Lal Sobuj Cycling Club লাল সবুজ সাইক্লিং ক্লাব

  • Home
  • Bangladesh
  • Nabiganj
  • Lal Sobuj Cycling Club লাল সবুজ সাইক্লিং ক্লাব

Lal Sobuj Cycling Club লাল সবুজ সাইক্লিং ক্লাব Cycle Rally, Tour, Awareness Program etc.

---- মিঠামইন রাইড - ২০২৩ ---সম্প্রতি সময়ের কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম- মিঠামইন- ইটনা হাওরের বুক চিড়ে যে মনোমুগ্ধকর নজরকা...
24/07/2023

---- মিঠামইন রাইড - ২০২৩ ---
সম্প্রতি সময়ের কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম- মিঠামইন- ইটনা হাওরের বুক চিড়ে যে মনোমুগ্ধকর নজরকারা রাস্তাটি হয়েছে তা নিয়ে হাজির হয়েছি। দুই পাশে হাওরের সমুদ্রসম জলরাশি ভাসমান এই রাস্তাটিকে অলংকৃত করেছে। সাথে সংযুক্ত করেছে #অষ্টগ্রাম, #মিঠামইন ও #ইটনা এই তিন থানা উপজেলাকে। একসাথে তিন থানার এই সুবিশাল হাওরের অপার সৌন্দর্য ও দর্শনীয় স্থান/স্থাপনাগুলো দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু হাজারো পর্যটক বর্ষা ও শুকনো উভয় মৌসুমেই এই হাওর ঘুরতে আসেন। অনেক কীর্তিমান তাদের মধ্যে কেউ কেউ জন্মেছেন হাওর পাড়েই, আমাদের মহামান্য সাবেক #রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত মিঠামইনে। উপজেলাটির নৌ-ঘাট ও বাজার থেকে হাঁটা দূরত্বে বাড়িটি চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ। তাই আমরা আগামি- ২৬/০৭/২০২৩ তারিখে আরোহন করবো
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন।

#রাইড_শুরুঃ- সকাল ৫.৪৫ মিনিটে।
#মিলিত হওয়ার #স্থানঃ- নবীগঞ্জ আর্দশ সরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।
তারিখঃ- ২৬/০৭/২০২৩ ইংরেজী
রোজঃ- বুধবার।
সদস্য ফ্রিঃ- ৭০০৳
আরোহন রোডঃ- নবীগঞ্জ থেকে → বানিয়াচুং→আজমেরীগঞ্জ →ইটনা→মিঠামইন।
সবার সাথে থাকতে হবে-
#হেলমেট, #গ্লাভস, #হ্যান্ড_স্লিভস
#মাস্ক, #পানির_বোতল ( #বাধ্যতামূলক )

সারাদিন আরোহন করবো/ হবিগঞ্জ সাইক্লিং কমিনিউটির কয়েক জনএর সাথে সাইকেল ঘুরে দেখবো সুবিশাল হাওরের অপার সৌন্দর্য ও দর্শনীয় স্থান।

"প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য সাইকেল।
আয়োজনেঃ- লাল- সবুজ সাইক্লিং ক্লাব,
নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।

লাল- সবুজ সাইক্লিং ক্লাব এরঅফিশিয়াল টি-শার্ট রেজিষ্ট্রেশনচলবে ২১ জুন ২০২৩ পর্যন্তঃজার্সি ২টি ক্যাটাগরিতে বানানো হচ্ছে :...
08/06/2023

লাল- সবুজ সাইক্লিং ক্লাব এর
অফিশিয়াল টি-শার্ট রেজিষ্ট্রেশন
চলবে ২১ জুন ২০২৩ পর্যন্তঃ

জার্সি ২টি ক্যাটাগরিতে বানানো হচ্ছে :

হাফ হাতা টি-শার্ট (Half Sleeves T-shirt)
হাদিয়া- ৩৫০/- টাকা

ফুল হাতা টি-শার্ট (Full Sleeves T-shirt)
হাদিয়া- ৪০০/- টাকা

হ্যান্ড শীল্ভ (Hend Sleeves )
শুভেচ্ছা মুল্য ১৩০ টাকা

Available Size:

M (Chest-40"/Long-27")
L (Chest-42"/Long-28")
S (Chest-38"/Long-26")
XS (Chest-36"/Long-25")
XL (Chest-44"/Long-29")
XXL (Chest-46"/Long-30")
###L (Chest-53"/Long-30")

রেজিষ্ট্রেশন এর জন্য গুগল ফর্মটি পুরন করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeEpbwJtr-cH3dfcU3eRTsT2RJ-RkSBWlN3cgihB55On40jNA/viewform

যোগাযোগ করুনঃ
১। Tareq- 01719009666
২। Fahad- 01791272787

ডেলিভারিঃ আশা করছি ২৭ জুন ২০২৩ থেকে শুরু হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ
১. যারা #বিকাশে এ শুভেচ্ছা মূল্য পরিশোধ করবেন তারা SMS বা গুগল ফর্মে অবশ্যই তাদের নাম, মোবাইল নাম্বার, রেফারেন্স নাম্বার হিসেবে দেয়া Transaction ID ডিজিট ও সাইজ উল্লেখ করবেন। তবেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।

২. যারা কুরিয়ারে ডেলিভারি নিবেন তাদের ক্ষেত্রে এক সাথে (১-৩টা) টিশার্ট এর জন্য অতিরিক্ত
১৩০৳ ডেলিভারি চার্জ দিতে হবে।

৩. শুভেচ্ছা মুল্য পরিশোধ ব্যতীত কোন মৌখিক
রেজিষ্ট্রেশন গ্রহনযোগ্য নয়।

৪. টি-শার্ট রেজিষ্ট্রেশন সময় কিন্তু সীমিত, তাই আপনার টি-শার্টটি আগে আগেই বুকিং দিয়ে দিন।

৫. রেজিষ্ট্রেশন এর সময় ভাল ভাবে বুঝে নিবেন কোন সাইজ আপনার জন্য লাগবে।

৬. অফলাইন রেজিষ্ট্রেশন শুধুমাত্র পয়েন্ট এ করা যাবে।

বিঃদ্রঃ পিক-আপ পয়েন্ট থেকে কোনো এক্সট্রা চার্জ ছাড়াই টি-শার্ট সংগ্রহ করতে পারবেন।

কুরিয়ার চার্জ :- সমগ্র বাংলাদেশ ১৩০/- টাকা।

পিক-আপ পয়েন্ট :- (চার্জ প্রযোজ্য নয়)

সিলেট, উপশহর, এক্টিভ সাইকেল।
মৌলভীবাজার, ইমন আহমেদ।
হবিগঞ্জ, জাকির হোসেন।
শায়েস্তাগঞ্জ, মোশাহিদ মিয়া।
নবীগঞ্জ, পয়েন্ট উপজেলা।

ধন্যবাদান্তে-
মোঃ মাজহারুল ইসলাম তারেক
সভাপতি, লাল- সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট- ৩৩৭০।
[email protected]

08/06/2023
বিশ্ব পর্যটন দিবসে বাইসাইকেল শোভাযাত্রা।রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি আমাদেরসিলেট বিভাগ এর হবিগঞ্জ জেলার বানিয়...
21/09/2022

বিশ্ব পর্যটন দিবসে বাইসাইকেল শোভাযাত্রা।
রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি আমাদের
সিলেট বিভাগ এর হবিগঞ্জ জেলার বানিয়াচং- বিদ্যাভূষণ পাড়া, চানপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালের জুলাই মাসে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে তিনি প্রায় দেড় লক্ষ কিলোমিটার পথ ভ্রমণ করেন। দীর্ঘ পথ ভ্রমণ শেষে ১৯৫০ সালে ফিরে আসেন- বাইসাইকেলে তিনবার পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন যে মানুষটি, লিখেছেন ৩০টির মতো ভ্রমণ কাহিনী বই, ১ নভেম্বর ১৯৫৫ সালে বিশ্বজুড়ে ভূপর্যটক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুর্বৃত্তরা দখল করে নিয়েছে তাঁরই পৈত্রিক বসতভিটা। কলকাতায় তাঁর নামে রয়েছে "রামনাথ বিশ্বাস সড়ক"
অথচ নিজ জন্মভূমিতে তিনি হয়ে গেছেন পরবাসী!
শোভাযাত্রায় থাকছি আমরা, আপনিও আসুন রামনাথের 'পৃথিবী' পুনরুদ্ধার করে সেখানে ভ্রমণবিষয়ক বইয়ের একটি বিশেষায়িত পাঠাগার এবং বাইসাইকেল মিউজিয়াম গড়ায় অংশ নিই।
রামনাথ কে ফিরিয়ে দিই তাঁর দুইন্যাই।
ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধারের দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা।
হবিগঞ্জ থেকে বানিয়াচং-
২৭ সেপ্টেম্বর ২০২২, সকাল ১১ টা
হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে বানিয়াচং পর্যন্ত
সকলকে আমন্ত্রণ।
শোভাযাত্রা আমরা মিলিত হবো-
উক্ত সাইকেল শোভাযাত্রায় থাকবেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা/উপজেলা থেকে আগত সাইকেল আরোহিগন এবং বিশ্বের ৬০ টি দেশ বাইসাইকেলে ভ্রমণকারী সাইক্লিষ্ট ভূ-পর্যটক আশরাফুজ্জামান উজ্জ্বল,
জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক রাজিব নুর সহ আরো অনেক। উক্ত দিনে যে কেউ বাইসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।
নবীগঞ্জ উপজেলায় মিলিত হওয়ার স্থানঃ নবীগঞ্জ আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন।
শোভাযাত্রা শুরুঃ সকাল ১০ টা।

"প্রকৃতি জন্য আমরা, আমাদের জন্য সাইকেল"
Lal Sobuj Cycling Club ( লাল সবুজ সাইক্লিং ক্লাব ), নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট- ৩৩৭০।
[email protected]

স্বাধীনতা দিবস রাইড নবীগঞ্জ- ২০২২প্রতি বছরের ধারাবাহিকতায় আগামী, ২৬ মার্চ২০২২ ইংরেজী, রোজঃ শনিবার।মহান স্বাধীনতা দিবসেআম...
21/03/2022

স্বাধীনতা দিবস রাইড নবীগঞ্জ- ২০২২

প্রতি বছরের
ধারাবাহিকতায় আগামী, ২৬ মার্চ
২০২২ ইংরেজী, রোজঃ শনিবার।
মহান স্বাধীনতা দিবসে
আমাদের প্রিয় শহর নবীগঞ্জ এ হবে।
"স্বাধীনতা দিবস রাইড- ২০২২"

লাল-সবুজ পতাকা, বাঁশি আর
সাইকেলের ক্রিং-ক্রিং শব্দে শহরের
প্রধান প্রধান সড়ক
মাতাবেন শতাদিক সাইক্লিস্ট।
#সাইক্লিং কে
আরও উৎসাহিত করার লক্ষ্যে
সবান্ধবে এই বর্ণিল রাইডে যোগ দিতে
পারেন #আপনিও

চাই শুধু একটি দ্বিচক্রযান!
সাদামাটা যেকোন সাইকেল হলেই
চলবে। হাসি-আনন্দ আর
ছোট-বড় অনেক সাইক্লিস্টদের
সাথে সুন্দর কাটবে আপনার সময়টি।
দেরি না করে আজই আপনার সাইকেল
নিয়ে প্রস্তুত হয়ে যান।
দেখা হবে স্বাধীনতার রাইডে।

#রাইডের বিবরণঃ ৬+ কি. মি.

#রুট : ওসমানী রোড়/ আব্দুল মতিন স্কয়ার
শেরপুর রোড়/ জিরো পয়েন্ট/
নিজাম উদ্দিন চৌরাস্তা /
নহরপুর রোড়/ শিবপাশা/
হাসপাতাল রোড়/ ভি.আই. পি রোড়/
চরগাঁও রোড/ সাবাজ আলী সড়ক/
পোষ্ট অফিস রোড়/ ডাকবাংলা সড়ক/
হিরামিয়া গালর্স স্কুল রোড/
উপজেলা পরিষদ কমপ্লেক্স
/ LSSC পয়েন্ট।

রাইডের তারিখঃ ২৬শে মার্চ ২০২২
খ্রিস্টাব্দ।
রোজঃ শনিবার।
রাইড শুরু সময়ঃ দুপুর ৩ টা।

রাইড শুরুর স্থানঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ।

রাইড সমাপ্তির স্থানঃ LSSC পয়েন্ট।

বি.দ্র: রাইড টি সবার জন্য উন্মুক্ত।
যে কেউ যেকোন সাইকেল নিয়ে
আসতে পারেন।
সকলে রাইডে আমন্ত্রিত।

"প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য সাইকেল"

আয়োজনেঃ- লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ।

নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি...১ লা ফ্রেব্রুয়ারি  ২০২২ থেকে আমরা লাল-সবুজ সাইক্লিং ক্লাব এর পক্ষ থেকে আমাদের সুন্দর সাইক্ল...
01/02/2022

নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি...

১ লা ফ্রেব্রুয়ারি ২০২২ থেকে আমরা
লাল-সবুজ সাইক্লিং ক্লাব এর পক্ষ থেকে
আমাদের সুন্দর সাইক্লিং ক্লাব এর সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য #নতুন_সদস্য_সংগ্রহ_কর্মসূচি গ্রহণ করেছি।
যারা বাইসাইকেল ভ্রমণ / সাইক্লিং রাইড/ স্বেচ্ছায় সমাজসেবামূলক কাজে আগ্রহী আমাদের সাইক্লিং ক্লাবের পরিবারের সদস্য হতে পারেন।

✅ সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত।

যোগাযোগ-
+8801819696629 (রাফিন)
+8801719009666
[email protected]

প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য সাইকেল।
লাল সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ, হবিগঞ্জ।

Address

Nabiganj

Telephone

+8801719009666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lal Sobuj Cycling Club লাল সবুজ সাইক্লিং ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lal Sobuj Cycling Club লাল সবুজ সাইক্লিং ক্লাব:

Share

Category


Other Nabiganj travel agencies

Show All