Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস

Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা চলাচলকারী আন্তঃনগর ট্রেন।
(1)

ট্রেন বিমানবন্দর ছাড়ার পর আগুন লাগানো হয়েছে। থেমেছে তেজগাঁও স্টেশনে। স্বাভাবিক গতিতে ১৫ মিনিটের পথ। তিনটি কোচের ভিতরের স...
20/12/2023

ট্রেন বিমানবন্দর ছাড়ার পর আগুন লাগানো হয়েছে। থেমেছে তেজগাঁও স্টেশনে। স্বাভাবিক গতিতে ১৫ মিনিটের পথ। তিনটি কোচের ভিতরের সব পুড়ে ছাই হয়ে গেছে।

১৫ মিনিটের মধ্যে এক কোচ থেকে তিন কোচে আগুন ছড়িয়ে পড়ার কথা নয়। সম্ভবত তিনটি কোচে এক সাথে আগুন ধরানো হয়েছিল।

ক্যান্টনমেন্ট স্টেশন বা মাঝপথে ট্রেন থামানো হয়নি কেন? তিন কোচের তিন এটেন্ডেন্ট কোথায় ছিল বা তাদের ভূমিকা কী ছিল?

ট্রেন দ্রুত থামানোর জন্য প্রতিটি কোচের এক দিকে বাইরের দরজার পাশেই একটি কাঁচের বক্সের ভিতর লাল রঙ্গের একটি ভালব বা চাবি আছে। যেটি রেলের স্টাফ বা এটেন্ডেন্টদের ব্যবহার করার কথা।

কাঁচের ডালা খুলে ভালবের মাথার মুখটা টান দিয়ে খুলে দিলেই ট্রেন থেমে যাবে। এটেন্ডেন্টরা এটার ব্যবহার করেনি কেন?

কোনো যাত্রী শিকল টেনে ট্রেন থামায়নি কেন?

আমি যতটুকু জানি, লাল সবুজ ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচের শিকল কোন কাজ করে না। নিজেই সেটা দেখেছি।

মোহনগঞ্জ ট্রেনের লাল সবুজ কোচ কোথাকার ছিল জানি না। কোরিয়ান এবং চাইনিজ এমজি কোচের শিকল কাজ করে কিনা জানিনা। পরীক্ষা প্রার্থনীয়। রেল সেটা জানে, কিন্তু আজ পর্যন্ত পিটি ইনকা কোচের এই ত্রুটি ঠিক করেনি সম্ভবত।

কাজেই বিপদে পড়লে শিকল কাজ করবে না, সেটা মনে রাখবেন সবাই। দরজার পাশের ঐ ভালব টেনে খুলে ফেলবেন।

বিমানবন্দর স্টেশনে দুই প্ল্যাটফর্মেই সিসি ক্যামেরা আছে। ঐ ট্রেনে বিমানবন্দর থেকে কারা কোন কোচে উঠেছে, সেটা বের করা অসম্ভব নয়।

এই ট্রেনে জিআরপি এবং আনসার সদস্য প্রায় ৬/৭ জন ডিউটিরত ছিল। দেখা দরকার তাদের ভূমিকা কী ছিল।

জানি না সামনে আরও কী আসছে। আল্লাহপাক আমাদের রক্ষা করুন।

©️ মিলন স্যার

তেজগাঁও এ ঢাকা গামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস এ ভয়াবহ অগ্নিকাণ্ড 😥😥 ১ সপ্তাহের মধ্যে  ট্রেন টি ২ বার দুর্ঘটনা /নাশকতার স্বী...
19/12/2023

তেজগাঁও এ ঢাকা গামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস এ ভয়াবহ অগ্নিকাণ্ড 😥😥
১ সপ্তাহের মধ্যে ট্রেন টি ২ বার দুর্ঘটনা /নাশকতার স্বীকার হইলো😔

ভোর ৪.৪৫ মিনিটে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। মোহনগঞ্জ থেকে ছেড়ে আস...
19/12/2023

ভোর ৪.৪৫ মিনিটে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা।
মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনের ঘুমন্ত যাত্রীদের উপর নেমে আসা এই ভয়াবহ সহিংসতায় কতজন মারা গেছে এখনও নিশ্চিত না। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কপি MD Habibullah

২৯০৭ লোকো উঠানো হয়েছে ভাওয়াল গাজিপুর।
15/12/2023

২৯০৭ লোকো উঠানো হয়েছে ভাওয়াল গাজিপুর।

জরুরি ঘোষণা 📢🎙আজকে থেকে, মানে ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে দেশের সাময়িক পরিবেশ পরিস্থিতির কারণে অনিদিষ্ট কালের জন্য ঢাকা থেকে ছ...
15/12/2023

জরুরি ঘোষণা 📢🎙

আজকে থেকে, মানে ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে দেশের সাময়িক পরিবেশ পরিস্থিতির কারণে অনিদিষ্ট কালের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ি এবং তারাকান্দি আসবে নাহ,,, ৭৪৫ যমুনা ঢাকা থেকে ছেড়ে এসে জামালপুর টাউন জংশন পযর্ন্ত এসে ইঞ্জিন ঘুরিয়ে ৭৪৬ যমুনা হয়ে জামালপুর থেকেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে,,,

অগ্নিবীণা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং জামালপুর এক্সপ্রেস ঠিকই থাকবে।এদের পরিবর্তন হবে না ✅

ময়মনসিংহ থেকে রাতে ভূয়াপুর গামী ২৫৩ লোকাল আপাতত চলবে না,, ৩৭ আপ ময়মনসিংহ এক্সপ্রেস ভূয়াপুর এসে, ময়মনসিংহ গামী ২৫৪ লোকাল হয়ে আগেই মতোই ছেড়ে চলবে এটা সমস্যা নাই,,
৩৮ ময়মনসিংহ এক্সপ্রেস ভূয়াপুরের পরিবর্তে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে,,

❌ আদদেশক্রমেঃ বাংলাদেশ রেলওয়ে পক্ষের কন্টোল অর্ডার নং ৮৯০।
©সংগৃহিত

14/12/2023

Anik Chandra Das ময়মনসিংহ জং এ পুরো রেকের ভিডিও চেয়েছিল। সময় সল্পতায় যতটুকু পেরেছি,সেটাই দিলাম।

★রেকে পুরোনো একটা চাইনিজ কোচ আছে রং করা।

14/12/2023
অভাগা গৌরীপুর প্রবেশ করেছে,১ মিনিটের মধ্যে আরেক অভাগাও প্রবেশ করছে।সেই অভাগার নাম কি?
14/12/2023

অভাগা গৌরীপুর প্রবেশ করেছে,১ মিনিটের মধ্যে আরেক অভাগাও প্রবেশ করছে।

সেই অভাগার নাম কি?

14/12/2023

দম ফুরায় নাই কিন্তু 🤙🤙🤙

14/12/2023

এই তাঁর নিথর দেহ 😪
ড বগি ছাড়াই চলাচল করছে।
১০ কিঃ মিঃ ঘন্টার ডেড স্টপ নিয়ে, এক্সিডেন্ট স্পট ক্রস করছে সব ট্রেন।

অভাগা বিমানবন্দর স্টেশন ছাড়ল।পরবর্তী যাত্রাবিরতিঃ গফরগাঁও।লোকোঃ ২৯১৯
14/12/2023

অভাগা বিমানবন্দর স্টেশন ছাড়ল।
পরবর্তী যাত্রাবিরতিঃ গফরগাঁও।
লোকোঃ ২৯১৯

অভাগা ৫ মিনিট বিলম্বে ছেড়েও সঠিক সময়ে বিমানবন্দর রেলস্টেশনের ১ নং লাইনে আসতাছে।
14/12/2023

অভাগা ৫ মিনিট বিলম্বে ছেড়েও সঠিক সময়ে বিমানবন্দর রেলস্টেশনের ১ নং লাইনে আসতাছে।

13/12/2023

ওদের কি একটুখানি কষ্ট লাগে নাই! এইভাবে মোহনগঞ্জ এক্সপ্রেস কে শেষ করে দিল। অসহায় হয়ে নিথর দেহ নিয়ে মাটিতে পড়ে আছে।

😪

এডমিন পোস্ট 🖐🏻আগামীকালের টিকিট করা, কত আশা ছিল অনেক দিন পর আপডেট - লাইভ ভিডিও দিবো। সকাল বেলায় বন্ধু শুভ দত্ত এর ফোনে এই...
13/12/2023

এডমিন পোস্ট 🖐🏻

আগামীকালের টিকিট করা, কত আশা ছিল অনেক দিন পর আপডেট - লাইভ ভিডিও দিবো। সকাল বেলায় বন্ধু শুভ দত্ত এর ফোনে এই সংবাদ শুনে অনেক মর্মামত হয়েছি। এইটা একটা নেক্কার জনক কাজ।

আর এর জন্য এদের প্রথম পছন্দই হয় আমাদের মোহনগঞ্জ এর আন্তঃনগর ট্রেনেগুলো। ২০১৩ সালের নতুন হাওর এক্সপ্রেস এর শ্যামগঞ্জ ট্রাজেডি আবার মনে করিয়ে দেয়।

প্রশাসন এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আর রেলওয়ে মন্ত্রণালয় আগের মত ফ্রেইট ট্রেন চালু করা উচিত, একে তো আবার শীতকাল।

ধন্যবাদ।

দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে রেল লাইন খুলে রাখার কারণে,মোহনগঞ্জ থেকে ছেরে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ৫ টি কোচ গাজ...
13/12/2023

দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে রেল লাইন খুলে রাখার কারণে,মোহনগঞ্জ থেকে ছেরে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ৫ টি কোচ গাজীপুরের ভাওয়াল স্টেশনের কাছাকাছি লাইনচুত্য হয়েছে।
ট্রেনের চালক মারাত্মক ইঞ্জুর্ড,সহকারী চালকের হাত ভেঙ্গে গিয়েছে।
আপাতত ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন

তুমুল যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা- কক্সবাজার - ঢাকা রুটে শীঘ্রই আরও এক জোড়া ট্রেন আসছে।
06/12/2023

তুমুল যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা- কক্সবাজার - ঢাকা রুটে শীঘ্রই আরও এক জোড়া ট্রেন আসছে।

প্রথমবারের মতো মোহনগঞ্জ অভিমুখী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস সোমবারে  গফরগাঁওইন ৪.৪৮আউট ৪.৫৪কপি পোস্ট
04/12/2023

প্রথমবারের মতো মোহনগঞ্জ অভিমুখী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস সোমবারে গফরগাঁও
ইন ৪.৪৮
আউট ৪.৫৪
কপি পোস্ট

৫৩ টিটি তে বিভিন্ন ট্রেনের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার টাইম টেবিল এবং ট্রেনগুলোর গন্তব্য। 👉ধুমকেতু এক্সপ্র...
01/12/2023

৫৩ টিটি তে বিভিন্ন ট্রেনের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার টাইম টেবিল এবং ট্রেনগুলোর গন্তব্য।

👉ধুমকেতু এক্সপ্রেস
🥀শুরুর স্টেশনঃ কমলাপুর
🥀গন্তব্যঃ রাজশাহী
🥀ঢাকা ছেড়ে যাবে সকাল ৬:০০ টায়

👉পারাবত এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ সিলেট
🌻ঢাকা ছেড়ে যাবেঃ সকাল ৬:৩০ টায়

👉নীলসাগর এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চিলাহাটি
🌻ঢাকা ছেড়ে যাবেঃ সকাল ০৬:৪৫ টায়

👉সোনার বাংলা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম সকাল ০৭:১৫ টায়
🌻ঢাকা ছেড়ে যাবে

🌻এগারো সিন্ধু প্রভাতী
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ কিশোরগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ০৭:৩০ টায়

👉তিস্তা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ দেওয়ানগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ০৭:৪৫ টায়

🌻মহানগর প্রভাতী এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ০৮:১৫ টায়

👉সুন্দরবন এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ খুলনা
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ০৯:১০ টায়

👉রংপুর এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ রংপুর
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ৯:১০ টায়

👉জামালপুর এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ ভূঞাপুর
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ১০:০০ টায়

👉একতা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ পঞ্চগড়
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ঃ১৫ টায়

👉কিশোরগঞ্জ এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ কিশোরগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ১০:৩০ টায়

👉জয়ন্তিকা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ সিলেট
🌻ঢাকা ছেড়ে যাবে সকাল ১১:১৫ টায়

👉অগ্নিবীণা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ তারাকান্দি
🌻ঢাকা ছেড়ে যাবে ১১:৩০ টায়

👉মোহনগঞ্জ এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ মোহনগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে দুপুর ১:১৫ টায়

👉বনলতা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চাঁপাইনবাবগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০ টায়

👉চট্টলা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে দুপুর ১:৪৫ টায়

👉সিল্কসিটি এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ রাজশাহী
🌻ঢাকা ছেড়ে যাবে দুপুর ২:৪০ টায়

👉কালনী এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ সিলেট
🌻ঢাকা ছেড়ে যাবে ২:৫৫ টায়

👉মধুমতী এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ রাজশাহী
🌻ঢাকা ছেড়ে যাবে দুপুর ৩:০০ টায়

👉উপকুল এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ নোয়াখালী
🌻ঢাকা ছেড়ে যাবে ৩:১০ টায়

👉সিরাজগঞ্জ এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ সিরাজগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে বিকেল ৪:১৫ টায়

👉সুবর্ণ এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে বিকেল ৪:৩০ টায়

👉যমুনা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ তারাকান্দি
🌻ঢাকা ছেড়ে যাবে ৪:৪৫ টায়

👉চিলাহাটি এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চিলাহাটি
🌻ঢাকা ছেড়ে যাবে বিকেল ৫:০০ টায়

👉ব্রহ্মপুত্র এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ দেওয়ানগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে সন্ধা ৬:১৫ টায়

👉এগারো সিন্ধু গোধুলি
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ কিশোরগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে সন্ধ্যা ৬:৪৫ টায়

👉চিত্রা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ খুলনা
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ৭:৩০ টায়

👉দ্রুতযান এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ পঞ্চগড়
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ৮:০০ টায়

👉কুড়িগ্রাম এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ কুড়িগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ৮:৪৫ টায়

👉মহানগর এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ৯:২০ টায়

👉লালমনি এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ লালমনিরহাট
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ৯:৪৫ টায়

👉উপবন এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ সিলেট
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১০ টায়

👉হাওড় এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ মোহনগঞ্জ
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১০:১৫ টায়

👉কক্সবাজার এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ কক্সবাজার
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১০:৩০ টায়

👉পদ্মা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ রাজশাহী
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১০:৪৫ টায়

👉তুর্ণা এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ চট্টগ্রাম
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১১:১৫ টায়

👉পঞ্চগড় এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ পঞ্চগড়
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১১:৩০ টায়

👉বেনাপোল এক্সপ্রেস
🌻শুরুর স্টেশনঃ কমলাপুর
🌻গন্তব্যঃ বেনাপোল
🌻ঢাকা ছেড়ে যাবে রাত ১১:৪৫ টায়

12/11/2023

ময়মনসিংহ জং অবস্থান করছে। ✌️

12/11/2023

কিছুটা বিলম্ব!
তার মধ্যেই কোপ চলতাছে, সাথে ধুলো ফ্রী 😁

12/11/2023

গফরগাঁও ছেড়ে এসেছে।

পরবর্তী যাত্রাবিরতিঃ ময়মনসিংহ জং

12/11/2023

বিমানবন্দর ছেড়ে এখন টংগী জং অতিক্রম করেছে।

12/11/2023

লাইভ হব্বে 🗣️🗣️🗣️

03/11/2023

মিঃ ক্লাসিকেল যখন ফাতেমানগর থ্রু যায়।
ভিডিও কালেক্টেড।

03/11/2023

সুন্দরবন এক্সপ্রেস এর ১ম যাত্রা পদ্মাসেতুর উপর দিয়ে।
ভিডিও কালেক্টেড। যিনি ভিডিও করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।

সন্মানিত মোহনগঞ্জ এক্সপ্রেস এর যাত্রীদের উদ্দেশ্যে বলছি লক্ষ্য করুন। আজ সোমবার, মোহনগঞ্জ এক্সপ্রেস এর সাপ্তাহিক বন্ধ। আজ...
30/10/2023

সন্মানিত মোহনগঞ্জ এক্সপ্রেস এর যাত্রীদের উদ্দেশ্যে বলছি লক্ষ্য করুন। আজ সোমবার, মোহনগঞ্জ এক্সপ্রেস এর সাপ্তাহিক বন্ধ। আজকে ঢাকা-মোহনগঞ্জ -ঢাকা চলাচল করছে না।

তবে কালকে মোহনগঞ্জ এক্সপ্রেস চলাচল করবে।হরতাল এর কারনে কোনদিন ট্রেন চলাচল বন্ধ হয় নাই,হবেও না। সাপ্তাহিক বন্ধ ছাড়া যথাযথভাবে চলবে সকল ট্রেন। তবে বন্ধ হলে নোটিশ আসভে এবং তা পেজে পোস্ট করা হবে।

ও,আর একটি কথা, এখনো সাপ্তাহিক বন্ধের দিন পরিবর্তন এর নোটিশ আসে নাই। আসলেই পরিবর্তন আসবে।তার আগ পর্যন্ত সাপ্তাহিক বন্ধ সোমবার ই থাকছে।

মোহনগঞ্জ এক্সপ্রেস এর পাশে থাকার জন্য ধন্যবাদ। শেয়ার দিয়ে সকলকে অবগত করুন। ❤️

আর কিছু লাগবে??
30/10/2023

আর কিছু লাগবে??

এইবার নেইছ 😏
29/10/2023

এইবার নেইছ 😏

আজকের মিঃ ক্লাসিকেল 🙉😄😪ছবিঃ কালেক্টেড
28/10/2023

আজকের মিঃ ক্লাসিকেল 🙉😄😪
ছবিঃ কালেক্টেড

পদ্মা সেতু দিয়ে চলাচল করতে যাওয়া "সুন্দরবন এক্সপ্রেসের" আসন বরাদ্দ ও ভাড়ার তালিকা। আশার সংবাদ হলো ভাড়া পুনঃবিবেচনা করা হ...
28/10/2023

পদ্মা সেতু দিয়ে চলাচল করতে যাওয়া "সুন্দরবন এক্সপ্রেসের" আসন বরাদ্দ ও ভাড়ার তালিকা।

আশার সংবাদ হলো ভাড়া পুনঃবিবেচনা করা হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

চাইনিজ বনলতা 🤪🔥🔥
28/10/2023

চাইনিজ বনলতা 🤪🔥🔥

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস:

Videos

Share

Category


Other Travel Services in Mymensingh

Show All

You may also like