20/08/2023
"ঢাকা এয়ারপোর্ট এর তথ্য "
ঢাকা এয়ারপোর্টের অফিসিয়াল নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই এয়ারপোর্টের অতীতে কোন নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইট ছিল না। তবে বর্তমানে আছে। এয়ারপোর্টের নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইট
https://www.hsia.gov.bd
এই ওয়েব সাইট থেকে যা যা তথ্য পাবেন
১. প্লেনের নামা উঠা নিয়ে বিস্তারিত।
2. এয়ারপোর্টে গাড়িভাড়া বা রেন্ট এ কার কোম্পনীর বিস্তারিত। পেসেঞ্জার গাইড বা আগমন নির্গমন বিস্তারিত।
3. এই এয়ারপোর্টের নিরাপত্তার আইন বা মূল চালিকা হলো "সিভিল এভিয়েশন অথারিটি" বা বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ। এই এয়ারপোর্টে নিরাপত্তার জন্য কাজ করে থাকে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) এর বিস্তারিত -
৪. এয়ারপোর্টে বিভিন্ন প্লেন কোম্পানির যোগাযোগের বিস্তারিত।
৫. এই এয়ারপোর্টে মাদক চোরাচালান রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাথে যোগাযোগের উপায় এবং বিস্তারিত। কাস্টমস এবং ইম্মিগ্রাশন বিস্তারিত।
৬. এয়ারপোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা এবং যোগাযোগের উপায়
৭. এয়ারপোর্টে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য আছে স্বাস্থ্য অফিস এ যোগাযোগের উপায়। টয়লেট এবং কেনাকাটার বিস্তারিত আছে এই ওয়েব সাইটে।
৮. বয়স্ক বা অসুস্থ্য ব্যক্তিদের হুইলচেয়ার থেকে শুরু করে মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা দেবার জন্য ৬ টি কোম্পনি আছে। তাদের বিস্তারিত -
৯. আন্তর্জাতিক আগমন এলাকায় দুইটি হেল্প ডেস্ক এবং বহির্গমন এলাকায় তিনটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। হেল্প ডেস্কগুলি যাত্রীদের বিভিন্ন তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করে এবং সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। সম্পূর্ণ ফ্রি , কোন টাকা লাগবে না। ফ্রি ফোন করতে পারবেন।
১০. এয়ারপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তা বিস্তারিত।
সংগৃহীত
Hazrat Shahjalal International Airport is the main and largest international airport of Bangladesh located at Kurmitola, 17 km from the northern city center of the capital Dhaka. The airport covers an area of 802 hectares (1,981 acres). The Civil Aviation Authority of Bangladesh (CAAB) manages...