Ziyarah Aviation

Ziyarah Aviation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ziyarah Aviation, Travel Company, Puran Bogra, Rajshahi.
(1)

আমাদের কাছে পাবেন সর্বোচ্চ সেবা। পবিত্র হজ্ব ও উমরাহ্ এর সম্মানিত হাজিদের সেবা করাই আমাদের মুল লক্ষ।


হজ্ব প্যাকেজ - ওমরাহ প্যাকেজ - ভিসা প্রসেসিং - এয়ার টিকেটিং সেবায় সুনামধন্য ট্রাভেলস।

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে? বোডিং দেয় নাই?আপনি অ...
27/12/2024

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।
ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে?
বোডিং দেয় নাই?
আপনি অবাক হয়ে গেছেন...হিসাব মেলাতে পারছেন না।

বিস্তারিত 👇

যে কোন দেশেই ট্রানজিট নিয়ে থার্ড কান্ট্রিতে যাওয়ার সময় সেকেন্ড কান্ট্রির ট্রানজিট ভিসা লাগে।
তবে যদি টিকিট কাটার সময় সেম পি এন আর এর সেম এয়ারলাইনসে সর্ট ট্রানজিট এ টিকিট নেন তখন লেয়বিলিটি এয়ারলাইন্স এর উপরে বর্তায়।

যেমন আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবেন।ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট নিলেন।ট্রানজিট দিল্লিতে।
আপনার টিকিটে লেখা আছে self Transfer এই ক্ষেত্রে ঢাকা থেকে আপনি বোডিং পাবেন না যদি ইন্ডিয়ার ভিসা না থাকে।

কেনো পাবেন না? 👇
self transfer হলে আপনার লাগেজ চলে যাবে বেল্টে।লাগেজ সংগ্রহ করার জন্যেও আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।ভিসা নাই তাই ইমিগ্রেশন হবে না আপনার।
আপনি বলতে পারেন আমার লাগেজ নাই।
এই ক্ষেত্রে দিল্লি - কুয়ালামাপুরের বোডিং নেয়ার জন্যে হলেও আপনাকে কাউন্টারে যেতে হবে।এর জন্য আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।

সো এই জটিলতার জন্য ঢাকা থেকেই আপনাকে দিল্লির বোডিং দিবে না।

তাই সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে হলে টিকিট ইস্যু করার সময় self transfer এর ব্যাপার টা খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে।

কোন কোন ক্ষেত্রে সেম এয়ারলাইনস না হলেও সেম পি এন আর হয় যদি দুইটা এয়ারলাইন্স তাদের কোড শেয়ার করে যাত্রী পরিবহন করে.....

নোট- পোস্ট টা নিজের ওয়ালে শেয়ার করে রাখলে আপনার মত অনেকেই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টি জানতে পারবে।

27/12/2024

"বিশ্বজুড়ে ভ্রমণের পথ খুলে নিন – আমাদের ভিসা সেবা দিয়ে!" বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করুন কম খরচে এবং আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে।

থাইল্যান্ডঃ ৫,৫০০/- (৭ কর্ম দিবস আনুমানিক)
মালয়েশিয়াঃ ৫,৫০০/- (ই- ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)
সিঙ্গাপুরঃ ৪,৫০০/- (ইনভাইটেশন ছাড়া) (৪-৫ কর্ম দিবস আনুমানিক)
ভিয়েতনামঃ ৭,৯৯৯/- ( ৭-১০ কর্ম দিবস আনুমানিক )

সৌদি আরব উমরাহ ভিসাঃ ১৮,৫০০ টাকা (৩ কর্ম দিবস আনুমানিক)
দুবাই ভিসা ৩০ দিনঃ ১৮,০০০/- (সিঙ্গেল এন্ট্রি) ( শীঘ্রই শুরু হবে )
দুবাই ভিসা ৬০ দিনঃ ৩০,০০০/-(সিঙ্গেল এন্ট্রি) ( শীঘ্রই শুরু হবে )

মিশরঃ ২,০০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্কঃ ২,০০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্ক ই- ভিসাঃ ১০,০০০ /- (১ কর্ম দিবস আনুমানিক )

চায়না ভিসা : ১০,৫০০/- (পূর্বে চায়না যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা : ১২,৫০০/- (থাইল্যান্ড ,সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ৩ দেশ যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা (৬ মাসের এর ডাবল এন্ট্রী ভিসা ) : ১৩,৫০০/-
চায়না ভিসা : ( ১ বৎসর এর মাল্টীপল ভিসা ): ১৬,৫০০/-(পূর্বে ২ বার চায়না যাওয়া থাকতে হবে )
হংকং ভিসাঃ ১১,৫০০/-টাকা ( শীঘ্রই শুরু হবে )

ভারতঃ ১,০০০/- (শুধু প্রসেসিং ১ কর্ম দিবস) ( শীঘ্রই শুরু হবে )

কম্বোডিয়াঃ ৫,৮০০ / (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক) ( শীঘ্রই শুরু হবে )
ফিলিপাইনঃ ১২,০০০/- (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)
ইন্দোনেশিয়াঃ ১৬,৯০০/- টাকা (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)

রাশিয়াঃ ৫,০০০/- প্রসেসিং ফি
উজবেকিস্তানঃ ৪,৫০০/- (৩ কর্ম দিবস আনুমানিক) ( শীঘ্রই শুরু হবে )
ইথিওপিয়াঃ ১০,৫০০/- (ই-ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)

===========================================

ভিসা সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন :

অফিস ( শুক্রবার ছাড়া সকল দিন খোলা )
Phone & Whatsapp
https://wa.me/8801602300036
https://wa.me/8801757629480

অফিস ঠিকানাঃ
House-35, Road-15, Sector-11, Uttara, Dhaka-1230.

হে পরম করুণাময় আল্লাহ এই পবিত্র মক্কায় জীবনে একবার হজ্ব করার তৌফিক দান করুন।আমিন।
22/12/2024

হে পরম করুণাময় আল্লাহ এই পবিত্র মক্কায় জীবনে একবার হজ্ব করার তৌফিক দান করুন।
আমিন।

❌দিল্লি নয়, এবার সরাসরি ঢাকাতেই শেনজেন ভিসা! 🌍আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এখন আরও কাছাকাছি। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে...
21/12/2024

❌দিল্লি নয়, এবার সরাসরি ঢাকাতেই শেনজেন ভিসা! 🌍
আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এখন আরও কাছাকাছি। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন সরাসরি ভিসা আবেদন করুন:

🇭🇷 ক্রোয়েশিয়া
🇦🇹 অস্ট্রিয়া
🇩🇰 ডেনমার্ক
🇩🇪 জার্মানি
🇸🇪 সুইডেন
🇳🇱 নেদারল্যান্ড
🇨🇭সুইজারল্যান্ড
কেন ঢাকায় শেনজেন ভিসা সেন্টার?

✅ দিল্লি যাত্রার ঝামেলা শেষ!
✅ দ্রুত এবং সহজ আবেদন প্রক্রিয়া।
✅ একটি ভিসা দিয়ে ২৭টি দেশে ভ্রমণের সুযোগ।

এখনই আবেদন করুন এবং ইউরোপের সৌন্দর্য উপভোগের জন্য প্রস্তুত হন!
ইউরোপ ভিসা সেন্টার এখন ঢাকায়।
✅আপনার স্বপ্ন পূরণ শুরু এখান থেকেই।

Big shout out to my newest top fans! 💎Mostafizur Rahman
21/12/2024

Big shout out to my newest top fans! 💎

Mostafizur Rahman

20/12/2024
মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী..?১ - মালয়েশিয়া arrival cad ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাই...
20/12/2024

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী..?
১ - মালয়েশিয়া arrival cad ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে ।
২ - যখন ইমিগ্রেশন আসবেন ইমিগ্রেশন আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে যেমন .?
১ - মালয়েশিয়াতে কিসের জন্য আসছেন ..?
২ - কয়দিন থাকবেন ..?
৩ - কোথায় যাবেন ..?
৪ - রিটার্ন কনফার্ম টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং আছে কিনা সুন্দর করে এগুলো সব দেখাবেন ।
৩ - আপনি যদি টুরিস্ট ভিসা আসেন অবশ্যই আপনার কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে ।
৪ - KLIA 1 KLIA 2 এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর শহরে আপনি grab apps car বুকিং দিয়ে আসতে পারবেন তবে একা হলে আমি সাজেস্ট করবো বাসে আসার জন্য ১৫ RM নেবে কেএল সেন্ট্রাল আসতে।

৫ - কুয়ালালামপুরে আসার পর একটা mrt কার্ড নিয়ে নিবেন ২০ RM নেবে এই কার্ড দিয়ে বাস ট্রেন সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কুয়ালালামপুর প্রতিটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ।
শুভকামনা রইল ভ্রমণ প্রিয় মানুষদের জন্য Description: 🖤
আপনার ভ্রমণ সুন্দর হোক🖤

This winter discover the beauty of the longest sea beach.Let your spirit, fly among the winter wavesOperating 𝟲 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 ...
20/12/2024

This winter discover the beauty of the longest sea beach.
Let your spirit, fly among the winter waves

Operating 𝟲 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗱𝗮𝗶𝗹𝘆, to 𝗖𝗼𝘅'𝘀 𝗕𝗮𝘇𝗮𝗿
With the sheer delight of Boeing 737
Fly now!

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
01602-300036 , E-mail: [email protected]

** Single Entry (China Visited Before 2018-2024): 9,500/- no interview, no ticket.** First-time First World country or t...
19/12/2024

** Single Entry (China Visited Before 2018-2024): 9,500/- no interview, no ticket.

** First-time First World country or three "good" country visits (except India, Nepal), no interview, no ticket: 12,500/-

** First-time Three country visits (except India, Nepal, etc.), need ticket, with interview: 11,500/-

** Only India visit: 15,500/-, need ticket, with interview.

** Blank Passport: 18,900/-need ticket, with interview.

** Double Entry: 12,500/-.no interview, no ticket.

** Multiple Entry (1 Year): 19,900/Normal Delivery

** Multiple Entry (2 Years): 25,500/- (if visited after COVID with a multiple one-year visa at least).

** Multiple Business (2 Years): 39,500/-

Important Notes:
The above rates are effective from today.
Visa delivery date is effective after receiving the appointment/fingerprint date.
Normal Delivery: 7 working days
Urgent Delivery: 4 working days
For urgent visas, please add 5,100/- to the above prices.
All the above visa prices are subject to change without prior not

Please call: 01602-300036 or E-mail: [email protected]

18/12/2024

***উমরাহ্ গ্রুপ ২০২৫ ইং***

*****ইকোনমি ওমরাহ প্যাকেজ সম্ভব্য তারিখ ১৮-২০ই জানুয়ারী ২০২৫, বাহারাইন/এয়ার এরাবিয়া/জাজিরা/কুয়েত এয়ারলাইনস, ট্রানজিট ফ্লাইট******

***খাবারসহ ফুল প্যাকেজ ইকোনমি ১,৩৫,০০০/-***

✈️প্যাকেজ :১৩ রাত/১৪ দিন✈️

🕋🕋 *প্যাকেজের অন্তর্ভূক্ত। 🕋🕋

* ✈️ ঢাকা টু জেদ্দা
* ✈️ মদিনা টু ঢাকা

✅ ওমরাহ্ ই-ভিসা।
✅ হেলথ ইনস্যুরেন্স।
✅ মক্কা হোটেল: ৬০০-৭৫০মিটার। লুলুয়া আল ইমান/সমমান
✅ মদিনার হোটেল: ৬০০-৭৫০মিটার। আনসার কুবা/সমমান
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)
✅ ০৩ বেলা খাবার।
✅ সকল ট্রান্সপোর্ট (জেদ্দা-মক্কা-মদিনা-জেদ্দা)
✅ মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
✅ অভিজ্ঞ মোয়াল্লিম গাইড।

🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-🕋🕋
১) সকল ব্যক্তিগত খরচ
২) জেদ্দা, তাইয়েফ, বদর সফর।
৩)রুমে জমজমের পানি নিজ দায়িত্বে এনে খাবে।

বুকিং দিতে কল করুনঃ 01602-300036

বগুড়ার বিলাস ভবন।নির্মাণ কাল ১৯৪২, বিহার, শিবগঞ্জ বগুড়া
15/12/2024

বগুড়ার বিলাস ভবন।
নির্মাণ কাল ১৯৪২, বিহার, শিবগঞ্জ বগুড়া

15/12/2024

*"'"স্টাইলিশ ও ইকো-ফ্রেন্ডলি ৩ পিস স্টেইনলেস স্টিল থার্মোস সেট"''' – পানীয়র দীর্ঘস্থায়ী উষ্ণতা ও শীতলতার সেরা সঙ্গী!*

*👉আপনার কি প্রতিদিনের ব্যস্ত জীবনে পানীয়ের তাপমাত্রা ধরে রাখার জন্য মজবুত, সাশ্রয়ী ও ইকো-ফ্রেন্ডলি সমাধান চান ?*
তাহলে ৩ পিস স্টেইনলেস স্টিল থার্মোস সেটটি হতে পারে আপনার জন্য সেরা ।এই সেটের প্রতিটি পিস তৈরি হয়েছে উচ্চ মানের স্টেইনলেস স্টিল দিয়ে, যা দিচ্ছে টেকসই এবং দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করে । ফ্লাস্কের ডাবল-ওয়ালড ভ্যাকুয়াম ইনসুলেশন ১২ ঘণ্টা পর্যন্ত গরম ও ঠান্ডা রাখার ক্ষমতা রাখে। আপনি যেখানে থাকুন না কেন, এই স্টাইলিশ সেটটি আপনার পানীয়ের সঙ্গী হতে পারবে।

*👉সুবিধাসমূহ:-*
* *৫০০ মি.লি. ক্ষমতা:* যথেষ্ট পরিমাণে পানীয় রাখার জন্য উপযুক্ত।
* *ডাবল-ওয়ালড ভ্যাকুয়াম ইনসুলেশন:* ১২ ঘণ্টা পর্যন্ত তাপমাত্রা ধরে রাখে।
* *পোর্টেবল ও ইকো-ফ্রেন্ডলি:* যেকোনো জায়গায় সহজে বহনযোগ্য এবং পরিবেশ বান্ধব।
* *স্মার্ট ডিজাইন:* কাপের মত বোতলের মুখ দেওয়া আছে ,যা সহজে ব্যবহার ও পরিষ্কার করা যায়।

*👉 প্রিয়জনদের জন্য উপহার হিসেবে কিংবা নিজের ব্যবহারের জন্য এটি একটি দারুন সমাধান।*

Price : 700tk.
Product Code: 4041.

Delivery: ঢাকা সিটিতে 60tk, সারাদেশে 120tk.

Order করতে কল করুনঃ 01602-300036

#কোন_অগ্রীম_পেমেন্ট_ছাড়াই_অর্ডার_করুন_নিশ্চিন্তে াকাও_অগ্রীম_লাগবেনা
#পণ্য_হাতে_পেয়ে_মুল্য_পরিশোধ_করুন
#সারা_দেশে_ডেলিভারি

14/12/2024
14/12/2024

মক্কার দর্শনীয় স্থান : জাবালে নূর
কুরআনের প্রথম ওহি নাজিলের স্থান
জাবালে নূর, যা "আলোর পাহাড়" নামে পরিচিত, মক্কার অন্যতম বিখ্যাত এবং পবিত্র স্থান। এখানেই অবস্থিত হেরা গুহা, যেখানে নবী মুহাম্মদ (সা.) প্রথমবার আল্লাহর পক্ষ থেকে কুরআনের ওহি লাভ করেন। এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই স্থানটি মুসলিমদের জন্য এক অনন্য ধর্মীয় অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু।

কুরআনের প্রথম ওহি নাজিল
কুরআনে আল্লাহ বলেন,
"পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।" (সূরা আলাক, ৯৬:১)

এই আয়াতটি কুরআনের প্রথম ওহি হিসেবে জাবালে নূরের হেরা গুহায় নাজিল হয়েছিল। নবী মুহাম্মদ (সা.) এখানেই তাঁর নবুওয়াতের সূচনা পান। আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে তিনি এখানে সময় কাটাতেন, আর এই গুহাতেই ফেরেশতা জিবরাইল (আ.) এসে তাঁকে প্রথমবার আল্লাহর কিতাবের ওহি পাঠ করেন। এটাই ইসলামের মহান সূচনা।

জাবালে নূরের গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্বঃ
জাবালে নূর ইসলামি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। হেরা গুহা ছিল নবী মুহাম্মদ (সা.) এর ধ্যানের স্থান, যেখানে তিনি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একাগ্রচিত্তে সময় কাটাতেন। কুরআনের প্রথম ওহি নাজিল হওয়ার পর থেকেই এই স্থান মুসলিমদের জন্য পবিত্রতার প্রতীক হয়ে উঠেছে।

আজও হাজার হাজার মুসলিম এই গুহা দর্শনে যান, নবীজির জীবনের এক মহান ঘটনার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য। এই স্থানটি শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না, বরং এটি ইসলামের শুরু এবং আল্লাহর পথে নবী মুহাম্মদ (সা.) এর যাত্রার একটি বিশেষ দিক হিসেবে চিহ্নিত।

জাবালে নূরের দর্শনীয় স্থান

হেরা গুহা:
হেরা গুহা হলো জাবালে নূরের সেই স্থান, যেখানে নবী মুহাম্মদ (সা.) তাঁর নবুওয়াতের শুরুতে প্রথম আল্লাহর ওহি লাভ করেছিলেন। গুহাটি মক্কা থেকে প্রায় ২ মাইল দূরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় ৬৪২ মিটার। গুহায় পৌঁছাতে কিছুটা শারীরিক পরিশ্রমের প্রয়োজন হলেও এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি লাভ করা যায়।

আলোর পাহাড়ের শীর্ষে ইবাদত:
যেহেতু এটি একটি উঁচু পাহাড়, তাই যারা এখানে আসেন তারা উপরে উঠে আল্লাহর রহমতের আশায় ইবাদতে নিমগ্ন হন। এই পাহাড়ে ওঠার সময় মনে রাখতে হবে যে, এটি শুধু একটি ভ্রমণ নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রাও।

জাবালে নূরে ভ্রমণের উদ্দেশ্য এবং ইবাদত
জাবালে নূরে যাওয়া মানে শুধুমাত্র একটি পবিত্র স্থান পরিদর্শন নয়, বরং এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে সংযোগ স্থাপন করা। এখানে আল্লাহর কাছাকাছি এসে ধ্যান করা এবং নবী মুহাম্মদ (সা.) এর আধ্যাত্মিক যাত্রা স্মরণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

ধ্যান এবং দুআ:
হেরা গুহায় উপস্থিত হয়ে মুসলিমরা আল্লাহর ধ্যানে নিমগ্ন হন এবং তাঁকে স্মরণ করে দুআ করেন। নবীজির মতো ধ্যান করার সুযোগ লাভ করা, বিশেষত এই স্থানে যেখানে ইসলামের ইতিহাসের সূচনা হয়েছিল, একটি মহান আধ্যাত্মিক অভিজ্ঞতা।

ইবাদত এবং আত্মিক পরিশুদ্ধি:
জাবালে নূরের উঁচুতে অবস্থান করে মুসলিমরা তাদের জীবনের জন্য দুআ করে, ইবাদতে নিমগ্ন হন এবং আল্লাহর প্রতি তাদের আত্মার নিবেদন পুনরায় জাগ্রত করেন।

জাবালে নূর ভ্রমণের নির্দেশনা:

শারীরিক প্রস্তুতি:
যেহেতু জাবালে নূর একটি উঁচু পাহাড়ে অবস্থিত, তাই এখানে পৌঁছানোর জন্য শারীরিকভাবে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। পাহাড়ে ওঠার পথে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং শালীন পোশাক পরিধান করা আবশ্যক।

শান্তিপূর্ণ পরিবেশ:
এখানে থাকার সময় সম্পূর্ণ শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখা উচিত। ধ্যান এবং দুআ করার সময় এই স্থানটির পবিত্রতা উপলব্ধি করতে হবে এবং একাগ্রচিত্তে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে হবে।

'Ziyarah Aviation' আপনাকে জাবালে নূরসহ ইসলামের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের জন্য পূর্ণ সহায়তা প্রদান করে।

আমাদের প্যাকেজের মাধ্যমে আপনি জাবালে নূরের আধ্যাত্মিক ভ্রমণ উপভোগ করতে পারবেন, যেখানে আমাদের অভিজ্ঞ গাইড এবং আলেমরা আপনাকে প্রতিটি ধাপে সহযোগিতা করবেন।

সুবিধাসমূহ:

অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে আধ্যাত্মিক ভ্রমণ
প্রিমিয়াম হোটেল ও যাতায়াত ব্যবস্থা
চিন্তামুক্ত এবং পরিকল্পিত যাত্রা

বুকিং করতে আজই যোগাযোগ করুন: 01602-300036, 01610933933

আল্লাহ আমাদের সকলকে জাবালে নূরের আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।

#জাবালে_নূর #ওহির_প্রথম_স্থান #ইসলামের_ইতিহাস ,

সুখবর! সুখবর! সুখবর!বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের...
11/12/2024

সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের আরও সাতটি দেশের ভ্রমণ ভিসাও সংগ্রহ করা সম্ভব। এই নতুন উদ্যোগ শেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপে যাতায়াতের সুযোগকে আরও সুগম করবে।

সুবিধাগুলো:
1. একক দূতাবাস, একাধিক দেশের ভিসা: সুইডেনের দূতাবাস থেকে এখন ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া সহ আটটি দেশের ভিসা পাওয়া যাবে।

2. সহজতর প্রক্রিয়া: পৃথক দূতাবাসে গিয়ে আবেদন করার পরিবর্তে একটি মাত্র দূতাবাসে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

3. শেনজেন অঞ্চল ভ্রমণের সুবিধা: শেনজেন ভিসা থাকলে এই আটটি দেশের পাশাপাশি আরও ২৬টি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করা সম্ভব।

4. আর্থিক ও সময় সাশ্রয়: ভ্রমণকারীদের সময় ও অর্থের অপচয় কমাবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়া:

সুইডেনের দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে থাকবে:

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া (যেমন: পাসপোর্ট, ছবি, বিমানের টিকিটের কপি, হোটেল বুকিং, আর্থিক প্রমাণ)

সাক্ষাৎকার

ভিসা ফি প্রদান
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ:

এই পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপের দরজা আরও উন্মুক্ত করবে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

যারা ইউরোপ ভ্রমণ করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য সুইডেনের দূতাবাসে যোগাযোগ করুন।

Address

Puran Bogra
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Ziyarah Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziyarah Aviation:

Share

Category