আলহামদুলিল্লাহ, দারুণ খুশির খবর।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জল করে বাংলাদেশের বিশ্বজয়।
১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরীম-এর ৩য় স্থান অর্জন।
ভুরুঙ্গামারী গার্লস স্কুলকে ধন্যবাদ
যারা আধুনিক মেশিন দিয়ে চুল কাটেন,
তারা এই ভিডিও-টা ভালো করে দেখুন।
মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরও যে বা যারা পেট্রোল/অকটেনের দাম বাড়িয়ে জনরোষের সৃষ্টি করছে এবং সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের বিচারের আওতায় আনা হোক।
সেইসাথে উক্ত জ্বালানীগুলোর দাম বরং আগের থেকেও আরো কমিয়ে পুননির্ধারন করা হোক।
আলহাজ্ব বেলাল হোসেন মডেল স্কুল, রায়পুর (RDRS) স্কুলটির সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, বাচ্চাটি এই স্কুলের ছাত্রী।
সকাল বেলা স্কুল গেইটে প্রবেশ করতে রাস্তা পারাপার হতে গেলেই এই ঘটনাটি ঘটে। (আনুমানিক)
আজকের বেইলি ব্রীজে সড়ক দুর্ঘটনা,
আহত লোকটির বাড়ী বালাবাড়ী স্কুল সংলগ্ন,চিলমারি।
তিনি বর্তমানে রংপুর সেডিকেলে ভর্তি আছে।
ওনার কিছু টাকা কাউনিয়া ফায়ার স্টেশন কর্তৃপক্ষের নিকট জমা আছে।