11/10/2022
#বাংলাদেশে বছরের কোন সময়টা বেড়াতে যাবার সবচেয়ে উপযোগী?
আমার মতে বাংলাদেশে বেড়ানোর সবচেয়ে ভালো সময় সেপ্টেম্বর - অক্টোবর - নভেম্বর মাস অর্থ্যাৎ বর্ষার শেষে আর শীতের শুরুতে। পুরো শীতে অতিরিক্ত জনসংখ্যার চাপ থাকে সব বেড়ানোর জায়গায়। শীতে সবুজ কমে যায় এবং বৃষ্টির অভাবে ধূলায় চারপাশ ছেয়ে যায়। অনেকে শীতে বেড়ানো সুবিধাজনক মনে করলেও আমার তা মনে হয় না। বর্ষার পরে ধূলা বিহীন সবুজ প্রকৃতি দেখাটাই আমার কাছে আদর্শ বেড়ানোর সময়। শীতে বেড়াতে গিয়ে বাড়তি পোশাক বহন করাও বিরক্তিকর লাগে। তুমুল বর্ষায় দেশের রাস্তা বেড়ানোর উপযোগী থাকে না। গ্রীষ্মের গরমে ঘেমে বেড়াতে যাবার ব্যাপারে নিশ্চয় বাড়তি কিছু বলতে হবে না!