Muntasir ahmed tuhin

Muntasir ahmed tuhin alhamdulillah
(1)

15/02/2024
ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন:-আপনি কি খালেদ আলম ?- জ্বি,  বলছি।-ফাহাদ আলম কি আপনার ছ...
15/01/2024

ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন:

-আপনি কি খালেদ আলম ?
- জ্বি, বলছি।
-ফাহাদ আলম কি আপনার ছেলে?
-জ্বি, আপনি কে বলছেন?
-আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি। মাহবুবুল হক। হেড অফ ডিপার্টমেন্ট।

-ও, আচ্ছা। কেমন আছেন, স্যার?
- জ্বি, ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে দুই দিন আগে। আপনার ছেলে দুই কোর্সে ফেল করেছে। আপনাকে কি বলেছে?
- জ্বি, বলেছে।

-আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়ম-কানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাস করার সুযোগ দেই। এরপরও ফেল করলে ইউনিভার্সিটিতে রাখার নিয়ম নেই।
-তা এসব আমাকে কেন বলছেন?

থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি।
-না, মানে, আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে। আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা?
-আমাকেই যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয়, তাহলে আপনি কী জন্যে আছেন?
-না, মানে আমি বলছিলাম আপনি কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন।
-অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি। কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন?
-মানে? বুঝলাম না!
-আমি বলতে চাইছি, আমার ছেলে যে ফেল করল, গলদটা কোথায় বোঝার চেষ্টা করেছেন কি? দোষ পুরোটা কি ওর একার? আপনার কোনও দায়ভার নেই?

-কী বলতে চাইছেন আপনি?
-দেখুন, স্যার, খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি। এভাবে ছাত্রের ব্যর্থতায় সরাসরি মা-বাবাকে তলব করার আগে আপনাদের পাঁচবার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে। তাকে পড়াতে না পারার, পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার, সফলতার পথ দেখাতে না পারার ব্যর্থতাটুকু পুরোপুরি আপনাদের। বাবা-মা কোনও শিক্ষক নন যে এসব পালন করবেন। এ দায়িত্বটুকু পালনের ভার আপনাদের উপরে দেয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেন। ছাত্রের সফলতারও ভাগ চান। তাহলে ব্যর্থতার ভার কেন শুধু ছাত্র আর মা-বাবার ওপরে চাপবে?

-আমি আসলে ওভাবে বুঝাতে চাইনি।
-কোনওভাবেই বোঝানোর দরকার পড়ত না, যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতে পারতেন।
-আমি রাখছি।
- দাড়ান । আপনার বাবার ফোন নম্বরটা পাঠিয়ে দেন।
-মানে? কেন?
-ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন করেছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন করে আমিও একই দায়িত্ব পালন করতে চাই!

পরগাছা এবং মানুষঃগাছটি আমার জানা মতে পরগাছা (স্থানীয় নাম আলোকলতা) শ্রেনীর। এরা পুরোপুরি অন্য গাছের উপর দাড়িয়ে থাকে এবং স...
05/01/2024

পরগাছা এবং মানুষঃ
গাছটি আমার জানা মতে পরগাছা (স্থানীয় নাম আলোকলতা) শ্রেনীর। এরা পুরোপুরি অন্য গাছের উপর দাড়িয়ে থাকে এবং সূর্যের আলোর মাধ্যমে তাদের খাবার তৈরী হয়। এরা এমনভাবে অন্য গাছকে আঁকড়ে ধরে যে মাঝে মাঝেই নিচের গাছটি মারা যায়, ফলে তারা নিজেরাও তারপর আর বাঁচতে পারে না। মানুষের মধ্যেও কিছু কিছু এমন আছে যারা সারাজীবন অন্যকে এভাবে আঁকড়ে ধরে উপকার বা সাহায্য নেয় কিন্তু সাহায্য বন্ধ হয়ে গেলে উল্টা আচরন করে।

 FRANCE 24 Farhan Ahmed Jovan Highlights Myanmar 2
04/01/2024


FRANCE 24 Farhan Ahmed Jovan Highlights Myanmar 2

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
04/01/2024

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

কোনো প্রয়োজন নাই
26/10/2023

কোনো প্রয়োজন নাই

দ্রুত যোগাযোগ করেন
15/10/2023

দ্রুত যোগাযোগ করেন

যে পজিশনে তুমি অসন্তুষ্ট, সেখানে আসা অনেক মানুষের স্বপ্ন.😊
15/10/2023

যে পজিশনে তুমি অসন্তুষ্ট, সেখানে আসা অনেক মানুষের স্বপ্ন.😊

      এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগ...
14/10/2023

এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।
যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগই হাহা রিএক্ট দিয়েছে।
কিন্তু এটা আসলে খুব চমৎকার ছবি, যেটা দিয়ে বোঝানো যায় একজন মানুষের ডেডিকেশন এর লেভেল। কতটা অধ্যবসায়ী হলে তার বই এর ছবি এমন হতে পারে সেটা বলাই বাহুল্য। এই ছবিটা আমার নিজের zoology বইটার কথা মনে করিয়ে দিল। আমার বইয়ে হয়তো এর চেয়েও বেশি তথ্য লিখেছিলাম আর দাগিয়েছিলাম।

খুব বাজে একটা ব্যপার লক্ষ্য করি আজকাল, অধ্যবসায় আর পরিশ্রমকে নিরুৎসাহিত করা।একটু পড়তে দেখলেই " আর কত পড়বি!" এসব বলে খো!টা দেওয়া। অনেককে লুকায়ে পড়তে দেখেছি এসব কথা থেকে বাঁচতে, যেন পড়াশোনাটা লজ্জার বেপার।কেন ভাই? সাফল্য কি আপনা হতে ধরা দিবে?মেধা অনুযায়ী কম বেশি পরিশ্রম সবাইকেই করতে হয়, তাই " আমি কিচ্ছু পড়িনি" এটা শুনে অনুপ্রাণিত হবার কিছু নেই। বরং এই লেভেল এর পড়াশোনার চিন্তাভাবনাই তোমাকে এগিয়ে নিতে পারবে।
Copied
★দয়া করে আপনার ছোট্ট একটা মজার জন্য কারো ডেডিকেশনকে এটাক করবেন না।

সবকিছু তৈরি হয় চীনে..কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸 #আকসা_আমাদের
14/10/2023

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸

#আকসা_আমাদের

অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়।🖤
13/10/2023

অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়।🖤

🇰🇼ফি*লি*স্তি*নে*র বিজয় মানে ইসলামের বিজয় আর ইসলামের বিজয় মানে গোটা তাওহীদি জনতার বিজয়!বিজয়ের অপেক্ষায়,ইনশাআল্লাহ্✊
11/10/2023

🇰🇼ফি*লি*স্তি*নে*র বিজয় মানে ইসলামের বিজয় আর ইসলামের বিজয় মানে গোটা তাওহীদি জনতার বিজয়!
বিজয়ের অপেক্ষায়,ইনশাআল্লাহ্✊

11/10/2023

টাকার ঋণ যে কোনো সময় পরিশোধ করা যায়,
কিন্তু
দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না।

"আক্বসা" উদ্ধারে চাই আরেকটি খায়বার বিশ্বময় আওয়াজ হোক।_____আল্লাহু আকবার____ ✊
09/10/2023

"আক্বসা" উদ্ধারে চাই আরেকটি
খায়বার বিশ্বময় আওয়াজ হোক।
_____আল্লাহু আকবার____ ✊

আমি সাকিবের এই ছবিটি আপলোড দিলাম, দেখি এবার উনার জনপ্রিয়তা বেড়েছে নাকি হাসির পাত্র হলেন…..!হাহা অথবা লাভ।
02/10/2023

আমি সাকিবের এই ছবিটি আপলোড দিলাম, দেখি এবার উনার জনপ্রিয়তা বেড়েছে নাকি হাসির পাত্র হলেন…..!

হাহা অথবা লাভ।

amin
01/10/2023

amin

বিলুপ্ত প্রায় একটি মাছ। নতুন প্রজন্মের কাছে হয়তো অচেনা। ছোটবেলায় অনেক দেখতাম । আমাদের অঞ্চলে মাছটির নাম "বালাচাটা মাছ" ব...
26/09/2023

বিলুপ্ত প্রায় একটি মাছ। নতুন প্রজন্মের কাছে হয়তো অচেনা। ছোটবেলায় অনেক দেখতাম । আমাদের অঞ্চলে মাছটির নাম "বালাচাটা মাছ" বলা হয়। নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াস।

আর যাই হোক নীতি নৈতিকতা যাদের নেই, তাদের সাথে থাকা যায়না খাওয়াও যায়না।থাকলেই মহাবিপদ!
26/09/2023

আর যাই হোক নীতি নৈতিকতা যাদের নেই, তাদের সাথে থাকা যায়না খাওয়াও যায়না।থাকলেই মহাবিপদ!

01/05/2023

এই সব মেয়েদের উচিৎ শিক্ষা এভাবেই দেওয়া দরকার

01/05/2023

বাবা যখন ছেলের অফিসে চাকরির জন্য আসে,

01/05/2023

সমাজের বাস্তব চিত্র 🙃🙃

Address

Rangpur

Telephone

+8801787967460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir ahmed tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share