রাঙ্গামাটি - Rangamati

রাঙ্গামাটি - Rangamati Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাঙ্গামাটি - Rangamati, Tourist Information Center, Rangamati.

21/05/2024
রাঙ্গামাটির ঘাগড়া'য় রাস্তার কাজ করা গাড়ি ব্রেক ফেইল হয়ে ব্রিজের সাথে ধাক্কায় দুজন জায়গায় নিহত! 😭মৃতের সংখ্যা বাড়তে পারে ...
29/02/2024

রাঙ্গামাটির ঘাগড়া'য় রাস্তার কাজ করা গাড়ি ব্রেক ফেইল হয়ে ব্রিজের সাথে ধাক্কায় দুজন জায়গায় নিহত! 😭

মৃতের সংখ্যা বাড়তে পারে 😭
••

27/02/2024

রাঙামাটির রিজার্ভমুখে ভ য়া বহ আ গু নে পুড়লো অনেক বসতবাড়ি

রাঙ্গামাটির লংগদু উপজেলার আগ্রহীরা কোর্সটি করতে পারেন ✅👇❤️
14/12/2023

রাঙ্গামাটির লংগদু উপজেলার আগ্রহীরা কোর্সটি করতে পারেন ✅👇❤️

💻 কারিগরী শিক্ষা নিলে, দেশ জুড়ে কর্ম মিলে 💻
🥰 লংগদু উপজেলায় সুবর্ণ সুযোগ 🥰

💻 কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে 💻

✓✓✓ কম্পিউটার অফিস এপ্লিকেশন‌ কোর্স এর সাথে থাকছে বেসিক ফটোশপ ও ইন্টারনেট কোর্স ফ্রি ✓✓

✅কম খরচে কোর্সটি করতে এখনই ভর্তি কনফার্ম করুন, আসন সংখ্যা সীমিত ✅

প্রশিক্ষণের মেয়াদ: ৩ মাস (জানুয়ারি/২৪--মার্চ/২৪)

(কোর্স শেষে মিলবে সরকারি সার্টিফিকেট, ব্যবহার করতে পারবেন বিভিন্ন চাকরির নিয়োগে)

🫴গুরুত্বপূর্ণ টিপস: বর্তমান ভার্চুয়াল বিশ্ব কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে। তাই কম্পিউটারের বেসিক নলেজ জানা সহ অনলাইনের টুকিটাকি কাজ গুলো জানা সবার জন্য আবশ্যক হয়ে পড়েছে। পাশাপাশি সরকারি বেসরকারি যেকোনো চাকরিতে অন্যকে পিছনে রেখে এগিয়ে যেতে কম্পিউটারের প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। পাশাপাশি এ সকল প্রশিক্ষণের মাধ্যমে সল্প পুঁজিতে যে কেও হয়ে উঠতে পারবে সাবলম্বী।

💻💻💻💻
তাই আর দেরি না করে দ্রুত ভর্তি হোন আমাদের ট্রেনিং সেন্টারে।

📲 প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন নিচের নাম্বারে:
01515223351
01533104845

#কম্পিউটার_বেসিক_কোর্স
#গ্রাফিক্স_ডিজাইন_কোর্স
#কম্পিউটার_হার্ডওয়্যার_কোর্স





#কম্পিউটার_প্রশিক্ষণ_কেন্দ্র
#রাঙ্গামাটি_কম্পিউটার্স

সদ্য পাওয়া খবর রাউজান গহিরাতে রাংগামাটির সিএনজি এক্সিডেন্ট। নিহত ১ জন নাম: লিপি বেগম স্বামী তোহিদুল ইসলাম।আহত শিশু সহ ৫ ...
06/12/2023

সদ্য পাওয়া খবর

রাউজান গহিরাতে রাংগামাটির সিএনজি এক্সিডেন্ট। নিহত ১ জন নাম: লিপি বেগম স্বামী তোহিদুল ইসলাম।আহত শিশু সহ ৫ জন।

আজ সকাল ৬:৩০ এস্টেডিয়াম এর সামনে ১০ টি দোকানে আগুণ লেগে পুড়ে ছায়🥲🥲😢
02/12/2023

আজ সকাল ৬:৩০ এ
স্টেডিয়াম এর সামনে ১০ টি দোকানে আগুণ লেগে পুড়ে ছায়🥲🥲😢

রাঙ্গামাটি সদর প্রশিক্ষণ কেন্দ্রের---২০২৩ -২০২৪ অর্থবছরের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৩য় ব্যাচ (সকাল শিফট...
01/11/2023

রাঙ্গামাটি সদর প্রশিক্ষণ কেন্দ্রের---
২০২৩ -২০২৪ অর্থবছরের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৩য় ব্যাচ (সকাল শিফট) ও ৪র্থ ব্যাচের (বিকাল শিফট) এর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হল।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবখ সমূহ 💖👇শেয়ার করে টাইমলাইনে রাখুন
01/11/2023

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবখ সমূহ 💖👇

শেয়ার করে টাইমলাইনে রাখুন

পর্যটন নগরী রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটি পৌরসভা'র আরো একটি উদ্যোগ আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে।শহরবাসীর স...
01/11/2023

পর্যটন নগরী রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটি পৌরসভা'র আরো একটি উদ্যোগ আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে।
শহরবাসীর সহযোগিতা কামনা করছি।

জরুরি বিজ্ঞপ্তিঃএতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩১/১০/২৩ হতে ০২/১১/২৩ তারিখ পর্যন্ত অবরোধ চলাকা...
30/10/2023

জরুরি বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩১/১০/২৩ হতে ০২/১১/২৩ তারিখ পর্যন্ত অবরোধ চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হলে বা সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (মোবাইলঃ ০১৮৯৪৯৫০১২৩ টেলিফোনঃ ০২৩৩৩৩৭১৭২২) অথবা ৯৯৯ এ ফোন করে অবহিত করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
--
অনুরোধক্রমে
জেলা প্রশাসক
রাঙ্গামাটি পার্বত্য জেলা

রাঙ্গামাটির কুতুবছড়িতে স্কুলের পাশে দোকানগুলোতে আগুন লেগেছে,আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট টিম।
09/08/2023

রাঙ্গামাটির কুতুবছড়িতে স্কুলের পাশে দোকানগুলোতে আগুন লেগেছে,
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট টিম।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি
09/08/2023

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি

06/08/2023

আগামীকাল থেকে কাপ্তাই লেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু, তবে ট্যুরিস্ট বোট এর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
সূত্র: জেলা প্রসাশন, রাঙ্গামাটি।

=>অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধের নির্দেশ জেলা প্রশাসনে...
05/08/2023

=>অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের.....!!

এক নজরে রাঙ্গামাটি পার্বত্য জেলা              নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২২০- ২৭'' ও ২৩০- ৪...
25/05/2023

এক নজরে রাঙ্গামাটি পার্বত্য জেলা

নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২২০- ২৭'' ও ২৩০- ৪৪'' উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬'' ও ৯২০- ৩৩'' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্‌মা সার্কেল চীফ। চাক্‌মা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাক্‌মা সার্কেল চীফ।
বৃটিশ আমল থেকে পার্বত্য অঞ্চলে বিদ্যমান বিশেষ প্রশাসনিক কাঠামোর পাশাপাশি বিগত আওয়ামীলীগ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর এই কাঠামোতে নতুন মাত্রা যোগ হয়েছে।পার্বত্য চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নামে একটি পৃথক মন্ত্রণালয়, তিন পার্বত্য জেলা পরিষদের কার্যাবলী সমন্বয় সাধনের জন্য রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন এর জন্য ১টি টাস্ফফোর্স এবং পার্বত্য এলাকায় ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভূমি কমিশন গঠন করা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ এবং হাট-বাজার ব্যবস্থাপনার জন্য বাজার ফান্ড নামক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় সংসদের কেবল ১টি আসন রয়েছে।
এ জেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ও অ-উপজাতীয় অধিবাসীগণ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু সংখ্যক হিন্দু এবং খ্রীষ্টান ধর্মাবলম্বী। বাঙ্গালীদের অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী।
* জেলার নাম
:
রাঙ্গামাটি পার্বত্য জেলা ।
* জেলার পূর্বের নাম
:
পার্বত্য চট্টগ্রাম । ( বর্তমানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম )
* জেলা সৃষ্টির পূর্ব নাম
:
কার্পাস মহল । ( ১৭১৫-১৮৬০ )
* জেলা সৃষ্টি
:
২০ জুন ১৮৬০ খ্রিস্টাব্দ ।
* জেলার আয়তন
:
৬১১৬.১৩ বর্গ কিলোমিটার ।
* অবস্থান
:
২২০- ২৭'' ও ২৩০- ৪৪'' উত্তর অক্ষাংশ এবং ৯১০- ৫৬'' ও ৯২০- ৩৩'' পূর্ব দ্রাঘিমাংশ ।
* সীমানা
:
উত্তরে-ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে-বান্দরবান
পার্বত্য জেলা,পূর্বে-ভারতের মিজোরাম, পশ্চিমে-খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা ।
* উপজেলার সংখ্যা
:
১০টি
* থানার সংখ্যা (পুলিশ ষ্টেশন)
:
১২টি (কাপ্তাই উপজেলায় ০২টি থানা রয়েছে, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা এবং বাঘাইছড়ি উপজেলায় দুইটি থানা,বাঘাইছড়ি ও সাজেক) )।
* পৌরসভার সংখ্যা
:
০২টি
* ইউনিয়ন সংখ্যা
:
৫০টি
* সার্কেল
:
০২টি (চাকমা সার্কেল ও বোমাং সার্কেলের কিয়দংশ)
* মৌজার সংখ্যা
:
১৫৯টি (তন্মধ্যে ১৪টি বোমাং সার্কেল)
* হেডম্যান
:
১৫৫ জন (এছাড়া চাকমা চীফ ৪টি মৌজার হেডম্যান)
* কার্বারী
:
৯৯৭ জন

* জেলার সবোর্চ্চ গিরিশৃঙ্গ
:
থাং নাং (উচ্চতা- ২৪০৯ ফুট বা ৭৩৪.২৬ মিটার) বরকল উপজেলায় অবস্থিত।
* জেলার পোষ্ট কোড নম্বর
:
৪৫০০
* গ্রামের সংখ্যা
:
১৩৪৭টি
* জেলার লোকসংখ্যা
(২০১১ সালের জরিপ মোতাবেক)

:
মোট ৬,২০,২১৪ জন
* পুরুষ- ৩,২৫,৮২৩ জন
* মহিলা- ২,৯৪,৩৯১ জন
* লেকের নাম
:
কাপ্তাই লেক (৭২৫ বর্গকিলোমিটার)

24/05/2023

রাঙ্গামাটির জরুরি নাম্বার সমূহ
১। ফায়ার সার্ভিস ০২৩৩৩৩৭১০২৬/০১৯০১০২১৬৩৭
২।রাঙ্গামাটি হাসপাতাল ৬৩০৩০/০২৩৩৩৩৭২২২০
৩। কোতোয়ালি থানা ০২৩৩৩৩৭১৯১৮
৪।বিদ্যুৎ অভিযোগ ৬৩০৫৫/০২৩৩৩৩৭২০২৩
৫।বিটিসিএল অভিযোগ ০২৩৩৩৩৭২১৫২

জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস
১। রাঙ্গামাটি হাসপাতাল ০১৮৭৩২১২৪২৫/০১৮৩০৯৩৮৬১২
২। মা ও শিশু কল্যাণ ০১৮২০৩০৩৪২৫
৩। এফপিএবি ০১৮২০৩০৯২৩৫

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃপ্রথম বার ১০০০ টাক...
16/05/2023

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

#সংগৃহীত

আজ রাঙ্গামাটি পর্যটন এলাকায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে বেশ কিছু পর্যটক আহত
10/02/2023

আজ রাঙ্গামাটি পর্যটন এলাকায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে বেশ কিছু পর্যটক আহত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ করা হলো। বোর্ডের ওয়েবসাইট http://www.cht...
28/01/2023

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ করা হলো। বোর্ডের ওয়েবসাইট http://www.chtdb.gov.bd/ এর অনলাইন সেবাসমূহ মেনুর অনলাইন আবেদন অংশের শিক্ষাবৃত্তির ফলাফল (২০২১-২২ অর্থ বছর) লিংকে এবং নিচের দেয়া লিংকে পাওয়া যাবে।
https://drive.google.com/drive/folders/1hmT36Jq6bqyQh9y8P__iCk1ynxDl9usQ?usp=share_link

আজ সকাল ৭.৪০ মিনিটে,বেতবুনিযা, সসুগারমিল ব্রীজের উপর পাহাড়িকা বাস, এবং  কার্গো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহত  ১ জন,...
24/10/2022

আজ সকাল ৭.৪০ মিনিটে,
বেতবুনিযা, সসুগারমিল ব্রীজের উপর পাহাড়িকা বাস, এবং কার্গো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।
আহত ১ জন, বাসের হেলপার, অবস্থা খুবই আশঙ্কাজনক।
নিহতের কোনো খবর পাওয়া যায় নাই।
আল্লাহ সবাই কে হেফাজতে রাখুক আমিন।🤲🤲

18/10/2022

বিশেষ বিজ্ঞপ্তি
Share the post
রাঙ্গামাটি জেলার প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীতার ‍ঝুকিতে থাকা ব্যাক্তি যারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারেন না তাদের মাঝে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রাঙ্গামাটি হতে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন করা হবে।
আগ্রহীগন আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন।

আবেদনপত্র প্রাপ্তির স্থান-
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রাঙ্গামাটি।
রবিবার হতে বৃহস্পতিবার (সকাল 08.00 হতে বিকাল 03.00) সরকারী ছুটির ‍দিন ব্যাতীত।

যোগাযোগ
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রাঙ্গামাটি
ফোন- 02333-304923

আজ থেকে রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণ  নিষিদ্ধবান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং ...
18/10/2022

আজ থেকে রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং র‌্যাবের যৌথঅভিযান চলায় মঙ্গলবার ১৮ অক্টোবর থেকে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবতা খুম, বগালেক, কেওকাড়াডং, তাজিংডংও এই নিষেধাজ্ঞার আওতায়। পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ১৫ দিন ধরে বড় আকারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও RAB।

এসব অঞলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এসব সন্ত্রাসীগোষ্টি যৌথবাহিনিকে কোনঠাসা করতে পর্যটক অপহরণের মত ঘটনাও ঘটাতে পারে। এছাড়া দু পক্ষের সংঘর্ষ চলমান থাকায় এসব অঞলে পর্যটকরা ক্রসফায়ারেও পড়ে যেতে পারেন। তাই পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রুমা এবং রোয়াংছড়ি আপনার ভ্রমন তালিকা থেকে বাদ দিন।

ছবিঃ- বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের CT ইউনিট।

collected

জেলার স্থায়ী বাসিন্দা সনদের অনলাইন আবেদনের নিয়মাবলী - 2022
14/10/2022

জেলার স্থায়ী বাসিন্দা সনদের অনলাইন আবেদনের নিয়মাবলী - 2022

DC Cirtificate Online Application || জেলার স্থায়ী বাসিন্দা সনদের অনলাইন আবেদন - 2022Application link: http:// residence.dc-rangamati.gov.bd/homeSearch tag:bd...

জুরাছড়ি উপজেলার মধ্যবাজারে অগ্নিকান্ডে শতাধিক দোকান ভস্মীভূত
09/10/2022

জুরাছড়ি উপজেলার মধ্যবাজারে অগ্নিকান্ডে শতাধিক দোকান ভস্মীভূত

রাঙ্গামাটিতে ভিন্ন আঙ্গিকে তাঁবু ক্যাম্পিং এর বিস্তারিত:🇧🇩❤️👇❤️🇧🇩https://youtu.be/XUgRDwZN5H8
02/10/2022

রাঙ্গামাটিতে ভিন্ন আঙ্গিকে তাঁবু ক্যাম্পিং এর বিস্তারিত:
🇧🇩❤️👇❤️🇧🇩
https://youtu.be/XUgRDwZN5H8

ব্রেকিং নিউজ 🔊🔊🔊আজ ভোরে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে পাইন বাগান চত্বরে পাহাড়িকা ট্যুরিস্ট বাস আর চাঁদের গাড়ি মুখোমুখি স...
02/10/2022

ব্রেকিং নিউজ 🔊🔊🔊

আজ ভোরে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে পাইন বাগান চত্বরে পাহাড়িকা ট্যুরিস্ট বাস আর চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ।
জানামতে এক জন নিহত 😥

অবস্থা খুবই আশঙ্কাজনক

 #পরীক্ষা_স্হগিতরাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের, প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২৩ শে সেপ্টে...
19/09/2022

#পরীক্ষা_স্হগিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের, প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২৩ শে সেপ্টেম্বর এর নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে

গতকাল রাত ১০ ঘটিকার  সময়  সিএনজি ভাংচুর ও গত শুক্রবার কাপ্তাই রোড এ সিএনজি পুরিয়ে দেয়ার প্রতিবাদে আজ সকাল হতে রাঙ্গামাটি...
18/09/2022

গতকাল রাত ১০ ঘটিকার সময় সিএনজি ভাংচুর ও গত শুক্রবার কাপ্তাই রোড এ সিএনজি পুরিয়ে দেয়ার প্রতিবাদে আজ সকাল হতে রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চলাচল বন্ধ ঘোষনা করেছে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও বেবি টেক্সি চালক কল্যান সমিতির কার্যকরি পরিষদ....

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ...
08/09/2022

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

অদ্য ৭/৯/২০২২খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে প্রতি বছরের ন্যায় ২০২০-২০২১ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বার্ড রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধারী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা। এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য প্রশাসন জনাব ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা জনাব মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপপরিচালক জনাব মংছেনলাইন রাখাইন, জনাব তুষিত চাকমা রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, জনাব মোঃ নুরুজ্জামান বাজেট ও অডিট অফিসার, জনাব সাগর পাল সহকারী পরিচালক, অভিভাবকবৃন্দ, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি জনাব সাখাওয়াৎ হোসেন রুবেলসহ মিডিয়াকর্মীবৃন্দ ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বোর্ডের তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা।

শিক্ষাবৃত্তির জন্য তিন পার্বত্য জেলার মোট ৮৯২৪ জন শিক্ষার্থীদের আবেদন করেছে। প্রাপ্ত সকল আবেদন অনলাইর অটোমেশন পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে তিন পার্বত্য জেলার মোট ২২২৩ জনকে মেধাবী, গরীব ও অনগ্রসর শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তম্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৭৫৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ইতোমধ্যে বান্দরবান পার্বত্য জেলার ৭৩৩জন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। কলেজ পর্যায়ের প্রত্যেককে এককালীন ৭০০০/- (সাত হাজার) টাকা এবং বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ১০,০০০/-(দশ হাজার) টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)। এছাড়া সদস্য প্রশাসন জনাব ইফতেখার আহমেদ (যুগ্মসিচব) ও সদস্য বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) ও রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি জনাব সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন। আর শিক্ষার্থীদের পক্ষে ২(দুই) জন অনুভূতি প্রকাশ করেন।

চেয়ারম্যান বলেন যে, পার্বত্যাঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সমাজে ও নিজের এলাকায় গুরুত্বপূর্ণ দািয়ত্ব পালন করবে। তিনি আরও বলেন যে, যারা এ শিক্ষাবৃত্তি জন্য নির্বাচিত হয়েছে তারা সকলে ভাগ্যবান। এ শিক্ষাবৃত্তির টাকা দিয়ে যাতে শিক্ষা উপকরণ কিংবা শিক্ষার ক্ষেত্রে খরচ করা হয় এ ব্যাপারে শিক্ষাবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শিক্ষার ক্ষেত্রে পার্বত্যাঞ্চলের মানুষ কেউ পিছিয়ে থাকবে না সেলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে জানান। এছাড়া বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব) শিক্ষাবৃত্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

আগামী ১১ সেপ্টেম্বর, ২০২২খ্রি. রবিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।

তারিখঃ// ৭ সেপ্টেম্বর, ২০২২খ্রি. বুধবার। স্থানঃ মাইনী মিলনায়তন, প্রধান কার্যালয়//

Address

Rangamati
4500

Telephone

+8801865765037

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাঙ্গামাটি - Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share