08/03/2023
**প্যাকেজে যা যা থাকছে….
৩রা জুন (শনিবার) :
সকাল ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে এসি মাইক্রোবাস এ করে বেনাপোল বর্ডার, টার্মিনাল চার্জ, ভ্রমন ট্যাক্স সহ ইমেগ্রেশন করে বনগাঁ হয়ে ট্রেন যোগে শিয়ালদাহ হয়ে হাওড়া স্টেশন, হাওড়া থেকে রাত ১১.৫৫ মিঃ এ হিমগিরি এক্সপ্রেস ট্রেন জার্নি শুরু।
৪ঠা জুন ২০২৩ (রবিবার) : ট্রেনে থাকবো।
৫ই জুন ২০২৩ (সোমবার) :
দুপুরে ট্রেন থেকে নেমে প্যাহেলগ্রাম A1 ক্লাসের হোটেলে বিশ্রাম রাতে চিকেন ভাত ও কাশ্মীরে অবস্থানকালীন A1 ক্লাসের হোটলে থাকার ব্যবস্থা থাকবে।
৬ই জুন ২০২৩ (মঙ্গলবার) :
বেতাব ভ্যালি, অরু, চন্দনবাড়ী, মিনি সুইজারল্যান্ড সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- চাউমিন, দুপুরে- চিকেন বিরিয়ানী, আচার, স্যালাড, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে ভাত, ডাল, মাছ / চিকেন / ডিম, সব্জি, চাটনি, পাঁপড়, স্যালাড।
৭ই জুন ২০২৩ (বুধবার) :
বিশ্বের সবথেকে বড় গার্ডেন,এ্যাপেল গার্ডেন, লিডার নদী, প্যাহেলগ্রাম থেকে শ্রীনগর হোটেল, ডালঝিল, শিকারা রাইড, সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- হাতের তৈরী রুটি, আলুভাজা, দুপুরে- পোলাও, চিকেন কষা, স্যালাড, আচার, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চাটনি, পাঁপড়, স্যালাড, সয়াবিন, আলুভাজা ।
৮ই জুন ২০২৩ (বৃহস্পতিবার) :
শ্রীনগর ঘুরে দেখা, মুঘল গার্ডেন, শালিমার গার্ডেন, পরিমহল, চশমাশাহি, নিশাদ বাক সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- টিফিন পুরি, ছোলা, ডাল, দুপুরে- চিকেন ভাত, স্যালাড, আচার, বিকালে-টিফিন সন্ধ্যায়-চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চিকেন / ডিমকষা, স্যালাড, চাটনি, পাঁপড়।
৯ই জুন ২০২৩ (শুক্রবার) :
রোপওয়ে মজা গুলমার্ক (আপেল বাগান), ট্যাং মার্ক সকাল ৭টায়- চা, বিস্কুট, ৮টায়- আলু পরটা,ডিম সিদ্ধ, আচার, দুপুরে- চিকেন বিরিয়ানী, আচার, স্যালাড, বিকালে- টিফিন, সন্ধ্যায়- চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, সব্জি, চিকেন / মাছ / ডিম, চাটনি, পাঁপড়, স্যালাড। ১০ই জুন ২০২৩ (শনিবার) : বরফে ঢাকা সোনমার্গ (সিন্ধু নদী - গান্ডারবাল ঝর্না) সকাল ৭টায়-চা, বিস্কুট, ৮টায়-নানপুরি, কাবলিছোলা, দুপুরে- ডিম বিরিয়ানী / চিকেন বিরিয়ানী, স্যালাড, আচার, বিকালে-টিফিন, সন্ধ্যায়-চা, বিস্কুট, রাত্রে- ডাল, ভাত, মাছ / চিকেন সব্জি, পাঁপড়, চাটনি, স্যালাড।
১১ই জুন ২০২৩ (রবিবার) :
শ্রীনগর থেকে জম্মুর উদ্যেশ্যে বার হব
সকাল ৭টায়-চা, বিস্কুট, ৮টায়- পরটা, আলুভাজা, দুপুরে- ডাল, ভাত, সব্জি, চাটনি, পাঁপড়, চিকেন,
রাত্রে-ফ্রাইডরাইস, চিকেন কষা ।
১২ই জুন ২০২৩ (সোমবার) : ফেরার ট্রেন থাকবে।
১৩ই জুন ২০২৩ (মঙ্গলবার) : দুপুরে হাওড়া স্টেশনে নামবো।
যা যা প্যাকেজের অন্তরভূক্ত থাকছেনা :
যেহেতু নিজস্ব বাবুর্চি দ্বারা রান্না করা খাবার পরিবেশন করা হবে তাই ৫ই জুন সোমবার রাতএর খাবার এর পূর্বে কোন খাবার প্যাকেজের অন্তর্ভূক্ত থাকছে না, অর্থাৎ জার্নিকালীন অবস্থায়।
এবং দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য রাইড শেয়ারিং, সেখানে এক্সট্রা কিছু খাওয়া ও কেনাকাটা সহ আশেপাশে এমন কোন জায়গা যেটা প্যাকেজরে অন্তর্ভূক্ত নয় বা ঘোড়ার গাড়ী ইত্যাদী, ১৩ই জুন মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনে পৌছে ট্যূর প্যাকেজটির সমাপ্তি করা হবে।
**উক্ত প্যাকেজের যে কোন বিষয়ে পরিবর্তন পরিবর্ধন আলোচনাসাপেক্ষে কর্তৃপক্ষ করিতে পারিবে।
বিঃ দ্রঃ উক্ত কাশ্মীর ট্যূর এ যাহারা ভ্রমণ করিতে ইচ্ছুক তাহারা ৩১/০৩/২০২৩ এর মধ্যে আপনার পাসপোর্ট ও ভিসা এবং অগ্রীম ৫০০০/- (পাঁচ হাজার) টাকা আমাদের অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ
খান ট্যূরস্ এন্ড ট্রাভেলস, নড়াইল।
01711 805 005
01711 587 442