Ashik sharfaraj

Ashik sharfaraj স্বপ্নটা আকাশ সমান,,
আর-গন্তব্য
বহু দূর....👣........

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।❓বিপরীতে যাঁর দানকৃত ৬০০...
02/05/2024

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি র-বীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় র-বীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই র-বীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে।

সংগৃহীত

১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।২।  মা বিনা বেতনে সং...
29/04/2024

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!

Collected.

21/04/2024

প্রানের শহর রাজশাহী,,🇧🇩
আমার শহর- আমার অহংকার। 💞

রাজশাহী নামের মধ্যে আছে রাজার স্মৃতি।
এখানে অনেক কিছুতেই রাজকীয় ভাব।
বর্তমানেই শুধু নয়,
হাজার বছর ধরে সমৃদ্ধ এক জনপদ রাজশাহী।

📍দেবতাখুম, বান্দরবান...👣....🤔
15/04/2024

📍দেবতাখুম, বান্দরবান...👣....🤔

15/04/2024

বড় ভাইয়ের টাকা নয়,
বড় ভাই থাকা টাই ভাগ্যের।

বৃষ্টি থেমে গেলে হাতের ছাতাটাকেও বোঝা মনে হয়,  কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।বাসি হয়ে গেলে প্রিয়জনের দে...
14/04/2024

বৃষ্টি থেমে গেলে হাতের ছাতাটাকেও বোঝা মনে হয়,
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।
বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না।
জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো,
কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন,
সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি,
না মানলেও সত্যি,
আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা,
একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা।
হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন,
বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর।
আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী।
ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে।
বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি,
রাগটাকে কমাই।
অহংকারকে কবর দেই,
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে,
তবে সেটা আজীবন মনে রাখবেন।
কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

Collected

কবি-রাণী– কাজী নজরুল ইসলামতুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।আপন জেনে হাত বাড়ালো...
19/09/2023

কবি-রাণী
– কাজী নজরুল ইসলাম

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।

আপন জেনে হাত বাড়ালো-
আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায়-বেলার সন্ধ্যা-তারা
পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস বলে ভালোবাসে সবি।।
আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি।।
তুমি আমায় ভালোবাস তাই-তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমার ভালোবাসার ছবি।।

‘দলিল যার, জমি তার’ বিল সংসদে পাশদখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। এ ক্ষেত্রে বৈধ দলিল বা ...
19/09/2023

‘দলিল যার, জমি তার’ বিল সংসদে পাশ

দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। এ ক্ষেত্রে বৈধ দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকারপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি কোনো ভূমি দখলে রাখতে পারবেন না। পাশাপাশি জমির মিথ্যা দলিল করলে হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান করা হয়েছে। এমন বিধান রেখে মঙ্গলবার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৩ পাশ হয়েছে।

#জমি #দলিল #মালিকানা #বাংলাদেশ #আইন

16/09/2023

Prime Minister Sheikh Hasina and her party Bangladesh Awami League are still the most favoured leader and political party in Bangladesh. This has been revealed in the latest survey by the Washington-based think tank International Republican Institute (IRI).

An overwhelming majority of 70% of respondents think that Prime Minister Sheikh Hasina is doing “a good job,” according to the survey. The approval saw a 4% rise from 2018.

The rise in approval rate is because of PM's successful Covid-19 management, a raft of infrastructure projects, and the rolling out of a number of safety net schemes.

🌻শুভ জন্মদিন🌻আশ্রিত জীবনের কষ্ট জয় করে আন্তর্জাতিক নেত্রী,'টিউলিপ রেজওয়ানা সিদ্দিক'-কে জন্মদিনের শুভেচ্ছা 💞 #টিউলিপ_রে...
16/09/2023

🌻শুভ জন্মদিন🌻
আশ্রিত জীবনের কষ্ট জয় করে আন্তর্জাতিক নেত্রী,
'টিউলিপ রেজওয়ানা সিদ্দিক'-কে জন্মদিনের শুভেচ্ছা 💞

#টিউলিপ_রেজওয়ানা_সিদ্দিক #শুভ_জন্মদিন #ব্রিটিশ_লেবার_পার্টি

"যে রক্ত আমার দেশের ভাইদের বুক থেকে বেরিয়ে ঢাকার পিচঢালা কালো রাস্তা লাল করল সে রক্ত বৃথা যেতে পারেনা"-জাতির পিতা বঙ্গব...
16/09/2023

"যে রক্ত আমার দেশের ভাইদের বুক থেকে বেরিয়ে ঢাকার পিচঢালা কালো রাস্তা লাল করল সে রক্ত বৃথা যেতে পারেনা"

-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সূত্রঃ কারাগারের রোজনামচা পৃষ্ঠাঃ ৭৩

#শেখমুজিব #বঙ্গবন্ধু #বাংলাদেশ #জাতিরপিতা

29/07/2023

এই যে আওয়ামীলীগের বদলে,
আমীলীগ শুরু হয়েছে।
প্রথমে এইগুলা বন্ধ করতে হবে।

27/04/2023

হা- আমি এমন এক দোকানদার,
যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা।

শিল্পী- রানা ★

22/04/2023

🌙ঈদ মোবারক 🕌
ঈদ সকলের জীবনে বয়ে আনুক,
অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।

08/04/2023
07/04/2023

বাংলাদেশ আওয়ামী যুবলীগের,
একটি অসাধারণ (গান)

06/04/2023

পারার ছলেরা যখন ঠাকুর মা,কে ক্ষাপায়..🤭

06/04/2023

প্রেমিক কবি,,
অভিনেতা (হুমায়ূন ফরিদ) জীবনের শেষ কথা।

05/04/2023

একটি দুর্ঘটনা,,
সারাজীবনের কান্না...👣...

কিছু কিছু মন খারাপের গল্পে কোনো ভাষা থাকে না " তাই সে সব গল্প গুলো সবাই পড়তেও পারে না "গল্পটা যার- দিন শেষে গল্পের ব্যা...
11/03/2023

কিছু কিছু মন খারাপের গল্পে কোনো ভাষা থাকে না " তাই সে সব গল্প গুলো সবাই পড়তেও পারে না "
গল্পটা যার- দিন শেষে গল্পের ব্যাথাটাও তারই থাকে,,
হাইরে অভাগা মানব জাতি।
✍️...আশিক (সারফারাজ)

31/10/2022

(রবীন্দ্র সংগীত)
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...👣...

Address

Naogaon
Naogaon
6500

Telephone

+8801714891961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik sharfaraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik sharfaraj:

Videos

Share


Other Tourist Information Centers in Naogaon

Show All