26/10/2022
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে।
আব্দুল আলীমের গাওয়া এই বিখ্যাত গানের লাইন গুলা এখন আমরা আর কোথাও পাইনা।
আসলেই আমার দেশের মত দেশ নাই।
সারা রাত বিদ্যুৎ নাই
গ্যাস নাই
পানি নাই
রান্নার ব্যাবস্থা নাই
বাজারে পণ্যের দাম স্থিতিশীল নাই
নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবন দূর্বিষহ।
কিছুদিন আগেও আমাদের এত খারাপ অবস্থা ছিলনা।হটাৎ করে দেশের অবস্থা হটাৎ ই নাজুক হয়ে গেল।
গ্যাসের তীব্র সংকট। এক বেলাও রান্না করা যাচ্ছেনা।
ইনডাকশন,রাইস কুকার ইত্যাদি দিয়ে মানুষ চালাচ্ছে।
কিনছে সিলিন্ডার গ্যাস
কিনছে স্টোভ
কেউ কিনছে মাটির চুলা ও লাকড়ি।
একি অবস্থা আজ থেকে ২৫ বছর আগের চালচিত্র যেন।
অথচ বৈশ্বিক তাপমাত্রা কি আগের মত?
গ্রীন হাউজ ইফেক্ট এর জন্য বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং।
যেই আমরাই বিদ্যুৎ ছাড়া মাস ও পার করেছি সেই আমরাই এক রাত ও পার করতে পারিনা।
যেই পরিবারে শিশু,বৃদ্ধ,অসুস্থ রোগী আছে তাদের নাভিশ্বাস।
জেনারেটর এর তেল কিনবে?
কিভাবে?
আয় বাড়েনি এক টাকাও।
আই পি এস লাগাবে?
কিভাবে আয় বাড়েনি এক টাকাও।
চার্জার ফ্যান কিনবে?
কয়টা কিনবে?
এক পরিবারে কয়েক টাই লাগতে পারে।
সেটা কেনার সংগতি কজনের।
তাহলে রান্না বাদ
খাওয়া বাদ
ঘুমানো বাদ।
আমরা তাহলে কি করে প্রোডাক্টিভ হব?
কিভাবে উন্নয়ন এর দিকে এগিয়ে যাব?
পরিশ্রম কর বললেই তো হলনা
একটা মানুষ কে কাজের প্রোপার আউটপুট দিতে হলে দ্রব্য মূল্য ক্রয়সীমার মাঝে রাখতে হবে যাতে সে কিনতে পারে।
যেন তিন বেলা রেধে খেতে পারে জ্বালানীর ব্যাবস্থাও দিতে হবে।
রাতের যাতে একটু ঘুমোতে পারে সেটাও নিশ্চিত করতে হবে।
আউটপুট চাই জাপানিদের মত।
দেশের অবস্থা দক্ষিন সুদানের মত।(হয়ত তারাও আমাদের চেয়ে বেটার)
উন্নয়নশীল দেশের তকমা ঝেড়ে ফেলে মধ্যম আয়ের দেশ হওয়া কি এতই সোজা?
দেশের মানুষ এর মৌলিক চাহিদা নিশ্চিত না করতে পারলে কখনোই একে উন্নয়ন বলা যাবেনা।
কারন জনগণ এর জীবনযাত্রার মান ই গনতান্ত্রিক দেশের সর্বোচ্চ সূচক।