26/02/2024
সিজনের শেষ #দেবতাখুম ইভেন্ট 😊
আগে বুকিং দিলে আগে সিট পাবেন।
এটি অরণ্যের অভিযাত্রী (Oronner ovijatri) গ্রুপের একটি ট্রেকিং ইভেন্ট।
ছেলে-মেয়ে যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
ইভেন্টের আপডেট পেতে হলে বাটনে ক্লিক করলেই চলবে। যারা শিওর যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারাই ক্লিক করুন এবং এই ইভেন্টটি আপনার টাইমলাইনে শেয়ার করুন, যাতে করে আপনার পরিচিতরাও যাবার সুযোগ পায়।
➡ #যাত্রা_তারিখ : ২৯ ফেব্রুয়ারী ঢাকা থেকে এবং ভোর ৬ টায় চট্টগ্রাম থেকে রওনা ব।
⬅ #ফিরবো : ১ মার্চ দিন রাত আনুমানিক ১০ টা চট্টগ্রাম এবং পরদিন ভোরে ঢাকা।
💰 #ভ্রমণের খরচঃ
১৮০০/- টাকা প্রতি জন
৩৫০০/- টাকা প্রতি জন(ঢাকা থেকে)
#এই খরচে যা যা পাবেন-
==============
# ঢাকা/চট্টগ্রাম - বান্দরবান নন-এসি বাস
#বান্দরবান থেকে জিপ খরচ
#সকালের খাবার(পরটা+ডালভাজি+চা)
# দুপুরের খাবার
# সকল ধরনের পরিবহন খরচ
# ভেলার খরচ
#লাইফ জ্যাকেট এর খরচ
# গাইড খরচ
#বিঃদ্রঃ
* থাকবে না কোন পারসোনাল খরচ
*বাসের যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
* ডিনার থাকবে না
#সম্ভাব্য ট্যুর প্লান বিস্তারিতঃ
আমাদের যাত্রা শুরু হবে বৃহস্পতিবার রাত ১০ টায় ঢাকা থেকে এবং শুক্রবার সকাল ৬ টায় বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে।
বান্দরবান নেমে চাঁদের গাড়িতে করে চলে যাব রোয়াংছড়ি। রোয়াংছড়ি থানা থেকে প্রয়োজনীয় পারমিশন নিয়ে নাস্তা সেরে সেখান থেকে চাদের গাড়িতে গাইড নিয়ে যাবো কচ্ছপতলী বাজার। কচ্ছপতলী তে আর্মি পারমিশন নিয়ে
তারপর ট্রেকিং শুরু।
তারপরে দেবতাখুমে ভেলা চালিয়ে ভিতরে যাবো। সারাদিন দেবতাখুমে কাটাব। তারপর সন্ধ্যার মধ্যে জিপে বান্দরবান চলে আসব। তারপর রাতের চট্টগ্রাম এবং ঢাকা এর উদ্দেশ্যে বাসে যাত্রা শুরু করব।
🚨❑ #কনফার্ম_করার_ডেডলাইন: ২৭ ফেব্রুয়ারী বুধবার রাত ৯ টার মধ্যে। এর আগে আসন ফিলাপ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেয়া হবে। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়। বুকিং মানি অফেরতযোগ্য।
📌সিট ক্যাপাসিটি ১২ জন
❑ কনফার্ম করার জন্য তারিখের মধ্যে প্রতিজন ১০২০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।(বাকিটাকা ট্যুরের দিন)
❑ বুকিং মানি জমা দেওয়ার পদ্বতিঃ
১- সরাসরি অফিসে এসে দেখা করে টাকা জমা দেওয়া যাবে।
২) বিকাশ এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
বিকাশ নাম্বারঃ
বিকাশ/নগদ 📲01680330422(personal)
🚨বিকাশ এর ক্ষেত্রে অব্যশই বিকাশ চার্জ সহ(১০০০+২০)= ১০২০ দিতে হবে। বিকাশ এর পর কল করে কনফার্ম করতে হবে।
এবং এস এম এস করে নাম, মোবাইল নাম্বার, বিকাশ এর শেষ ৩ ডিজিট পাঠাতে হবে।
যা_যা সাথে নেওয়া উচিতঃ
-অব্যশই ন্যাশনাল আইডি এর ফটোকপি(৩ কপি করে)
- ট্র্যাকিং এর জন্য গ্রিপ ভালো পাবেন এমন জুতা
-হালকা কাপড়
- গামছা নিবেন পাতলা, কিন্তু বড় যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- প্রয়োজনীয় ঔষধ
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
📛কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো বিবেচনা করতে হবেঃ
- এটি একটি গ্রুপ ট্যুর সবার উপভোগ করার মন মানসিকতা থাকতে হবে।
- আমাদের সাথে অনেক নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকে,তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
- যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না।
🔰ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎ সাখাওয়াত :01680330422