Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস

Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা চলাচলকারী আন্তঃনগর ট্রেন।
(1)

১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন!দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।...
11/08/2024

১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন!

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে।

তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে।

© Dhaka Post

ট্রেন চলাচল শুরু হচ্ছে শীঘ্রই!তবে ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস ও ৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেসের কোচ ক্ষতিগ্রস্ত থাকায় আপাতত এগ...
11/08/2024

ট্রেন চলাচল শুরু হচ্ছে শীঘ্রই!

তবে ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস ও ৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেসের কোচ ক্ষতিগ্রস্ত থাকায় আপাতত এগুলো চালানো সম্ভব হবে না।

Rail connectivity between Kolkata, Rajshahi coming soon
22/06/2024

Rail connectivity between Kolkata, Rajshahi coming soon

17/05/2024

ক্যান্টনমেন্ট স্টেশনে হাওর এক্সপ্রেস এর ইঞ্জিনে আগুন 😪

12/05/2024

২ ঘন্টা লেটে ধ্রিরাশ্রম থ্রু যাচ্ছে।
পরবর্তী যাত্রাবিরতিঃ গফরগাঁও

06/05/2024

অফ টপিক
কোন বাস এইডা

গতকাল রাতের হাওর এক্সপ্রেস
06/05/2024

গতকাল রাতের হাওর এক্সপ্রেস

স্টেশানের নাম কি?
05/05/2024

স্টেশানের নাম কি?

আপ মহুয়া কমিউটার শ্রীপুর প্রবেশ করবে ডাউন জামালপুর কমিউটার জয়দেবপুর প্রবেশ করবেআপ তিস্তা এক্সপ্রেস আউলিয়া নগর অতিক্রম কর...
05/05/2024

আপ মহুয়া কমিউটার শ্রীপুর প্রবেশ করবে
ডাউন জামালপুর কমিউটার জয়দেবপুর প্রবেশ করবে

আপ তিস্তা এক্সপ্রেস আউলিয়া নগর অতিক্রম করবে
ডাউন হাওর এক্সপ্রেস ময়মনসিংহ আউট

আপ দেওয়ানগঞ্জ কমিউটার ময়মনসিংহ প্রবেশ
ডাউন ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর প্রবেশ করবে

১০.৪৮

মহাবিলম্বে দেওয়ানগঞ্জ গামী ৭৪৩ আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর ইন ৮.১৮  আউট ৮.২০ এটা দেওয়ানগঞ্জ গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে তার...
05/05/2024

মহাবিলম্বে দেওয়ানগঞ্জ গামী ৭৪৩ আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর ইন ৮.১৮ আউট ৮.২০ এটা দেওয়ানগঞ্জ গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তাই ঢাকাগামী ব্রহ্মপুত্রের যাত্রীরা ট্রেনের খোজ নিয়ে স্টেশনে আসুন।

২ ঘন্টা যাবৎ ক্যান্টনমেন্ট স্টেশনে বসে আছে। যাত্রীগণ ধৈর্য ধরে অপেক্ষা করুন।
04/05/2024

২ ঘন্টা যাবৎ ক্যান্টনমেন্ট স্টেশনে বসে আছে। যাত্রীগণ ধৈর্য ধরে অপেক্ষা করুন।

লালমনিরহাট গামী ৮০৯/আপ বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর গামী ৭৭১/আপ রংপুর এক্সপ্রেস এখনও ঢাকা থেকে ছাড়েনি। জয়দেবপুর স্টেশনে মু...
03/05/2024

লালমনিরহাট গামী ৮০৯/আপ বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর গামী ৭৭১/আপ রংপুর এক্সপ্রেস এখনও ঢাকা থেকে ছাড়েনি। জয়দেবপুর স্টেশনে মুখোমুখি ট্রেনের সংঘর্ষের কারণে ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হবে।

লালমনি এক্সপ্রেস ট্রেনের আজকে সাপ্তাহিক বন্ধ। লালমনি এক্সপ্রেস এর বগি (রেক) বর্তমানে লালমনিহাট ওয়াশপেডি অবস্থান করছে।

রাতে লালমনি এক্সপ্রেসের রেক দিয়ে কোন ট্রেন রাইট টাইম চালানো হবে, এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভবত বুড়িমারী এক্সপ্রেস টাইম চালানো হবে। সেক্ষেত্রে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের দুর্ভোগ সামলাতে হবে।

আজকে সব ট্রেন বিলম্ব নিয়ে চলবে...আপ জামালপুর এক্সপ্রেস টঙ্গী জংশন বসাআপ অগ্নিবীণা এক্সপ্রেস টঙ্গী জংশন বসাআপ মহুয়া কমিউট...
03/05/2024

আজকে সব ট্রেন বিলম্ব নিয়ে চলবে...

আপ জামালপুর এক্সপ্রেস টঙ্গী জংশন বসা
আপ অগ্নিবীণা এক্সপ্রেস টঙ্গী জংশন বসা
আপ মহুয়া কমিউটার মোহনগঞ্জ প্রবেশ করে
আপ রংপুর এক্সপ্রেস মৌচাক স্টেশন অতিক্রম
আপ একতা এক্সপ্রেস যমুনা সেতু পাড় হবে
আপ বুড়িমারী এক্সপ্রেস টাঙ্গাইল প্রবেশ করবে
আপ বিজয় এক্সপ্রেস নান্দাইল অতিক্রম করবে
ডাউন তিস্তা এক্সপ্রেস মেলান্দহ আউট
ডাউন জামালপুর কমিউটার টঙ্গী প্রবেশ করবে
ডাউন বিপি এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর অতিক্রম
ডাউন হাওর এক্সপ্রেস শ্রীপুর দাঁড়িয়ে আছে
ডাউন বলাকা কমিউটার মশাখালী বসা
ডাউন ভাওয়াল এক্সপ্রেস কাওরাইদ বসা
ডাউন চিত্রা এক্সপ্রেস যমুনা সেতু পশ্চিম
ডাউন দেওয়ানগঞ্জ কমিউটার ময়মনসিংহ প্রবেশ করবে

৩.৫০

কাজীবাড়ী,জয়দেবপুর স্টেশন সংলগ্ন এলাকায় টাঙ্গাইল কমিউটার এর এম্পটি রেক এবং ৯৮১ বিটিও এর মুখোমুখি সংঘর্ষ ঘটে কিছুক্ষণ আগে।
03/05/2024

কাজীবাড়ী,জয়দেবপুর স্টেশন সংলগ্ন এলাকায়
টাঙ্গাইল কমিউটার এর এম্পটি রেক এবং ৯৮১ বিটিও এর মুখোমুখি সংঘর্ষ ঘটে কিছুক্ষণ আগে।

01/05/2024

বাংলাদেশের একমাত্র দ্বিতল রেললাইন। এটি ময়মনসিংহ কেওয়াটখালীতে অবস্থিত।যার নাম কেওয়াটখালী রেলব্রীজ। কপাল ভাল থাকলে উপরে - নিচে দুই লাইনেই ট্রেন দেখা যায়।
ভিডিওঃ কেওয়াটখালী রেলব্রীজে মোহনগঞ্জ এক্সপ্রেস

এসব ভুলের দায় কে নিবে?😐 (ব্যাক গিয়ারে) উল্টো পথে ২৪ কি.মি গেল কক্সবাজার এক্সপ্রেস!🫢আগে থেকেই চট্টগ্রামের পটিয়া স্টেশনে দ...
30/04/2024

এসব ভুলের দায় কে নিবে?😐 (ব্যাক গিয়ারে) উল্টো পথে ২৪ কি.মি গেল কক্সবাজার এক্সপ্রেস!🫢

আগে থেকেই চট্টগ্রামের পটিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। অপরদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও পটিয়া স্টেশনের দিকে যাচ্ছিল। তবে বিপত্তি বাধে ক্রসিং জটিলতায়, এতে স্টেশনের আগে একটি পয়েন্টে দাঁড়িয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। পরে ট্রেনটিকে উল্টো পথে (পুশব্যাক) ২৪ কিলোমিটার দূরে দোহাজারী স্টেশনে নেওয়া হয়।

জানা গেছে, পটিয়া স্টেশনে ৮ বগির বেশি বড় ট্রেন ক্রসিং করা যায় না। ফলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিকে পুশব্যাক করা হয়। অভিযোগ উঠেছে পাহাড়তলী কন্ট্রোল রুম ও পটিয়া স্টেশন মাস্টারের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে।

দোহাজারী স্টেশন ম্যানেজার এস এম ইকবাল জানান শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেসের ক্রসিং পটিয়া স্টেশনে করার সিদ্ধান্ত

সেই অনুযায়ী পর্যটক এক্সপ্রেস আগে থেকেই পটিয়া স্টেশনের মেইন লাইনে এসে দাঁড়ায়, অপরদিকে কক্সবাজার এক্সপ্রেস পটিয়ার কাছাকাছি আসে। কিন্তু পয়েন্টে এসে দাঁড়িয়ে যায়। কারণ পটিয়া স্টেশনের লুপ লাইনে কক্সবাজার এক্সপ্রেসের ২২ কোচের রেক জায়গা হবে না। ফলে কক্সবাজার এক্সপ্রেসকে দুপুর ২টা ১০ মিনিটে পটিয়া থেকে ব্যাক গিয়ারে (উল্টো পথে) করে বিকাল ৩টা ৪০ মিনিটে দোহাজারী স্টেশনে ফেরত পাঠানো হয়।

দুই ট্রেনের চালকরা জানান, কন্ট্রোল রুম থেকে ট্রেনের মুভমেন্ট ও ক্রসিং যারা করে থাকেন তারা সেই স্টেশন, ট্রেন বিভিন্ন বিষয়ে অবগত থাকেন কিন্তু এই মুভমেন্ট যিনি করিয়েছেন তিনি কি জানতেন না? পটিয়া স্টেশনে এই পুরো ট্রেনটি জায়গা হবে না! পটিয়া স্টেশনের আউটারেই একটি ডেড স্টপেজ (ভাঙা সেতু) আছে, সেই সেতুর উপর দিয়ে উল্টো গাড়ি চালানো ভয়ংকর সিদ্ধান্ত। অথচ সেটাই জোর করে করা হয়েছে!🥲
গত ২৪ তারিখ স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের ভুলে লাইন ক্লিয়ারেন্সের কারণে কক্সবাজার ঈদ স্পেশাল ডুলহাজারা স্টেশনে লাইনচ্যুত হয়।😭

28/04/2024

মধুমতি এক্সপ্রেস

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohangonj Express - মোহনগঞ্জ এক্সপ্রেস:

Videos

Share

Category