Tourism of Bangladesh

Tourism of Bangladesh To highlight the tourism industry of Bangladesh to the world. And to introduce the tourism sector of other countries of the world to the people of Bangladesh.

Because they need to understand how important the tourism industry is to other countries in the world, compared to us.

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা। এবং বিশ্বের অন্যান্য দেশের পর্যটন সেক্টরকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করা। কারন তারা যেন বুঝতে পারে, পর্যটন শিল্পকে বিশ্বের অন্যান্য দেশ, আমাদের তুলনায় কতটা গুরত্বের সাথে গড়ে তুলেছে।

সম্মানিত পর্যটক।। আসসালামু আলাইকুম। ****প্যাকেজঃ ** ১. ২১-২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সুন্দরবন ভ্রমণের জন্য ১৩ জন ধারনক...
21/01/2024

সম্মানিত পর্যটক।।
আসসালামু আলাইকুম।

****প্যাকেজঃ
** ১. ২১-২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সুন্দরবন ভ্রমণের জন্য ১৩ জন ধারনক্ষমতা সম্পন্ন একটি নন-এসি ভ্যাসেল ফাঁকা আছে। ছোট(১০-১২জনের) গ্রুপগুলো এই ভ্যাসেলে প্রাইভেট ট্যুর করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।।

ভ্রমণের সময়কালঃ ৩ দিন ২ রাত।
যাত্রা শুরু ও শেষঃ খুলনা-সুন্দরবন-খুলনা।

খরচঃ জনপ্রতি ১২৫০০ টাকা।

** ২. ২০-২২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সুন্দরবন ভ্রমণের জন্য ৪০ জন ধারনক্ষমতা সম্পন্ন একটি নন-এসি ভ্যাসেল এ কিছু রুম/কেবিন/আসন ফাঁকা আছে। ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।।

ভ্রমণের সময়কালঃ ৩ দিন ২ রাত।
যাত্রা শুরু ও শেষঃ খুলনা-সুন্দরবন-খুলনা।

খরচঃ জনপ্রতি ৯,০০০ টাকা থেকে শুরু।

#সুন্দরবন #ভ্রমণ #পর্যটন #পর্যটক

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার "সেন্টমার্টিন"। নীল আকাশ আর সমুদ্রের ন...
17/12/2023

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার "সেন্টমার্টিন"। নীল আকাশ আর সমুদ্রের নীলজল যেন চুপিচুপি ডাক দিয়ে যায়! সমুদ্রের নীল নির্মলতা সেন্টমার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ।

সাশ্রয়ী মূল্যে(পাশাপাশি আপনাদের চাহিদা মত) ভ্রমণ উপভোগ করতে আমাদের সাথে যোগ দিতে পারেন। তাই দেরি না করে, আপনার ট্রিপটি বুকিং করে নিতে পারেন।

কল করতে পারেনঃ
+880 1552 883475
+880 1787 744719

ভিজিট করতে পারেনঃ(সহযোগী পেজ ও গ্রুপ)
www.facebook.com/TravelwithSishir
&
www.facebook.com/groups/TravelWithSishir

#সেন্টমার্টিন #কক্সবাজার #সেন্টমার্টিনদ্বীপ

আসসালামু আলাইকুম, সম্মানিত পর্যটকবৃন্দ। সুন্দরবন ভ্রমণ এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ২০২৩, ডিসেম্বর ১৫,১৬,১৭ এব...
06/12/2023

আসসালামু আলাইকুম, সম্মানিত পর্যটকবৃন্দ।

সুন্দরবন ভ্রমণ এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ২০২৩, ডিসেম্বর ১৫,১৬,১৭ এবং ২২, ২৩, ২৪ তারিখে প্যাকেজ ট্যুর আয়োজন করা হয়েছে। আগ্রহী ভ্রমণ কারীদেরকে দ্রুত বুকিং কনফার্ম করা আহবান জানানো হচ্ছে।

#সুন্দরবন #সুন্দরবনভ্রমণপ্যাকেজ

*** ঢাকা-কক্সবাজার রুটের ননস্টপ ট্রেন "কক্সবাজার এক্সপ্রেস" এর টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আপনারা অনলাইনে এবং অফ...
24/11/2023

*** ঢাকা-কক্সবাজার রুটের ননস্টপ ট্রেন "কক্সবাজার এক্সপ্রেস" এর টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আপনারা অনলাইনে এবং অফলাইনে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

★ ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের চূড়ান্ত ভাড়া।।
√ শোভন চেয়ার- ৬৯৫ টাকা।
√ স্নিগ্ধা- ১৩২৫ টাকা।
√ এসি সিট- ১৫৯০ টাকা।
√ এসি বার্থ- ২৩৮০ টাকা।

★ চট্টগ্রাম - কক্সবাজার রুটের ট্রেনের চূড়ান্ত ভাড়া।।
√ শোভন চেয়ার- ২৫০ টাকা।
√ স্নিগ্ধা- ৪৭০ টাকা।
√ এসি সিট- ৫৬৫ টাকা৷
√ এসি বার্থ- ৮৪৫ টাকা।
__________________
** নিম্নে ঢাকা থেকে কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ

_ ঢাকা থেকে যাত্রা শুরু রাত ১০ টা ৩০ মিনিটে।। কক্সবাজার পৌঁছাবে(পৌঁছে যাত্রা শেষ) ভোর/সকাল ০৭ টা ২০ মিনিটে।।

------

_ কক্সবাজার থেকে যাত্রা শুরু দুপুর ১২ টা ৩০ মিনিটে।। ঢাকা পৌঁছাবে(পৌঁছে যাত্রা শেষ) রাত ০৯ টা ১০ মিনিটে।।

#কক্সবাজার #ট্রেন #ভাড়া #কক্সবাজার_এক্সপ্রেস #রেলপথ #রেলমন্ত্রী #ঢাকা_থেকে_কক্সবাজার

সুন্দরবন এর সুন্দরী তে ১রাত যাপন এর অভিজ্ঞতা নেয়ার আবেদন জানাচ্ছি। নিরিবিলি পরিবেশে প্রাণ ভরে শ্বাস নেয়া হয়না কতদিন?যান্...
02/10/2023

সুন্দরবন এর সুন্দরী তে ১রাত যাপন এর অভিজ্ঞতা নেয়ার আবেদন জানাচ্ছি।

নিরিবিলি পরিবেশে প্রাণ ভরে শ্বাস নেয়া হয়না কতদিন?

যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন কাটানোর ইচ্ছা থাকলে সুন্দরবনে অবস্থিত Sundori Eco Resort - সুন্দরবন এ আপনাকে নিমন্ত্রণ।

আমরা আপনাকে আমন্ত্রণ করছি এমন এক ভুবনে যেখানে নেই কোনো কোলাহল, কালোধোয়ার গন্ধ কিংবা হর্নের শব্দ। সেখানে বাতাসে কেবল পাতার আওয়াজ,পাখির কলতান আর রাত হলেই শুনতে পাবেন নিশাচরী প্রাণীদের ডাক।চারপাশে গোলপাতার আচ্ছাদন, সামনের দিকে নোনা পানির ঢাংমারি ক্যানেলের কোলেই অবস্থান সুন্দরী ইকো রিসোর্টের।

রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচরাল মেডিটেশন।রিসোর্টের পার্সোনাল বেলকনির পাশেই হ্যামকে শুয়ে দেখতে পারবেন সামনের ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা।

রিসোর্টে থাকলে আপনার কাছে সবচেয়ে উপভোগ্য সময় হবে রাত, চাঁদ থাকলে তো কথাই নেই।

সারাটাদিন জঙ্গলের মন ভুলানো হাতছানি তো উপভোগ করার পর এতো সুন্দর রাত আপনাকে ভুলিয়ে দেবে নাগরিক জীবনের সকল জটিলতা প্রাণ খুলে হেসে মাতিয়ে রাখুন আমাদের সুন্দরী ইকো রিসোর্টের আঙ্গিনা,বাতাসে কেওরার গন্ধে মাতাল হয়ে দোলনায় খেতে খেতে হেডফোনে প্লে করে দিন একটা প্রিয় গান,জীবন এর নতুন মানে পাবেন।

আমরা যারা বনপ্রেমী মানুষ, ভালোবাসি ছমছমে পরিবেশ,ঘ্রাণ নিতে চাই বিশুদ্ধ বাতাসের,কাটাতে চাই রোমাঞ্চকর সময়, ভালোবাসি আরাম আর টেবিলে চাই চমৎকার খাবার তাদের জন্যই অনেক যত্নে গড়া এই সুন্দরী ইকো রিসোর্ট।

রিসোর্টটিতে এক রাত যাপনেই আপনি বুঝতে পারবেন রয়েল বেঙ্গল টাইগারের বাড়ি এই ম্যানগ্রোভ ফরেস্ট যে শুধু ভয়ংকর তা নয়, হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ কিছু সময়ের স্মারক। প্রকৃতি কিংবা গাছপালার উপর কোনো প্রকার অবিচার ছাড়াই যত্নে গড়া এই রিসোর্টটিতে একেক ঋতুতে দেখতে পাবেন একেক রূপ, শীতে দেখবেন কুয়াশাচ্ছন্ন এক অন্যরকম প্রকৃতি আর বর্ষার বৃষ্টিতে ডালপালা মেলে দেওয়া প্রকৃতি, এমনই এক স্থানে গড়ে ওঠা(তোলা) সুন্দরী ইকো রিসোর্টে আপনার আমন্ত্রণ...

#সুন্দরবন #সুন্দরীইকোরিসোর্ট #ঢাংমারি

19/09/2023
08/08/2023

𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡𝗦 𝗧𝗢𝗨𝗥 𝗕𝗢𝗢𝗞𝗜𝗡𝗚 𝗚𝗢𝗜𝗡𝗚 𝗢𝗡 … 𝙎𝙚𝙥𝙩𝙚𝙢𝙗𝙚𝙧-2023.

V𝗜𝗦𝗜𝗧 S𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗪𝗜𝗧𝗛 𝗨𝗦 …… With most Luxurious AC Cruise ship 𝙈𝙑. 𝙐𝙏𝙎𝙃𝙊𝘽

Available Ship | Package Tour | Corporate Tour |

Tour Date :
SEPTEMBER 01-03 | 2023
SEPTEMBER 08-10 | 2023

🔹Price :
**Grand Suite room 18,000 BDT(per person).
**Suite room 16,000 BDT(per person).
**General room(Single & Twin bed) 13,000 BDT(per person).
NB: Foreigner have to pay more 10,400 BDT(for per person).

🔹KHULNA - SUNDARBAN - KHULNA

🔹Program Duration :
2 Nights 3 days - All Included in this price ( food, govt. revenue, permission etc)

🔹Tour spot:
Kotka, Jamtola sea beach, Kochi khali ,Egg Island ,Tiger point, Tiger hill, Harbariya/ Andarmanik & Karamjol.

Please feel free to inform us if you have any queries about Sundarbans.

Contact for details:
Mohammad Taherul 𝐈slam Sishir
Hirajheel R/A, Siddhirganj, Narayanganj.

Cell:
📞+880 1552 883475
📞+880 1787 744719(WhatsApp)

Email: [email protected]

#সুন্দরবন #ভ্রমন #সুন্দরবনভ্রমণ #পর্যটক

Music:
Title: Where The Forest Will Take You
Artist: Ross Lara
Link: https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1801209686924519&reference=artist_attr

Kuakata & Barishal Tour with Tourism of Bangladesh...Tour Duration: 4 nights 3 Days..Team Member: min. 10 to  max. 40 pe...
02/08/2023

Kuakata & Barishal Tour with Tourism of Bangladesh...

Tour Duration: 4 nights 3 Days..
Team Member: min. 10 to max. 40 persons.

23/07/2023

"Throwback to our unforgettable Tanguar Haor tour in 2018 - A journey filled with cherished memories and breathtaking beauty! 🌅🏞️

টাঙ্গুয়ার হাওর(২০১৮) ভ্রমণের কিছু স্মৃতি।।

"হাওরের কবিতা
কবি- মীর মোশারফ হোসেন

হাওর মানে বিশাল আকাশ
বিশাল জলাভূমি,
হাওর মানে প্রচুর ফসল
বিশাল প্লাবন ভূমি।
হাওর মানে মুক্ত বাতাস
বিশুদ্ধতায় ভরা,
হাওর মানে প্রচুর পানি
হিসেব নিকেশ ছাড়া।
হাওর মানে হেসে খেলে
সবার বড় হওয়া,
হাওর মানে মুক্ত মনে
উদাস গান গাওয়া।
হাওর মানে রোদে পুড়ে
মাঠে কাজ করা,
হাওর মানে স্বপ্ন নিয়ে
নিশি যাপন করা।
হাওর মানে গ্রীষ্মকালে
ক্লান্তি ভূলে যাওয়া
হাওর মানে বর্ষাকালে
নৌকা দিয়ে যাওয়া।
হাওর মানে শরৎকালে
অলস বসে থাকা,
হাওর মানে নাইওরীদের
হাসি খুশি রাখা।
হাওর মানে হেমন্তেরই
ভ্রুণের জেগে ওঠা,
হাওর মানে ধানের চাড়া
বীজতলাতে বাড়া।
হাওর মানে শীতের ঠান্ডা
ভুলে মাঠে যাওয়া,
হাওর মানে আশা নিয়ে
ফসল বুনে যাওয়া।
হাওর মানে মাছের অধার
জেলের মুখের হাসি,
হাওর মানে শাপলা শালুক
মায়ের মুখের হাসি।
হাওর মানে বসন্তেরই
মৃদুমন্দ হাওয়া,
হাওর মানে রেনুর মিলন
ধানের পুষ্ট হওয়া।
হাওর মানে পাকা ধানে
সোনালি রঙের মাঠ,
হা্ওর মানে শস্যভান্ডার
ডিঙি নৌকার ঘাট।
হাওর মানে গ্র্র্রীষ্মকালের
কালবৈশাখীর ঝড়,
হাওর মানে হাওয়ায় উড়ে
গণি মিয়ার ঘর।
হাওর মানে অকাল বন্যা
ফসল করে নাশ
হাওর মানে বানের জলে
ভাসে স্বপ্ন আশ।
হাওর মানে স্রষ্টার কাছে
তাহার কৃপা চাওয়া,
হাওর মানে কৃতজ্ঞতায়
পুর্ণ তৃপ্তি পাওয়া।"

#সুনামগঞ্জ #টাঙ্গুয়ারহাওর #শিশির #স্মৃতিরপাতা "

সিলেট ভ্রমণ।। জাফলং, সিলেট।। Sylhet Tour...Jaflong, Sylhet...            #ভ্রমণ  #সিলেট  #জাফলং
08/07/2023

সিলেট ভ্রমণ।। জাফলং, সিলেট।। Sylhet Tour...Jaflong, Sylhet...

#ভ্রমণ #সিলেট #জাফলং

তুরং ছড়া।।সিলেট ভ্রমণ।। Turong chora.. Sylhet Tour..Trip to Sylhet.. Family or Group Tour.. #ভ্রমণ  #সিলেট  #তুরংছড়া    ...
06/07/2023

তুরং ছড়া।।সিলেট ভ্রমণ।। Turong chora.. Sylhet Tour..Trip to Sylhet.. Family or Group Tour..

#ভ্রমণ #সিলেট #তুরংছড়া

""ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু""চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জ...
03/07/2023

""ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু""

চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝর্ণা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) রাত ৯টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃত দুজন হলো– চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবসার (১৬) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবসার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং আরিফ ডেকোরেটর দোকানের কর্মচারী।

আবসারের বড় ভাইয়ের স্ত্রী পলি বলেন, ‘রবিবার সকালে ফিরোজশাহ এলাকা থেকে নয় বন্ধু মিলে মীরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় খবর আসে আবসার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তারা বেঁচে নেই।’ এটুকু বলেই হাউমাউ তিনি কেঁদে ওঠেন। তিন ভাইয়ের মধ্যে আবসার সবার ছোট।

আবসার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান বলে, ‘রবিবার সকালে আমরা নয় বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝর্ণার উপরে উঠেছি। ঝর্ণার থেকে নামার সময় বিকাল সাড়ে ৩টায় আবসার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে অবহিত করার পর তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝর্ণার কূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।’

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘রূপসী ঝর্ণায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝর্ণার ১৫ ফুট গভীর একটি কূপের মত অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সাঁতার না জানার কারণে কূপের ভিতরে(পানিতে) পরে ডুবে মারা গেছে।’

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ বুঝিয়ে দেওয়া হবে।

মীরসরাই উপজেলায় একাধিক পাহাড়ি ঝর্ণা আছে। বিগত কয়েক বছরে, এসব ঝর্ণায় বেড়াতে আসা একাধিক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

তথ্যসূত্রঃ
বাংলাট্রিবিউন...banglatribune.com/806331...
https://bangla.bdnews24.com/ctg/8sf4twcr6i...

#মৃত্যু #পাহাড় #পর্যটক #ঝর্ণা #রূপসীঝর্ণা #চট্টগ্রাম #মিরসরাই

Eid Mubarak..ঈদ মোবারক।। May the teachings of Allah and his prophet be your companion throughout your life. May this Eid...
28/06/2023

Eid Mubarak..ঈদ মোবারক।।

May the teachings of Allah and his prophet be your companion throughout your life. May this Eid al-Adha bring peace, prosperity, and happiness to you and your family!

wish you and your family peace, prosperity and devotion to Allah on this glorious day of Eid-ul-Adha. May the blessings of Allah always be with you in this life and the afterlife.

সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।।

#ঈদুলআযহা২০২৩ #ঈদুলআযহা

নওগাঁর পোরশা উপজেলায় গ্রামীন পরিবেশে চালু হয়েছে "ছোট্ট একটি রিসোর্ট"। নাম-"কুড়েঘর ম্যাংগো রিসোর্ট"। মাটির ও ছনের ঘরে থাক...
26/06/2023

নওগাঁর পোরশা উপজেলায় গ্রামীন পরিবেশে চালু হয়েছে "ছোট্ট একটি রিসোর্ট"। নাম-"কুড়েঘর ম্যাংগো রিসোর্ট"। মাটির ও ছনের ঘরে থাকার স্বাদ নিতে, একবার হলেও গিয়ে ঘুরে আসতে পারেন।।

যারা মূলত শহরের হৈ চৈ এর মাঝে একটু গ্রামের নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য হয়তো আদর্শ জায়গা হবে। খুব সাধারণ ভাবে তৈরী হয়েছে রিসোর্টটি, শহরের হাইফাই ফ্যাসালিটি নেই এখানে। তবে, গ্রামীণ জীবন, সবুজ শ্যামল প্রকৃতি, নির্মল বাতাস, ও তাজা মাটির সুবাস পাবেন।

***কুঁড়েঘর এর ভাড়া এবং অন্যান্য খরচ কেমন?
সিঙ্গেল রুম যেখানে ২ জন অনায়াসে থাকা সম্ভব -
১ জন একা থাকলে ২০০ টাকা রাত, ২ জন থাকলে ৩০০ টাকা।
গণরুমে(এক রুমে ২ টা খাট, কিং সাইজ) ৬ জন থাকা যাবে - ৬০০ টাকা।

এটাচড বাথরুমসহ ফ্যামিলি রুমে ৩ জন থাকা যাবে - ৬০০ টাকা(রাত)।।

খাবার খরচ?
_যেহেতু আশেপাশে কোন হোটেল নাই, কাজেই আমাদের এখানেই রান্না হয় - বুয়া রাখা আছে।
_খাবার খরচ আমরা আহামরি বেশি রাখি না। যা খাওয়া হবে বলা হলে বাজার করে সেটাই রান্না করা হয়।
যেমনঃ রুই মাছ, ভর্তা, ডাল হলে হয়তো জনপ্রতি ৭০-৯০ টাকা।
বা, যদি হাস রান্না করা হয় - একটা হাস ৫০০ টাকা + ১০০(তেল+মসলা)= ৬০০ টাকা। যা ৫/৬ জন অনায়াসে খেতে পারবে।

তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট(পেজ থেকে)।

#কুড়েঘরম্যাংগোরিসোর্ট #নওগাঁ

সুন্দরবন ভ্রমণ ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ।। ঘুরতে যাচ্ছেন কি??  #সুন্দরবন  #রেমা_কালেঙ্গাবন্যপ্রাণীঅভয়ারণ...
10/06/2023

সুন্দরবন ভ্রমণ ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ।।

ঘুরতে যাচ্ছেন কি??

#সুন্দরবন #রেমা_কালেঙ্গাবন্যপ্রাণীঅভয়ারণ্য

সাজেক যাবেন? মেঘ পাহাড়ের মিলন মেলা দেখতে চলুন রাঙামা‌টি জেলার সাজেক ইউ‌নিয়নে। যেটাকে সাজেক ভ্যালি(উপত্যকা) নামে সবাই জান...
30/05/2023

সাজেক যাবেন?

মেঘ পাহাড়ের মিলন মেলা দেখতে চলুন রাঙামা‌টি জেলার সাজেক ইউ‌নিয়নে। যেটাকে সাজেক ভ্যালি(উপত্যকা) নামে সবাই জানেন এবং চিনেন। এখানে আসলে আপ‌নি সাদা মেঘ‌ স্পর্শ করতে পারবেন অনায়াসে।

প্রকৃ‌তির অপরূপ লীলায় মেঘ এবং পাহাড়ের সঙ্গে মিলন দেখতে পাবেন সাজেক ভ্যা‌লিতে। উঁচু-নিচু পাহাড়ের পরতে পরতে রয়েছে সৌন্দর্য। পাহাড়ের সবুজ গাছ আর মেঘ দেখলে যে কারো‌ চোখ ধাঁ‌ধিয়ে‌ দেবে।

প্রকৃ‌তির এই সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন, তারা ঘুরে আসতে পারেন সাজেক ভ্যালি থেকে।

ভাবছেন সাজেক যাবো কীভাবে? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে, প্রতি সপ্তাহে সাজেক ট্রিপ থাকবে। আপনি চাইলে সপ্তাহের মাঝের দিন গুলোতে ও মেঘের দেশে ঘুরে আসতে পারবেন। আর, আমাদের কাছে আপনারা(যেমন ট্রিপ চাইবেন, সেভাবেই আয়োজন করবো) পুরোপুরি রিলাক্স প্রিমিয়াম ট্রিপ পাবেন। কোয়ালিটি ফুল মিজোরাম ভিউ রিসোর্ট, ব্র্যান্ডের গাড়ি, সবুজ/সাদা চাঁদের গাড়িসহ, হেল্পফুল গাইড পাবেন, যে আপনাদেরকে সুন্দরভাবে সাজেক এবং খাগড়াছড়ির সকল স্পট ঘুরিয়ে দেখাবে।

তাই পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব মিলে সাজেক ঘুরতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের ফেসবুক গ্রুপঃ facebook.com/groups/TravelWithSishir

বুকিং কিংবা বিস্তারিত জানতে পেজে অথবা ইনবক্সে ম্যাসেজ করতে অথবা কমেন্ট করতে পারেন।

২০২৩ সালের(এই সিজনের) প্রথম টাঙ্গুয়ার হাওর ভ্রমণ হবে নাকি? টাঙ্গুয়ার হাওর: টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ ...
12/05/2023

২০২৩ সালের(এই সিজনের) প্রথম টাঙ্গুয়ার হাওর ভ্রমণ হবে নাকি?

টাঙ্গুয়ার হাওর:
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।

বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তেসুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাংগুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। বর্তমানে মোট জলমহাল সংখ্যা ৫১টি এবং মোট আয়তন ৬,৯১২.২০ একর। তবে নলখাগড়া বন, হিজল করচ বনসহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাড়ায় প্রায় ২০.০০০ একর। টাংগুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ। এ হাওর শুধু একটি জলমহাল বা মাছ প্রতিপালন, সংরক্ষণ ও আহরণেরই স্থান নয়। এটি একটি মাদার ফিশারী। হিজল করচের দৃষ্টি নন্দন সারি এ হাওরকে করেছে মোহনীয়। এ ছাড়াও নলখাগড়া, দুধিলতা, নীল শাপলা, পানিফল, শোলা, হেলঞ্চা, শতমূলি, শীতলপাটি, স্বর্ণলতা, বনতুলসী ইত্যাদি সহ দু’শ প্রজাতিরও বেশী গাছগাছালী রয়েছে এ প্রতিবেশ অঞ্চলে। জেলা প্রশাসনের কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের ফলে বর্তমানে এ হাওরে রয়েছে ছোট বড় ১৪১ প্রজাতির ২০৮ প্রজাতির পাখি, ১ প্রজাতির উভচর প্রাণী, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি এবং ২১ প্রজাতির সাপ।নলখাগড়া বন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। শীত মৌসুমে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ব্যাপক পাখির আগমন ও অবস্থানে মুখরিত হয় টাঙ্গুয়ার হাওর। বিলুপ্ত প্রায় প্যালাসেস ঈগল, বৃহদাকার গ্রে-কিংষ্টর্ক, শকুন এবং বিপুল সংখ্যক অতিথি পাখি ছিল টাঙ্গুয়ার হাওরের অবিস্মরণীয় দৃশ্য। স্থানীয় জাতের পাখি পানকৌড়ি, কালেম, বৈদর, ডাহুক নানা প্রকার বালিহাঁস, গাংচিল, বক, সারস প্রভৃতির সমাহারও বিস্ময়কর। সাধারণ হিসাবে বিগত শীত মৌসুমের প্রতিটিতে ২০/২৫ লক্ষ পাখি টাঙ্গুয়ার হাওরে ছিল বলে অনুমান করা হয়। কোন কোন স্থানে কিলোমিটারের বেশী এলাকা জুড়ে শুধু পাখিদের ভেসে থাকতে দেখা যায়। টাঙ্গুয়ার হাওর মাছ-পাখী এবং উদ্ভিদের পরস্পর নির্ভরশীল এক অনন্য ইকোসিস্টেম। মাছের অভয়াশ্রম হিসাবে এর গুরুত্ব সবচেয়ে বেশী।

#সুনামগঞ্জ #ভ্রমণ #টাঙ্গুয়ার_হাওর

Eid Mubarak! May Allah accept your good deeds and forgive your sins. May the blessings of Allah be with you and your fam...
21/04/2023

Eid Mubarak! May Allah accept your good deeds and forgive your sins. May the blessings of Allah be with you and your family always.

Address

Hirajheel Residential Area, Siddhirganj
Narayanganj
1430

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 14:15 - 19:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801552485887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourism of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tourism of Bangladesh:

Videos

Share


Other Tourist Information Centers in Narayanganj

Show All