24/07/2023
---- মিঠামইন রাইড - ২০২৩ ---
সম্প্রতি সময়ের কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম- মিঠামইন- ইটনা হাওরের বুক চিড়ে যে মনোমুগ্ধকর নজরকারা রাস্তাটি হয়েছে তা নিয়ে হাজির হয়েছি। দুই পাশে হাওরের সমুদ্রসম জলরাশি ভাসমান এই রাস্তাটিকে অলংকৃত করেছে। সাথে সংযুক্ত করেছে #অষ্টগ্রাম, #মিঠামইন ও #ইটনা এই তিন থানা উপজেলাকে। একসাথে তিন থানার এই সুবিশাল হাওরের অপার সৌন্দর্য ও দর্শনীয় স্থান/স্থাপনাগুলো দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু হাজারো পর্যটক বর্ষা ও শুকনো উভয় মৌসুমেই এই হাওর ঘুরতে আসেন। অনেক কীর্তিমান তাদের মধ্যে কেউ কেউ জন্মেছেন হাওর পাড়েই, আমাদের মহামান্য সাবেক #রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত মিঠামইনে। উপজেলাটির নৌ-ঘাট ও বাজার থেকে হাঁটা দূরত্বে বাড়িটি চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ। তাই আমরা আগামি- ২৬/০৭/২০২৩ তারিখে আরোহন করবো
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন।
#রাইড_শুরুঃ- সকাল ৫.৪৫ মিনিটে।
#মিলিত হওয়ার #স্থানঃ- নবীগঞ্জ আর্দশ সরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।
তারিখঃ- ২৬/০৭/২০২৩ ইংরেজী
রোজঃ- বুধবার।
সদস্য ফ্রিঃ- ৭০০৳
আরোহন রোডঃ- নবীগঞ্জ থেকে → বানিয়াচুং→আজমেরীগঞ্জ →ইটনা→মিঠামইন।
সবার সাথে থাকতে হবে-
#হেলমেট, #গ্লাভস, #হ্যান্ড_স্লিভস
#মাস্ক, #পানির_বোতল ( #বাধ্যতামূলক )
সারাদিন আরোহন করবো/ হবিগঞ্জ সাইক্লিং কমিনিউটির কয়েক জনএর সাথে সাইকেল ঘুরে দেখবো সুবিশাল হাওরের অপার সৌন্দর্য ও দর্শনীয় স্থান।
"প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য সাইকেল।
আয়োজনেঃ- লাল- সবুজ সাইক্লিং ক্লাব,
নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।