Rajnagar Bikers Community - RBC

Rajnagar Bikers Community - RBC Rajnagar Bikers Community (RBC)

14/08/2024

এই কষ্ট টা শুধু একজন রিয়েল বাইকার বুঝতে পারবে বাইক বিক্রি করলে কতটা কষ্ট লাগে। 😔🥹

We Are RBC Biker Team. 🥰🤙@followers🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2023

We Are RBC Biker Team. 🥰🤙
@followers🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

🇧🇩 বিজয় রাইড ২০২৩ 🇧🇩Rajnagar Bikers Community (RBC)মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর / ২০২৩ উপলক্ষ্যে বাইকিং গ্রুপকে জাগ্রত কর...
11/12/2023

🇧🇩 বিজয় রাইড ২০২৩ 🇧🇩
Rajnagar Bikers Community (RBC)

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর / ২০২৩ উপলক্ষ্যে বাইকিং গ্রুপকে জাগ্রত করার লক্ষে রাজনগর বাইকার কর্তৃক এক বিশাল বিজয় র‍্যালীর আয়োজন করা হচ্ছে। আসুন আমরা মিলিত হই একসাথে মেতে উঠি বিজয়ের উল্লাসে।

যারা অংশগ্রহণ করছেন তারা অবশ্যই
হেলমেট পরিধান করতে হবে।
অবশ্যই সিঙ্গেল লাইনে বাইক চালাতে হবে।
র‍্যালীটি উপভোগের জন্য সব সময় রাইডিং নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
রাস্তায় কোন প্রকার গতি-টেষ্ট বা নিয়ম ভেঙ্গে ওভারটেকিং করা যাবেনা।
টিম লিডারের নির্দেশনা অনুযায়ী সারিবদ্ধভাবে চলতে হবে, থামতে হবে এবং পরিচালনা করতে হবে।

রাজনগর উপজেলার সামন থেকে র‍্যালীটি শুরু হবে ঠিক 3.00 টায় বিজয় র‍্যালি শুরু হবে, গন্তব্য রাজনগর উপজেলার ভিতরে সবার উপস্থিতি কামনা করি।

@followers

স্মৃতিগুলো সব সময় থাকবে ❤️
11/10/2023

স্মৃতিগুলো সব সময় থাকবে ❤️

place 🤔
06/09/2023

place 🤔

02/05/2023

জল ও সবুজের প্রকৃতির প্রাণকেন্দ্র বিছানাকান্দি সৌন্দর্য উপভোগে

স্থান - বিছানাকান্দি

রাইড শুরু হবার স্থান- রাজনগর কলেজ পয়েন্ট
উপস্থিথ হওয়ার সময় - সকাল ৭টা
রাইড শুরু - ৭:৩০ মিনিট

**** যেহেতু গ্রুপ রাইড সেহেতু সবাই গ্রুপ রাইডের নিয়ম মেনে চলবো ****

কিছু কথা পড়ে দেখুন ও মেনে চলুন

১। রাইডে জয়েন করার আগে দেখে নিন আপনার সাইকেলটি ঠিক আছে কিনা।যদি কোন সমস্যা থাকে তাহলে জলদি ঠিক করিয়ে নিন।রাইডে গিয়ে বাইক জনিত কোন সমস্যা দেখা দিলে আপনিও সমস্যায় পরবেন আমাদেরকেও সমস্যায় ফেলবেন।
২। সবাই গ্রুপ লিডারের কথা মেনে চলব আর রাইডের সামনে যে থাকবেন তাকে অতিক্রম করবো না।
৩। কোনো ধরণের সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবেন।
৪। রাইডের সময় নিজের জিনিসপত্র নিজেকে বহন করা লাগবে ।
৫। টয়লেট ধরলে সঙ্গে সঙ্গে বলবেন। অন্তিম সময়ে বইলা জ্বালাবেন না।

লং রাইডের জন্য সবাই যা যা নিবেন তার একটি নমুনা দেওয়া হল -

১. হেলমেট , গ্লাভস(বাধ্যতামূলক)

২.পানি পানের জন্য বোতল (বাধ্যতামূলক)।

৩.পাওয়ার ব্যাংক (যাদের আছে)
৪.সাইকেলের পাম্পার (যাদের আছে)
৫.সাইকেলের লক
৬.নিজের জন্য প্রয়োজনীয় ঔষধ
৭.পলিথিন (বৃষ্টি হতে টাকা পয়সা , ফোন ইত্যাদি সুরক্ষায়)
৯.নিজের প্রয়োজনের জন্য কিছু টাকা নিয়ে নিবেন সাথে।

১০.নদী, পুকুর বা দিঘী দেখলে যারা পানিতে নেমে ঝাপাঝাপি বা গোসল না করে থাকতে পারবেন না তারা সাথে করে এক্সট্রা টি শার্ট, প্যান্ট/লুঙী, গামছা নিয়েন।
১১.কেউ নিয়ম ভাংগলে, কথা না শুনলে বাকি সবাই মিলে তাকে অতি আদরের সহিত জামাই আদর করা হবে।

আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না।

30/04/2023

দুর্ঘটনা এড়ানোর জন্য যা করা যেতে পারে।

বেশিরভাগ মোটরবাইক দুর্ঘটনা খুব মারাত্বক হয়ে থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাও হতে পারে যা রিকভার করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।

তাই সবার চেস্টা করা উচিত দুর্ঘটনাকে এড়িয়ে চলা।

দুর্ঘটনা এড়ানোর জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সেইফ রাইডিং।

মনে রাখতে হবে দামী সেফ রাইডিং মানে অনেক দামী, অনেক মোটা, অনেক ভারী সেফটি গিয়ার নয়।
সেইফ রাইডিং হচ্ছে একটা এক্সট্রা স্কিল, এক্সট্রা রাইডিং সেন্স যেটা ডেভলাপ করা অনেক বেশি জরুরি। পাশাপাশি ভালো সেফটি গিয়ার ব্যাবহার করলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার স্বীকার হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে যেতে পারে।

মোটর সাইকেল চালকদের জন্য ভীষন গুরুত্বপুর্ণ কিছু করনীয় নিচে উল্লেখ করার চেষ্টা করছি, এগুলো মেনে চললে আপনার রাইডিং হতে পারে আরো নিরাপদ।

১।গতির নেশা থেকে দূরে থাকুনঃ

বেপরোয়া মোটর সাইকেল চালানো রীতিমত বোকামি। এটা কোন বীরত্বের কাজ নয়। খুবই সহজ কাজ বরং ধীরে চালানো কঠিন কাজ।

অতিরিক্ত গতিতে সাই সাই করে চালালে সবাই গালি দেয় বিরক্ত হয়, এমনকি আপনার পাশ দিয়ে কেউ ওভারস্পীডে চালালে আপনিও বিরক্ত হবে।

কেউ কেউ তো অতিষ্ট হয়ে গালিই দিয়ে বসে। অভিশম্পাত করে অনেকে বলে, এরা মরে না কেন? তাই অতিরিক্ত গতি আজকে থেকেই বাদ দিন।

২। চোখ কান খোলা রাখুনঃ

আমাদের দেশে প্রায় সকল রাস্তাতেই ভ্যান, রিক্সা, সিএনজি, ভটভটি (নছিমন), ব্যাটারি চালিত অটোরিক্সা ইত্যাদি চলে এমনকি হাইওয়েতেও।

বাইকারদের প্রশ্ন এবং সার্জেন্টের উত্তর
এই সকল যানবাহনের চালক কেউ’ই প্রশিক্ষিত নয়। ট্রাফিক আইন বা রাস্তায় চলাচলের নিয়ম কানুন কিচ্ছু জানে না। গিয়ার দেয়া, স্টিয়ারিং ধরা-শিক্ষা বলতে এটুকুই। ওদের ভুলের কারণে অন্য মানুষের মৃত্যু হতে পারে-শিশু সন্তান এতিম হবে-এ ভাবনা ওরা ভাবে না। নিজেরও মৃত্যু হতে পারে-এ চেতনাটুকুও ওদের মধ্যে খুব একটা কাজ করে না। ওরা নিয়ম মেনে রাস্তায় চলবে-এমনটি আশা করা যায় না। দেখা যায় হঠাৎ ডানে বা বামে ঘুরে গেছে। কোন সিগনাল বা ইশারা পর্যন্ত দেয় না। এমন কি ডানে সিগনাল দিয়ে বামে ঘোরে। সেজন্য নিজে যত বেশি সতর্ক হয়ে চলা যায়,ততই মঙ্গল। মোটর-সাইকেল একটু আস্তে বা নিয়ন্ত্রণের মধ্যে চালালে ব্রেক চেপে অ্যাকসিডেন্ট থেকে বাঁচা যায়।

৩। অন্যের ভুল সম্পর্কে ধারনা রাখাঃ

মোটর সাইকেলের অ্যাকসিডেন্ট মানেই বুঝতে হবে মারাত্নক দুর্ঘটনা। সামান্য ভুলের কারণে মৃত্যুবরণ। মাত্র ১ সেকেন্ড। ভুলটি হয়ত অন্য কেউও করবে কিন্তু মৃত্যু হবে আপনার। তাই কে কি ধরনের ভুল করতে পারে তার সম্ভাব্য একটা ধারনা মনে মনে ভেবে রাখুন এবং সাবধান থাকুন।

যেমন, সামনের গাড়ি যদি কোনো সিগ্নাল না দিয়ে হঠাত হার্ড ব্রেক করে বসে তখন আপনি কি করবেন, তাই ব্রেক করার মত যথেষ্ট দুরত্ব রেখে চালাতে পারেন।

৪। নিজের বাইক টা পর্যবেক্ষনে রাখাঃ

বাসা থেকে বের হওয়ার আগে ব্রেকিং সিস্টেম এবং চাকাতে কোন সমস্যা আছে কিনা দেখে নেয়া ভালো এতে আপনি রাস্তায় কনফিডেন্ট থাকবেন। সাথে সাথে লাইট, হর্ন এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা শিওর হয়ে নিন৷

৫। সময় বাচানোর অনর্থক চেস্টা বাদ দিনঃ

দ্রুত চালালে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছা যায় এটা যারা বিশ্বাস করেন তাদের মত বোকা আর নেই। স্বাভাবিক গতিতে চালিয়েও অল্প সময়ে অনেক দূর যাওয়া যায়। স্বাভাবিক গতিতে চালিয়ে গন্তব্যে পৌছাতে যে সময় লাগবে, পাগলের মতো ছুটলে হয়ত তার চেয়ে ৮-১০ মিনিট কম লাগবে। এটা দ্রুত পোঁছা হলো? এক কাপ চা খেতেও ১০ মিনিট লাগে, তাই সামান্য সময় বাচাতে জীবনের ঝুকি নেবেন না৷

৬। নিয়ন্ত্রনের বাইরে না যাওয়াঃ

নিয়ন্ত্রণের মধ্যে চললে যে কোন সমস্যা আগেই বুঝা যায়। ফলে বড় রকমের কোন দুর্ঘটনা থেকে বাঁচা যায়।

৭। হাইওয়ে রাইডে করনীয়ঃ

বিশ্বরোড বা যে সকল রোডে ভারী যানবাহন বেশি চলাচল করে, সে সকল রোডে মোটর সাইকেল চালানো উচিত অতিরিক্ত সতর্কতার সাথে।

৯। নুন্যতম ভালো শার্প রেটিং আছে এমন হেলমেট ব্যাবহার করুনঃ

হেলমেট ছাড়া বাইকে উঠা হারাম এটা মুখস্থ করে নিন।

হেলমেট ব্যবহার অনেকের কাছে বিরক্তিকর তবে মনে রাখবেন, মাথাটা দেহের অন্যান্য অংশের চেয়ে ভারী এবং সেনসেটিভ। তাই একসিডেন্ট হলে, বিশেষ করে পড়ে গেলে মাথাটাই আগে রাস্তার আছাড় খায়।

মাথায় খুব সামান্য আঘাতেও মানুষ মারা যেতে পারে। তাই মাথার সুরক্ষায় সার্টিফাইড হেলমেটের বিকল্প নেই৷ নুন্যতম ৫ এর মধ্যে ৩-৪ পেয়েছে এরকম শার্প রেটিং যুক্ত হেলমেট ব্যাবহার করুন৷

১০। রাইডিং এর সময় মোবাইলে কথা বলবেন নাঃ

চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা মোটেও উচিত নয়, কারন এতে মনোযোগ অন্যদিকে চলে যায়।
হয়ত মনে হতে পারে রানিং অবস্থায় তো কতই মোবাইলে কথা বলেছি কিছুই তো হলোনা, হয়নি বলে হবে না-এমন চিন্তাই আপনাকে বিপদে ফেলতে পারে।

১১। টেইল গেটিং করবেন নাঃ

সামনে থাকা গাড়ির একদম কাছাকাছি থেকে পিছনে পিছনে যাওয়া ঠিক নয়। সামনের গাড়ি কোন সিগনাল না দিয়েই ইউটার্ন করতেই পারে, এতেই আপনি বিপদে পড়ে যেতে পারেন মুহুর্তের মধ্যে। ব্রেক করে নিজেকে রক্ষা করা যায় এতটুকু দূরত্ব বজায় রেখে চলুন।

১২। বিপদজনক ওভারটেক করবেন নাঃ

চালানোর সময় কেউ ওভারটেক করে সামনে গেলে তাকে ওভারটেক করে সামনে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের মানসিকতা নিতান্তই ছেলেমানুষী। তবে স্বাভাবিক গতিতে যদি কাউকে ওভাটেক করতে হয় সেটা করতেই পারেন, তবে লেন মেনে দেখেশুনে তবেই ওভারটেক করবেন।

১৩। হার্ড ব্রেকিং করার আগে ভেবে নিনঃ

সর্বশক্তিতে ব্রেক চেপে ধরলেই বাইক নিয়ন্ত্রণের মধ্যে আসবে এটা চিন্তাই করবেন না, বরং এতে নিয়ন্ত্রণ হারানোর চান্স সবচেয়ে বেশি।

প্যানিক ব্রেক করতে হলে আগে লুকিং গ্লাস দেখে তারপর ইঞ্জিন ব্রেক সহ হাত ও পায়ের ব্রেক চাপুন।

অনেক আল্ট্রা লিজেন্ড মুর্খতার বশে ফতোয়া দেন যে ইঞ্জিন ব্রেক ক্ষতিকর, ইঞ্জিনের ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি অথচ ইঞ্জিন ব্রেক করার কথা ম্যানুফ্যাকচারারই ম্যানুয়াল বইতে বলে দিয়েছে।

ক্লাচ ইউজ করবেন শুধু গিয়ার শিফটের বেলায় এবং গতি খুব অল্প থাকলে।

ইঞ্জিন ব্রেকের ব্যাবহার বাইকের গতি দ্রুত নিয়ন্ত্রণে দারুন কার্যকর।

১৪। ব্লাইন্ড কর্নারে বেশি এটেনশন দিনঃ

অন্ধবাঁকে খুব আস্তে চালানো উচিত।

যে বাঁকে সামনে কে আসছে বা যাচ্ছে দেখা যায় না তাকে ব্লাইন্ড কর্নার বলে। এরকম জায়গাতে আগে থেকে প্রচুর হর্ন দিন ও গতি কমিয়ে পার হোন।

১৫। রাইডিং এ সর্বোচ্চ মনোযোগ দিনঃ

চলন্ত অবস্থায় কথা বলা বা মনে মনে কোন অংক কষা, টাকা-পয়সা বা অন্য কিছুর হিসেব নিকেশ করা বা কোন দুঃশ্চিন্তা বা সুখের চিন্তা করবেন না। অন্যমনস্ক হয়ে রাইড করলে এক্সিডেন্ট নিশ্চিত।

নিরাপদ হোক আপনার রাইডিং।🙂😊

29/04/2023

ইন শা আল্লাহ আগামী ৬ তারিখ রোজ শনিবার Rbc Bikers এর পক্ষ থেকে লং রাইড হতে যাচ্ছে সবার উপস্থিত কামনা করছি।

স্থান :- সিলেট বিছানাকান্দি। আর সময় থাকলে আরও কয়েকটি জায়গা ঘুরা হবে।

সবাই সবার সেফটি গার্ড নিয়ে আসবেন।

08/04/2023
রাইড লিড করার সময় আমি হাত দিয়ে যে ইশারা গুলো দেই তা এখানে পেয়ে যাবেন, সবাই এটি দেখে নিন যাতে অন্য কেউ লিড করলেও যাতে বুঝ...
08/04/2023

রাইড লিড করার সময় আমি হাত দিয়ে যে ইশারা গুলো দেই তা এখানে পেয়ে যাবেন, সবাই এটি দেখে নিন যাতে অন্য কেউ লিড করলেও যাতে বুঝতে অসুবিধা না হয়।

ইন শা আল্লাহ আমাদের আরও একটি শর্ট রাইড হতে যাচ্ছে ৭ তারিখ রোজ শুক্রবার সময় ২ টায়। সবাই উপস্থিত থাকবেন আশা করছি আর আমাদের...
02/04/2023

ইন শা আল্লাহ আমাদের আরও একটি শর্ট রাইড হতে যাচ্ছে ৭ তারিখ রোজ শুক্রবার সময় ২ টায়। সবাই উপস্থিত থাকবেন আশা করছি আর আমাদের Rbc Biker এর সকল সদস্য দের কে নিয়ে একটি ইফতার এর আয়োজন করা যায় কিনা এই নিয়ে আলোচনা হবে। সবাই উপস্থিত থাকবেন আশা করছি কলেজ পয়েন্ট।

আজকের ঘুরাঘুরি। Teem Rbc Biker.
24/03/2023

আজকের ঘুরাঘুরি। Teem Rbc Biker.

বাইক ছাড়া জীবন চলে না ।  🏍️ 🏍️
22/03/2023

বাইক ছাড়া জীবন চলে না । 🏍️ 🏍️

19/03/2023

সকাল থেকে ১০+ এক্সিডেন্ট এর পোস্ট দেখলাম! সব গুলো বৃষ্টি তে রাস্তায় থাকা মাটি কাদায় পরিনত হওয়ার কারনে!

এ দায়ভার গুলো কি ওই ট্রাক ড্রাইভার নিবে? যারা মাটি বহন করতো? নাকি আমাদের রেগুলেটরি সিস্টেম নিবে যারা এই পরিবহন কে রেগুলেশনের ভিতরে আনতে পারেন নি?

আমাদের RBC এর পক্ষ থেকে আজকের দ্বিতীয় শর্ট রাইড টি * রাজনগর কলেজ পয়েন্ট থেকে সুইস গেইট, এবং মৌলভীবাজার শহর ঘুরাঘুরি রাই...
17/03/2023

আমাদের RBC এর পক্ষ থেকে আজকের দ্বিতীয় শর্ট রাইড টি * রাজনগর কলেজ পয়েন্ট থেকে সুইস গেইট, এবং মৌলভীবাজার শহর ঘুরাঘুরি রাইড টা সফল ভাবে সম্পূর্ণ হলো।

পরবর্তী রাইড এর আপডেট জানার জন্যে সবাইকে গ্রুপ এর সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

MD Abu Bakkar Sunny Zaman Riajul Islam M N R FAHIM

ইন শা আল্লাহ এই শুক্রবার যদি ভালো দিন থাকে।আমাদের গ্রুপ থেকে আরও একটি শর্ট রাইড হবে, যেহেতু এটা আমাদের দ্বিতীয় গ্রুপ র...
15/03/2023

ইন শা আল্লাহ এই শুক্রবার যদি ভালো দিন থাকে।আমাদের গ্রুপ থেকে আরও একটি শর্ট রাইড হবে, যেহেতু এটা আমাদের দ্বিতীয় গ্রুপ রাইড তাই আশেপাশে যেতে চাচ্ছি, সবার বন্ডিং এবং কমিউনিকেশন ঠিক হলে ইন শা আল্লাহ আরও রাইড হবে।

দ্বিতীয় রাইড হিসেবে প্লেস চাচ্ছিলাম রাজনগর চা বাগান রোড এবং মাতিউরা চায়ের দোকান এ যেতে, মুটামুটি সেফ রোড এবং মনোরম পরিবেশ ও রয়েছে।

আমাদের রাইড শুরু হবে বিকেল ৩.৩০ এ আর উপস্থিত থাকবেন ৩ টায়। রাইড শুরু হবে রাজনগর কলেজ পয়েন্ট থেকে, আপনারা যারা যারা যেতে ইচ্ছুক তারা বিকাল ৩ টার সময় কলেজ পয়েন্ট এ উপস্থিত থাকবেন।

এখানে কমেন্ট করেও জানাতে পারেন যারা ১০০% যেতে পারবেন। এতে আমরা আপনাদেরকে আমাদের চ্যাট গ্রুপ এ এড করে নিতে পারবো।

ধন্যবাদ।

Rajnagar Bikers Community - RBC

2000 K.M Completed in 3 months..🥰🤟Rajnagar Bikers Community (RBC)
15/03/2023

2000 K.M Completed in 3 months..🥰🤟

Rajnagar Bikers Community (RBC)

•••••••••••••••আমাদের RBC এর পক্ষ থেকে আজকের প্রথম রাইড টি * রাজনগর কলেজ পয়েন্ট থেকে বরমচাল রাইড টা সফল ভাবে সম্পূর্ণ হল...
10/03/2023

•••••••••••••••

আমাদের RBC এর পক্ষ থেকে আজকের প্রথম রাইড টি * রাজনগর কলেজ পয়েন্ট থেকে বরমচাল রাইড টা সফল ভাবে সম্পূর্ণ হলো।

পরবর্তী রাইড এর আপডেট জানার জন্যে সবাইকে গ্রুপ এর সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আগামী কাল শুক্রবার আমাদের গ্রুপ থেকে একটি শর্ট রাইড এর আয়োজন করতে চাচ্ছি, যেহেতু এটা আমাদের প্রথম গ্রুপ রাইড তাই আশেপাশে...
09/03/2023

আগামী কাল শুক্রবার আমাদের গ্রুপ থেকে একটি শর্ট রাইড এর আয়োজন করতে চাচ্ছি, যেহেতু এটা আমাদের প্রথম গ্রুপ রাইড তাই আশেপাশে যেতে চাচ্ছি, সবার বন্ডিং এবং কমিউনিকেশন ঠিক হলে ইনশাল্লাহ রমজান এর আগে আরেকটা রাইড হবে।

প্রথম রাইড হিসেবে প্লেস চাচ্ছিলাম বরমচাল এ যেতে, মুটামুটি সেফ রোড এবং মনোরম পরিবেশ ও রয়েছে।

আমাদের রাইড শুরু হবে বিকেল ৩.৩০ রাজনগর কলেজ পয়েন্ট থেকে, আপনারা যারা যারা যেতে ইচ্ছুক তারা বিকেল ৩.৩০ আগে কলেজ পয়েন্ট এ উপস্থিত থাকবেন।

এখানে কমেন্ট করেও জানাতে পারেন যারা ১০০% যেতে পারবেন। এতে আমরা আপনাদেরকে আমাদের চ্যাট গ্রুপ এ এড করে নিতে পারবো।

ধন্যবাদ।

প্রতিবাদ হোক দল মত ছোট বড় লিজেন্ড চাপ্রি নির্বিশেষে সবাই এক কাতারে কাধে কাধ মিলে এগিয়ে আসুন #বাইকার্স_আর_ব্রাদার্স  #বাত...
28/02/2023

প্রতিবাদ হোক
দল মত ছোট বড় লিজেন্ড চাপ্রি নির্বিশেষে সবাই এক কাতারে কাধে কাধ মিলে এগিয়ে আসুন

#বাইকার্স_আর_ব্রাদার্স
#বাতিল_হোক_বাইকার_বিরোধি_খসড়া

আজকে আমাদের একটা ছোট রাইড হয়েছে রাজনগর টু সিলেট। আলহামদুলিল্লাহ সফল ভাবে সম্পন্ন হয়েছে।Mazharul Islam Nahim Khan Shawon...
26/02/2023

আজকে আমাদের একটা ছোট রাইড হয়েছে রাজনগর টু সিলেট। আলহামদুলিল্লাহ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

Mazharul Islam Nahim Khan Shawon Islam M N R Fahim

বাইক রাইড করার সময় যে সকল সেফটি গাইডলাইন শিখে রাখা খুবই জরুরী।BikeBD Rajnagar Bikers Community - RBC Deshi Biker
22/02/2023

বাইক রাইড করার সময় যে সকল সেফটি গাইডলাইন শিখে রাখা খুবই জরুরী।

BikeBD Rajnagar Bikers Community - RBC Deshi Biker

Congratulations Bondhu Mazharul Islam 🥰❤️🤟
09/02/2023

Congratulations Bondhu Mazharul Islam 🥰❤️🤟

হঠাৎ বাইক নষ্ট হয়ে যায় | Suddenly The Bike Breaks Down | Motovlog | Apache Rtr 160 4v AbsThis Video Better Quality:-
06/02/2023

হঠাৎ বাইক নষ্ট হয়ে যায় | Suddenly The Bike Breaks Down | Motovlog | Apache Rtr 160 4v Abs

This Video Better Quality:-

হঠাৎ বাইক নষ্ট হয়ে যায় | Suddenly The Bike Breaks Down | Motovlog | Apache Rtr 160 4v AbsYou Can Mail Me Any Kind Of Sponsor Video:[email protected]...

৪ দফা শুনানীর পর হাইকোর্ট পদ্মা সেতুতে বাইক চলাচল বিষয়ে আমলে নিয়েছে। ৮ সপ্তাহ সরকাররের সিদ্ধান্তকে অপেক্ষা করতে বলা হয়েছ...
25/01/2023

৪ দফা শুনানীর পর হাইকোর্ট পদ্মা সেতুতে বাইক চলাচল বিষয়ে আমলে নিয়েছে। ৮ সপ্তাহ সরকাররের সিদ্ধান্তকে অপেক্ষা করতে বলা হয়েছে। তার মধ্যে আশা করা যায় সরকার জনস্বার্থে বাইক চালু করার ব‍্যবস্থা করবে।

তথ্যসূত্রঃ আবু হানিফ ভাই।

দ্বিতীয় দফায় আবার ও বেড়ে গেল ড্রাইভিং লাইসেন্সের  ফি।✅জয়েন Rajnagar Bikers Community (RBC)
24/01/2023

দ্বিতীয় দফায় আবার ও বেড়ে গেল ড্রাইভিং লাইসেন্সের ফি।

✅জয়েন Rajnagar Bikers Community (RBC)

Address

Rajnagar
3240

Alerts

Be the first to know and let us send you an email when Rajnagar Bikers Community - RBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajnagar Bikers Community - RBC:

Videos

Share


Other Rajnagar travel agencies

Show All

You may also like