Travel Bd Tv

Travel Bd Tv পৃথিবী একটা বই আর যারা ভ্রমণ করে না তা?

1/ ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ। – ম্যাথু কার্স্টেন

2/ভ্রমণ করার জন্য ধনী হবার প্রয়োজনীয়তা নেই। – ইউজিন ফদর

3/ভ্রমণ পৃথিবীর একমাত্র জিনিস যার পেছনে অর্থ ব্যয় করে আপনি শুধু ধনী থেকে আরো ধনী হবেন।

4/বছরে অন্তত একবার এমন জায়গা ভ্রমণ করা উচিত যেখানে আপনি আগে কখনোই যাননি।

5/ভ্রমণ ও স্থান পরিবর্তন মনের মধ্যে নতুন প্রাণশক্তি তৈরী করে। – সেনেকা

শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে ।তুমি ব্যাতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না।
06/03/2024

শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে ।
তুমি ব্যাতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না।

09/02/2023
31/01/2023

true words✌ ゚viral

ভিসা আবেদনের জন্য বেসিক কিছু ধারনা।একজন নামকরা লিখকের একটি বইএর কাভার পেইজে লিখা ছিল"বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করেনা তারা ...
07/07/2021

ভিসা আবেদনের জন্য বেসিক কিছু ধারনা।
একজন নামকরা লিখকের একটি বইএর কাভার পেইজে লিখা ছিল"বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করেনা তারা একই কাজ ভিন্ন ভাবে করে।
আমেরিকার ভিজিট ভিসা আবেদনের ক্ষেত্রে লিখকের কথাটির যথেষ্ট গুরূত্ব রয়েছে।

আমেরিকা,কানাডা-অষ্টেলিয়া-নিউজিল্যান্ড-জাপান-সাউথ কোরিয়ার মতো দেশে বেড়াতে যাওয়ার অনুমতি বা ভিসা পেতে
কিছু দেশের ট্যুরিস্টদের জন্য খুব ইজি হলেও আমাদের দেশের ব্যাপারে তাদের রিকয়েরমেন্টগুলো অটল। আপনি শুধুমাত্র দুই তিনটা দেশ পূর্বে ঘুরলেই ভিসা পাবেন এটা মোটেও সত্য নয়। উন্নত দেশগুলোতে ভিসা পাওয়ার প্রধান শর্ত আপনাকে তাদের নিকট ডকুমেন্টসের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আপনি বাংলাদেশে অর্থনৈতিকভাবে অনেক ভালো আছেন আর আপনি একজন সত্যিই ট্যুরিস্ট এবং ট্যুর শেষে অবশ্যই যথা সময়ে দেশে ফিরবেন। এই প্রমাণ তারা ঠিকমত না পেলে কোনোদিনও আপনি ভিসা পাবেন না।

কিভাবে প্রমাণ করা যেতে পারে আপনি দেশে ফিরে আসবেন এবং এই প্রমাণের জন্য এ্যম্বাসি একজন ট্যুরিস্টের কোন কোন দিক খুব গুরুত্ব দেয় তার কিছু বেসিক দিক আলোচনা করলে লিখাটি অনেক বড় হয়ে যাবে।
তাই কিছুটা ধারনা দিচ্ছি।
♣ আপনাকে ভালো বেতনের চাকুরীজীবী অথবা ভাল আয়ের ব্যবসায়ী হতে হবে।
♣ চাকুরীজীবীর ক্ষেত্রে অফিস থেকে অফিসের প্যাডে NOC এবং Salary Certificate জমা দিতে হবে।
♣ ব্যবসায়ীর ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্সের কপি এবং মাসিক আয় দেখাতে হবে।
♣ চাকুরীজীবীর ব্যাংক Salary Account থাকতে হবে এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
♣ আপনার মাসিক আয়ের সাথে ব্যয় এবং ব্যাংকে অবশিষ্ট সেভিংসের একটা মিল থাকতে হবে।
♣ আলাদা একাধিক ব্যাংক সেভিংস একাউন্ট দেখানো যেতে পারে।
♣ ব্যাংক স্টেটমেন্ট এর একটা ধারাবাহিকতা থাকতে হবে দুই দিনের মধ্যে লাখ লাখ টাকা জমা দিলে হবেনা।
এতে তারা একাউন্ট সাজানো মনে করেন এবং ভাবেন আপনি যে কারো কাছে টাকা ধার করে ভিসার জন্য জমা দিয়েছেন।
♣ TIN সার্টিফিকেট থাকতে হবে। ট্যাক্স রিটার্ন এক ডকুমেন্ট থাকতে হবে।
♣ দীর্ঘদিনের FDR অথবা সঞ্চয়পত্র থাকতে হবে (ভিসার জন্য নতুন করলে হবেনা)।
♣ যেকোন সম্পদ যেমন নিজের নামে জমি বা ফ্লাটের দলিল অধিক গ্রহণযোগ্য।
♣ বছরে এক অথবা দুইবার বিদেশ ভ্রমণ থাকা ভাল ভিসার জন্য ১০ দিনের মধ্যে তিনটা দেশ ঘুরলে হবে না তাহলে এটি সাজানো মনে হবে।
♣ বিবাহিতদের জন্য ভিসা পাওয়া অগ্রধিকার থাকে কিন্তুু সেক্ষেত্রে আপনার আয়ের সোর্স টাও ষ্টং হতে হবে। এছাড়াও স্বামী স্ত্রী উভয়কেই একসাথে একই সময়ে পূর্বে বিদেশ ভ্রমণের প্রমাণ থাকতে হবে।
♣ শুধুমাত্র ঘুরার উদ্দেশ্য নিয়ে নয় বরং বিভিন্ন অকেশনের উদ্দেশ্য হাইলাইট করা ভিসার জন্য ভাল।
♣ ইনভাইটেশন অথবা হোটেল বুকিং থাকতে হবে আবার অনেক ক্ষেত্রে ইনভাইটেশন জরুরী ( ইনভাইটেশন লেটার টি দূতাবাস বা কতৃপক্ষের অফিসিয়াল নিয়ম অনুযায়ী ইসুকৃত হতে হবে হবে।

♣ ইউ এস এ্যাম্বাসি ভিসার জন্য ইন্টার্ভিউ নিয়ে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই স্মার্টের সাথে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তবে ওভার স্মার্ট হওয়া ভাল নয়।

তাদের প্রথম প্রশ্নই থাকবে আপনি কেন যেতে চান। এই ব্যাপারে সঠিক এবং গুরুত্বপূর্ণ উত্তর দিতে হবে। শুধু বেড়াতে বা ঘুরতে যেতে চান তা না হয়ে কোন কারণ তুলে ধরতে পারেন।
দূতাবাসের একটি সাধারণ ও কমন একটি প্রশ্নের উত্তর ৯০% ভিসা আবেদনকারী সঠিকভাবে দিতে পারে না। প্রশ্ন টি হলো আপনি কি করেন?

এর মেইন কারন হচ্ছে বেশীর ভাগ ক্ষেত্রেই সবাই একই উত্তর দিয়ে থাকে যে আমি ব্যবসা করি। একবার ভাবুনতো পাড়ার মোড়ের পন দোকানের মালিক বলে আমি ব্যবসা করি আর একটি বড় গ্রুপঅব কোম্পানির মালিকও একই কথা বলে। পাড়ার দোকানের মালিক যেই রং এর লাইসেন্স দেখায় বড় একজন ব্যবসায়ীও একই ডকুমেন্টস দেখায়।এই ভকুমেন্ট উপস্হাপন কৌশলটিই হচ্ছে।প্রধান বিষয়।
একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যে পেশায় জড়িত থাকেননা কেন আপনাকে প্রমান করতে হবে আপনি সেই পেশায় সত্যিই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এবং গুরুত্ব প্রমাণের সাপোর্টিং ডকুমেন্টস।
সর্বপরি আপনার ভিসা প্রদানের জন্য একটি যোক্তিক কারন দেখাতে হবে।
আমি উপরে শুধুমাত্র কিছু বেসিক বিষয় বা ডকুমেন্টের কথা লিখেছি এছাড়া বিভিন্ন দেশের জন্য নিজস্ব বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি যে দেশেরই ভিসা করুন না কেন সেই দেশের ওয়েভ সাইট ভিজিট করে তাদের চেকলিস্ট সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী সকল ডকুমেন্ট জমা দিন। আর মনে রাখবেন আপনার যেকোন বাংলা ডকুমেন্টস অবশ্যই ইংরেজীতে অনুবাদসহ তা নোটারী করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় লক্ষ্য রাখুন আপনার ডকুমেন্টস যেন ঝকঝকে এবং ডিসিপ্লিন থাকে। অস্পষ্ট এবং অগোছালো কাগজ তাদের কাছে বিরক্তির কারণ হতে পারে।
এমনভাবে ডকুমেন্টসগুলো জমা দিবেন যাতে তারা হাতে নিয়ে খুব সহজে সব বুঝতে পারেন। এছাড়া আপনার জমাকৃত সকল তথ্য অবশ্যই সত্য হতে হবে যাতে তারা অনুসন্ধান করলে যেন সঠিক তথ্য পায়। নিজেকে ভিসা পাওয়ার যোগ্য করে আবেদন জমা দিবেন নতুবা অযথা রিফিউজ হয়ে আপনার পাসপোর্টকে নষ্ট করবেন না। কারণ কোন দেশে একবার রিফিউজ হলে পরবর্তীতে আপনি যোগ্য হলেও সেই দেশ আর ভিসা দিতে চায়না। তবে আপনাকে আরো একটি কথা মাথায় রাখতে হবে আপনি যদি খুবই যোগ্য কিংবা কোন সুপারস্টারও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি ৮০% এর বেশী ভিসার আশা করতে পারবেন না। পরিবেশ পরিস্থিতি আর আপনার কোন প্রকার ভুলের কারনেও রিফিউজ হতে পারেন।

আমেরিকার ভিজিট ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে  অনেকেই মনে করেন, ভিসা অফিসার আমার ডকুমেন্ট গুলি  দেখলে আমার ভিসা দিয়ে দিতো আমার...
18/06/2021

আমেরিকার ভিজিট ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে অনেকেই মনে করেন, ভিসা অফিসার আমার ডকুমেন্ট গুলি দেখলে আমার ভিসা দিয়ে দিতো আমার ডকুমেন্টস গুলি কেন দেখলেন না?

সে ক্ষেত্রে স্বাভাবিক ভাবে বুঝা যায় ভিসা কতৃপক্ষ আপনাকে নাম, বাবার নাম কি,বড় জোর আপনি কেন যাবেন?
এই প্রশ্ন করেই রিফিউজ লেটার দিয়ে দিয়েছেন। আপনি কখনো জানতে পারবেন না এর কারন কি?
মুলত আমরা যখন DS160 ফরমটি পূরণ করি তখন কিন্তু কোন প্রকার ডকুমেন্ট জমা দিতে হয় না, এমনকি আপনার পাসপোর্টের কপিও না।
শুধুমাত্র আপনার তথ্যগুলি অনলাইনে পূরন করা হয়। দূতাবাস কতৃপক্ষ এই পূরণ করা ফরম টি নিরিক্ষা করে ৮০% সিদ্বান্ত নিয়ে থাকে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা। বাকী ২০% সিউর হয় সাক্ষাতকার বা ইন্টাভিউ থেকে। তাই সকলের প্রতি অনুরোধ ভিসা আবেদন ফরমটি পূরণ করার সময় সাবধানে পূরণ করা উচিৎ। ফরম পূরণে অনভিজ্ঞতার কারনে আপনার ভিসা পাওয়ার সকল যোগ্যতা থাকার পরও রিফিউজ হতে পারেন।
ফরম পূরণে ভুলের কারনে নিরিক্ষা শাখা থেকে যদি ভিসা দিতে অপারগতা জানায় তাহলে ভালো ব্যাংক ষ্টেটমেন্ট তো দূরের কথা আপনি ব্যাংকের মালিক হলেও লাভ নেই আপনার কোন ডকুমেন্ট দেখতে চাইবে না।
দূতাবাস কতৃপক্ষ বেশীর ভাগ ক্ষেত্রেই কোন ডকুমেন্ট দেখতে চায় না। তা সত্বেও আপনার প্রয়োজনীয় সকল দলিল,সনদ,ব্যবসায়িক ডকুমেন্টস,এক কথায় আপনি এই দেশে যে অবস্থায় আছেন বেশ ভালো আছেন এই কথা টি প্রমান করার জন্য যে সকল নথিপত্র প্রয়োজন সবই সাথে রাখতে হবে।
আপনার ভিসা আপনাকে অর্জন করে আনতে হবে। কেহ আপনার ভিসা করে দিতে পারবে না।এটাই চিরন্তন সত্যি।
তাই ভুলেও কারো সাথে কন্টাক্ট করার কথা ভাবলেই জীবনের শ্রেষ্ঠ ভুলটি করবেন।
আমি চাই আপনি জেনে বুঝে তারপর ভিসা আবেদনের সিদ্বান্ত নিন।

https://youtu.be/mG-v8VeQCeE
14/05/2021

https://youtu.be/mG-v8VeQCeE

Qatar Grand Mosque. Imam Muhammad ibn Abd al-Wahhab Mosque The state Mosque Qatar is one of the largest mosques in Qatar .কাতার জাতীয় মসজিদ। ইমাম মুহাম্মাদ ...

26/03/2021

কাতারে করোনা ভাইরাস COVID-19 আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন বিধিনিষেধগুলো আগামীকাল ২৬ মার্চ শুক্রবার থেকে কার্যকর হবে।

🚫 কিছু উল্লেখযোগ্য বিধিনিষেধ সমূহ:

🔴 পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের জিমেনিশিয়াম সেন্টার, সুইমিংপুল, মেসেজ স্পা সেন্টার বন্ধ থাকবে।

🔴 সকল ড্রাইভিং স্কুল পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

🔴 টেক্সি বা লিমুজিনে ড্রাইভারসহ সর্বোচ্চ ৪ জন বহন করা যাবে।

🔴 যে সমস্ত রেস্তোঁরার কাতার ক্লিয়ারেন্স কর্তৃক গ্রীন সার্টিফিকেট আছে সে গুলো ৫০ শতাংশ ধারণক্ষমতা এবং যে সমস্ত রেস্তোঁরার কাতার ক্লিয়ারেন্স কর্তৃক সার্টিফিকেট নাই তারা ১৫ শতাংশ ধারণক্ষমতা পর্যন্ত পরিচালনা করতে পারবে। আউটডোর বৈঠকে সর্বোচ্চ ৩০ শতাংশ ধারণক্ষমতায় পরিচালনা করতে পারে।

🔴 দোহা মেট্রো এবং গণপরিবহন সপ্তাহের ৫ দিন ৩০ শতাংশ ধারণক্ষমতায় এবং শুক্র ও শনিবার ২০ শতাংশ ধারণক্ষমতাতে পরিচালিত হবে।

🔴 বাড়িতে এবং মজিলিসে জমায়েত নিষিদ্ধ। বাহিরের সমাবেশগুলো পাঁচ ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

🔴 শপিং কমপ্লেক্স, পাইকারি বাজার, বিউটি সেলুন এবং নাপিত দোকানগুলো ৩০ শতাংশ ধারণক্ষমতায় পরিচালিত হবে। ১২ বছরের কম বয়সী শিশুদের বাণিজ্যিক কমপ্লেক্স এবং পাইকারি বাজারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিনোদন পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

🔴 মসজিদগুলোতে নিয়মিত নামাজ এবং শুক্রবারের নামাজ আদায় অব্যাহত থাকবে, শৌচাগার ও অজু খানা বন্ধ থাকবে।

https://youtu.be/EKfvHG_LvuM
25/03/2021

https://youtu.be/EKfvHG_LvuM

লন্ডনের যে দশটি জায়গায় ভ্রমণ করবেন----------------------------------------------------1-বাকিংহাম প্যালেসলন্ডনের বাকিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়.....

বাংলাদেশিদের জন্য নতুন দুই ধরনের ভিসা চালু করলো আমিরাতমাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ইউএই --------------...
24/03/2021

বাংলাদেশিদের জন্য নতুন দুই ধরনের ভিসা চালু করলো আমিরাত
মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ইউএই
-------------------------------------------------------------------------
সংযুক্ত আরব আমিরাত সকল দেশের জন্য মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। দেশটির মহামান্য ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইট বার্তায় জানিয়েছেন যে ইউএই ক্যাবিনেট এর এক বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। এই নতুন ভিসা স্কিম সম্প্রতি ঘোষিত ধারাবাহিক পুনর্গঠন এর অংশ যা দেশের অর্থনীতিতে নতুন মেরুকরণ আনবে। এটি বিনিয়োগকারী,উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে।
মাল্টিপল টুরিস্ট ভিসা কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পরিবারের সদস্যরা যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদেরকে উৎসাহিত করবে। এতে টুরিস্ট ভিসার ব্যয়ও কমে আসবে।এছাড়া বিজনেস ট্রাভেলাররা যারা ব্যবসায়ীক কাজে স্বল্প নোটিশে ইউএইতে আসতে চান তারা যখন তখন পাসপোর্ট হাতে নিয়ে টিকেট কেটে সহজে এখানে চলে আসতে পারবেন।
ইউএই 🇦🇪সম্প্রতি তাদের ভিসা আইনে একের পর এক সংস্কার আনছে।সিটিজেনশিপ ভিসা,রিমোট ওয়ার্ক ভিসা,দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা এসব যুগান্তকারী পরিবর্তনের অংশ বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
এছাড়াও আছে রিমোট ওয়ার্কিং ভিসা। যেখানে এক বছরের জন্য আমিরাত থাকতে পারবেন যে কোন চাকরিজীবী। যার মাসিক ইনকাম পাচ হাজার ডলার

🇶🇦দোহানিউজ.কম 🇧🇩বাংলাদেশের নাম এই লিস্টে আছে।এই তালিকা সময়ের সাথে সাথে আপডেট হওয়া অব্যাহত থাকবে, কিউএ জানিয়েছে।১৩ টি ...
23/03/2021

🇶🇦দোহানিউজ.কম
🇧🇩বাংলাদেশের নাম এই লিস্টে আছে।
এই তালিকা সময়ের সাথে সাথে আপডেট হওয়া অব্যাহত থাকবে, কিউএ জানিয়েছে।

১৩ টি দেশ থেকে ভ্রমণকারী যাত্রীদের আর কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠার জন্য নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল উপস্থাপনের প্রয়োজন হবে না, জাতীয় বাহক ঘোষণা করেছে।

১৩ টি দেশ হ'ল আর্মেনিয়া, বাংলাদেশ, ব্রাজিল, ভারত, ইরান, ইরাক, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, শ্রীলঙ্কা এবং তানজানিয়া।

তবে গন্তব্য বা ট্রানজিট দেশে যদি পরীক্ষা প্রয়োজন হয়, যাত্রীদের নেতিবাচক শংসাপত্র সরবরাহ করতে হবে।

দোহা নিউজের সাথে কথা বললে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, নির্বাচিত দেশগুলির জন্য সুনির্দিষ্ট কোন কারণ নেই, তবে আগামী সপ্তাহগুলিতে আরও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারীর পর থেকে কাতারে সংক্রমণের পরিমাণ চারগুণ বেড়েছে, যা ১২,০০০ সক্রিয় মামলার চিহ্নকে ছাড়িয়ে গেছে, কর্তৃপক্ষকে জনসংখ্যার প্রতিরোধের প্রচেষ্টা বাড়িয়ে তুলবে।

III
https://www.facebook.com/244333278682/posts/10158284324408683/

Passengers travelling from 13 countries will no longer be required to present negative PCR test results to board Qatar Airways flights, the national carrier announced.

23/03/2021

শুভ সকাল.........

আজ ২০ই মার্চ ২০২১ থেকে কাতারে পূর্ব ঘোষিত নতুন বেতন আইন কার্যকর করা হয়েছে।সর্বনিম্ন বেতন কাঠামো নিম্নরূপ 👇সর্বসাকুল্যে ...
22/03/2021

আজ ২০ই মার্চ ২০২১ থেকে কাতারে পূর্ব ঘোষিত নতুন বেতন আইন কার্যকর করা হয়েছে।

সর্বনিম্ন বেতন কাঠামো নিম্নরূপ 👇

সর্বসাকুল্যে নূন্যতম বেতন: ১৮০০ রিয়াল
(বেসিক ১০০০ রিয়াল, বাসস্থান ৫০০ রিয়াল, খাওয়া ৩০০ রিয়াল।)

অর্থ্যাৎ, কোম্পানি যদি থাকা খাওয়া না দেয় তাহলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১৮০০ রিয়াল, থাকার ব্যবস্থা কোম্পানি দিলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১৩০০ রিয়াল, থাকা খাওয়া সব কোম্পানি দিলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১০০০ রিয়াল।

কোনো কোম্পানি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কাতার লেবার কোর্টে মামলা করতে পারবেন।

22/03/2021

Address

Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bd Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share