16/10/2024
অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু খরচের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন। চিন্তা করবেন না! বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে বিভিন্ন দেশে। এগুলো আপনার শিক্ষার খরচ সম্পূর্ণভাবে কাভার করবে। আপনি কি জানেন কোন দেশে কোন স্কলারশিপ আছে? নিচে কিছু প্রধান স্কলারশিপের তথ্য দেওয়া হলো:
🔹 যুক্তরাষ্ট্র:
ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম: এটি পিএইচডি এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য।
অ্যাপ্লাই: fulbrightonline.org
🔹 যুক্তরাজ্য:
চিভনিং স্কলারশিপ: যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।
অ্যাপ্লাই: csuk.fcdo.gov.uk/apply
🔹 জার্মানি:
DAAD স্কলারশিপ: জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ।
অ্যাপ্লাই: daad-bangladesh.org
🔹 ফ্রান্স:
আইফেল এক্সেলেন্স স্কলারশিপ: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য।
অ্যাপ্লাই: campusfrance.org
🔹 চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক:
এসব দেশেও বিভিন্ন ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ছবিতে দেওয়া লিংকগুলো চেক করতে ভুলবেন না!