Tour Operators Association Of Rangamati-TOAR

Tour Operators Association Of Rangamati-TOAR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tour Operators Association Of Rangamati-TOAR, Tourist Information Center, Rangamati.

03/12/2024
Training on tour guide & hospitality managementresource person: Mr. Sabuj Chakma, X.E.N., Roads & Highway department, Ra...
03/12/2024

Training on tour guide & hospitality management
resource person: Mr. Sabuj Chakma, X.E.N., Roads & Highway department, Rangamati hill district.

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শীর্ষক চতুর্থ দিনের ট্রেনিং এর সকালের সেশনে ক্লাস নেনজনাব "অলোক বিকাশ চাকম" মহোদ...
30/11/2024

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শীর্ষক চতুর্থ দিনের ট্রেনিং এর সকালের সেশনে ক্লাস নেন
জনাব "অলোক বিকাশ চাকম" মহোদয়।
সম্মানিত ম্যানেজার,বাংলাদেশ পর্যটন করপোরেশন,
রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ধন্যবাদ মহোদয়ের প্রতি।

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শীর্ষক ৩য় দিনের ট্রেনিং এ রিসোর্স পার্সন হিসেবে ক্লাস করিয়েছেন রাইন্যে টুগুন ইকো...
30/11/2024

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শীর্ষক ৩য় দিনের ট্রেনিং এ রিসোর্স পার্সন হিসেবে ক্লাস করিয়েছেন রাইন্যে টুগুন ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব "ললিত চন্দ্র চাকমা" মহোদয়। রাইন্যে টুগুন ইকো রিসোর্ট রাঙামাটি পার্বত্য জেলার প্রথম ইকো রিসোর্ট।
ধন্যবাদ মহোদয়ের প্রতি।

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন, রিসোর্স পার্সন ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক...
30/11/2024

ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন, রিসোর্স পার্সন ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক জনাব,"খোকনেশ্বর ত্রিপুরা" মহোদয়।
সযত্নে সকাল ও বিকাল দুই সেশনে উপভোগ্য পাঠদান করেছেন প্রশিক্ষণার্থীদেরকে।
টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে না পারলে পর্যটন কখনো বিকশিত হবেনা। প্রশিক্ষণের বিকল্প হয়না।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারের প্রতি।

রাঙামাটি তথা পাহাড়ের ট্যুরিজমকে বিকশিত করতে হলে প্রথমে যা দরকার তা হলো টেকসই ব্যবস্থাপনা ও পর্যটন শিল্পের জন্য যথাযথ নীত...
30/11/2024

রাঙামাটি তথা পাহাড়ের ট্যুরিজমকে বিকশিত করতে হলে প্রথমে যা দরকার তা হলো টেকসই ব্যবস্থাপনা ও পর্যটন শিল্পের জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন। সে লক্ষ্যে ক্ষুদ্র কিন্তু গুরুত্ববহ একটি পদক্ষেপ 'ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট' প্রশিক্ষণ।

২০২২ সালে প্রথম এই প্রশিক্ষণটি হয়েছিলো, দ্বিতীয়বারের মতো গত ২০ নভেম্বর থেকে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণটি শুরু হলো।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মানীত নেজারত ডেপুটি কালেক্টর জনাব "মো: শামীম হোসেন" এবং এই প্রশিক্ষন কোর্সের কো অর্ডিনেটর এবং Tour Operators Association Of Rangamati-TOAR এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব "বাদসা ফয়সাল" মহোদয়ের উপস্থিতিতে এই প্রশিক্ষণের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়, তার ভিত্তিতে ৩০জন (তিরিশ) এর একটা প্রশিক্ষণার্থীদল নির্বাচন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের মান্যবর জেলা প্রশাসক জনাব "মোহাম্মদ মোশারফ হোসেন খান" মহোদয় এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন।

এই প্রশিক্ষণে তিনি শুধু অর্থায়নই করেননি, আন্তরিকভাবে Tour Operator Association Of Rangamati - TOAR কে সবভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের রাঙামাটি পার্বত্য জেলার মান্যবরের প্রতি।

রাঙামাটি পার্বত্য জেলার সম্মানীত সুপারিটেনডেন্ট অফ পুলিশ জনাব ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তবে তিনি শুভকামনা জানিয়েছেন এই প্রশিক্ষণের সকল প্রশিক্ষণার্থীদের প্রতি।

উদ্বোধনী দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণার্থীদের মন জয় করে নেন ট্যুরিষ্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের সম্মানীত পুলিশ সুপার জনাব, নাহিদ আদনান তাইয়ান মহোদয়।

Inaugaration of training on Tour guide & Hospitality management
19/11/2024

Inaugaration of training on Tour guide & Hospitality management

জেলাপ্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত "ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ম...
19/11/2024

জেলাপ্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত "ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষর্ণাথীদের তালিকা

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় তরুণ-তরুণীদের পর্যটন শিল্পে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধকরণের ...
17/11/2024

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় তরুণ-তরুণীদের পর্যটন শিল্পে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে "ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট" শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

Address

Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Operators Association Of Rangamati-TOAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share