19/08/2022
গ্রামীণ ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষে থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা আমাদের ট্রাভেল এজেন্সি নিয়ে শুধু ব্যবসা নয় মানব সেবায় আমাদের প্রথম লক্ষ্য।আমরা সেবার জন্যই মূলত এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি।
আমাদের দেশের রাষ্টিয় আয়ের প্রধান উৎস হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আমার মনেহয় শিক্ষা সিলেবাসে প্রবাস ও জনশক্তি নামে একটি বিষয় য়োগ করা, কমপক্ষে আমাদের পাঠ্যবই তে একটি অধ্যায় হলেও সংযোগ করা জরুরী ভাবে উচিৎ।
আমাদের দেশের সতের কোটি মানুষের মধ্য একশত জনের মধ্যে একজন বা শতকরা একজন মানুষ ও যদি বিদেশে যেতে চায় তাহলে এই দেশে বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীর সংখ্যা দাঁড়ায় সতের লক্ষ। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতে পারি বাংলাদেশে সতের শত জন দূরের কথা একশত সত্তর জন মানুষ বা প্রতিষ্ঠান নেই যারা সকল দেশের ভিসা সম্পর্কে সঠিকভাবে ধারনা রাখে।
বিদেশ যাওয়ার কথা আসলে প্রথমেই আসে ভিসার বা অনুমতি পত্রের কথা -ভিসা সম্পর্কে আমাদের মনে অনেক রকম প্রশ্ন আসে কিন্তু ঐ প্রশ্নের উত্তর আমরা কাকে করব জানিনা।দূতাবাস গুলিতে আপনার প্রশ্নের উত্তর দেয়ার মতো কোন শাখা নেই।সেইক্ষেত্রে অনেক সময় যারা ম্যানপাওয়ার কোম্পানি গুলির এজেন্ট,টুরিষ্ট এজেন্ট কখনো বা দালালদের সরনাপন্ন হই।
সেই ক্ষেত্রে অন্ধদের হাঁতি দর্শনের মতো অবস্থা সৃষ্টি হয়। ছোট বেলাতে একটা গল্প পরেছিলাম, আমার মনে হয় বাংলাদেশে প্রায় প্রতিটি মানুষ, অন্ধের হাতি দেখার গল্প টা জানেন, তার পরেও একটু বলতে ইচ্ছা করেছে বলছি,
একদল অন্ধ লোক শুনেছিল যে হাতি নামে একটি অদ্ভুত প্রাণী শহরে আনা হয়েছে, কিন্তু তাদের কেউই এর আকৃতি ও রূপ সম্পর্কে অবগত ছিল না। কৌতূহল বশত, তারা বলেছিল: "যেভাবে হোক, আমাদের অবশ্যই এটি পরিদর্শন করা উচিত ও স্পর্শের মাধ্যমে তার আকৃতি সম্পর্কে জানা উচিত"। সুতরাং, তারা হাতিটির সন্ধান করতে থাকলো, এবং যখন তারা এটির কাছে পৌঁছায় তখন তারা এটি সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম ব্যক্তি, যার হাত শুঁড়ের উপর পড়েছিল, সে বলল, "এটি একটি মোটা সাপের মতো"। আর একজনের জন্য যার হাত কানে পৌঁছেছিল, সে বলল, এটি এক ধরণের পাখার মতো মনে হয়েছিল। অন্য একজন, যার হাত তার পায়ে ছিল, সে বলেছিলো, হাতিটি একটি গাছের কাণ্ডের মতো বা একটি স্তম্ভের মতন। যে অন্ধ লোকটি তার পেটে হাত রেখেছিল সে বলল, "এটি একটি প্রাচীর"। অন্য একজন যে এর লেজ অনুভব করেছিল, সে এটিকে একটি দড়ি হিসাবে বর্ণনা করে। শেষ জন যে দাঁস অনুভব করেছিল, তার বর্ণনায়, হাতি বলতে বোঝায় যেটি শক্ত, মসৃণ এবং বর্শার মতো।
অন্ধ ব্যক্তিরা তখন তাদের মতবিরোধ সম্পর্কে জানতে পারে, তখন, অন্যরা সত্য বলছে না বলে সন্দেহ করে ও হাতাহাতি শুরু করে দেয়।
হাতির শরীরের অংশগুলি কীভাবে বর্ণনা করা হয়, সংঘর্ষটি কতটা সহিংস হয়ে ওঠে কজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি আসে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হাতিটিকে বর্ণনা করে, অন্ধ লোকেরা তখন শিখে যে তারা আংশিকভাবে সঠিক এবং আংশিকভাবে ভুল ছিল। দৃষ্টান্তটি বোঝায় যে একজনের বিষয়গত অভিজ্ঞতা সত্য হতে পারে, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা অন্তর্নিহিতভাবে অন্যান্য সত্য বা সত্যের সম্পূর্ণতার জন্য দায়ী করার ব্যর্থতার দ্বারা সীমাবদ্ধ। বিভিন্ন সময়ে প্রবাদটি সত্যের আপেক্ষিকতা, অস্বচ্ছতা বা অবর্ণনীয় প্রকৃতির অন্তর্দৃষ্টি প্রদান করেছে, বিরোধী তত্ত্বের ক্ষেত্রে বিশেষজ্ঞদের আচরণ, গভীর বোঝার প্রয়োজন এবং পর্যবেক্ষণের একই বস্তুতে বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা।
আমরা কখনো আশা করি না www.grameentour.com ওয়েবসাইট পরিচালনার কারনে আপনারা আমার কাছে গ্রাহক হিসাবে আসবেন বা আমাদের মাধ্যমে আপনাদের ভিসা প্রসেস করাবেন।
আমাদের বিশ্বাস এই সাইটের পোস্ট গুলি পড়লে আপনি কখনোই ভুল ভাবে আবেদন করবেন না।আপনি সহজেই বুঝতে পারবেন কি ভাবে আমেরিকা বা কানাডার মতো প্রথম শ্রেণির দেশে সহজেই ভিসা পাওয়া সহজ হবে। কোন ভিসা আবেদন আপনি নিজেই নিজের ভিসার আবেদন কিভাবে করবেন। আবার কোন ভিসা আবেদন আপনি নাকরে কার মাধ্যমে করবেন।এই সাইটের মাধ্যমে সুন্দরভাবে ভিসা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাবেন