম্পন্ন!
07/12/2019

আলহামদুলিল্লাহ!
সফল ভাবে এ বছরের সকল ট্যুর সম্পন্ন!

19/11/2019

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। যাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে তাদের কে বিকেলের মধ্যে আপডেট জানানো হবে।
যশোর ট্রিপ বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ধন্যবাদ...

ময়মনসিংহ হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপডাউন বাস সার্ভিস।
17/11/2019

ময়মনসিংহ হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপডাউন বাস সার্ভিস।

প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ,রাজশাহী বিশ্ববিদ্যালয়  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  চট্টগ্রা...
04/11/2019

প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ,
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এর সার্ভিস গুলোতে ব্যাপক সাফল্যের পর

আমাদের পরবর্তী সার্ভিস সমূহঃ

*⃣ময়মনসিংহ টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ) -১৮০০/-

*⃣ময়মনসিংহ টু কুমিল্লা বিশ্ববিদ্যালয় -১১০০/-

*⃣ময়মনসিংহ টু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(রংপুর)-১৩০০/-

*⃣ময়মনসিংহ টু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -১৫০০/-

*⃣ময়মনসিংহ টু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -১১০০/-

*⃣ময়মনসিংহ টু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(দিনাজপুর) -১৫০০/-

*⃣ময়মনসিংহ টু বরিশাল বিশ্ববিদ্যালয়-২০০০/-

*⃣ময়মনসিংহ টু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(টাঙ্গাইল) -৬০০/-

সকল বাস সার্ভিস শুধুমাত্র ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য।
আপনার কাঙ্খিত সিটের জন্য শীঘ্রই যোগাযোগ করুন।
টিকিট প্রাপ্তিস্থানঃ EPP কোচিং সেন্টার( মিন্টু কলেজ রেল গেইট)
☎ 01772 119797
☎ 01737 211118
☎ 01521 460593
এছাড়াও প্রতিনিয়ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজ এ।

Guess! Foray is where😛
01/11/2019

Guess! Foray is where😛

Address

Mymensingh

Telephone

+8801737211118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foray tours & travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category