Khan Tours & Travels

Khan Tours & Travels ঘরে বসে সংগ্রহ করুন দেশী/বিদেশী রেল ও বিমান টিকেট

Indian Visa update
24/07/2024

Indian Visa update

দিল্লি বহুদ্দূর...?না, এখন আর দিল্লি খুব একটা দূর নয়। দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল...
10/05/2024

দিল্লি বহুদ্দূর...?
না, এখন আর দিল্লি খুব একটা দূর নয়। দক্ষিণ দিনাজপুরের হিলির সীমান্তে বালুরঘাট মহকুমা থেকে চালু হলো দিল্লিগামী সরাসরি ট্রেন।
গত ১৬ এপ্রিল ভারতীয় রেল চালু করেছে 'ফারাক্কা এক্সপ্রেস'। এই ট্রেন বালুরঘাট স্টেশন থেকে যাবে সরাসরি রাজধানী দিল্লি। ফলে কেবল দিল্লিই নয়, ভারতের পশ্চিমাঞ্চলে যারা ভ্রমণে বা কাজে যান, তাদের সুবিধা হলো। সপ্তাহে সাতদিনই মিলবে পরিষেবা। দু’টি ট্রেনের একটি চারদিন অন্যটি সপ্তাহে তিনদিন চলবে বলে খবর।
যারা পশ্চিম ভারত, দিল্লি,রাজস্থান,হিমাচল, পাঞ্জাব কিংবা জম্মু-কাশ্মীরে যাওয়ার প্ল্যান করেছেন, চাইলে ব্যবহার করতে পারবেন এই ট্রেনই।
এখন বলেন, 'দিল্লিকা লাড্ডু' খেতে চাইলে দিল্লি কতদূর?

আপনার টিকটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
খান ট্যুরস এন্ড ট্রাভেলস নড়াইল

10/04/2024

"ঈদ মোবারক"

11/03/2024
বেইলি রোড ট্রাজেডিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করি।শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা😥
01/03/2024

বেইলি রোড ট্রাজেডিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করি।
শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা😥

07/10/2023

৭ই নভেম্বর নন-স্টপ বিমানে ১,৩০,০০০/- টাকায় ওমরা যেতে আজই ইনবক্স করুন

10/08/2023

ভারতীয় রেল ও বিমান টিকিট এখন নড়াইলে....

26/07/2023

বিশেষ নোটিশ
আসসালামু আলাইকুম।
সম্মানীত সকল যাত্রী ও বিজনেস পার্টনারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের *আগামী ২৭ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার* ফ্লাইট রযেছে। তারা অবশ্যই নিজ নিজ দ্বায়িত্বে *আজ রাতের মধ্যে ঢাকায় প্রবেশ করবেন* ইনশাআল্লাহ। কারণ *আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম* থাকায়, *ঢাকার রাস্তায় যান চলাচল বিঘ্নিত হতে পারে।*

আল্লাহ আমাদের সহায় হউন

23/07/2023

এই ধরনের উদ্যোগ সব জেলাতেই হওয়া দরকার

01/06/2023

এই মুহূর্তের চেন্নাই শহর, রাত 01:35 am

**প্যাকেজে যা যা থাকছে….৩রা জুন (শনিবার) :সকাল ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে এসি মাইক্রোবাস এ করে বেনাপোল বর্ডার,...
08/03/2023

**প্যাকেজে যা যা থাকছে….

৩রা জুন (শনিবার) :

সকাল ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে এসি মাইক্রোবাস এ করে বেনাপোল বর্ডার, টার্মিনাল চার্জ, ভ্রমন ট্যাক্স সহ ইমেগ্রেশন করে বনগাঁ হয়ে ট্রেন যোগে শিয়ালদাহ হয়ে হাওড়া স্টেশন, হাওড়া থেকে রাত ১১.৫৫ মিঃ এ হিমগিরি এক্সপ্রেস ট্রেন জার্নি শুরু।

৪ঠা জুন ২০২৩ (রবিবার) : ট্রেনে থাকবো।

৫ই জুন ২০২৩ (সোমবার) :

দুপুরে ট্রেন থেকে নেমে প্যাহেলগ্রাম A1 ক্লাসের হোটেলে বিশ্রাম রাতে চিকেন ভাত ও কাশ্মীরে অবস্থানকালীন A1 ক্লাসের হোটলে থাকার ব্যবস্থা থাকবে।

৬ই জুন ২০২৩ (মঙ্গলবার) :

বেতাব ভ্যালি, অরু, চন্দনবাড়ী, মিনি সুইজারল্যান্ড সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- চাউমিন, দুপুরে- চিকেন বিরিয়ানী, আচার, স্যালাড, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে ভাত, ডাল, মাছ / চিকেন / ডিম, সব্জি, চাটনি, পাঁপড়, স্যালাড।

৭ই জুন ২০২৩ (বুধবার) :

বিশ্বের সবথেকে বড় গার্ডেন,এ্যাপেল গার্ডেন, লিডার নদী, প্যাহেলগ্রাম থেকে শ্রীনগর হোটেল, ডালঝিল, শিকারা রাইড, সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- হাতের তৈরী রুটি, আলুভাজা, দুপুরে- পোলাও, চিকেন কষা, স্যালাড, আচার, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চাটনি, পাঁপড়, স্যালাড, সয়াবিন, আলুভাজা ।

৮ই জুন ২০২৩ (বৃহস্পতিবার) :

শ্রীনগর ঘুরে দেখা, মুঘল গার্ডেন, শালিমার গার্ডেন, পরিমহল, চশমাশাহি, নিশাদ বাক সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- টিফিন পুরি, ছোলা, ডাল, দুপুরে- চিকেন ভাত, স্যালাড, আচার, বিকালে-টিফিন সন্ধ্যায়-চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চিকেন / ডিমকষা, স্যালাড, চাটনি, পাঁপড়।

৯ই জুন ২০২৩ (শুক্রবার) :

রোপওয়ে মজা গুলমার্ক (আপেল বাগান), ট্যাং মার্ক সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- আলু পরটা,ডিম সিদ্ধ, আচার, দুপুরে- চিকেন বিরিয়ানী, আচার, স্যালাড, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চিকেন / মাছ / ডিম, চাটনি, পাঁপড়, স্যালাড। ১০ই জুন ২০২৩ (শনিবার) : বরফে ঢাকা সোনমার্গ (সিন্ধু নদী - গান্ডারবাল ঝর্না) সকাল ৭টায়-চা, বিস্কুট, ৮টায়-নানপুরি, কাবলিছোলা, দুপুরে- ডিম বিরিয়ানী / চিকেন বিরিয়ানী, স্যালাড, আচার, বিকালে-টিফিন, সন্ধ্যায়-চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, মাছ / চিকেন সব্জি, পাঁপড়, চাটনি, স্যালাড।

১১ই জুন ২০২৩ (রবিবার) :
শ্রীনগর থেকে জম্মুর উদ্যেশ্যে বার হব
সকাল ৭টায়-চা, বিস্কুট, ৮টায়- পরটা, আলুভাজা, দুপুরে- ডাল, ভাত, সব্জি, চাটনি, পাঁপড়, চিকেন,

রাত্রে-ফ্রাইডরাইস, চিকেন কষা ।

১২ই জুন ২০২৩ (সোমবার) : ফেরার ট্রেন থাকবে।
১৩ই জুন ২০২৩ (মঙ্গলবার) : দুপুরে হাওড়া স্টেশনে নামবো।

যা যা প্যাকেজের অন্তরভূক্ত থাকছেনা :
যেহেতু নিজস্ব বাবুর্চি দ্বারা রান্না করা খাবার পরিবেশন করা হবে তাই ৫ই জুন সোমবার রাতএর খাবার এর পূর্বে কোন খাবার প্যাকেজের অন্তর্ভূক্ত থাকছে না, অর্থাৎ জার্নিকালীন অবস্থায়।
এবং দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য রাইড শেয়ারিং, সেখানে এক্সট্রা কিছু খাওয়া ও কেনাকাটা সহ আশেপাশে এমন কোন জায়গা যেটা প্যাকেজরে অন্তর্ভূক্ত নয় বা ঘোড়ার গাড়ী ইত্যাদী, ১৩ই জুন মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনে পৌছে ট্যূর প্যাকেজটির সমাপ্তি করা হবে।

**উক্ত প্যাকেজের যে কোন বিষয়ে পরিবর্তন পরিবর্ধন আলোচনাসাপেক্ষে কর্তৃপক্ষ করিতে পারিবে।

বিঃ দ্রঃ উক্ত কাশ্মীর ট্যূর এ যাহারা ভ্রমণ করিতে ইচ্ছুক তাহারা ৩১/০৩/২০২৩ এর মধ্যে আপনার পাসপোর্ট ও ভিসা এবং অগ্রীম ৫০০০/- (পাঁচ হাজার) টাকা আমাদের অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ রইলো।

ধন্যবাদ
খান ট্যূরস্ এন্ড ট্রাভেলস, নড়াইল।
01711 805 005
01711 587 442

11/02/2023

মাত্র ৬৬৬৬ টাকায়
কলকাতা টু দিল্লি
১২-১৫ ফ্রেব্রুয়ারী
আপনার টিকিটি কনফার্ম করতে এখনই যোগাযোগ করুনঃ
01711-805005
+8809638685858

ঘরে বসে সংগ্রহ করুন দেশী/বিদেশী রেল ও বিমান টিকেট

09/02/2023

নড়াইলে স্বল্প মুল্যে কলকাতা (হাওড়া) থেকে চেন্নাই (কাটপাডি), দিল্লি, আজমির, বেঙ্গালুর, নিউ জলপাইগুড়ি, হায়দ্রাবাদ ও জাম্মু কাশ্মির ট্রেন এর টিকেট পেতে যোগাযোগ করুনঃ
01711-805005
+88 09638 685858

ঘরে বসে সংগ্রহ করুন দেশী/বিদেশী রেল ও বিমান টিকেট

06/02/2023
Indigo, SpiceJet, GoFirst & Vistara এয়ারলাইনস কলকাতা-চেন্নাই, কলকাতা-হায়দ্রাবাদ, কলকাতা-দিল্লি, কলকাতা-বেঙ্গালুর্, কলক...
29/10/2022

Indigo, SpiceJet, GoFirst & Vistara এয়ারলাইনস কলকাতা-চেন্নাই, কলকাতা-হায়দ্রাবাদ, কলকাতা-দিল্লি, কলকাতা-বেঙ্গালুর্, কলকাতা-বোম্বে, কলকাতা-জয়পুর, কলকাতা- শ্রীণগর, ও বাগডুগড়া বিমান টিকেট আমাদের কাছে স্বল্প মুল্যে পাওয়া যাচ্ছে।
#আগেইনিশ্চিতকরুনকমমূল্যেবিমানটিকেট।

আজ থেকে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়া যাবে সড়কপথেওজাতীয় | 29TH MARCH, 2022 11:34 AMকরোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে...
29/03/2022

আজ থেকে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়া যাবে সড়কপথেও
জাতীয় | 29TH MARCH, 2022 11:34 AM

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে বাংলাদেশ-ভারত সব স্থলবন্দর। ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার থেকে জানানো হয়েছে, আজ থেকে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ইমেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

ইতোপূর্বে ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার, অর্থাৎ আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল। মূলত করোনাভাইরাসের সংক্রমণের জন্যই বন্ধ ছিল স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসার যাত্রীদের। তবে এবার থেকে যে কোনো ভিসার যাত্রীরাই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে।


বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই করোনাভাইরাসের সংক্রমণ আশাব্যঞ্জকভাবে কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া ঈদকে সামনে রেখে বাংলাদেশের ক্রেতাদের জন্য ভারতীয় বাজার খুলে দেয়াও একটি প্রধান উদ্দেশ্য।

ইতোপূর্বে যারা আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবে। চাইলে আকাশপথে সাথে সড়কপথে ভ্রমণের অনুমোদন সংযোজন করেও নেয়া যাবে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু করা হয়েছে। তবে স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসার যাত্রীদের অনুমোদন বন্ধই ছিল।

18/02/2022

নড়াইলে যাদের by air (বিমান) ভিসা হইছে, তাহারা চাইলে বর্ডার দিয়ে যেতে পারবেন, আগ্রহীরা যোগাযোগ করুন

Address

KHAN TRAVELS & TOURS, GO-CHAR MARKET
Narail
7500

Telephone

+8809638685858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Tours & Travels:

Videos

Share

Category