কিভাবে যাবো

কিভাবে যাবো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কিভাবে যাবো, Tour guide, West Kanda Para, Narsingdi.

𝐇𝐚𝐟𝐥𝐨𝐠 𝐓𝐡𝐞 𝐡𝐢𝐥𝐥 𝐒𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐀𝐬𝐬𝐚𝐦হাফলং ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটি মনোরম হিল স্টেশন। এটি রাজ্যের একমাত্র হিল স্টেশন এ...
22/07/2023

𝐇𝐚𝐟𝐥𝐨𝐠 𝐓𝐡𝐞 𝐡𝐢𝐥𝐥 𝐒𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐀𝐬𝐬𝐚𝐦

হাফলং ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটি মনোরম হিল স্টেশন। এটি রাজ্যের একমাত্র হিল স্টেশন এবং এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম জলবায়ুর কারণে প্রায়শই "প্রাচ্যের সুইজারল্যান্ড" হিসাবে উল্লেখ করা হয়। অনেকটা আমাদের দেশের জাফলং এর নামের মতই। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক ছোট রেলওয়ে স্টেশন। সবুজ পাহাড় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে ট্রেন যাত্রাটি তার নৈসর্গিক পথের জন্য বিখ্যাত। ২-৩ দিনের ছুটিতে হাফলং ঘুরে আসা যায় অল্প খরেচেই।
যাতায়াতের মাধ্যম : ঢাকা থেকে ট্রেন এ করে আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন যেতে হবে। রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে বর্ডার চলে যান। বর্ডারে ইমিগ্রেশন সম্পূর্ণ করে চলে যান আগরতলা। রাতে আগরতলা থেকে পরদিন সকালে আগরতলা রেলওয়ে স্টেশন চলে যান শহর থেকে ২০-২৫ মিনিটের পথ। আগরতলা থেকে প্রতিদিন সকাল ৮:০০ টায় কাঞ্চনজঙ্ঘা মেইল ট্রেন এ চলে যান হাফলং। আগরতলা থেকে হাফলং যাওয়ার রুট আপনার জীবনের সেরা একটা ভ্রমণ হবে। পাহাড়ি রাস্তায় রেল লাইন সাথে ঝর্ণা এবং মাঝে মধ্যে টার্নের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলা বেশ রোমাঞ্চকর। দুপুর ২-৩ টার মধ্যে পৌঁছে যাবেন হাফলং। দুপুরের খাবার খেয়ে হাফলং শহরের আশপাশ ঘুরে রাত ৯.৩০ টার কাঞ্চনজঙ্ঘা মেইল ট্রেন এ আবার চলে আসতে পারেন আগরতলা। (আনুমানিক ভোর ৫-৪ টার মধ্যেই এসে পরতে পারবেন)। চাইলে একরাত থাকতে পারেন হাফলং শহরে। পরদিন সকালে আবারোও মনরোন পরিবেশ দেখে চলে আসতে পারেন আগরতলা।
আগরতলা থেকে হাফলং যাওয়ার ট্রেনের সময়সূচি:

Train name Days on running Departure Arrival
Kanchanjungha Express Tue, Thu,Sat,Sun 08:05 15:10
Humsafar Express Tue, Sat 05:30 12:05
AGTL special Fri 06:10 12:35
AGTL special Wed 07:30 14:30

হাফলং থেকে আগরতলা যাওয়ার ট্রেনের সময়সূচি:

Train name Days on running Departure Arrival
Kanchanjungha Express Mon, Wed, Fri, Sat 21:55 05:50
Humsafar Express Thu, Sun 06:40 14:30
Rani Kamalapati Special Sat 10:25 19:55
Tripura Sundari Express Wed 14:15 22:45
Guwahati Summer special Fri 20:45 04:35
Deoghar-Agartala Express Tue 22:28 05:45

ভ্রমণ খরচ
ঢাকা - আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন (ট্রেন)- ১৬০
আগরতলা থেকে হাফলং (ট্রেন) – ৪০০ রুপি= ৫৩০ টাকা
হাফলং থেকে আগরতলা (ট্রেন)-৪০০ রুপি = ৫৩০ টাকা
আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা (ট্রেন)-১৬০ টাকা
ছয় বেলার খাবার খরচ ৬০০- ৬৫০ রুপি =৮৬০ টাকা
দুই দিনের হোটেলে থাকা বাবদ ৮০০ – ১০০০ রুপি = ১২০০- ১৩০০ টাকা
আনুষাঙ্গিক খরচ ২০০-৩০০ রুপি= ৪০০ টাকা
সর্বমোট ৪০০০ টাকা।( বর্ডার খরচ ব্যতীত)
বিশেষ দ্রষ্টব্য: পর্যটন স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের ক্ষতিকর হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।
সর্তকতা: সময় ও স্থানের তারতম্যের কারণে যানবাহন ও খাবারের খরচ বৃদ্ধি হতে পারে।

সবচেয়ে কম খরচে সীতাকুন্ড কিভাবে যাবেনভ্রমণ পিপাসুদের কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।চন্দ্রনাথ পাহ...
16/07/2023

সবচেয়ে কম খরচে সীতাকুন্ড কিভাবে যাবেন

ভ্রমণ পিপাসুদের কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, খৈয়াছড়া ঝর্ণা,গুলিয়াখালী সি বীচ, সীতাকুণ্ড ইকোপার্ক উল্লেখযোগ্য।
ঢাকা বা তার আশেপাশের এলাকা থেকে সীতাকুণ্ড একদিনে ঘুরে আসা সম্ভব। সবথেকে কম খরচে সীতাকুণ্ড ভ্রমণ করতে চাইলে নিচের রুট ব্যবহার করা যেতে পারে।
ঢাকা বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন রাত ১০.৩০ মিনিটে চট্টগ্রাম মেইল সীতাকুণ্ড উদ্দ্যেশে ছেড়ে যায় সকাল ৭-৮ টার মধ্যে সীতাকুণ্ড পৌছে যাবে। ট্রেন থেকে নেমে সকালের নাস্তা করে রওনা হতে হবে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দ্যেশে (২ থেকে ২.৩০ ঘন্টার মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে পৌছে যাবে)। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে নিচে নামার পথে দেখে আসতে পারেন সীতাকুণ্ড ইকোপার্ক ( ১ থেকে ১.৩০ ঘন্টার মধ্যে ঘুড়ে আসা যাবে।) দুপুরের খাবার সীতাকুণ্ড বাজারে করে চলে যান খৈয়াছড়া ঝর্ণা , সীতাকুণ্ড বাজার থেকে লোকাল বাসে চড়ে চলে যান মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার সেখান থেকে সিএনজি ভাড়া করে খৈয়াছড়া ঝর্ণার ঝিরির কাছে । বিকাল নাগাদ দেখে চলে যান গুলিয়াখালী সি বীচ। গুলিয়াখালী সি বীচ এর সূর্যাস্ত দেখে চলে আসুন সীতাকুণ্ড বাজারে। সন্ধ্যায় কর্ণফুলী / সাগরিকা ট্রেন এ করে চলে যান চট্টগ্রামের রেলওয়ে স্টেশনে তাছাড়া সীতাকুণ্ড থেকে ফেনী রেলওয়ে স্টেশনে এসে ঢাকা মেইল আসতে পারেন। চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে রাত ১০.৩০ এর ঢাকা মেইলে চলে আসুন ঢাকা।

ভ্রমণ খরচ

ঢাকা টু সীতাকুণ্ড (ট্রেন) ১২০ টাকা ( জনপ্রতি)
ইকোপার্ক ৫০ থেকে ১০০ টাকা ( জনপ্রতি)
সীতাকুণ্ড বাজারে টু খৈয়াছড়া ঝর্ণা ৪০ – ৫০ ( জনপ্রতি)
খৈয়াছড়া ঝর্ণা টু সীতাকুণ্ড বাজার ৪০ – ৫০ ( জনপ্রতি)
সীতাকুণ্ড বাজার টু গুলিয়াখালী সি বীচ ৮০ – ১০০ টাকা ( জনপ্রতি)
গুলিয়াখালী সি বীচ টু সীতাকুণ্ড বাজার ৮০-১০০ টাকা ( জনপ্রতি)
সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ৩০ টাকা ( জনপ্রতি)
চট্টগ্রাম টু ঢাকা (ট্রেন) ১৫০ টাকা ( জনপ্রতি)
তিন বেলার খাবার খরচ ৩০০- ৩৫০ টাকা
সর্বমোট ১০০০ – ১০৫০ টাকা।

বিশেষ দ্রষ্টব্য: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের ক্ষতিকর হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।

সর্তকতা: সময় ও স্থানের তারতম্যের কারণে যানবাহন ও খাবারের খরচ বৃদ্ধি হতে পারে।

Address

West Kanda Para
Narsingdi
1600

Telephone

+8801947599597

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিভাবে যাবো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Guides in Narsingdi

Show All

You may also like