Uralpankhi-উড়ালপঙ্খী

Uralpankhi-উড়ালপঙ্খী Tour and travel agency
(1)

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে।আব্দুল আলীমের গাওয়া এই বিখ্যাত গানের লাইন গুলা এ...
26/10/2022

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে।

আব্দুল আলীমের গাওয়া এই বিখ্যাত গানের লাইন গুলা এখন আমরা আর কোথাও পাইনা।

আসলেই আমার দেশের মত দেশ নাই।

সারা রাত বিদ্যুৎ নাই
গ্যাস নাই
পানি নাই
রান্নার ব্যাবস্থা নাই
বাজারে পণ্যের দাম স্থিতিশীল নাই

নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবন দূর্বিষহ।

কিছুদিন আগেও আমাদের এত খারাপ অবস্থা ছিলনা।হটাৎ করে দেশের অবস্থা হটাৎ ই নাজুক হয়ে গেল।

গ্যাসের তীব্র সংকট। এক বেলাও রান্না করা যাচ্ছেনা।

ইনডাকশন,রাইস কুকার ইত্যাদি দিয়ে মানুষ চালাচ্ছে।

কিনছে সিলিন্ডার গ্যাস
কিনছে স্টোভ
কেউ কিনছে মাটির চুলা ও লাকড়ি।

একি অবস্থা আজ থেকে ২৫ বছর আগের চালচিত্র যেন।
অথচ বৈশ্বিক তাপমাত্রা কি আগের মত?

গ্রীন হাউজ ইফেক্ট এর জন্য বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং।
যেই আমরাই বিদ্যুৎ ছাড়া মাস ও পার করেছি সেই আমরাই এক রাত ও পার করতে পারিনা।

যেই পরিবারে শিশু,বৃদ্ধ,অসুস্থ রোগী আছে তাদের নাভিশ্বাস।
জেনারেটর এর তেল কিনবে?

কিভাবে?

আয় বাড়েনি এক টাকাও।

আই পি এস লাগাবে?

কিভাবে আয় বাড়েনি এক টাকাও।

চার্জার ফ্যান কিনবে?

কয়টা কিনবে?

এক পরিবারে কয়েক টাই লাগতে পারে।
সেটা কেনার সংগতি কজনের।

তাহলে রান্না বাদ
খাওয়া বাদ
ঘুমানো বাদ।

আমরা তাহলে কি করে প্রোডাক্টিভ হব?

কিভাবে উন্নয়ন এর দিকে এগিয়ে যাব?

পরিশ্রম কর বললেই তো হলনা

একটা মানুষ কে কাজের প্রোপার আউটপুট দিতে হলে দ্রব্য মূল্য ক্রয়সীমার মাঝে রাখতে হবে যাতে সে কিনতে পারে।

যেন তিন বেলা রেধে খেতে পারে জ্বালানীর ব্যাবস্থাও দিতে হবে।

রাতের যাতে একটু ঘুমোতে পারে সেটাও নিশ্চিত করতে হবে।

আউটপুট চাই জাপানিদের মত।

দেশের অবস্থা দক্ষিন সুদানের মত।(হয়ত তারাও আমাদের চেয়ে বেটার)

উন্নয়নশীল দেশের তকমা ঝেড়ে ফেলে মধ্যম আয়ের দেশ হওয়া কি এতই সোজা?

দেশের মানুষ এর মৌলিক চাহিদা নিশ্চিত না করতে পারলে কখনোই একে উন্নয়ন বলা যাবেনা।

কারন জনগণ এর জীবনযাত্রার মান ই গনতান্ত্রিক দেশের সর্বোচ্চ সূচক।

মাইন্সের কত শখ
24/10/2022

মাইন্সের কত শখ

19/10/2022

হুমায়ুন আহমেদ স্যারের এক লেখায় পড়েছিলাম

এক জনৈক নাস্তিক রীতিমতো অংক কষে প্রমাণ করে দিয়েছিল ঈশ্বর= জিরো।

এর কিছু দিন পরেই তার শরীরে অস্বাভাবিক গ্রোথ ধরা পড়ে যা ডক্টর রা ৯০% নিশ্চিত করে ক্যান্সার বলে।

নাস্তিক রীতিমতো আল্লাহর রাস্তায় চলে এলেন।
এবং সারা দিন মসজিদে পড়ে থাকা শুরু করলেন।

এরপর বায়োপসি তে দেখা গেল গ্রোথ টা নরমাল।

এরপর তিনি আবার নাস্তিক হয়ে গেলেন।

আবার ও অংক করে প্রমাণ করতে লাগলেন ঈশ্বর = জিরো।

ধর্মান্ধ রা ধর্ম কে ব্যাবহার করেন শুনি।

কিন্তু নাস্তিক রা সবচেয়ে বেশি ব্যাবহার করেন।

কারন ধর্ম আপনাকে দেবে নানা রেস্ট্রিকশন।

এই করা যাবেনা অই করা যাবেনা।

আর ধর্ম না মানার সুবিধে হল আপনি জাগতিক সব রকমের আস্বাদন করতে পারবেন।

কোন রেস্ট্রিকশন নাই।

আবার যখন খুশি যে ধরনের খুশি আইডিওলজি ব্যাবহার করতে পারেন।

যেখানে খুশি সেখানে যাইতে পারেন

যা ইচ্ছা খাইতে পারেন।

নৈতিকতা অনৈতিকতার বাছ বিচার না করেও জীবনাচরণ লিড করতে পারেন।

কারন নাস্তিক দের জীবনে শেষ বিচার বলে কোন শব্দ নেই।

অন্তর্যামী বলে কিছু নেই।

তাই গোপনে অথবা প্রকাশ্যে কোন পাপ কাজ করার বাধাও নেই।

কারো বিচারের সামনে দাঁড়াতে হবেনা এই ভয় ও নাই।

মোট কথা জাগতিক জীবনের সকল সুবিধা আদায় করা যাবে।

তাইলে ধর্ম কে হাতিয়ার কারা বানিয়েছে?

যে ধর্মে বিশ্বাসী

নাকি যে ধর্মের থোড়াই কেয়ার করেনা!

(বাই দা ওয়ে আমার মনে হয় আমাকে অনেকেই ধর্মান্ধ ভেবে মনে মনে গাল দেন আবার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করতেও লজ্জা পান তারা নিশ্চিন্তে করে দিতে পারেন।আমি কিছুই মনে করবনা)

©️তীর্থ নান্দী খায়ের

উড়ালের জন্মদিন  ১৪ তারিখ।ইচ্ছে ছিল একদম ছোট প্রোগ্রামের।এখন একটু একটু করে বড় হয়ে গেছে।উপস্থাপনা করবেন ফেরদৌস আরা বন্যা।
08/10/2022

উড়ালের জন্মদিন ১৪ তারিখ।
ইচ্ছে ছিল একদম ছোট প্রোগ্রামের।

এখন একটু একটু করে বড় হয়ে গেছে।

উপস্থাপনা করবেন ফেরদৌস আরা বন্যা।

যাবেন নাকি টাংগুয়ার হাওড়ে উড়ালের সাথে?
16/09/2022

যাবেন নাকি টাংগুয়ার হাওড়ে উড়ালের সাথে?

03/09/2022

নতুন নতুন রান্নার রেসেপি,মুভি রিভিউ,মা ও শিশুর যত্ন,বাগান করা, ঘর সাজানো,প্রতিভার চর্চা,গার্লস টুর সব কিছু মিলিয়ে পার্ফেক্ট কম্বো প্যাক আমাদের গ্রুপ।

জয়েন করুন আমাদের উড়ালপঙ্খী গ্রুপে।

রাঙামাটির ট্যুরটা অসাধারণ ছিলো....পরবর্তী ইভেন্টের জন্য চোখ রাখুন 🥰
28/05/2022

রাঙামাটির ট্যুরটা অসাধারণ ছিলো....

পরবর্তী ইভেন্টের জন্য চোখ রাখুন 🥰

চলছে উড়ালপঙ্খীর প্রথম গার্লস ট্যুর 🥰🥰🥰ট্যুর রাঙামাটি 😍😍😍
20/05/2022

চলছে উড়ালপঙ্খীর প্রথম গার্লস ট্যুর 🥰🥰🥰

ট্যুর রাঙামাটি 😍😍😍

14/05/2022
উড়ালপঙ্খীর প্রথম গার্লস ট্যুর আসছে রাঙামাটির লাল পাহারের দেশে 💃💃💃🎲 ট্যুর প্ল্যান১৯শে মে রাতের গাড়িতে আমরা রওনা করবো রাঙা...
13/05/2022

উড়ালপঙ্খীর প্রথম গার্লস ট্যুর আসছে রাঙামাটির লাল পাহারের দেশে 💃💃💃

🎲 ট্যুর প্ল্যান
১৯শে মে রাতের গাড়িতে আমরা রওনা করবো রাঙামাটির উদ্দেশ্যে। ২০শে সকালে আমরা হোটেলে চেক ইন করবো। নাস্তা করে বের হবো ভ্রমনে-

ভ্রমনে যা যা দেখবো-
🧶শুভ লং বড় ঝর্ণা
🧶ছোট ঝর্ণা
🧶নির্বান নগর বৌদ্ধ বিহার
🧶ট্রেডিশনাল ড্রেস মার্কেট
🧶জুম পাহাড়
🧶আদিবাসী গ্রাম
🧶(চাং পাং রেস্টুরেন্ট,তন্যাবি রেস্টুরেন্ট,পেদা তিং তিং,স্বর্গ ছেড়া) যে কোন একটি রেস্টুরেন্ট লাঞ্চ।
লাঞ্চ শেষে -
🧶ঝুলন্ত ব্রিজ
🧶পলোয়েল পার্ক
পলোয়েল পার্ক এ বিকেল এবং সন্ধাটা কাটিয়ে ব্যাক করবো।

পরদিন, মানে ২১শে মে আমরা রাঙামাটি শহর ঘুরবো। দুপুরে গোছগাছ এবং লাঞ্চ শেষ করে ১টার মধ্যে আমরা চিটাগং এর উদ্দেশ্যে রওনা করবো। চিটাগং এ ফয়েজ লেক বিকেল এবং সন্ধ্যা ঘুরে রাতের গাড়িতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ 🥰

🍜খাবার তালিকা-
🍲সকালের নাস্তা(২বেলা)- চিকেন খিচুড়ি, রুটি/পরোটা, সবজি।
🍲দুপুরের লাঞ্চ(২বেলা)- ট্র্যাডিশনাল লাঞ্চ (পেডা টিং টিং, জুম, বা হিল এন্ড হাই লাইভ কিচেন)

রাতের খাবার(২বেলা)- ভাত, মুরগী, ডাল, সবজি, ভর্তা।

প্যাকেজে যা যা থাকছে-

🍜সকালের নাস্তা
🏡ট্রেডিশনাল রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ
🍛রাতের খাবার
⛵টুরিস্ট বোট
🎟️সকল স্পটের এন্ট্রি টিকেট।
🏝️ফয়েজ লেক এন্ট্রি টিকেট
🚌ঢাকা-রাঙামাটি, চিটাগং-ঢাকা নন-এসি বাসের টিকেট
🚌রাঙামাটি-চিটাগং বাসের টিকেট
🏘হোটেল খরচ

আমরা যেই হোটেলে থাকছি- https://www.facebook.com/108431147999370/posts/317456163763533/

💸💸প্যাকেজ খরচ- জনপ্রতি ৭হাজার✅✅

❌❌প্যাকেজে থাকবেনা-❌❌

১. ব্যক্তিগত খরচ
২. যাত্রাবিরতি খাবার
৩. কায়াকিং ভ্রমণ

✅✅সাথে রাখবেন-
প্রয়োজনীয় ওষুধ এবং জাতীয় পরিচয়পত্র

বিকাশ পারসোনাল-(01675739872)
সোমবার দুপুর ১২ টায় রেজিষ্ট্রেশন ক্লোজ করা হবে⛔⛔⛔

চলুন একসাথে উড়ি উড়ালে 🥰🥰🥰

07/05/2022

উড়ালের লেডিস টুর ১৯-২০ তারিখ রাঙামাটি।

কে কে যেতে আগ্রহী।

কে কে এই চিন্তায় অস্থির
29/04/2022

কে কে এই চিন্তায় অস্থির

22/04/2022
উড়ালপংখী ট্রাভেল এজেন্সির টুর বেশি হয়নি।কারন শুরু থেকেই কোভিডের ছোবল।তাই ট্রাভেল একবার হবার পর আর হয়নাই।কিন্তু ছোটখাট এক...
01/02/2022

উড়ালপংখী ট্রাভেল এজেন্সির টুর বেশি হয়নি।
কারন শুরু থেকেই কোভিডের ছোবল।

তাই ট্রাভেল একবার হবার পর আর হয়নাই।

কিন্তু ছোটখাট একটা পিকনিক করতে চাই।

ঠিক ছোটবেলায় আমরা যেরকম জোলাপাতি খেলতাম।

লোকেশন নারায়ণগঞ্জ এই।

ছাদের উপর মাটির চুলা জ্বালায়ে রান্নাবান্না হবে।

লেদকা খিচুরী আর ডিম ভুনাই হোক না রেসেপি ক্ষতি কি।

বুড়াকালে জোলাভাতি খেলতে কারা কারা আগ্রহী

এখন কোন জায়গায় ঘুড়তে যেতে আগ্রহী?সেন্টমার্টিনসাজেককক্সবাজার!
31/01/2022

এখন কোন জায়গায় ঘুড়তে যেতে আগ্রহী?

সেন্টমার্টিন

সাজেক

কক্সবাজার!

ভ্রমণ করুন। মন ভাল রাখুন
29/01/2022

ভ্রমণ করুন।

মন ভাল রাখুন

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
02/12/2021

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমাদের সিলেটের ট্যুর..!
17/11/2021

আমাদের সিলেটের ট্যুর..!

উড়ালপঙ্খীর এডভাইজার তীর্থ আপু বিটিভিতে গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হয়ে তার সফলতার গল্প শুনাতে।নান্দীপাঠ ও পুস্কনীর পর আপু ...
16/11/2021

উড়ালপঙ্খীর এডভাইজার তীর্থ আপু বিটিভিতে গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হয়ে তার সফলতার গল্প শুনাতে।

নান্দীপাঠ ও পুস্কনীর পর আপু উড়াল এর সাথে আছেন।

কাজেই উড়ালের সাথে উড়াল দিতে কোন হ্যাজিটেট ফিল করবেন না।

সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই আরাম দায়ক টুর করানো হচ্ছে।

চোখে দেখা সুন্দর্য ছবিতে কখনোই আসে না।এই সুন্দর্য বুঝতে হলে সেখানেই যেতে হবে 💓💓
15/11/2021

চোখে দেখা সুন্দর্য ছবিতে কখনোই আসে না।
এই সুন্দর্য বুঝতে হলে সেখানেই যেতে হবে 💓💓

৪৫০০ টাকায় সাজেক টুর।শুধুমাত্র নারীদের নিয়ে।তিন রাত দুই দিন।যাবেন নাকি?সাথে থাকবে নারী গাইড।শুধু দুটো দিন নিজের জন্যে রা...
03/11/2021

৪৫০০ টাকায় সাজেক টুর।

শুধুমাত্র নারীদের নিয়ে।

তিন রাত দুই দিন।

যাবেন নাকি?

সাথে থাকবে নারী গাইড।

শুধু দুটো দিন নিজের জন্যে রাখুন।

কক্সবাজারে এখন কেউ যাবেন না
03/11/2021

কক্সবাজারে এখন কেউ যাবেন না

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে হত্যা মামলার আসামি করা নিয়ে শহরজুড়ে এমন অচ...

শুধু নারীদের নিয়ে  টুর হবে ডিসেম্বর এর প্রথম সপ্তাহে।আগ্রহী রা পেজে ইনবক্স করবেন স্থানঃ সাজেক সময় কাল ঃ ৩ রাত ২ দিন।প্যা...
02/11/2021

শুধু নারীদের নিয়ে টুর হবে

ডিসেম্বর এর প্রথম সপ্তাহে।

আগ্রহী রা পেজে ইনবক্স করবেন

স্থানঃ সাজেক

সময় কাল ঃ ৩ রাত ২ দিন।

প্যাকেজের মূল্য ঃ ৪৫০০ টাকা।

সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ ৪ রাত দিন ৩ দিন(দুই রাত জার্নিসহ)(  সাজেকে দুই রাত্রীযাপন)যোগাযোগ :0186151659901911055713✅ ভ্রমনে...
28/10/2021

সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ ৪ রাত দিন ৩ দিন(দুই রাত জার্নিসহ)( সাজেকে দুই রাত্রীযাপন)
যোগাযোগ :
01861516599
01911055713

✅ ভ্রমনের সময়ঃ ১৫-১৮ নভেম্বর (১৯ তারিখ ভোরে ঢাকায় থাকব)

✅ ভ্রমন খরচঃ ৳ ৭২০০/- জনপ্রতি (1 রুমে 4 জন; Non Ac Bus)
✅ ভ্রমন খরচঃ ৳ ৯২০০/- জনপ্রতি (1 রুমে 2 জন; Non Ac Bus)

০-৩ বছর বয়সী শিশু যারা সিট নেবেনা ও মায়ের সাথেই ফিড করে অথবা ব্রেস্ট ফিড করে তারা ফ্রি।

৩ - ৮ বছরের শিশুদের চার্জ আলোচনা সাপেক্ষে।

৯ + বাচ্চাদের এডাল্ট হিসেবে চার্জ ধরা হবে।

ট্যুর প্ল্যান
--------
✅Day 1 তারিখ রাত ১০.০০ টায় আরামবাগ/সায়েদাবাদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
(পথিমধ্যে পিক আপ পয়েন্ট চিটাগং রোড,সাইনবোর্ড)

✅Day 2 ভোর ৬টায় আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে চান্দের গাড়ি/জিপ করে আমরা রওনা হব সাজেকের দিকে।(আর্মিদের স্কট এর উপর নির্ভর করবে), দুপুরের মধ্যে সাজেকে চেক ইন।
এখানে রুইলুই পাড়াতে রিসোর্টে উঠব। মধ্যাহ্ন ভোজ (ব্যম্বো চিকেন) ও সাজেকের বিভিন্ন স্পট ঘুরব । রাতে বার বি কিউ ডিনার।

✅Day 3 সাজেকের কংলাক পাহাড় ,হ্যালিপ্যাড,স্টোন গার্ডেন দেখব।রাতে সাজেকে অবস্থান (যেহেতু ফ্যামিলি টুর অনেকে জার্নির ধকল সামলাতে পারেনা তাই এ রাত টা রেস্ট এর জন্যে,মুরুব্বীও শিশুদের নিয়ে যারা ভ্রমনে আগ্রহীদের বিশেষ অনুরোধ এ এই একদিন বর্ধিত করা হয়েছে)

Day 4 : সকালে নাস্তা করে ; নাস্তার পর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পৌঁছে মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বেরিয়ে পরবো খাগড়াছড়ির বিভিন্ন স্পটে ।
১) রিসাং র্ঝনা
২) আলুটিলা গুহা
৪) জেলা পরিষদ পার্ক।

খাবার মেন্যু

যেদিন রাতে রওনা হব তার পরের দিন থেকে খাওয়া শুরু।
==============
→২য়দিনের খাবার
❑ সকালের নাস্তা: রুটি, ভাজি, ডিম।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, ব্যাম্বো চিকেন,ভর্তা, ডাল ।
❑ রাতের খাবার: বার বি কিউ ডিনার ।

→ ৩য় দিনের খাবার
❑ সকালের নাস্তা: ডিম খিচুড়ি।
❑ দুপুরের খাবার: সাদা ভাত, হাঁস/মুরগি/ গরু, ভাজি ডাল।
❑ রাতের খাবার: সাদা ভাত, সবজি ,ভর্তা, হাঁস/মুরগি/ গরু , ডাল।

৪ র্থ দিনের খাবার

√ সকালের নাস্তাঃ রুটি,ভাজি,ডিম।

দুপুরের নাস্তাঃ সাদা ভাত,সবজি,হাঁস/মুরগী/গরু, ডাল।

মোট ৮ বেলার মিল।

✅ সাইটসিং

→ রুইলুই পাড়া
হ্যালি প্যাড
কংলাক পাহাড়
ঝুলন্ত ব্রিজ
আলুটিলা গুহা
রিসাং র্ঝনা।
জেলা পরিষদ পার্ক।

❐যা যা থাকছে ভ্রমণের এর মধ্যে
১) ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাসের টিকেট
২) ২ রাত দুই দিন সাজেকে থাকার খরচ ও ৮ বেলা খাবার।
৪) চাঁদের গাড়ি
৫) Bar-B-Q
৬) সকল প্রকার প্রবেশ ফি
৭) অভিজ্ঞ গাইড

যা যা ভ্রমণের মধ্যে থাকছে না
১) বাসের যাত্রা বিরতির খাবার
২) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৩) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ
৪) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধ , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে অনাকাঙ্ক্ষিত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
৫) কোনো ঔষধ
৬) কোনো ব্যক্তিগত খরচ
কনফার্ম করার শেষ তারিখঃ- ৭ নভেম্বর (আসন ফাকা থাকা সাপেক্ষে বর্ধিত হতে পারে।আসন সংখ্যা ৩৪।

বিঃদ্রঃ মেয়েদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বাসের আসন ও রুম পলিসি টাকা জমার সিরিয়াল অনুযায়ী বন্টন করা হবে।

বুকিং পলিসিঃ- ৫০% টাকা (অফেরত যোগ্য) দিয়ে আপনার প্যাকেজ নিশ্চিত করতে হবে এবং বাকী টাকা ট্যুরের দিন সকালে প্রদান করতে হবে।
বিকাশঃ

01671415120
01861516599
01911055713

(বিকাশ করে রেফারেন্স এ টুর শব্দ টি লিখে দেবেন।
পরবর্তীতে পেজে মেসেজ দিয়ে লাস্ট ডিজিট জানিয়ে দিলে একটি চ্যাট গ্রুপে এড করে দেয়া হবে।

যেখানে আপনারা সমস্ত সুবিধা অসুবিধা জানাতে পারবেন।)

উল্লেখ্যঃ সাথে রবি ও টেলিটক সিম নিতে হবে কারন সেখানে অন্য কোন সিম এর নেটওয়ার্ক পাওয়া যায়না।

গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/399516651642603/

ডাকছে সাজেক
26/10/2021

ডাকছে সাজেক

নিঃসঙ্গতার আলাদা সৌন্দর্য্য আছে
25/10/2021

নিঃসঙ্গতার আলাদা সৌন্দর্য্য আছে

তুমি বরুনা হলে  হব আমি সুনীলতুমি পাহাড় হলে হব শংখচিলতুমি নদী হলে হব আমি জলতুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
24/10/2021

তুমি বরুনা হলে হব আমি সুনীল
তুমি পাহাড় হলে হব শংখচিল

তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল

সমুদ্রের কাছে গিয়ে সবাইকেই মনের ময়লা বিসর্জন দেয়া উচিত।
20/10/2021

সমুদ্রের কাছে গিয়ে সবাইকেই মনের ময়লা বিসর্জন দেয়া উচিত।

আবু ফাহাদ ভাই ও তার ছেলের অদ্ভুত সুন্দর ছবি।
16/10/2021

আবু ফাহাদ ভাই ও তার ছেলের অদ্ভুত সুন্দর ছবি।

এই জায়গাটির নাম যে বলতে পারবে তাকে ইন্সট্যান্ট মোবাইল রিচার্জ করব।
14/10/2021

এই জায়গাটির নাম যে বলতে পারবে

তাকে ইন্সট্যান্ট মোবাইল রিচার্জ করব।

মন মোর মেঘেরো সংগী উড়ে চলে দিগ দিগন্ত এরো পানে।
14/10/2021

মন মোর মেঘেরো সংগী
উড়ে চলে দিগ দিগন্ত এরো পানে।

12/10/2021

উড়ালপংখীর সাথে আসেন উড়াল দেই।

তুমি ছুঁয়ে দিলে মনআমি উড়ব আজীবন
12/10/2021

তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়ব আজীবন

নভেম্বর এর দ্বিতীয় সপ্তাহে সাজেক টুর দিতেই হচ্ছে।নেব ৩৬ সিটের বাস।এডমিন মডারেটর তিন জন যাবে।আগ্রহী যারা নক দিয়েছেন গুনে ...
11/10/2021

নভেম্বর এর দ্বিতীয় সপ্তাহে সাজেক টুর দিতেই হচ্ছে।

নেব ৩৬ সিটের বাস।

এডমিন মডারেটর তিন জন যাবে।

আগ্রহী যারা নক দিয়েছেন গুনে দেখলাম ২৮/২৯ জন অলমোস্ট হয়ে গেছে।

বাজেট আমরা অক্টোবর এর ২২/২৩ তারিখে দিয়ে দেব

দেব বিস্তারিত টুর প্ল্যান।

তবে আপনাদের কাছে পরামর্শ চাই।

আপনারা দুই রাত তিন দিনের টুর চান।

নাকি তিন রাত,চার দিনের??

11/10/2021

তুমি কি বল আসবে?

Address

07
Narayanganj

Telephone

+8801675739872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uralpankhi-উড়ালপঙ্খী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uralpankhi-উড়ালপঙ্খী:

Share


Other Narayanganj travel agencies

Show All