Narayanganj Local Passport Office -নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Narayanganj Local Passport Office -নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

Narayanganj Local Passport Office -নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ই-পাসপোর্ট ও পাসপোর্টের ভুল সংশোধনের আবেদন।
ভোটার আইডি ও জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধনের কাজ করা হয়।
(1)

পাসপোর্ট সলিউশন বিডি"পাসপোর্ট সলিউশন বিডি" বাংলাদেশী পার্সপোর্ট সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান কল্পে সরকারী বিধি মোতাবেক...
23/11/2023

পাসপোর্ট সলিউশন বিডি
"পাসপোর্ট সলিউশন বিডি" বাংলাদেশী পার্সপোর্ট সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান কল্পে সরকারী বিধি মোতাবেক পূর্ণ আস্থার সাথে দীর্ঘ বছর যাবৎ আমরা আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের সুবিধার্থে এখন আমরা অনলাইন ভিত্তিক সার্ভিসও চালু করেছি । আমরা শুরু থেকেই আমাদের সকল সেবায় পরিপূর্ণ আস্থা ও বিশ্বস্ততার সাথে নিশ্চয়তা দিয়ে আসছি। আমাদের মূল উদ্দেশ্যই হলো আপনাদের সর্বোত্তম সার্ভিস নিশ্চিত করা ।বিস্তারিত তথ্যের জন্য মেসেজ করুন.

Assalamu AlaikumMrp to E-passport corrects passport mistakes in no time.                          ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆  ...
21/11/2023

Assalamu Alaikum
Mrp to E-passport corrects passport mistakes in no time.
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
Contact inbox for more information
Call- 01781520271

আমরা জন্মনিবন্ধন ও পাসপোর্ট ত্রর সকল ধরনের কাজ করে থাকি।
13/11/2023

আমরা জন্মনিবন্ধন ও পাসপোর্ট ত্রর সকল ধরনের কাজ করে থাকি।

Assalamu Alaikum Mrp to E-passport এর পাসপোর্ট এর ভুল সংশোধন করানো হয় অল্প সময়ে।                          ◆━━━━━━━▣✦▣━━━...
09/11/2023

Assalamu Alaikum
Mrp to E-passport এর পাসপোর্ট এর ভুল সংশোধন করানো হয় অল্প সময়ে।
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

১/ আমরা নতুন জন্মনিবন্ধন ও জন্মনিবন্ধন সংশোধন। ২/ নতুন পাসপোর্ট ও পাসপোর্টের যে কোনো ভূল সংশোধন ও পাসপো রিউনু করে থাকি ক...
08/11/2023

১/ আমরা নতুন জন্মনিবন্ধন ও জন্মনিবন্ধন সংশোধন।
২/ নতুন পাসপোর্ট ও পাসপোর্টের যে কোনো ভূল সংশোধন ও পাসপো রিউনু করে থাকি কোনো ঝামেলা ছাড়া।
৩/ এবং অইডি কাড সংশোধন করে থাকি |

আমরা অনলােইনের সব ধরনের কাজ করে থাকি।
07/11/2023

আমরা অনলােইনের সব ধরনের কাজ করে থাকি।

E-passport                       E-passport  সম্পর্কিত অভিজ্ঞতা এবং তার বিস্তারিত আলোচনা।  চেষ্টা করবো সকল খুটিনাটি  বিষ...
06/11/2023

E-passport
E-passport সম্পর্কিত অভিজ্ঞতা এবং তার বিস্তারিত আলোচনা। চেষ্টা করবো সকল খুটিনাটি বিষয় তুলে ধরার জন্যে। কোন কিছু বাদ পড়ে গেলে অথবা জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবো উত্তর দেয়ার
🔴 Topic 1 : Online Registration
🔵 আগের MRP পাসপোর্টের মতো e-passport এর ক্ষেত্রে হাতে লেখা এপ্লিকেশন গ্রহনযোগ্য নয়। তাই আপনাকে epassport এর www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফরম ফিল আপ করতে হবে।
এটি খুবই সহজ যা আপনি নিজেই করতে পারবেন। তাই অযথা দোকানে গিয়ে ৩০০/৪০০ টাকা খরচ করার মানে হবে না। যদি একান্ত নাই পারেন তবে সাহায্য নিন কোন অভিজ্ঞ লোকের। কোন ভাবে ভুলও করা চলবে না। একটু সর্তক হতে হবে।
🔵 সকল তথ্য আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা NID Card অনুসারে দিবেন। NID যদি নির্ভুল হয় তবেই ওখানে যা থাকবে তাই হুবুহু application form এ ফিল আপ করবেন।
🔵 NID তে ভুল থাকলে তা আগারগাঁও ভোটার অফিসে গিয়ে ঠিক করে নিন। বেশি সময় লাগবে না আসা করি। তারপর E-passport এ সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন।
🔵 NID অনলাইন কপি গ্রহনযোগ্য নয়। তাই আগারগাঁও অথবা আপনার এলাকার ভোটার অফিসে গিয়ে বলুন ওরা আপনাকে অস্থায়ী NID প্রদান করবে
🔵 ভোটার স্লিপ হারিয়ে গেলে থানায় জিডি করুন। এবং জিডির কপি ভোটার অফিসে নিয়ে যান NID পেয়ে যাবেন
🔵 NID card থাকলে Birth certificate লাগবে না
🔴 Topic 2 - Old Passport Holder
🔵 যদি আগের পাসপোর্ট থাকে এবং সেখানে যদি ভুল থাকে তাহলে E-passport এ ভুল সংশোধন করে সঠিক তথ্যটি Application form এ দিন। অর্থাৎ আপনি নতুন পাসপোর্টে ভুল সংশোধন করতে পারবেন।
🔵 তবে Permanent Address সঠিক করতে চাইলে Police clearance certificate এর প্রয়োজন পড়তে পারে।
🔵 Present Address পরিবর্তনে কোনো বাধা নেই। এতে কোন নিয়মনিতির প্রয়োজন হবে না। আপনি স্বাধীন ।
🔵 Signature পরিবর্তন করতে পারবেন
🔵 বাবা মায়ের নাম ভুল থাকলে পরিবর্তন করতে পারবেন
🔵 হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্যে থানায় জিডি করুন এবং জিডির অরজিনাল ও ফটোকপি সাথে নিয়ে যাবেন
🔵 পাসপোর্টের মেয়াদ শেষ হয়নি তবে E-passport নিবেন সেটাও সম্ভব।
তবে Reason For reissue তে ফর্মে conversion To E-passport select করুন
🔴 Topic 3 - New passport issue
🔵 এক্ষেত্রে আপনাকে NID/Bith Certificate নিতে হবে
🔵 NID না থাকলে অথবা ১৮ বছরের নিচে হলে বাবা মায়ের NID লাগবে
🔵 খেয়াল রাখবেন বাবা মায়ের NID এর সাথে যেন আপনার Birth certificate এর তথ্য ঠিক থাকে। না থাকলে আগে ঠিক করুন
🔵 Police clearance certificate লাগবে
police verification হবে
🔵 Application এ সব তথ্য আপনার সকল সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিন। মনে রাখবেন আপনার পাসপোর্টের সাথে আপনার বাবা মায়ের তথ্য ভুল থাকলে ভবিষ্যতে তাদের বিদেশ নিয়ে যেতে সমস্যায় পরবেন ।
🔴 যা যা সাথে নিবেন
🔴 New passport holder
1. NID/Birth certificate ORGINAL + Copy
2. Pre-police clearance certificate
3. Bank Payment slip main
4. Electricity/utility bill copy for present address ( অনেক সময় প্রয়োজন হয়)
5. Students/Job ID copy (not mandatory but carry it)
6. Parents NID copy
7. Under 6 years old শিশুদের জন্যে পাসপোর্ট সাইজ ছবি তুলে নিয়ে যেতে হবে (মাথা শরীর সোজা রেখে ছবি তুলবেন নয়তো আবার তোলাবে)
🔴 Topic 6- Bank payment
🔷 ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank
এই ব্যাংক গুলোতে টাকা জমা দিতে পারবেন
🔷 টাকা জমা দেয়ার পর আপনাকে একটি online copy দিবে। সেখানে paymen id and details থাকবে ওটা application form এ লিখুন
🔷 Payment Slip টি আঠা দিয়ে application form এর উপর লাগাতে হবে
🔴 NOTICE
1. প্রতিদিন ২০০ জনকে Appointment (ছবি তোলার তারিখ) দেয়া হয়।
2. আপনি অন্তত ২ মাস আগে Application fillup না করলে কখনোই date পাবেন না বলে মনে করতে পারেন ।
3.যদি না পেয়ে থাকেন তাহলে emergency passport করুন।
নয়তবা প্রতিদিন অনেক মানুষ Application form জমা দেয় না। আপনি passport অফিসে গিয়ে সিরিয়াল দেয়ার জন্যে বসে থাকা সেনাদের রিকোয়েস্ট করুন সিরিয়াল পেলেও পেতে পারেন। ভাগ্য
4. Application Form এ যেকোন ভুল হলে ৪০১ নং রুমে গিয়ে ঠিক করতে পারবেন। ভয়ের কারন নেই
5. আপনার appointment সময় হতে ২ ঘন্টা আগে Passport office এ চলে যান. সেখানে আর্মি সেনারা আপনাকে সিরিয়াল নাম্বার দিবে। সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে হবে
6. NID Smart card সাথে রাখবেন । প্রয়োজন হয়
7. আপনার ভুল গুলো কোথায় কোথায় তা ৪০১ নং রুমে দেখিয়ে দিন। উনারা মার্ক করে সিল দিয়ে দিল তারপর ছবি তোলার সময় ৪০৩ নং রুমে গিয়ে বলুন ওরা ঠিক করে দিবে
8. সাদা বা হালকা রঙের কাপড় অথবা কার্টুন আকা অতি কাজ করা কাপড় পরবেন না
9. এখানে কোন দালাল নেই। তাই আপনার নিজের কাজ আপনাকেই করতে হবে
10. ঢাকা মেট্রো ভোটার বাদে অন্য কোন অঞ্চলের লোক E-passport করতে পারবেন না আপাতত। তাই ভুলেও ঢাকায় এসে e-passport করার চেষ্টা করবেন না।
11. একবার এপ্লিকেশন ফর্ম online submission করে ফেললে আর Edit করতে পারবেন না। আবার নতুন করে করতেও পারবেন না। আপনার ঔ id টি block submission এ পড়ে যাবে। তাই বার বার চেক করে তারপর online এ submit বাটনটি ক্লিক করুন। আর ভুল হয়েই গেলে ৪০১ নং রুমে যান। ঠিক করে দিবে ।
12. Email id তে verification code আসতে অনেক সময় দেরি হয়। সেক্ষেত্রে gmail তা Spam মনে করে mail গ্রহন করে না।
অপেক্ষা করুন নয়তবা অন্য কোন ডিভাইসে Email login করে চেষ্টা করুন আসবে।
11. খেয়াল করবেন print out করার পর application Form এর ১ম পৃষ্ঠার নিচে যেন বড় Bar code টি থাকে নয়-তোবা তা reject করে দিতে পারে.

❐ নাম,পিতা-মাতার নাম সংশোধন❐ সম্পূর্ণ তথ্য পরিবর্তন (mrp to e-passport)❐ mrp to e-passport  ২ দিনে।❐ Backed Verification...
05/11/2023

❐ নাম,পিতা-মাতার নাম সংশোধন
❐ সম্পূর্ণ তথ্য পরিবর্তন (mrp to e-passport)
❐ mrp to e-passport ২ দিনে।
❐ Backed Verification ক্লিয়ার ১দিনে
❐ Mrp to Mrp ৩০ দিনে।
❐ স্পাউস নাম, বয়স সংশোধন করতে চাইলে,ইনবক্সে যোগাযোগ করুন।।
Whatsapp Number-01781520271
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

★আগে কাজ বুঝে নিয়ে অর্থ পরিশোধ করুন।(শুধুমাত্র পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে)★এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ২৪ ঘন্টায় ড...
01/11/2023

★আগে কাজ বুঝে নিয়ে অর্থ পরিশোধ করুন।
(শুধুমাত্র পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে)
★এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ২৪ ঘন্টায় ডেলিভারি।
◆ একদিনেই জমা
◆ এমআরপি টু এমআরপি
★নাম, বাবা ও মায়ের নামের বানান ভুল
কারেকশন করে ই পাসপোর্ট ( এন আই ডি বাধ্যতামূলক )
★বয়স কারেকশন ( এন আই ডিতে সঠিক থাকতে হবে )
★ উত্তরা ঢাকা।
★শুধুমাত্র প্রকৃত আগ্রহীগন ইনবক্স করুন।

Assalamu Alaikum   রিউনু পাসপোর্ট ও নতুন পাসপোর্ট এর প্রসেসিং করা হয়।                (লাইনে দাঁড়ানোর  ঝামেলা ছাড়া)     ...
31/10/2023

Assalamu Alaikum
রিউনু পাসপোর্ট ও নতুন পাসপোর্ট এর প্রসেসিং করা হয়।
(লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়া)
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781-520271

এমআরপি টু ই-পাসপোর্ট সংশোধন নিয়ে যে কোন সমস্যা জানার থাকলে প্রশ্ন করতে পারেন,  আমাদের Page  থেকে উত্তর দিয়ে সহযোগিতা ক...
30/10/2023

এমআরপি টু ই-পাসপোর্ট সংশোধন নিয়ে যে কোন সমস্যা জানার থাকলে প্রশ্ন করতে পারেন, আমাদের Page থেকে উত্তর দিয়ে সহযোগিতা করব। ইনশাআল্লাহ

পাসপোর্ট বিষয়ক কোনো সমস্যা থাকলে আমাদের হেল্প নিতে পারেন।
28/10/2023

পাসপোর্ট বিষয়ক কোনো সমস্যা থাকলে আমাদের হেল্প নিতে পারেন।

পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবেপ্রয়োজনীয় কাগজপত্র:১। আবেদনপত্রের ...
26/10/2023

পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি(ঐচ্ছিক )
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781-520271

Assalamu Alaikum📢পাসপোর্ট সংশোধন 📢পাসপোর্ট সংশোধন✅পাসপোর্ট ইনস্ট্যান্ট ও সুপারফাস্ট ডেলিভারী।✅স্থায়ী এবং সরকার অনুমোদিত...
24/10/2023

Assalamu Alaikum
📢পাসপোর্ট সংশোধন 📢পাসপোর্ট সংশোধন

✅পাসপোর্ট ইনস্ট্যান্ট ও সুপারফাস্ট ডেলিভারী।
✅স্থায়ী এবং সরকার অনুমোদিত অফিস আমাদের।
✅ ১০০% নিশ্চয়তা যে কোনো লেনদেনে।
✅ সাশ্রয়ী রেট এবং দ্রুত সেবা পাবেন ইনশাল্লাহ।
✅ প্রতারণা এড়াতে,অফিস থেকে লেনদেন করুন।

🫵 MRP to e-Passport কারেকশন করা হয়
🫵 হারানো পাসপোর্ট জমা
🫵 বয়স সংশোধন
🫵 নতুন আবেদন ও জমা
🫵 রিনিউ সহ বই ডেলিভারি
🫵 পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন।
☎ 01781520271

✅ঢাকার বাহির থেকে যারা পাসপোর্ট করবেন
✅ তাদের পাসপোর্ট হোম ডেলিভারি দেয়া হবে

🫵Bekend ভেরিফিকেশন সমাধান
🫵মামলা জনিত পাসপোর্ট রিপোর্ট সমাধান
☎01781520271 call

🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
01781520271

⿡ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271

যেকোনো সার্ভিস দিতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন- 01781520271

#পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন #স্পাউস_পরিবর্তন #বাবা_মায়ের_নাম_পরিবর্তন

Assalamu Alaikumপাসপোর্ট রিউনু এবং ভুল সংশোধন করা হয়। ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆                 ◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগায...
14/10/2023

Assalamu Alaikum
পাসপোর্ট রিউনু এবং ভুল সংশোধন করা হয়।

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781-520271

Assalamu Alaikum আপনি কী পাসপোর্ট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন অল্প সময় ও অল্প খরচে আমরা আপনার পাসপোর্ট প্রসেসি...
13/10/2023

Assalamu Alaikum
আপনি কী পাসপোর্ট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন অল্প সময় ও অল্প খরচে আমরা আপনার পাসপোর্ট প্রসেসিং করে দিবো। পুলিশ ভেরিফিকেশন সহ।
এবং আমরা কোনো ঝামেলা ছাড়া পাসপোর্ট এর ভুল সংশোধন করে থাকি। যতই জটিল সমস্যা হয়ে থাকুক আমরা সমস্যার সমাধান করে থাকি।

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781-520271

Assalamu Alaikumআমরা নতুন ও রিউনু পাসপোর্ট করে থাকি। যোগাযোগ - 01781-520271
10/10/2023

Assalamu Alaikum
আমরা নতুন ও রিউনু পাসপোর্ট করে থাকি।
যোগাযোগ - 01781-520271

Assalamu Alaikumআমি আজকে অরেকটি পাসপোর্ট সংশোধন করলাম কোনো ঝামেলা ছাড়া এবং অল্প সময়ে।ওনার পাসপোর্ট এ ৩ বছর ও মায়ের নাম প...
08/10/2023

Assalamu Alaikum
আমি আজকে অরেকটি পাসপোর্ট সংশোধন করলাম কোনো ঝামেলা ছাড়া এবং অল্প সময়ে।
ওনার পাসপোর্ট এ ৩ বছর ও মায়ের নাম পুরো চেঞ্জ হয়েছে। এবং ওনার পাসপোর্ট ওনার হাতে হস্তান্তর করা হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত কোন কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা পেইজের মেসেজ বক্সে গিয়ে মেসেজ করুন। ইনশাআল্লাহ আমরা আপনার কাজ টা সুন্দর ভাবে করে দিবো কোনো ঝামেলা ছাড়া এবং অল্প সময়ে।

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

🔲পাসপোর্টের যে কোন ভুল ২ দিনে সংশোধন করা হয়।🔲পাসপোর্টের বয়স(১-২০বছর) সংশোধন করা হয়।🔲যোগাযোগ-01781520271🔲Whatsapp Number-...
05/10/2023

🔲পাসপোর্টের যে কোন ভুল ২ দিনে সংশোধন করা হয়।
🔲পাসপোর্টের বয়স(১-২০বছর) সংশোধন করা হয়।
🔲যোগাযোগ-01781520271
🔲Whatsapp Number-01781520271
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

🔲ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট করা হয়।🔲 যোগাযোগ - 01781520271            ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆               ...
04/10/2023

🔲ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট করা হয়।
🔲 যোগাযোগ - 01781520271

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

Assalamu Alaikumআপনারা অনেকেই পাসপোর্ট  রিউনু করতে চান কিন্তু নিজের নাম বয়স অথবা বাবা-মায়ের নামের ভুলের কারনে চিন্তায় আছ...
03/10/2023

Assalamu Alaikum
আপনারা অনেকেই পাসপোর্ট রিউনু করতে চান কিন্তু নিজের নাম বয়স অথবা বাবা-মায়ের নামের ভুলের কারনে চিন্তায় আছেন। আমরা কোনো ঝামেলা ছাড়াই নিখুত ভাবে ভুল সংশোধন করে থাকি। আপনি যদি ভুল সংশোধন করে পাসপোর্ট করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করুন। আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ইনশাআল্লাহ আপনার লিখা সমস্যার সমাধান লিখে রিপ্লে দিবো ইনশাআল্লাহ।

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

আপনি কী নতুন পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তায় আছেন। তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার পুলিশ ভেরিফিকেশন ...
02/10/2023

আপনি কী নতুন পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তায় আছেন। তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার পুলিশ ভেরিফিকেশন সহ(ভিআইপি) এর মাধ্যমে লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা ছাড়া অতি শীঘ্রই আপনার পাসর্পোট এর কাজটি সম্পন্ন করে দিবো ইনশাআল্লাহ।
এবং,রিউনু পাসপোর্ট এর নিজের নাম,বাবা-মা নাম বয়স সংশোধন এর কাজ করে থাকি কোনো ঝামেলা ছাড়া।

◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

Assalamu Alaikum আপনি কী পাসপোর্ট করা নিয়ে চিন্তিত। পাসপোর্ট করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে কোনো ঝামেলা ছাড়া ...
27/09/2023

Assalamu Alaikum

আপনি কী পাসপোর্ট করা নিয়ে চিন্তিত।
পাসপোর্ট করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে কোনো ঝামেলা ছাড়া পাসপোর্ট বানাতে সাহায্য করবো ইনশাআল্লাহ।
আপনার পাসপোর্টের যে কেনো সমস্যার সমাধান করে দিবো। এবং নতুন বা রিউনু পাসপোর্ট করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি।
Mobile Namber - 01781528271
What'sapp Namber -01781520271
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

আপনি কী নতুন  বা পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন তাহলে নিছে দেওয়া নাম্বারে কল করুন। অথবা whatsapp এ মেসেজ করুন। ই- পাসপোর্ট ...
25/09/2023

আপনি কী নতুন বা পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন তাহলে নিছে দেওয়া নাম্বারে কল করুন। অথবা whatsapp এ মেসেজ করুন।
ই- পাসপোর্ট সম্পর্কে কোনো তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।(ধন্যবাদ)
মোবাইল-01781520271
Whatsapp Namber-01781520271

🔲★পাসপোর্ট নিয়ে অবহেলা নয়ঃ★★*[]*অনেক প্রবাসী ভাই বোন পাসপোর্ট বা পাসপোর্টের মেয়াদ নিয়ে সচেতন থাকেন না। অথচ এই পাসপোর্ট ছ...
24/09/2023

🔲★পাসপোর্ট নিয়ে অবহেলা নয়ঃ★★*[]*
অনেক প্রবাসী ভাই বোন পাসপোর্ট বা পাসপোর্টের মেয়াদ নিয়ে সচেতন থাকেন না। অথচ এই পাসপোর্ট ছাড়া তার বিদেশযাত্রা কিংবা বিদেশে অবস্থান করা কঠিন। পাসপোর্টবিহীন কোন দেশে অবস্থান করলে আইনগত জটিলতাসহ শাস্তির মুখোমুখিও হতে হয়।
৪ থেকে ৬ মাসের লম্বা ছুটি নিয়ে দেশে আসলেও পাসপোর্টের মেয়াদ বাড়ানো নিয়ে কোন চিন্তা নেই। বিদেশ যাওয়ার সময় মনে পড়ে মেয়াদ তো শেষ। তাই দেশে আসলে আগে পাসপোর্ট নবায়ন করুন । যদি কম সময়ের ছুটিতে আসেন, তবে ছুটিতে আসার আগেই দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিন।
৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ যেতে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকার কথা বলা হয়। আরও বলা হয়, যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করতে।
তবে করোনা পরিস্থিতিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম সীমিত/বন্ধ থাকায় অনেকের বিদেশ যাত্রায় জটিলতা সৃষ্টি হয়। এ কারণে যাদের বৈধ ভিসা আছে, ছুটিতে এসেছেন তারা পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলেও বিদেশ যেতে পারবেন।
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবেপ্রয়োজনীয় কাগজপত্র:১। আবেদনপত্রের ...
21/09/2023

পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি(ঐচ্ছিক )
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾অরো তথ্য জানতে ইনবক্সে যোগাযোগকরুন◾
কল করুন- 01781520271

লাইনে দাড়ানোর ঝামেলা ছাড়া  নতুন পাসপোর্ট ও পাসপোর্ট রিনিউ করা হয়।Hotline: 01781520271ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:L...
20/09/2023

লাইনে দাড়ানোর ঝামেলা ছাড়া নতুন পাসপোর্ট ও
পাসপোর্ট রিনিউ করা হয়।
Hotline: 01781520271
ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 09-20-2023
১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে

পাসপোর্ট এর ভুল সংশোধন করুন মাত্র দুই দিনে। -520271
19/09/2023

পাসপোর্ট এর ভুল সংশোধন করুন মাত্র দুই দিনে।
-520271

Tahsan at EPP office.   Note: This is an unofficial page.
18/09/2023

Tahsan at EPP office.
Note: This is an unofficial page.

লাইনে দাড়ানোর ঝামেলা ছাড়া ৭ দিনে নতুন পাসপোর্ট ও2 দিনে পাসপোর্ট রিনিউ করা হয়।Hotline: 01781520271
18/09/2023

লাইনে দাড়ানোর ঝামেলা ছাড়া ৭ দিনে নতুন পাসপোর্ট ও
2 দিনে পাসপোর্ট রিনিউ করা হয়।
Hotline: 01781520271

🔲 সম্পূর্ণ তথ্য পরিবর্তন (mrp to e-passport)🔲 mrp to e-passport  ২ দিনে🔲 AFIS,  CRI, ডাবল ফিঙ্গার সমাধান🔲আন্ডার এইজ সমাধ...
17/09/2023

🔲 সম্পূর্ণ তথ্য পরিবর্তন (mrp to e-passport)
🔲 mrp to e-passport ২ দিনে
🔲 AFIS, CRI, ডাবল ফিঙ্গার সমাধান
🔲আন্ডার এইজ সমাধান।
🔲 নাম,পিতা-মাতার নাম সংশোধন
🔲Backed Verification ক্লিয়ার ২দিনে
🔲 Mrp to Mrp ৩০ দিনে।
🔲স্পাউস নাম, বয়স সংশোধন করতে চাইলে
◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
◾ইনবক্সে যোগাযোগকরুন◾
দ্রুত কল করুন- 01781520271

[  ] আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।[  ] 🫵 MRP to e-Passport কারেকশন করা হয় (৩দিনে)[  ] 🫵 হারানো প...
16/09/2023

[ ] আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
[ ] 🫵 MRP to e-Passport কারেকশন করা হয় (৩দিনে)
[ ] 🫵 হারানো পাসপোর্ট জমা
[ ] 🫵 বয়স সংশোধন
[ ] 🫵 নতুন আবেদন ও জমা (১ ঘণ্টার মধ্যে)
[ ] 🫵 রিনিউ সহ বই ডেলিভারি (১দিনে)
[ ] 🫵 পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন।
[ ]
[ ] 🥰🥰 ঢাকার বাহির থেকে যারা পাসপোর্ট করবেন তাদের পাসপোর্ট হোম ডেলিভারি দেয়া হবে 🥰🥰
[ ]
[ ] 🚫 🚫প্রতারক চক্র থেকে সাবধান, অল্প টাকায় কাজ করে দিবে বলে, প্রতারক চক্র লোভনীয়ভাবে মানুষের সাথে প্রতারণা করে, দয়া করে অফিস না দেখে কোন লেনদেন করবেন না 🚫🚫
[ ]
[ ] 01781520271Whatsapp
[ ] 01781520271 call
[ ]
[ ] ✅নতুন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট করা হয়।
[ ] ✅ নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন করা হয় ২দিনে।
[ ]
[ ] 🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
[ ] 01835511722
[ ]
[ ] 1️⃣ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271
[ ] যেকোনো সার্ভিস দিতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন-01781520271
[ ]
[ ]
[ ] #পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন
[ ] াসপোর্ট_করপোরেশন
[ ] #ভোটার #আগারগাঁও_পাসপোর্ট_অফিস_ঢাকা
[ ] #জন্ম_নিবন্ধন_সংশোধন
[ ] #এনআইডি_কার্ড_সংশোধন
[ ]
[ ] #বাবা_মায়ের_নাম_পরিবর্তন

🔥পাসপোর্ট সংশোধন!🔥পাসপোর্ট সংশোধন!যে কোনো জেলার ভোটার আমাদের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন, সংশোধনও করতে পারবেন, কোন সমস্...
14/09/2023

🔥পাসপোর্ট সংশোধন!🔥পাসপোর্ট সংশোধন!
যে কোনো জেলার ভোটার আমাদের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন, সংশোধনও করতে পারবেন, কোন সমস্যার সম্মুখীন হবেন না।
🫵 MRP to e-Passport কারেকশন করা হয় (৩দিনে)
🫵 হারানো পাসপোর্ট জমা
🫵 বয়স সংশোধন
🫵 নতুন আবেদন ও জমা (১ ঘণ্টার মধ্যে)
🫵 রিনিউ সহ বই ডেলিভারি (১দিনে)
🫵 পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন।
🥰🥰 ঢাকার বাহির থেকে যারা পাসপোর্ট করবেন তাদের পাসপোর্ট হোম ডেলিভারি দেয়া হবে 🥰🥰
🚫 🚫প্রতারক চক্র থেকে সাবধান, অল্প টাকায় কাজ করে দিবে বলে, প্রতারক চক্র লোভনীয়ভাবে মানুষের সাথে প্রতারণা করে, দয়া করে অফিস না দেখে কোন লেনদেন করবেন না 🚫🚫
01781520271 Whatsapp
01781520271 call
✅নতুন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট করা হয়।
✅ নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন করা হয় ২দিনে।
🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
01781520271
1️⃣ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271
যেকোনো সার্ভিস দিতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন- 01781520271

#পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন
াসপোর্ট_করপোরেশন
#ভোটার #আগারগাঁও_পাসপোর্ট_অফিস_ঢাকা
#জন্ম_নিবন্ধন_সংশোধন
#এনআইডি_কার্ড_সংশোধন

#বাবা_মায়ের_নাম_পরিবর্তন

✅স্থায়ী এবং সরকার অনুমোদিত অফিস আমাদের।✅তাই কাজ এবং যে কোনো লেনদেন নিশ্চয়তা ১০০%।🫵 MRP to e-Passport কারেকশন করা হয় 🫵...
12/09/2023

✅স্থায়ী এবং সরকার অনুমোদিত অফিস আমাদের।
✅তাই কাজ এবং যে কোনো লেনদেন নিশ্চয়তা ১০০%।
🫵 MRP to e-Passport কারেকশন করা হয়
🫵 হারানো পাসপোর্ট জমা
🫵 বয়স সংশোধন
🫵 নতুন আবেদন ও জমা
🫵 রিনিউ সহ বই ডেলিভারি
🫵 পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন।
✅ঢাকার বাহির থেকে যারা পাসপোর্ট করবেন
✅ তাদের পাসপোর্ট হোম ডেলিভারি দেয়া হবে
🫵Bekend ভেরিফিকেশন সমাধান
🫵AFIS সমস্যার সমাধান
🫵ডেমোগ্রাফি সমাধান
🫵মামলা জনিত পাসপোর্ট রিপোর্ট সমাধান
☎️01781520271 Whatsapp
☎️01781520271 call
✅নতুন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট করা হয়।
✅ নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন করা হয় ২দিনে।
🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
☎️01781520271
2️⃣ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271
যেকোনো সার্ভিস দিতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন- 01781520271

#পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন
াসপোর্ট_করপোরেশন
#ভোটার #আগারগাঁও_পাসপোর্ট_অফিস_ঢাকা
#জন্ম_নিবন্ধন_সংশোধন
#এনআইডি_কার্ড_সংশোধন

#বাবা_মায়ের_নাম_পরিবর্তন
পাসপোর্ট অফিস
01781520271 নারায়ণগঞ্জ









#বাবা_মায়ের_নাম_পরিবর্তন
#এনআইডি_কার্ড_সংশোধন

#পাসপোর্ট_সমস্যা_সমাধান
াসপোর্ট_করপোরেশন
#স্পাউস_পরিবর্তন
#হারানো_পাসপোর্ট_উত্তোলন
#জন্ম_নিবন্ধন_সংশোধন
#আগারগাঁও_পাসপোর্ট_অফিস_ঢাকা

পাসপোর্ট সমস্যা সমাধান:এখনই যোগাযোগ করুন- 01781520271 🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।...
11/09/2023

পাসপোর্ট সমস্যা সমাধান:
এখনই যোগাযোগ করুন- 01781520271
🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
🍍 নাম, বাবা, মায়ের ও স্ত্রী নামের বানান ভুল কারেকশন করে ই পাসপোর্ট করা হয়।
🍍পাসপোর্টের বয়স কারেকশন করা হয়।
🍍 ভোটার আইডি কার্ড (হারানো, নষ্ট, পুরাতন গুলো নতুন করে রিইস্যূ করা)।
🍍স্মার্ট কার্ড উত্তোলন।
🍍আগারগাঁও,ঢাকা।
🍍এই সকল কাজের যেকোনো সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। প্রয়োজনে যোগাযোগ করুন- 01835511722 (WhatsApp)
2️⃣ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট)
যেকোনো সার্ভিসপেতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন- 01781520271
#এনআইডি_কার্ড_সংশোধন #জন্ম_নিবন্ধন_সংশোধন #ভোটার #বাবা_মায়ের_নাম_পরিবর্তন াসপোর্ট_করপোরেশন #নারায়ণগঞ্জ_পাসপোর্ট_অফিস_ঢাকা #পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন

কথা দিয়ে রাখলাম, ভালো মানের সার্ভিস পাবেন ইনশাল্লাহ। 🚫একটা কথা মনে রাখবেন, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো অনলাইনে লেনদে...
07/09/2023

কথা দিয়ে রাখলাম, ভালো মানের সার্ভিস পাবেন ইনশাল্লাহ।

🚫একটা কথা মনে রাখবেন, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো অনলাইনে লেনদেন করবেন না।

যে কোনো জেলার ভোটার আমাদের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন, সংশোধনও করতে পারবেন, কোন সমস্যার সম্মুখীন হবেন না।

🫵 MRP to e-Passport কারেকশন করা হয় (৩দিনে)
🫵 হারানো পাসপোর্ট জমা
🫵 বয়স সংশোধন
🫵 নতুন আবেদন ও জমা (১ ঘণ্টার মধ্যে)
🫵 রিনিউ সহ বই ডেলিভারি (১দিনে)
🫵 পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন।

🥰🥰 ঢাকার বাহির থেকে যারা পাসপোর্ট করবেন তাদের পাসপোর্ট হোম ডেলিভারি দেয়া হবে 🥰🥰

🚫 🚫প্রতারক চক্র থেকে সাবধান, অল্প টাকায় কাজ করে দিবে বলে, প্রতারক চক্র লোভনীয়ভাবে মানুষের সাথে প্রতারণা করে, দয়া করে অফিস না দেখে কোন লেনদেন করবেন না 🚫🚫

01781520271 Whatsapp
01781520271 call

✅নতুন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট করা হয়।
✅ নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন করা হয় ২দিনে।

🤝হেড অফিস: আগারগাঁও পাসপোর্ট অফিস-ঢাকা (দক্ষিণ পাশে) মসজিদের সাথে।
01781520271

1️⃣ব্রাঞ্চ অফিস উত্তরা: উত্তরা পাসপোর্ট অফিস (অপোজিট সাইট) 01781520271
2️⃣ব্রাঞ্চ অফিস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271
3️⃣ব্রাঞ্চ অফিস মোহাম্মদপুর: মোহাম্মদপুর পাসপোর্ট অফিস (অপজিট সাইট)01781520271
4️⃣ব্রাঞ্চ অফিস সিলেট: সিলেট পাসপোর্ট অফিস (দক্ষিণ পাশে) 01781520271
5️⃣ব্রাঞ্চ অফিস চট্টগ্রাম: চট্টগ্রাম পাসপোর্ট অফিস (অপজিট সাইট) 01781520271
6️⃣ ব্রাঞ্চ অফিস নোয়াখালী: পাসপোর্ট অফিসের সাথে। 01781520271
যেকোনো সার্ভিস দিতে উক্ত নাম্বারে যোগাযোগ করুন- 01781520271


#পাসপোর্ট_সমস্যা_সমাধান #স্পাউস_পরিবর্তন
াসপোর্ট_করপোরেশন
#ভোটার #নারায়ণগঞ্জ_পাসপোর্ট_অফিস_ঢাকা
#জন্ম_নিবন্ধন_সংশোধন
#এনআইডি_কার্ড_সংশোধন

#বাবা_মায়ের_নাম_পরিবর্তন

Your e-Passport application is pending for approval in local passport office অর্থ কি?কিন্তু ই-পাসপোর্টের ওয়েবসাইটে দেখছে...
08/08/2023

Your e-Passport application is pending for approval in local passport office অর্থ কি?

কিন্তু ই-পাসপোর্টের ওয়েবসাইটে দেখছেন Your e-Passport application is pending for approval in local passport office ।

এজন্য আপনি পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা খোঁজ নিয়েছেন?

যদি পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে, পুলিশ যদি আপনার রিপোর্ট পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে আপনার পাসপোর্ট টি আরেকটি ধাপ অতিক্রম করবে।

সে ধাপটি হল আপনি যে অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন, সেখান থেকে আপনার পাসপোর্ট টি প্রিন্ট হবার জন্য Approval দিবে। এইটাকেই বলা হচ্ছে Your e-Passport application is pending for approval in local passport office ।
অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হবার পর ও যদি আপনি দেখেন Your e-Passport application is pending for approval in local passport office তাহলে আপনাকে আপনি যে পাসপোর্ট অফিসে আবেদন করেছেন, সেই অফিসে গিয়ে বিষয় টি জানাতে হবে।

এক্ষেত্রে মনে রাখবেন, অযথা পাসপোর্ট অফিসে ভিড় করে আপনার কোনো লাভ হবে না। যদি আপনার ডেলিভারি ডেইট ওভার হয়ে যায়, তাহলেই আপনি পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং জানাবেন যে আপনার পাসপোর্ট টি approval এর জন্য অপেক্ষা করছে।

ধন্যবাদ।

E-passport pdf form download link খুজছেন? আপনার কি ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম প্রয়োজন?    ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম টি ই-পা...
26/07/2023

E-passport pdf form download link খুজছেন? আপনার কি ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম প্রয়োজন?
ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম টি ই-পাসপোর্টের অফলাইন ফর্ম। অনেকে ইন্টারনেটে ই-পাসপোর্টের পিডিএফ ফর্ম খুজছেন। E-passport pdf form download link আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি।
এই E-passport pdf form টি কম্পিউটারে বসে ফিলাপ করতে হবে৷ এর নিচে আপনি দেখতে পাবেন একটি বারকোড। এই barcode টি পরিবর্তন হতে থাকে যখন আপনি ফর্মে টাইপ করবেন৷ আপনি ফর্ম পুরণ করতে করতেই দেখবেন বারকোড টি পরিবর্তিত হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
১। পিডিএফ ফর্মটি প্রথমে কম্পিউটারে ডাউনলোড করতে হবে (নিচের নীল রঙ্গের passport pdf file লিংকে পাবেন)
২। সমস্ত প্রয়োজনীয় ফাংশন সমর্থন করতে “Adobe Acrobat Reader” টুলটি খুলুন এবং পূরণ করুন।
https://acrobat.adobe.com/us/en/acrobat/pdf-reader.html

পাসপোর্টে স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম দেওয়া না থাকে তাহলে কি করতে হবে?আজকে এই প্রশ্নের উত্তর দিব।তো আপনার যদি প...
11/07/2023

পাসপোর্টে স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম দেওয়া না থাকে তাহলে কি করতে হবে?
আজকে এই প্রশ্নের উত্তর দিব।
তো আপনার যদি পাসপোর্ট থেকে থাকে যেখানে আপনার স্ত্রী বা স্বামীর নাম দেয়া নেই, অথবা আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান আপনার স্বামী বা স্ত্রীর নাম সংযুক্ত করে, তাহলে আপনাকে আপনার নিকাহনামা বা মেরিজ সার্টিফিকেট প্রদান করতে হবে।
নিকাহনামা বা মেরিজ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসলেই নতুন পাসপোর্ট নেয়ার সময় অথবা পুরোনো পাসপোর্ট রিনিউ করার সময় আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম পাসপোর্টে সংযোজন করতে পারবেন।

Address

Narayanganj
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Local Passport Office -নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Local Passport Office -নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস:

Share


Other Passport & Visa Services in Narayanganj

Show All