09/09/2024
আপনার স্বপ্নের ইতালিতে শুধু পৌছে দেয়ার দ্বায়িত্ব নিতে পারি। তিন মাসের বৈধ ভিসা নিয়ে যেতে পারবেন। কাজ নিজেকে ব্যাবস্থা করে নিতে হবে, চাইলে সেনজেন ২৯ টা দেশেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এই সময়ের মধ্যে। সময় নিবো ১০০ দিন।
সরাসরি ফ্লাইট হবে বাংলাদেশ টু ইতালি। লুক্সেমবার্গ হয়ে ইতালি আসতে চাইলে খরচ কিছুটা কম হবে।
কারণ হচ্ছে ইতালির ভিসা খরচ একটু বেশি।
যাই হোক, কেউ যদি জার্মানি অথবা ডেনমার্ক কাজের উদ্দেশ্য নিয়ে স্থায়ী ভাবে যাওয়ার ইচ্ছা থাকে তাও করে দেয়া হবে। কাজের ব্যাবস্তা শুধু ডেনমার্ক এবং জার্মানির কথা বলছি,৷ এইটা মনে রাখবেন।
আসল কথায় আসি.. আপনার অনেকেই ইউরোপ ইউরোপ করে অনেক সময় এবং হয়রানি হয়েছেন, তাই বলতে চাই
এখানে লেনদেনের বিষয়টি মূলত জটিল, যেমন আপনার কয়েক যায়গায় হয়তো টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন।
তাই নতুন কোনো জায়গায় আর ঐ রকম ভরসা করতে পারবেন না।
এই জায়গায় যদি একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মাধ্যম নিয়ে আসতে পারেন কিংবা তৈরি করতে পারেন তাহলে সরাসরি অভিভাবক সহ আমার অফিসে চলে আসুন।
আপনার যেমন টাকা আগে দিতে ভরসা পান না ঠিক তেমনই জামানত ছাড়া কাজ করাটা আমার জন্যেও একটু রিক্স হয়ে দাঁড়ায়, তাই এই জায়গাটা সমাধান করতে পাড়লে আমি বলবো দেরি না করে চলে আসুন।
যদি আমি এবং আমার কাজ সম্পর্কে কারো পূর্ব ধারণা না থাকে তাহলে
দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।
অফিসের ঠিকানা: রুম নাম্বার ২০৩, ২ য় তলা, ইব্রাহিম ম্যানসন, ১১ পুরান পল্টন, ঢাকা- ১০০০/
WhatsApp 01333368987 ( অভিভাবক ছাড়া অযথা কেউ যোগাযোগ করবেন না)