রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস

  • Home
  • Bangladesh
  • Pabna
  • রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস

রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস Hajj-Umrah-Student Visa-Work Visa-Air Ticket-Visit Visa

অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু খরচের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন। চিন্তা করবেন না! বাংলাদেশ...
16/10/2024

অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু খরচের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন। চিন্তা করবেন না! বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে বিভিন্ন দেশে। এগুলো আপনার শিক্ষার খরচ সম্পূর্ণভাবে কাভার করবে। আপনি কি জানেন কোন দেশে কোন স্কলারশিপ আছে? নিচে কিছু প্রধান স্কলারশিপের তথ্য দেওয়া হলো:

🔹 যুক্তরাষ্ট্র:

ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম: এটি পিএইচডি এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য।

অ্যাপ্লাই: fulbrightonline.org

🔹 যুক্তরাজ্য:

চিভনিং স্কলারশিপ: যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।

অ্যাপ্লাই: csuk.fcdo.gov.uk/apply

🔹 জার্মানি:

DAAD স্কলারশিপ: জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ।

অ্যাপ্লাই: daad-bangladesh.org

🔹 ফ্রান্স:

আইফেল এক্সেলেন্স স্কলারশিপ: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য।

অ্যাপ্লাই: campusfrance.org

🔹 চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক:

এসব দেশেও বিভিন্ন ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ছবিতে দেওয়া লিংকগুলো চেক করতে ভুলবেন না!

15/10/2024



10/10/2024
"I don't believe in taking right decisions. I take decisions and then make them right" - Ratan TataRIP Legend 🙏
10/10/2024

"I don't believe in taking right decisions. I take decisions and then make them right" - Ratan Tata

RIP Legend 🙏

01/10/2024

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস
১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন
মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন।
২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়
অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।
৩. উড়ার জন্য উপযুক্ত দিন
মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।
৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন
বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।
৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন
এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হওয়া উচিত!
৬. 'কুকিজ' ক্লিয়ার করুন
অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন। কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন। তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনও কখনও দাম বাড়তেও পারে! তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!
৭. দাম তুলনা করুন
গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না।

29/09/2024

বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের এয়ার টিকিট পাচ্ছেন একদম কম মূল্যে
আমাদের সাথে যোগাযোগ করুন Wa.me/+01791653200
● Air Ticket (Domestic & International)
● VISA Processing
● Hotel Booking
● Car Rental (Airport Transfer)
Office address:Rahbar Tours & Travels,
College Road, Ishwardi, Pabna.
Call : 01765444466

অনলাইনে বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি
27/09/2024

অনলাইনে বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি

26/09/2024


বিশ্ব  #পর্যটন  #দিবস উপলক্ষে বিভিন্ন রুটে ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান।
26/09/2024

বিশ্ব #পর্যটন #দিবস উপলক্ষে বিভিন্ন রুটে ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান।

❗ 𝐇𝐀𝐕𝐈𝐍𝐆 𝐀 𝐏𝐑𝐎𝐁𝐋𝐄𝐌 𝐖𝐈𝐓𝐇 𝐘𝐎𝐔𝐑 𝐕𝐈𝐒𝐀? DISCOVER OUR VISA ERROR CORRECTION SERVICE NOW! ❗Your name is wrong on your visa?Inco...
26/09/2024

❗ 𝐇𝐀𝐕𝐈𝐍𝐆 𝐀 𝐏𝐑𝐎𝐁𝐋𝐄𝐌 𝐖𝐈𝐓𝐇 𝐘𝐎𝐔𝐑 𝐕𝐈𝐒𝐀? DISCOVER OUR VISA ERROR CORRECTION SERVICE NOW! ❗
Your name is wrong on your visa?
Incorrect date of birth?
Wrong passport number?........
🌟Don't worry, just let us know, Rahbar Tours & Travels will quickly fix it for you!
🌟With our Visa Error Correction service, you will:
- No need to waste time waiting for a new visa (3-5 working days).
- Avoid hassles in immigration procedures.
‼️‼️ Don't let a small error interrupt your journey! Relax and enjoy the trip - Rahbar Tours & Travels will take care of the rest!
📞 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩: +880 1791653200
📧 𝐄𝐦𝐚𝐢𝐥: [email protected]
🏠 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: college road, ishwardi, pabna

 #পাসপোর্ট_এ_ট্রাভেল_হিস্ট্রি_বাড়াতে_চাইলে_যা_যা_করতে_হবে:একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থ...
26/09/2024

#পাসপোর্ট_এ_ট্রাভেল_হিস্ট্রি_বাড়াতে_চাইলে_যা_যা_করতে_হবে:
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে।
অনেক আছে, আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যেনো পরবর্তী ট্যুর গ্যাপ ২-৩ মাস পর পর, হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল history ক্রিয়েট হবে।

this week       CONTRACT US : 01791653200
26/09/2024

this week
CONTRACT US : 01791653200


ডমেস্টিক এয়ার টিকিট পাচ্ছেন সবচেয়ে কম রেটে এবং আন্তর্জাতিক রোডের টিকেটও পাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে।এখনি আপনার কাঙ্খিত এয়...
26/09/2024

ডমেস্টিক এয়ার টিকিট পাচ্ছেন সবচেয়ে কম রেটে এবং আন্তর্জাতিক রোডের টিকেটও পাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে।
এখনি আপনার কাঙ্খিত এয়ার টিকিট নিয়ে নিন
কল করুন - Wa.me/+8801791653200
ঢাকা ✈ কক্সবাজার ✈ঢাকা
ঢাকা ✈ চট্টগ্রাম ✈ ঢাকা
ঢাকা ✈ সৈয়দপুর ✈ ঢাকা
ঢাকা ✈ যশোর ✈ ঢাকা
ঢাকা ✈ সিলেট ✈ ঢাকা
ঢাকা ✈ বরিশাল ✈ ঢাকা
ঢাকা ✈ রাজশাহী ✈ ঢাকা
● Air Ticket (Domestic & International)
● VISA Processing
● Hotel Booking
● Car Rental (Airport Transfer)
Office address: রাহবার টুরস এন্ড ট্রাভেলস,
College Road Ishwardi Pabna.
Call : 01791653200

মাত্র "১২৫০০০ টাকায়" স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ :নভেম্বর মাসে উমরাহ কাফেলার বিস্তারিত বিবরণঃযাত্রার তারিখঃ🕋 নভেম্বর, ২০...
25/09/2024

মাত্র "১২৫০০০ টাকায়" স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ :

নভেম্বর মাসে উমরাহ কাফেলার বিস্তারিত বিবরণঃ

যাত্রার তারিখঃ
🕋 নভেম্বর, ২০২৪

🕒 সফরঃ ১৫ দিন ১৪ রাত৷
✈️ ফ্লাইটঃ ট্রানজিট ফ্লাইট৷

ঢাকা - জেদ্দা - ঢাকা

🟪 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ

🔹 বীমাসহ ৯০ দিনের উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ।
🔹 ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷
🔹 মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷
🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মক্কার বাইরে তায়েফ, জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনা৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মদিনার বাইরে বদর প্রান্তর, বীরে শেফা, জ্বীন পাহাড় ইত্যাদি সফর ব্যবস্থাপনা৷
(মক্কা ও মদিনার যিয়ারাহ এজেন্সি কর্তৃক৷ দূরবর্তী বিশেষ কোন স্থান যিয়ারার জন্য আলাদা গাড়ি ভাড়া প্রযোজ্য)

_________________________

🟩 জনপ্রতি খরচঃ

▪️মাত্র = ১৩৫,০০০/- (খাবার সহ ফুল প্যাকেজ)
▪️খাবার ছাড়া = ১২৫,০০০/- টাকা৷

🏢 মক্কা হোটেলঃ ৫০০-৬০০ মিটার দূরত্বে৷
সম্ভাব্য হোটেল : মাজেদ আল জাহাবি অথবা সম মানের

🏢 মদিনা হোটেলঃ ২৫০-৩০০ মিটার দূরত্বে
সম্ভাব্য হোটেল: হোটেল তাজ ওয়ার্ড বা সমমানের

♦স্বল্প সময়ে ভিসা পাওয়ার 100%গ্যারান্টি। ♦ দ্রুত সময়ে এম্বাসিতে আবেদন জমার এ্যাপয়েন্টমেন্ট।♦ আপনি কী ইন্ডিয়া, থাইল্যান্ড...
25/09/2024

♦স্বল্প সময়ে ভিসা পাওয়ার 100%গ্যারান্টি।
♦ দ্রুত সময়ে এম্বাসিতে আবেদন জমার এ্যাপয়েন্টমেন্ট।
♦ আপনি কী ইন্ডিয়া, থাইল্যান্ড মেডিকেল ভিসা নিয়ে কনফিউজড? ইন্ডিয়ান মেডিকেল /ডাবল এন্ট্রি/ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না ? একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা দক্ষ ও অভিজ্ঞ ভিসা অফিসার দ্ধারা ইন্ডিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের 50+দেশের ভিসা প্রসেসিং করি।
“রাহবার ট্যুরস এন্ড ট্রাভেলস” শুধুমাত্র ছবি এবং পাসপোর্ট দিয়েই পাওয়া যাচ্ছে ভিসা। (বাকী ডকুমেন্ট আমরা সার্পোট দিব)
⭕ আমাদের অন্যান্য সেবাসমুহ:-
✅ ইন্ডিয়ান, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউএসএ, জাপান, ক্যানাডা, ইউকে, উজবুকিস্থান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কেনিয়া, তুর্কি, ইজিপ্ট, সুদান ও ইরোপের সেঞ্জেনসহ বিশ্বের 50+দেশের ভিসা প্রসেসিং করা হয়।
✅ পাসপোট এর যাবতীয় কাজ
✅ এয়ার টিকেট (আন্তর্জাতিক ও দেশীয়)
✅ ট্রেন টিকেট (আন্তর্জাতিক ও দেশীয়)
✅ ইন্সুইরেন্স ও ট্রাভেল ট্যাক্স
✅ ট্যুর, হজ্ব ও ওমরা প্যাকেজ
✅ হোটেল রিজার্ভেশন (আন্তর্জাতিক ও দেশীয়)
✅ পরিবহন সার্ভিস
✅ সকল দেশের ভিসা প্রক্রিয়াকরণ
✅ যেকোন দেশের টুরিস্ট ও মেডিকেল ভিসা
✅ বিশ্বের যেকোন দেশর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
⭕প্রসেসিং: ১ থেকে ২ দিন।
⭕ভিসা পেতে সময়ঃ 5 থেকে 7 দিন (ক্যাটাগরী অনুযায়ী)
☎️বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01755778826; 01791653200
🔵 ই-মেইল: [email protected]
🏣অফিসের ঠিকানা : কলেজ রোড, ঈশ্বরদী, পাবনা।
⭕ ইনশা আল্লাহ আমাদের মাধ্যমে কোন সার্ভিস নিলে আশা করি প্রতারিত হবেন না।

আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং স...
25/09/2024

আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস
✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।
কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।
✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।
♨️ সতর্কতাঃ অনেক এজেন্সি বা ব্যক্তিবর্গ আপনাকে কন্ট্রাক্টে ভিসা নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে আমেরিকায় যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে। সবসময়ই মনে রাখবেন আমেরিকান ভিসা কখনই কন্ট্রাক্টে অথবা চুক্তিভিত্তিক হয় না। তাই এ ধরনের লোভনীয় ফাঁদে না পড়ে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দক্ষ ব্যক্তি দ্বারা আবেদন করুন।
🎯 আমাদের প্রতিষ্ঠানেই কেন আসবেন? রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস
⭐️ ঈশ্বরদীতে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সুদীর্ঘ ৫ বছর ধরে সততা এবং সুনামের সাথে শুধুমাত্র আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) প্রসেসিং করে থাকি।
⭐️ আমরা সিজিআই প্রোফাইল তৈরি এবং DS-160 ফর্ম সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করে থাকি |
⭐️ আমরা আপনাকে অভিজ্ঞ কাউন্সিলরের মাধ্যমে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন ও ট্রেনিং দিবো যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।
⭐️ এখানে রিশিডিউল এর মাধ্যমে আপনার ইন্টারভিউ ডেট এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে ।
⭐️ আমরা রিফিউস ফাইল গুলো খুব ভালো ভাবে এনালাইস এবং সংশোধন করে পরবর্তীতে ভিসা পাওয়ার চ্যান্স বাড়িয়ে তুলতে সক্ষম |
⭐️ আমরা (B1-B2) ভিসা সম্পর্কিত সকল ধরণের টেকনিকাল সাপোর্ট দিয়ে থাকি।
🔈তাই আর দেরী না করে, বিস্তারিত জানতে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন। 🥰
🏛 ঠিকানা -
রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস
কলেজ রোড, ঈশ্বরদী, পাবনা।
বিস্তারিত জানতে কল করুন -
📲 +88 01791-653200 (WhatsApp)
📲 +88 017557788236 (WhatsApp)
📢 অফিস সময় ও কল করার সময় -- শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ০৯:০০টা 🕘 থেকে রাত ৮:০০ টা 🕔 পর্যন্ত ।

Chief Adviser of 🇧🇩Interim Govt, HE Prof Muhammad Yunus, met with 🇨🇦Prime Minister HE Justin Troudeau, and discussed mea...
25/09/2024

Chief Adviser of 🇧🇩Interim Govt, HE Prof Muhammad Yunus, met with 🇨🇦Prime Minister HE Justin Troudeau, and discussed means to augment | ties, to deepen freedom, build institutions and support in Bangladesh.
Yunus Centre Chief Adviser GOB

Thailand sticker visa for Bangladesh is going to stop soon. After December 31, 2024, there will be a major change in the...
24/09/2024

Thailand sticker visa for Bangladesh is going to stop soon. After December 31, 2024, there will be a major change in the Thai visa system and it will be transformed into an e-visa system. So, make your travel easier by collecting sticker visa now.


অভিনন্দন রেজাউল করিম স্যার!
24/09/2024

অভিনন্দন রেজাউল করিম স্যার!


05/09/2024

Address

College Road, Ishwardi
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাহবার ট্যুরস এন্ড ট্যাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category