13/01/2025
নিয়োগ বিজ্ঞপ্তি
২জন ছেলে ও ২জন মেয়ে নিয়োগ দেয়া হবে।
যা যা থাকতে হবে
১। ভ্রমণের আগ্রহ ও অভিজ্ঞতা অল্প থালেও হবে।
২। ইভেন্ট ম্যানেজমেন্ট করার মনোভাব থাকতে হবে।
৩। প্রচুর ভ্রমণ ও মানসিক চাপ নেয়ার মত ক্ষমতা থাকতে হবে।
৪। সুন্দর ভাবে গেস্টের সাথে কথা বলতে কমিউনিকেশন স্কিল ভাল হতে হবে।
৫। আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে পোস্ট, লাইক, কমেন্ট করতে হবে।
৬। আপনার আশেপাশে ও ফেসবুক থেকে বুকিং নিতে হবে।
৭। আপনার বাসা অবশ্যই ঢাকার আশেপাশে হতে হবে।
৮। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। ভোটার আইডি কাড ও চারিত্রিক সনদপত্র ফটকপি জমা দিতে হবে।
সুবিধা সমূহ :
১। ফ্রি তে দেশের সকল ট্যুরিস্ট স্পট ভ্রমণ করতে পারবেন।
২। মোবাইল খরচ পাবেন
৩। ইভেন্ট ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতা হবে
৪। পার্ট টাইম জব হিসেবে কাজ করতে পারবেন
৫। গ্রুপ ও পেজের কাজ বাসা থেকে করতে পারবেন
৬। আপনি হোস্ট হিসেবে অবিজ্ঞতা দেখাতে পারলে আপনাকে প্রতি ট্যুর হোস্ট করলে একটা বেতন পাবেন , যখন আপনার অবিজ্ঞতা ভালো করে আমাদের দেখাতে পারবেন তখন আপনাকে মাসিক বেতন দেয়া হবে ।
৭। ট্রাভেল হোস্ট হিসেবে পরিচিতি পাবেন
৮। কম্পানি থেকে আইডি কাড ও জার্সি পাবেন আগ্রহীরা inbox করেন ।