লাম আলিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিঃ নাগেশ্বরী অফিস, কুড়িগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • লাম আলিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিঃ নাগেশ্বরী অফিস, কুড়িগ্রাম।

লাম আলিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিঃ নাগেশ্বরী অফিস, কুড়িগ্রাম। জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান
(1)

এই বাচ্চাটিকে আজ (২৭/১১/২৩) দুপুর নাগাদ চব্বিশহাজারী (লেবু কাউন্সিলর)  অফিস সংলগ্ন জায়গায় পাওয়া গিয়েছে।নাম বলতেছে পুজা, ...
27/11/2023

এই বাচ্চাটিকে আজ (২৭/১১/২৩) দুপুর নাগাদ চব্বিশহাজারী (লেবু কাউন্সিলর) অফিস সংলগ্ন জায়গায় পাওয়া গিয়েছে।
নাম বলতেছে পুজা, ক্লাস ওয়ানে পড়ে। এত টুকু বলতে পারে। সাথে একটা কাপরের ব্যাগ আছে ব্যাগের গায়ে কুড়িগ্রাম ফুলবাড়ি লিখা।
অনুগ্রহ করে শেয়ার করে দিবেন।
যোগাযোগঃ০১৭৪৯৯৪০০৪৯

একটি হারানো বিজ্ঞপ্তি, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৩-১১-২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় তাম্বলপুর থ...
24/11/2023

একটি হারানো বিজ্ঞপ্তি, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৩-১১-২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় তাম্বলপুর থেকে পাও টানা হাটের উদ্দেশ্যে মা ও ছেলে রওনা হন, কিন্তু পরবর্তী সময়ে আর তারা বাড়ি ফিরে আসে নাই, যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদেরকে কোথাও দেখে থাকেন এবং খুঁজে পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা: ০১৭১৭১৬১৬৪৯ তাম্বলপুর,পীরগাছা, রংপুর।

ছেলেটির নাম: ইয়ামিন।ঠিকানা: নাগেশ্বরী, কুড়িগ্রাম।বাবার নাম: আমিনুল।মায়ের নাম: আতিকা।মায়ের সঙ্গে কুড়িগ্রাম আসছে কিন্তু পর...
05/11/2023

ছেলেটির নাম: ইয়ামিন।
ঠিকানা: নাগেশ্বরী, কুড়িগ্রাম।
বাবার নাম: আমিনুল।
মায়ের নাম: আতিকা।
মায়ের সঙ্গে কুড়িগ্রাম আসছে কিন্তু পরে আর মায়ের দেখা পায় নি।
কেউ চিনে থাকলে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন।
ঠিকানা, বালাকান্দি কসাইপাড়া, কুড়িগ্রাম, রাজারহাট, ফরকেরহাটরহাট।
মোবাইল নাম্বার: 01328942649
ধন্যবাদ।

এই মহিলাটি গত ১ মাস  থেকে আলীবাবা থিম পার্ক সংলগ্ন  তারা বাজারে অবস্থান করতেছে। তার সাথে কথা বলার পর কোন তথ্য সংগ্রহ করা...
27/10/2023

এই মহিলাটি গত ১ মাস থেকে আলীবাবা থিম পার্ক সংলগ্ন তারা বাজারে অবস্থান করতেছে। তার সাথে কথা বলার পর কোন তথ্য সংগ্রহ করা যায় নি। তার সাথে কথা বলার পর মনে হচ্ছে তার মানসিক সমস্যা আছে।আমরা চাচ্ছি তিনি তার পরিবারের কাছে ফিরে যাক। কেউ যদি তাকে কিংবা তার পরিবারকে চিনে থাকেন তাহলে আলীবাবা থিম পার্ক,পাওটানা হাট,পীরগাছা, রংপুর এখানে যোগাযোগ করবেন অথবা 01771649834,01738504767 এই নাম্বারে যোগাযোগ করবেন।

বিঃদ্রঃ আপনার একটি শেয়ারে
মহিলাটিকে পৌছে যেতে পারে তার পরিবারের কাছে।

একটি হারানো বিজ্ঞপ্তিগতকাল সকালে উলিপুর নারিকেল বাড়ি বেপারী পাড়া থেকে এই ছেলেটি হারিয়ে গিয়েছে। ছেলেটির নাম রাকিব, চত...
27/10/2023

একটি হারানো বিজ্ঞপ্তি

গতকাল সকালে উলিপুর নারিকেল বাড়ি বেপারী পাড়া থেকে এই ছেলেটি হারিয়ে গিয়েছে। ছেলেটির নাম রাকিব, চতুর্থ শ্রেণীর ছাত্র।
যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

মোবাইল: 01321011344 (রাকিবের নানী)

একটি হারানো বিজ্ঞপ্তি...নাগেশ্বরী মাইক্রো স্টান্ড থেকে পৌর ভবন হয়ে ফুটবল মাঠ দিয়ে খেড়বাড়ি স্কুল যাওয়ার পথে কয়েকটি ...
16/08/2023

একটি হারানো বিজ্ঞপ্তি...
নাগেশ্বরী মাইক্রো স্টান্ড থেকে পৌর ভবন হয়ে ফুটবল মাঠ দিয়ে খেড়বাড়ি স্কুল যাওয়ার পথে কয়েকটি চাবি সহ একটি চাবির রিং হারিয়ে গিয়েছে।
কেউ চাবি গুলা পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগঃ 01788869351

23/06/2023

আমার একটি মানিব্যাগ হারিয়ে গেছে। কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেইট থেকে টেক্সটাইল তেলের পাম্প আসার পথে। কিছু টাকা, NID smart card, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। কোন সন্ধান পাওয়া গেলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
মোবাইল : 01763113393.

# #সন্ধান দাতাকে অবশ্যই সর্বচ্চো সম্মান প্রদর্শন করা হবে।

দেশে ব্রয়লার মুরগির মাংসে ক্ষতিকর লেডের (সিসা) উপস্থিতি পাওয়া গেছে আন্তর্জাতিক সর্বোচ্চ সহনীয় মাত্রার আড়াইগুন।ব্রয়ল...
24/02/2023

দেশে ব্রয়লার মুরগির মাংসে ক্ষতিকর লেডের (সিসা) উপস্থিতি পাওয়া গেছে আন্তর্জাতিক সর্বোচ্চ সহনীয় মাত্রার আড়াইগুন।
ব্রয়লার মুরগী খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করাই শ্রেয়।

ফকিরের হাট থেকে হাসনাবাদ স্কুলে হাট যাওয়ার পথে NID কার্ডসহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।যদি কেউ পেয়ে থাকেন দয়া করে নিচের...
11/12/2022

ফকিরের হাট থেকে হাসনাবাদ স্কুলে হাট যাওয়ার পথে NID কার্ডসহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।
যদি কেউ পেয়ে থাকেন দয়া করে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
01861935607

16/11/2022

একটি ঘোষণাঃ
নাগেশ্বরী বাজার ব্রীজের পাশে কয়েক হাজার টাকা পাওয়া গিয়েছে,
টাকার মালিককে উপযুক্ত প্রমাণ সহ নাগেশ্বরী বাজার ব্রীজ সংলগ্ন আল-আমীন ডেকোরেটর এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।
যোগাযোগঃ 01704351683

.....হারানো বিজ্ঞপ্তিঃ.....০৩-১১-২০২২ইং তারিখ রাত ১০:৩০ মিনিট এ ভোকেশনাল থেকে কুড়িগ্রাম শাপলা জেলা পরিষদ সুপার মার্কেট ...
07/11/2022

.....হারানো বিজ্ঞপ্তিঃ.....
০৩-১১-২০২২ইং তারিখ রাত ১০:৩০ মিনিট এ ভোকেশনাল থেকে কুড়িগ্রাম শাপলা জেলা পরিষদ সুপার মার্কেট যাইতে পথিমধ্যে স্টাম্প তিনটি হারিয়ে যায়, যদি কেউ পেয়ে থাকেন এই নাম্বারে -
০১৭২৯ ৫১১ ৫১০ যোগাযোগ করবেন ।

নাম কবিরবাবার নাম জানে না বয়স ১০-১১ হবেকুরিগ্রাম বড় বারি বাসা নানি বাড়ি মুন্সিগঞ্জচাচা নাকি বাসে তুলে দিয়েছে ঢাকা আসার প...
07/11/2022

নাম কবির
বাবার নাম জানে না
বয়স ১০-১১ হবে
কুরিগ্রাম বড় বারি বাসা
নানি বাড়ি মুন্সিগঞ্জ
চাচা নাকি বাসে তুলে দিয়েছে ঢাকা আসার পর যেতে পারে না বাসায়
চিনে ও না বাসা
চাচার নাম্বার বন্ধ
কুরিগ্রামের কেউ চিনে থাকলে যোগাযোগ করুন

03/11/2022

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ। আজ একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় তার গাড়িবহরে গুলির ঘটনা ঘটে।

কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি।
03/11/2022

কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি।

লোকটি বর্তমানে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রয়েছে। তিনি তার পরিচয় দিতে পারছেন না।তাহার কোন পরিচিত স্...
01/11/2022

লোকটি বর্তমানে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রয়েছে। তিনি তার পরিচয় দিতে পারছেন না।
তাহার কোন পরিচিত স্বজন-আত্বিয় থাকলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।

...হারানো বিজ্ঞপ্তী...🔴 নামঃ মোঃ নওশাদ আলী🟥 গত ৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার  দিকে কুড়িগ্রাম খলিলগঞ্জ  নিজ বাসা  থেকে বে...
11/10/2022

...হারানো বিজ্ঞপ্তী...
🔴 নামঃ মোঃ নওশাদ আলী
🟥 গত ৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুড়িগ্রাম খলিলগঞ্জ নিজ বাসা থেকে বের হয় কিন্তু এরপর আর বাসায় ফিরে আসেনি।
উনি প্রতিদিন বের হয় আবার ঠিকঠাক চলে আসেন তবে সেদিন বাসায় আসেননি এবং অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। সে কথা বলতে পারে না এবং কানে শুনতে পারে না কিন্তু মুখ দিয়ে আওয়াজ করে ও ইশারায় কথা বলে।
কারো নজরে এমন কাউকে যদি দেখেন যে,বাসা খুঁজে পাচ্ছে না বা অসুস্থ হয়ে পড়েছে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন।
নাম্বার - 01761379125
নাম্বার - 01580777481
নাম্বার - 01795193698
নাম্বার - 01761602614
নাম্বার - 01784977503
ঠিকানাঃ
জেলা - কুড়িগ্রাম।
উপজেলা - কুড়িগ্রাম সদর।
গ্রাম - ওয়াপদা পাড়া।
এলাকা - পানি উন্নয়ন বোর্ড, খলিলগঞ্জ, কুড়িগ্রাম।

মেয়েটির নামঃ শাকি বাড়িঃ মন্ডলহাট, দূর্গাপুর, উলিপুর, কুড়িগ্রাম। শারিরীক প্রতিবন্ধী শাকি। মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় তার বা...
11/10/2022

মেয়েটির নামঃ শাকি
বাড়িঃ মন্ডলহাট, দূর্গাপুর, উলিপুর, কুড়িগ্রাম।
শারিরীক প্রতিবন্ধী শাকি।
মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় তার বাবার কাছে সে থাকতে পারে নাহ শিকার হয় নানা অত্যাচারের। তার মাকে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। মেয়ে প্রতিবন্ধী তাই বাবা অস্বীকার করে তার মেয়েকে। মেয়েটি আজ ১০ বছর হয় তার নানা নানির কাছে থাকে। মেয়েটির বাবা একজন স্বচ্ছল ব্যক্তি। তার বাবার শাস্তি নিশ্চিত করা হোক নিজের মেয়েকে অস্বীকার করা এবং দায়িত্ব গ্রহণ না করার জন্য। কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবী দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি মেয়েটির জন্য ব্যবস্থা গ্রহণ করেন যেন সে তার মা বাবার কাছে যেতে পারে। বেঁচে থাকতে পারে।

পোস্টটি বেশি বেশি করে শেয়ার করেন যেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে পৌঁছাতে পারে।

ধন্যবাদ সবাইকে...

10/10/2022

...একটি হারানো বিজ্ঞপ্তি...
১০/১০/২০২২ ইং
দুপুর দুই টার সময় মজিদা কলেজ গেটের সামন থেকে একটি সাদা ফাইলে PSC,JSC,SSC,HSC সকল মূল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি খোজ পেয়ে থাকেন এই 01717003485 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ।
এই পোষ্ট টি সবাই শেয়ার করবেন।

ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের এই বৃদ্ধ মহিলা কে যদি কেউ চিনেন-ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার অথবা যেকো...
10/10/2022

ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের এই বৃদ্ধ মহিলা কে যদি কেউ চিনেন-
ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার অথবা যেকোনো ব্যক্তি যোগাযোগ করুন।

বেরুবাড়ী,মওয়ামারিতে এসে মহিলাকে এসে নিয়ে যাবেন-
যোগাযোগ- 01719168858

02/10/2022

>>>ব্রেকিং নিউজ

একটি হারানো বিজ্ঞপ্তি, গতকাল (৩০-০৯-২০২২ ইং রোজ শুক্রবার) আনুমানিক রাত ১১.৩০ pm মোঃ আব্দুর রহমান  (৩০) নামের একটি ছেলে প...
02/10/2022

একটি হারানো বিজ্ঞপ্তি,
গতকাল (৩০-০৯-২০২২ ইং রোজ শুক্রবার) আনুমানিক রাত ১১.৩০ pm মোঃ আব্দুর রহমান (৩০) নামের একটি ছেলে পুরাতন স্টেশন মুন্সিপাড়া থেকে হারিয়ে গিয়েছে। সে একজন মানসিক রোগী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার কোনো খোঁজ পেয়ে থাকেন। তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
যোগাযোগ নাম্বার,
মোবাইলঃ০১৭৪২৭৮৭২২৩
পুরাতন স্টেশন মুন্সিপাড়া,কুড়িগ্রাম সদর।

অনুরোধ করছি সর্বোচ্চ শেয়ার করুন। একজন তরুণ আলিম। বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানায়। ব্রেইনে পানি জমেছে। অসুস্থতা দিন দিন ...
02/10/2022

অনুরোধ করছি সর্বোচ্চ শেয়ার করুন।

একজন তরুণ আলিম। বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানায়। ব্রেইনে পানি জমেছে। অসুস্থতা দিন দিন বাড়তে বাড়তে এখন রংপুর মেডিকেলে ICU মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। শ্বাসপ্রশ্বাস ব্যতিত কোন নড়াচড়া নেই। তার বাবা একজন রিক্সাচালক। ইতিমধ্যে সমস্ত জমানো টাকা শেষ। এখন সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ছুটছেন। আসুন না! আমরাও কিছু করি। একটু চেষ্টা করি।

প্রিয় ভাইয়ের অনুরোধ করছি, ৫০/১০০/ দিয়ে হলেও এগিয়ে আসুন।

বিকাশ/নগদ/রকেটঃ01797-974597

02/10/2022

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনার অন্যতম আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেন এর দুই দিনের রিমান্ড মঞ্জুর।
অপরদিকে এ মামলার প্রধান আসামী কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।

02/10/2022

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাসের ঘটনায়
দুই সহকারী শিক্ষকের দুই দিনের রিমান্ড মঞ্জুর!

জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানানো আনিসুর গ্রেপ্তার।
02/10/2022

জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানানো আনিসুর গ্রেপ্তার।

(১) নং রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া "খাদ্য বান্ধব কর্মসূচির" কার্ড ...
01/10/2022

(১) নং রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া "খাদ্য বান্ধব কর্মসূচির" কার্ড কর্তন ও অর্থ নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন।
মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা আরো জানান, এই দূনীতিবাজ চেয়ারম্যান কে বহিষ্কার করা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক স্যারের নিকট জোর দাবি জানায়।

কুড়িগ্রামে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটককুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ম...
29/09/2022

কুড়িগ্রামে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম(৫০)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের পুত্র।

জানা গেছে, বুধবার(২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমের বতসবাড়ীতে ঘরের ভিতর থাকা ট্রাংকে তল্লাশী চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।

প্রেস হাসান- হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।
29/09/2022

ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।

29/09/2022

~কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস এর অভিযোগে কেন্দ্র সচিব লুৎফর রহমানে ৩ দিনের রিমান্ডে।

28/09/2022

~~ভুরুঙ্গামারিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু~~

ভূরুঙ্গামারীতে প্রতিবেশির বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোবায়ের (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে।

জানা যায়, প্রতিবেশির বাড়িতে খেলতে যায় ৫ ছরের শিশু জোবায়ের। ওই বাড়ির উঠানে বৈদ‍্যুতিক লাইনে একটি বিদ‍্যুৎ চালিত ভ‍্যান গাড়ি চার্জে দেওয়া ছিলো। সেই ভ‍্যান গাড়িতে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্দুল হাই মৃত শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন (৫) বুধবার সকালে প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে খেলতে যায়। ওই সময় ফরমান আলীর বাড়ির আঙ্গিনায় ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারি চার্জে দেয়া অবস্থায় শিশুটি খেলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত‍্যু মামলার প্রস্তুতি চলছে

বায়জিদ নামক এক কিশোরের সন্ধান চায় তার পরিবার। গত ২২ সেপ্টেম্বর বাদ আসর পরিবারকে না জানিয়ে সে নিরুদ্দেশ হয়। অনেক খোঁজ...
28/09/2022

বায়জিদ নামক এক কিশোরের সন্ধান চায় তার পরিবার। গত ২২ সেপ্টেম্বর বাদ আসর পরিবারকে না জানিয়ে সে নিরুদ্দেশ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও ওই কিশোরের সন্ধান পাচ্ছে না তার পরিবার। বায়জিদ এর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আউলিয়ার চর গ্রামে। তার পিতার নাম শাহাজালাল। শাহজালালের তিন ছেলে ও এক মেয়ে। ভাই বোনের মধ্যে সে সবার বড়। কিশোর বায়জিদের কেউ সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঠিকানা::: মোঃ আবুল কাশেম, ঘোগাদহ, কুড়িগ্রাম সদর, মোবাইল নাম্বার ০১৭৫৫ ৪৩ ৭৭ ৩০

১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি পরিবারের ২ জন সদস্যকে আইনের আওতায় আনলো কুড়িগ্রাম জেলা পুলিশ𝙈𝙀𝘿𝙄𝘼 𝘾𝙀𝙇𝙇 , 𝘿𝙄𝙎𝙏𝙍𝙄𝘾𝙏 𝙋𝙊𝙇𝙄...
28/09/2022

১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি পরিবারের ২ জন সদস্যকে আইনের আওতায় আনলো কুড়িগ্রাম জেলা পুলিশ

𝙈𝙀𝘿𝙄𝘼 𝘾𝙀𝙇𝙇 , 𝘿𝙄𝙎𝙏𝙍𝙄𝘾𝙏 𝙋𝙊𝙇𝙄𝘾𝙀, 𝙆𝙐𝙍𝙄𝙂𝙍𝘼𝙈.
[𝐃𝐀𝐓𝐄- 28.09.2022]

১। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

২। এরই ধারাবাহিকতায় াগেশ্বরী_থানা_পুলিশ কতৃক ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল আনুমানিক ০৮ঃ১০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউপির ধনীগাগলা হীরারকুটি নামক গ্রামে বিশিষ্ট পরিবারিক মাদক কারবারির বাড়িতে বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার।
আসামী তার নিজ বসতবাড়ি দক্ষিন দূয়ারী রান্নাঘরের উপরের চালায়, বিশেষ কায়দায় রক্ষিত, ১০০ বোতল ফেন্সিডিল সহ নাগেশ্বরী থানার ধনীগাগলা হীরার কুটি গ্রামের মোছাঃ জেমি খাতুন, মোছাঃ জয়গুন বেওয়া কে গ্রেফতার করা হয়। অত্যন্ত সুচতুর এই পরিবার দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন মর্মে জনশ্রুতি আছে। তারা উদ্ধারকৃত এই অবৈধ ১০০ বোতল ফেন্সিডিল ঘরের টুইয়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত *নাগেশ্বরী থানার চৌকশ টিমের প্রযুক্তি ও কৌশলের কাছে হাতেনাতে গ্রেফতার হয়।

৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন অপরাধে ০৮ জন গ্রেফতার, ৫০ নোগল ইস্কাফ উদ্ধার𝙈𝙀𝘿𝙄𝘼 𝘾𝙀𝙇𝙇 , 𝘿𝙄𝙎𝙏...
28/09/2022

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন অপরাধে ০৮ জন গ্রেফতার, ৫০ নোগল ইস্কাফ উদ্ধার

𝙈𝙀𝘿𝙄𝘼 𝘾𝙀𝙇𝙇 , 𝘿𝙄𝙎𝙏𝙍𝙄𝘾𝙏 𝙋𝙊𝙇𝙄𝘾𝙀, 𝙆𝙐𝙍𝙄𝙂𝙍𝘼𝙈.
[𝐃𝐀𝐓𝐄- 28.09.2022]

১। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

২। এরই ধারাবহিকতায় গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (নাগেশ্বরী-০১,ফুলবাড়ী-০১,রৌমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (রাজিবপুর), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ (সদর) নিয়মিত মামলায় ০২ জন, পূর্বের মামলায় ০১ জন সহ মোট ০৮ জন আসামী গ্রেফতার ও *ফুলবাড়ী থানা* পুলিশের বিশেষ অভিযানে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ২১ঃ৩৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন বালারহাট এলাকা হতে ৫০ বোতল ইস্কাফ উদ্ধার করে।

৩। এভাবেই সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

জন সচেতন মূলক পোস্ট...❗নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ ✔ আক্রান্ত ব্যক্তি সং...
28/09/2022

জন সচেতন মূলক পোস্ট...❗

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে
সংগ্রহীত

28/09/2022

~~একটি হারানো বিজ্ঞপ্তি~~
গত 23/09/2022 তারিখে বড়বাড়ী - কুড়িগ্রাম রোডে একটি জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড যার নং 1908491226,গাড়ির রেজি:সনদের স্মার্ট কার্ড যার নং হ-13-1001, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, এবং টেক্স টোকনের মূল সনদের কপি হাড়িয়ে গিয়েছে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করবেন:- 01701984234 অথবা 01723302568।

28/09/2022

ফুলবাড়ী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ আগামী ২৮ সেপ্টেম্বর/২২ হতে শুরু হবে। উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের যারা নতুন ভোটার হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুনঃ-
১.জন্ম নিবন্ধন সনদ।
২. বাবা মায়ের NID কার্ডের ফটোকপি।
৩. এসএসসি পাস হলে সার্টিফিকেট এর ফটো কপি/ মার্কসিট/ এডমিশন ট্রান্স কিপ।
৪.ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ।

28/09/2022

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

~~~মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা আয়োজনেঃ উপজেলা পরিষদ ও...
28/09/2022

~~~মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা

আয়োজনেঃ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, ফুলবাড়ী-কুড়িগ্রাম।

📌 বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ।

Address

Rangpur
NAGESWARIKURIGRAM

Telephone

+8801896016245

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাম আলিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিঃ নাগেশ্বরী অফিস, কুড়িগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লাম আলিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিঃ নাগেশ্বরী অফিস, কুড়িগ্রাম।:

Videos

Share

Category