Anjue Tour & Travels

Anjue Tour & Travels Welcome to our page! Anjue Tour & Travels mission is to help you save when you make your reservation
(1)

21/04/2023

সকলকে Anjue Tour Travels এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
💓💓💓💓ঈদ মোবারক 💓💓💓💓💓

13/03/2023

💫দ্রুততম সময়ে সবচেয়ে কম খরচে সকল রুটের এয়ার টিকেটের রি-ইস্যু/ তারিখ পরিবর্তন/ ডেট চেঞ্জ করা হয়।

যে সকল এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন করা হয়:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (𝐁𝐆)
সৌদিয়া এয়ারলাইন্স (𝐒𝐕)
এমিরেটস এয়ারলাইন্স(𝐄𝐊)
ইউএস-বাংলা এয়ারলাইন্স(𝐁𝐒)
কাতার এয়ারওয়েজ (𝐐𝐑)
এয়ার এরাবিয়া (𝐆𝟗)
গালফ এয়ার(𝐆𝐅)
মালয়েশিয়া এয়ারলাইন্স(𝐌𝐇)
ইতিহাদ এয়ারওয়েজ (𝐄𝐘)
সিঙ্গাপুর এয়ারলাইন্স (𝐒𝐐
জাজিরা এয়ারলাইন্স (𝐉𝟗
সালাম এয়ার (𝐎𝐕)
ওমান এয়ার (𝐖𝐘)
টার্কিশ এয়ারলাইন্স (𝐓𝐊)
কুয়েত এয়ারওয়েজে (𝐊𝐔)
শ্রীলঙ্কা এয়ারলাইন্স (𝐔𝐋)
ফ্লাই দুবাই (𝐅𝐙)

🌍এছাড়াও এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের নতুন এয়ার টিকেট, টিকেট রি-ইস্যু /তারিখ পরিবর্তন, হোটেল রি-ইস্যু ইত্যাদি।

যোগাযোগঃ
Anjue Tour & Travels
Kachari Bajar, Rangpur.
mobile: 01716517104

09/02/2023
19/05/2022
মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
20/02/2022

মহান ২১ শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস
১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

21/11/2021

আসসালামু আলাইকুম........ 🇧🇩
> যদি কেউ নিউ E-passport করতে চান অথবা M.R.P.থেকে E-পাসপোর্ট করতে চান.?
এছাড়া পাসপোর্ট ও ইন্ডিযান ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য এবং পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন : 01825857525, 01716517104 Whats App
রংপুর

06/10/2021
03/10/2021

তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। কথা দিচ্ছি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।
১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।
ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429
থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।
সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।
রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।
২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।
ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,
৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল –
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।
কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।
ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000
কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।
৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।
ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301
৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।
ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444
কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।

10/08/2021

আগামীকাল ১১ আগস্ট ২০২১ইং তারিখ থেকে রংপুরে ভারতীয় ভিসা সেন্টার পূনরায় চালু হতে যাচ্ছে।
ভারতীয় টুরিষ্ট ভিসা বাদে অন্য সকল ভিসার জন্য যোগাযোগ করুন।

Anjue Tour & Travels
সিএস রোড, ধাপ ( সার্কিট হাউজের পাশে)রংপুর।
মোবাইলঃ 01716517104

এই ঈদে বাড়ি ফিরুন বিমানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে, আর আপনার যেকোন অভ্যন্তরীণ গন্তব্যের বিমানের টিকেট কিনু...
24/04/2021

এই ঈদে বাড়ি ফিরুন বিমানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে, আর আপনার যেকোন অভ্যন্তরীণ গন্তব্যের বিমানের টিকেট কিনুন আকর্ষণীয় মূল্যে শুধুমাত্র আন্জু ট্যুরস এন্ড ট্রাভেলস✈🛩

বিস্তারিত জানতে অথবা টিকেট কিনতে এখনই কল করুন 01716517104 নম্বরে অথবা ইমেইল করুন [email protected] অথবা ইনবক্সে মেসেজ করুন।

অফিসের ঠিকানা:
আন্জু ট্যুরস এন্ড ট্রাভেলস
সিএস রোড, ধাপ ( সার্কিট হাউজ এর পার্শে), রংপুর।

Mobile: +8801716517104
01825857525

03/04/2021

✅ভারতীয় মেডিকেল ভিসা এখন ঘরে বসেই✅✅
🎯প্রাথমিক বিষয়
✅প্রথমেই একটি বিষয় জেনে নেওয়া যাক যে ইন্ডিয়ার ডাক্তার দেখাতে কিন্তু রোগি একা যান না। সাধারণত রোগি যাবেন ও সাথে এক বা একাধিক সঙ্গী যাবেন যাদেরকে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ বলা হয়ে থাকে। এদের সবারই ভিসা লাগবে। রোগীর ভিসা হবে ‘মেডিকেল ভিসা’ Visa Type: MED আর এটেন্ডেন্টদের ভিসা হবে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ Visa Type: MEDx.
✅সবারই ভিসা আবেদন করতে হবে। এক্ষেত্রে এটেন্ডেন্ট যে কেউ ভিসা আবেদন জমা দিতে পারবে। রোগীর নিজে গিয়ে জমা দিতে হবে না।
🎯ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✅পাসপোর্ট।
✅এককপি ২x২ ইঞ্চি মাপের প্রিন্টেড ছবি ও আরেকটি সফট কপি ✅অনলাইন আবেদনের সময় লাগবে পুরনকৃত ফর্ম (প্রিন্টেড)।
✅স্মার্ট কার্ড/এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
✅ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল।
✅পেশার প্রমাণপত্র (বেসরকারি চাকুরিজীবি হলে NOC, সরকারি চাকুরিজীবি হলে NOC/G.O>., ছাত্র হলে আইডি কার্ড, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর পেশা কৃষি হলে জমির খতিয়ানের ফটোকপি)।
✅ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনডোর্সমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কার্ডের কপি।
✅পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
✅সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে)
✅অন্য কোন সাপোর্টিং কাগজ যদি দিতে চান।
✅পূর্ববর্তি সকল পাসপোর্ট। যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর হারিয়ে গেলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট দিতে হবে।
✅সুনির্দিষ্ট তারিখসহ ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার
✅সাম্প্রতিককালের সকল প্রেসক্রিপশন ও রিপোর্ট এর ফটোকপি ও মেইন কপি (মেইন কপি ফেরত দিবে)
🎯এগুলো কাজ সম্পূর্ণ করিয়ে দিতে গাইড লাইন পাচ্ছেন একদম ফ্রি।
🎯🎯বিস্তারিত জানতে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।
🎯Contact us
📞মোবাইলঃ +8801716517104 (what's App)
📧ইমেইলঃ [email protected]
🏠 Office: C.S Road, Dhap, Rangpur-5400.

17/10/2020

আন্জু ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সার্ভিস সমূহঃ
► অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান টিকিট
► ভারতের অভ্যন্তরীণ বিমান টিকিট
► ভারতের অভ্যন্তরীণ রেলওয়ে টিকিট
► পাসপোর্ট প্রসেসিংএ সহযোগিতা করা
► হজ্ব এবং ওমরা প্যাকেজ
► ভারতসহ সকল দেশের ভিসা প্রসেসিং
► হোটেল বুকিং
► ভারতের হাসপাতালের এপয়েন্টমেন্ট সার্ভিস
► ট্যুরিস্ট গাইড এবং মেডিকেল গাইড
► মেডিকেল ট্যুরিজম সার্ভিস
► বর্ডার কাস্টমস, ইমিগ্রেশন এবং ট্রাভেল ট্যাক্স সার্ভিস
মোবাইলঃ ০১৭১৬-৫১৭১০৪,০১৮২৫-৮৫৭৫২৫
যোগাযোগঃ
আন্জু ট্যুরস্ এন্ড ট্রাভেলস্
সিএস রোড, (সার্কিট হাউজের সামনে) ধাপ রংপুর।

21/08/2020

🇮🇳 ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে।

#নিয়মসমুহ

** যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা যেতে পারবেন না।

** ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।

** ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।

** কোন অবস্থাতেই ভ্রমণ করার ৫/৬/৭ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।

** যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন তবে এপ্লাই করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।

** আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন [email protected] (অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ইমেইল করবেন)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
01716517104
01825857525

16/07/2020

যারা ই পাসপোর্ট করতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করুন ;01716 517104

06/06/2020

মাত্র #১৯৯৯ টাকায় সৈয়দপুর টু ঢাকা এয়ার টিকিট পেতে আজই যোগাযোগ করুণ:
Anjue Tour Travels
C S Road,Dhap,Rangpur.
01716517104
01825857525

29/05/2020

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান বলেন, এয়ার লাইন্সের পক্ষ থেকে যাত্রীদেরকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস দিতে হবে। হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে।
সিভিল এভিয়েশনের নীতিমালা মেনে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত এয়ারলাইন্সগুলোও। নির্দেশা অনুযায়ী প্রতিবার অবতরণের পর জীবাণুমুক্ত করতে হবে উড়োজাহাজ। এ অবস্থায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, আমরা নিচের ফেয়ারের টিকিট আর বিক্রি করতে পারবো না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, ভাড়া বাড়াবো না। তবে উচ্চ পর্যায়ের টিকিট বিক্রি করবো।

28/05/2020

আগামী ১ জুন থেকে সকল ডোমেস্টিক (অভ্যন্তরীণ) ফ্লাইট চালু হচ্ছে। সকল প্লেনের টিকিট এর জন্য যোগাযোগ করুনঃ
01716 517 104

16/03/2020

করোনা ভাইরাস থেকে সবাই সাবধানে থাকবেন।

সহজে এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক এবং দেশ-বিদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার টিকিট ,ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান ও রেল...
14/01/2020

সহজে এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক এবং দেশ-বিদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার টিকিট ,ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান ও রেল টিকেট, যেকোনো দেশের ভিজিট ভিসা, প্যাকেজ টুর, গ্রুপ টুর, হোটেল বুকিং ও ওমরাহ হজ্ব করুন Anjue Tour & Travels থেকে।

যোগাযোগ: 01719038907
01825857525

10/01/2020

এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে দেশ-বিদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার টিকিট কিনুন ফোন কলে Anjue tour & travels থেকে। পেমেন্ট করুন ব্যাংক, বিকাশ অথবা নগদে।

যোগাযোগ করুনঃ 01825857525, 01716517104,01719038907( Whats App)
*********************************************************************************
👉দেশের অভ্যন্তরীণ বিমান টিকিটঃ
=========================

✈️ঢাকা ✈️কক্সবাজার ✈️চট্টগ্রাম ✈️যশোর ✈️রাজশাহী

✈️সিলেট ✈️সৈয়দপুর ✈️বরিশাল ।

👉ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান টিকিটঃ
=========================
✈️কলকাতা-নিউ দিল্লি
✈️কলকাতা-চেন্নাই
✈️কলকাতা-বাগডোগরা
✈️কলকাতা-গোয়া
✈️কলকাতা-বেঙ্গালুরু
✈️কলকাতা-হায়দ্রাবাদ
======================
👉 ঢাকা -ইন্ডিয়ান এয়ার টিকিট:
======================
✈️ঢাকা-কলকাতা- ঢাকা
✈️ঢাকা-নিউ দিল্লি- ঢাকা
✈️ঢাকা-চেন্নাই- ঢাকা
✈️ঢাকা-বাগডোগরা- ঢাকা
✈️ঢাকা-গোয়া- ঢাকা
✈️ঢাকা-বেঙ্গালুরু- ঢাকা
✈️ঢাকা-হায়দ্রাবাদ- ঢাকা
✈️ঢাকা-গুয়াহাটি- ঢাকা

👉ইন্টারন্যাশনাল এয়ার টিকিট:
======================

✈️ব্যাংকক ✈️ কুয়ালালামপুর ✈️সিঙ্গাপুর ✈️ বালি✈️ মালদ্বীপ ✈️শ্রীলঙ্কা✈️চায়না ✈️ আমেরিকা✈️লন্ডন✈️ কানাডা সহ পৃথিবীর সকল দেশের টিকিট কিনুন সাশ্রয়ী মূল্যে ।
******************************************************************
==============
কিভাবে টিকেট পাবেন?
==============
আপনি সাধারণত দুই ভাবে আমাদের কাছ থেকে টিকেট নিতে পারবেন"
০১. সরাসরি (অফিসে এসে Printed Copy)
০২. ইমেইলের মাধ্যমে (By Email)

টিকেটের জন্য কি কি Documents লাগবে?
===========================
💥. Domestic /অভ্যন্তরীণ-NID কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
💥. International /আন্তর্জাতিক- Passport কপি, ক্ষেত্র বিশেষে VISA কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
***********************************
বিকাশ/ নগদ-01716517104

******************************************************************
✔আমাদের সেবা সমুহঃ
**********************************************************************
❐ বিমান টিকেট
❐ ভিসা সহযোগিতা
❐ হোটেল বুকিং
❐ ট্যুর প্যাকেজ

সহ আরও অন্যান্য সেবা।

******************************************************************

সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকারে।

******************************************************************

Address

Rangpur
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801716517104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjue Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anjue Tour & Travels:

Share

Category


Other Travel Agencies in Rangpur

Show All