22/07/2023
𝐇𝐚𝐟𝐥𝐨𝐠 𝐓𝐡𝐞 𝐡𝐢𝐥𝐥 𝐒𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐀𝐬𝐬𝐚𝐦
হাফলং ভারতের আসাম রাজ্যে অবস্থিত একটি মনোরম হিল স্টেশন। এটি রাজ্যের একমাত্র হিল স্টেশন এবং এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম জলবায়ুর কারণে প্রায়শই "প্রাচ্যের সুইজারল্যান্ড" হিসাবে উল্লেখ করা হয়। অনেকটা আমাদের দেশের জাফলং এর নামের মতই। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক ছোট রেলওয়ে স্টেশন। সবুজ পাহাড় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে ট্রেন যাত্রাটি তার নৈসর্গিক পথের জন্য বিখ্যাত। ২-৩ দিনের ছুটিতে হাফলং ঘুরে আসা যায় অল্প খরেচেই।
যাতায়াতের মাধ্যম : ঢাকা থেকে ট্রেন এ করে আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন যেতে হবে। রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে বর্ডার চলে যান। বর্ডারে ইমিগ্রেশন সম্পূর্ণ করে চলে যান আগরতলা। রাতে আগরতলা থেকে পরদিন সকালে আগরতলা রেলওয়ে স্টেশন চলে যান শহর থেকে ২০-২৫ মিনিটের পথ। আগরতলা থেকে প্রতিদিন সকাল ৮:০০ টায় কাঞ্চনজঙ্ঘা মেইল ট্রেন এ চলে যান হাফলং। আগরতলা থেকে হাফলং যাওয়ার রুট আপনার জীবনের সেরা একটা ভ্রমণ হবে। পাহাড়ি রাস্তায় রেল লাইন সাথে ঝর্ণা এবং মাঝে মধ্যে টার্নের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলা বেশ রোমাঞ্চকর। দুপুর ২-৩ টার মধ্যে পৌঁছে যাবেন হাফলং। দুপুরের খাবার খেয়ে হাফলং শহরের আশপাশ ঘুরে রাত ৯.৩০ টার কাঞ্চনজঙ্ঘা মেইল ট্রেন এ আবার চলে আসতে পারেন আগরতলা। (আনুমানিক ভোর ৫-৪ টার মধ্যেই এসে পরতে পারবেন)। চাইলে একরাত থাকতে পারেন হাফলং শহরে। পরদিন সকালে আবারোও মনরোন পরিবেশ দেখে চলে আসতে পারেন আগরতলা।
আগরতলা থেকে হাফলং যাওয়ার ট্রেনের সময়সূচি:
Train name Days on running Departure Arrival
Kanchanjungha Express Tue, Thu,Sat,Sun 08:05 15:10
Humsafar Express Tue, Sat 05:30 12:05
AGTL special Fri 06:10 12:35
AGTL special Wed 07:30 14:30
হাফলং থেকে আগরতলা যাওয়ার ট্রেনের সময়সূচি:
Train name Days on running Departure Arrival
Kanchanjungha Express Mon, Wed, Fri, Sat 21:55 05:50
Humsafar Express Thu, Sun 06:40 14:30
Rani Kamalapati Special Sat 10:25 19:55
Tripura Sundari Express Wed 14:15 22:45
Guwahati Summer special Fri 20:45 04:35
Deoghar-Agartala Express Tue 22:28 05:45
ভ্রমণ খরচ
ঢাকা - আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন (ট্রেন)- ১৬০
আগরতলা থেকে হাফলং (ট্রেন) – ৪০০ রুপি= ৫৩০ টাকা
হাফলং থেকে আগরতলা (ট্রেন)-৪০০ রুপি = ৫৩০ টাকা
আখাউড়া/ আজমপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা (ট্রেন)-১৬০ টাকা
ছয় বেলার খাবার খরচ ৬০০- ৬৫০ রুপি =৮৬০ টাকা
দুই দিনের হোটেলে থাকা বাবদ ৮০০ – ১০০০ রুপি = ১২০০- ১৩০০ টাকা
আনুষাঙ্গিক খরচ ২০০-৩০০ রুপি= ৪০০ টাকা
সর্বমোট ৪০০০ টাকা।( বর্ডার খরচ ব্যতীত)
বিশেষ দ্রষ্টব্য: পর্যটন স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের ক্ষতিকর হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।
সর্তকতা: সময় ও স্থানের তারতম্যের কারণে যানবাহন ও খাবারের খরচ বৃদ্ধি হতে পারে।