KaLa MaNik

KaLa MaNik সেই মানুষটার ভরসা ভেঙো না যে সবকিছু ছেড়ে শুধু তোমার ভরসায় অপেক্ষায় থাকে..!🖤

(2)

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🖤🤲🏼

28/03/2024
22/03/2024

___মানসিক আঘাতের কোন চিহ্ন থাকে না বলেই, -আমরা কষ্ট লুকিয়ে হাসতে পারি...!!!🖤

18/03/2024

জীবন পার হয়ে যাক তবু তোমাকে দেখার মুগ্ধতা না কাটুক...!🖤


KaLa MaNik

゚viral

15/03/2024

অসময়ে সঙ্গ দিও!
সুসময় সঙ্গী কেনা যায়! 🖤🥀


Followers
KaLa MaNik

゚viral

10/03/2024

Just one hug and say তুমি আর তো কারো নও শুধু আমার🖤



KaLa MaNik
゚viral

07/03/2024

এক সময়ের সেরা গান 🥰🖤


KaLa MaNik

゚viral

05/03/2024

যখন ছিলনা কেউ আমার পাশে 🥀
তুমি
আমায় করেছিলে আপন🖤🥰


KaLa MaNik

゚viral

04/03/2024

এই আছো এই নেই 💔
তুমি আছো তুমি নেই🥀


KaLa MaNik

゚viral

02/03/2024

যারা ভালোবাসার আসল মানে বোঝে, তারা অবহেলা করে না, তারা প্রিয় মানুষটাকে আগলে রাখে..🤗😌❤️✨


KaLa MaNik


゚viral

27/02/2024

আমি যদি তোমাকে চাই আমি তোমাকে পাবো না এই কথা অন্য কাউকে বোঝাতেও পারবো না 🥀🖤

KaLa MaNik

゚viral

24/02/2024

আমি তারায় তারায় রোটিয়ে দেব তুমি আমার 🖤🥀



゚viral

23/02/2024

আসাদ স্যার এর মধুর কন্ঠে একটি গান ।(BCBHS)
SSC Batch 2020


Followers
KaLa MaNik



22/02/2024

অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়।'🖤

KaLa MaNik

21/02/2024

এ শহর আমাকে দেয়নি কিছু।।
শুধু তোমাকে ছাড়া..... মা🖤🥰

KaLa MaNik

20/02/2024

হতে পারে তুমি যাকে পছন্দ করো!
সে তোমাকে পছন্দ করে না। 🥲
আবার যে তোমাকে পছন্দ করে!
তুমি তাকে পছন্দ করো না। 😎

KaLa MaNik

19/02/2024

কেন তোরা এতোদূর?😑
কেন আমি একা.? 🖤🥀
KaLa MaNik

18/02/2024

How will they understand the taste of perfection, those who leave with excuses!🖤🌸

KaLa MaNik

17/02/2024

তুমি আমার এক ভাবনা,যে ভাবনা থেকে আমি কখনো বেরোতে চাই না.. 😌🖇️✨️

KaLa MaNik

16/02/2024

ইতিহাস সাক্ষী আছে, যে একবার মায়ায় জড়িয়ে গেছে সে আর সেখান থেকে কোনোদিন বেরোতে পারেনি ❤️
History has witnessed that once he got involved in illusion he could never get out of it ❤️

KaLa MaNik

15/02/2024

কিছু ভালোবাসা এভাবেই শেষ হয়ে যায় 🥀🖤

KaLa MaNik

14/02/2024

মায়ের ভালোবাসা কেউ প্রতিস্থাপন করতে পারে নাহ ! পৃথিবীর সকল মা-কে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা 👑🤍

KaLa MaNik

14/02/2024

মায়ের ভালোবাসা কেউ প্রতিস্থাপন করতে পারে নাহ ! পৃথিবীর সকল মা-কে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা 👑🖤
KaLa MaNik

13/02/2024

যুগের পর যুগ চলে যাক তাও!
আমাদের বন্ধুত্ব নষ্ট না হোক।। 🖤🥰

KaLa MaNik

12/02/2024

চাইলেই আমি তোমায় নিয়ে বড়ো একটা গল্প লিখতে পারি, হয়তো বেশ কিছু কবিতা, প্রবন্ধ বা একটা পূর্ণ দৈর্ঘ্যের উপন্যাস।
তবুও লিখি না। লিখতে ইচ্ছে করে না।
কলম যদি প্রেমিকার জীবনদর্শন সবার কাছে বিলিয়ে দেয়!
যদি ওকে নিয়ে নিজের মতো গল্প লেখে আর সবাই।
যদি ওকে হিংসা করে বারবার।
আমি তোমার সেই প্রেমিক, যাকে তোমার দেওয়া আঘাতের উপর নির্ভর করতে হয় না দু পাতা গল্প লিখতে হলে।
প্রদীপের আলোর নীচে লিখতে পারি বিদ্যুতের গল্প, রাতের অন্ধকারে লিখতে পারি দিনের গল্প।
আমার কলম যেন তোমার অনুভূতি বিকিয়ে না দেয়।
তোমার দেওয়া আঘাত বা সুখের জন্য আমার কলম অপেক্ষা যেন না করে।।
🖤🖤🖤🖤
KaLa MaNik

11/02/2024

এমন একজন দরকার যে ঝগড়ার পর বলবে- রাখো তো সব ভুল বোঝাবুঝি। শ্বাস কখন বন্ধ হয়ে যায় কে জানে?
তোমার সাথে কথা বলার তীব্র কষ্ট নিয়ে মরতে চাই না, বুঝলে?!
তোমাকে ছাড়া থাকতে আমার ভাল্লাগে না..😌🥀🖤🖇️

10/02/2024

খুব অসাধারণ কাউকে চাই না, চাই একটা সাধারণ মানুষকে যে আমাকে আমার মতো করে বুঝবে আর আমাকে গুরুত্ব দিবে!💜🌸

09/02/2024

তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয়
স্পর্শ না করে তাহলে হাসতে শিখো 😊💔

08/02/2024

প্রাক্তন কে সবসময় সম্মান করা উচিত,যখন কাছে থাকে তখন ভালো আর যখন জীবন থেকে হারিয়ে যায় তখন খারাপ এমন হলে তো তার প্রতি কোনো ভালোবাসা,সম্মান ছিল না,যেটা ছিল সেটা মোহ,যেটা সময়ের সাথে সাথে কেটে যা🥀💔

07/02/2024

খাজার নামে পাগল হইয়া 🖤
# MaNik #
Abujar Gifary

Address

Dhaka, Rangpur Highway
Puran Bogra
5801

Alerts

Be the first to know and let us send you an email when KaLa MaNik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Puran Bogra

Show All