Western Travel Planners

  • Home
  • Western Travel Planners

Western Travel Planners Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Western Travel Planners, Travel Company, Abdur Rashid Plaza, Tebunia, .

30/09/2024
01/09/2024

ছয় ছাত্র নেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা! খবরের সূত্র নিশ্চিত নয়।
-------------------
Zoombangla হোয়াটসঅ্যাপ চ্যানেল Follow করে আরও সহজে খবর পড়ুন।
Follow the Zoombangla channel on WhatsApp : https://whatsapp.com/channel/0029VaKkVFPATRSiP28JKk3U
-------------------

21/06/2024

# বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়?
যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে।
১। আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে

২। পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী

( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)

৩। SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা

৪। সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা

৫। IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশব্বিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়

৬। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো

৭। আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা

৮। SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়

৯। ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে

১০। আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা

১১।
আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা

১২। ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা

১৩। বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো

১৪। যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন

১৫। যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে

আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

(সংগৃহীত)

29/03/2024
18/01/2024

সর্বশেষ সময় ১৮ জানুয়ারি ২০২৪ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে হজে গমন নিশ্চিত করুন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

16/01/2024

আমেরিকার ভিসা নামক সোনার হরিণের জন্য এদিক সেদিক ছোটাছুটি না করে আমেরিকান এম্বাসির ওয়েবসাইট ঘাটুন I কোন ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করবেন এবং ওই অনুযায়ী আপনার রিকুয়ারমেন্ট আছে কিনা তা এম্বাসির ওয়েবসাইট দেখে জেনে নিন I যদি আপনি এম্বাসির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারেন যতই ছুটাছুটি করেন না কেন ভিসা পাবেন না I এতে করে আপনার সময় এবং টাকা অপচয় হবে I মনে রাখবেন কোন এজেন্সি বা কোন ইমিগ্রেশন অ্যাডভাইজার আপনাকে ভিসা নিয়ে দিতে পারবে না I আপনার ভিসা আপনার যোগ্যতা প্রমাণ করে এম্বাসি থেকে আনতে হবে I একজন ইমিগ্রেশন এডভাইজার শুধু আপনাকে টোটাল প্রসেসের বিষয়ে সহযোগিতা করতে পারে I তাই আমেরিকার এম্বাসির দেওয়া রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারলে এম্বাসিতে কখনো ভিসার আবেদন করা ঠিক হবে না I মনে রাখবেন একবার ভিসা রিফিউজ হয়ে গেলে দ্বিতীয়বার ভিসা পেতে সমস্যা হতে পারে I কেননা আপনার দেওয়ার প্রদত্ত তথ্য তাদের সার্ভারে জমা থাকবে যা আপনার ভবিষ্যতের জন্য প্রবলেম তৈরি হতে পারে বিধায় বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো I মনে রাখবেন ইমোশন দিয়ে পৃথিবী চলবে না I যেই জিনিস গুলো তিন মাস পরে গিয়ে ঘটবে তা যদি পূর্বের থেকে ওয়াকিবাল থাকেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে I পাড়ার পন্ডিত মহাশয় টাইপের কিছু ভাইয়ের কথা না শুনে গুরুত্ব সহকারে এম্বাসির ওয়েবসাইট ঘাটাঘাটি করে শিউর হয়ে নিবেন আপনি আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা রাখেন অথবা আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে I মনে রাখবেন আমেরিকার আবেদন আর পাশের দেশ ইন্ডিয়ার ভিসা আবেদন এক কথা নয় I আমাদের দেশের বেশিরভাগ আবেদনকারী কোন কিছু না জেনে বুঝে আবেদন করার জন্য প্রতিবছর বেশিরভাগ ভিসা আবেদনই এম্বাসি কর্তৃক প্রত্যাখ্যাত হয় I যা ভবিষ্যতে নতুন এপ্লিকেন্ট তথা আমাদের দেশের সকল ভিসা আবেদনকারী এর উপর প্রভাব ফেলতে পারে I

15/01/2024
29/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star

18/12/2023

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় দেড় কোটি বাংলাদেশি। দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রয়েছে এসব প্রবাসীদের। তাদের ....

❤️💚 মহান বিজয় দিবসের শুভেচ্ছা...
16/12/2023

❤️💚 মহান বিজয় দিবসের শুভেচ্ছা...

10/12/2023

ভ্রমণে দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া। এখন থেকে দেশটিতে পৌঁছানোর তিন দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (এমডিএসি) পূরণ করতে হবে দর্শনার্থীদের। শিগগিরই এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ওই পোস্টের বরাত দিয়ে সংবাদ মাধ্যম 'দি স্টার' জানিয়েছে, অভিবাসন ছাড়পত্র না নিয়ে যারা সিঙ্গাপুরে ট্রানজিট বা স্থানান্তর করছেন, মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা বা দীর্ঘমেয়াদী পাস হোল্ডারদের এবং মালয়েশিয়ান অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম (এমএসিএস) হোল্ডাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না। ওই তিন ক্যাটাগরি ব্যতীত সব ভ্রমণকারীদের এই এমডিএসি নীতি কার্যকর হবে।

এমডিএসি নিবন্ধন ফর্মে নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ, ইমেল ঠিকানা এবং মোবাইল ফোন নম্বরের মতো তথ্যগুলো প্রদান করতে হবে এবং তাদের আগমনের তারিখ, প্রস্থানের তারিখ, পরিবহনের পদ্ধতি (আকাশপথ, স্থল বা সমুদ্র) এবং যাত্রার শেষ বন্দর পূরণ করতে হবে।

মালয়েশিয়া ভ্রমণের শর্ত হিসেবে ভ্রমণকারীকে অবশ্যই পাসপোর্ট এবং এমডিএসি সম্পূর্ণ হয়েছে তা ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দেখাতে হবে।

এছাড়া ১০ দেশের নাগরিকেরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অটোগেট ব্যবহারের অতিরিক্ত সুবিধা পাবেন। তারা টার্মিনাল-১ টার্মিনাল-২ ব্যবহার করতে পারবেন। ১০টি দেশের মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, ব্রুনাই, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর দর্শনার্থীরা। তবে তাদের ন্যূনতম ছয় মাস বা তার অধিক মেয়াদের পাসপোর্ট থাকতে হবে।

তবে দর্শনার্থীরা যদি প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে যান তবে তারা অটোগেটটি ব্যবহার করতে পারবেন না, কারণ তাদের প্রথম ভ্রমণের জন্য তাদের আগমনের তিন দিন আগে এমডিএসি জমা দিতে হবে এবং তারপরে ইমিগ্রেশন কর্মীদের দ্বারা পরিচালিত ম্যানুয়াল কাউন্টারে তাদের পাসপোর্ট নিবন্ধন এবং যাচাই করতে হবে। তবে পরবর্তীতে ভ্রমণে আসার সময় অটোগেটটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সফরের তিন দিন আগে এমডিএসি জমা দিতে হবে। অটোগেট ব্যবহার করার জন্য নথিভুক্ত হওয়ার পর ওই গেট ব্যবহার করা যাবে।

ফেসবুক পোস্টটিতে বলা হয়, মালয়েশিয়ায় পৌঁছানোর আগে বিদেশি নাগরিকদের (এমডিএসি) এসব বাধ্যবাধকতা চলতি বছরের ৭ ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হবে।

17/11/2023
14/11/2023
08/11/2023

পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য পেতে পাসপোর্ট বাতায়নে দেশ থেকে ১৬৪৪৫ নম্বরে ও বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে ফোন করুন। পাসপোর্ট ও ভিসা পেতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত কোন অর্থ লেনদেন করবেন না।

30/10/2023
ভারত ভ্রমণের জন্য ভিসা করতে যা যা কাগজপত্রের প্রয়োজন।
22/10/2023

ভারত ভ্রমণের জন্য ভিসা করতে যা যা কাগজপত্রের প্রয়োজন।

16/10/2023

Address

Abdur Rashid Plaza, Tebunia
Pabna
6600

Telephone

01836946848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Western Travel Planners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share