Jayed Tours & Travels

Jayed Tours & Travels Jayed Tours & Travels is on your side for all types of air tickets

রংপুর বাসীর জন্য সুখবর, রাত দিন ২৪ ঘন্টা আপনার ভ্রমণকে সাশ্রয়ী ও আরামদায়ক করতে আমরা আছি আপনার পাশে। খুব সহজেই ঘরে বসে বু...
27/08/2024

রংপুর বাসীর জন্য সুখবর, রাত দিন ২৪ ঘন্টা আপনার ভ্রমণকে সাশ্রয়ী ও আরামদায়ক করতে আমরা আছি আপনার পাশে। খুব সহজেই ঘরে বসে বুকিং করুন দেশের যেকোন রুটের বিমান টিকেট।
কেন আমাদের কাছে টিকেট বুকিং করবেন?
> কারন একমাত্র আমরাই দিচ্ছি....
★ সাশ্রয়ী মূল্যে দেশ ও বিদেশের বিমান টিকেট।
★ ভারতীয় বিমান ও ট্রেনের টিকেট।
★ নগদ/বিকাশ/রকেট/ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সুবিধা।
★ প্রবাসীদের জন্য Imo/WhatsApp যোগাযোগ সুবিধা(01738001174)।
★ রাতদিন ২৪ ঘন্টা সার্ভিস প্রদান।
★ Email/Imo /WhatsApp এর মাধ্যমে টিকেট ডেলিভারী।
[ ⚠ সবচেয়ে কম মূল্যে টিকেট পেতে ভ্রমনের কমপক্ষে ৪/৫ দিন আগে টিকেট বুকিং করুন। বিমানের ভাড়া ও সময়সূচি এয়ারলাইন্সের পরিচালনা কমিটির ওপর নির্ভরশীল, যেকোন মুহুর্তে পরিবর্তন হতে পারে]
সাশ্রয়ী মূল্যে যেকোন রুটের টিকেট পেতে দেরী না করে এখনই যোগাযোগ করুন:
01738001174
অফিসের ঠিকানা:
🛫🛫🛫🛫🛫🛫🛫🛫
Rangpur Area Office
Jayed Tours And Travels
Tangonmari Bazar,Jaldhaka,Nilphamari
01738001174
Dhaka Office:
Jayed Tours & Travels
54/1 Joar Sahara,Lichubagan,Dhaka
01644567474
01999660884



21/06/2024

Call me now on this number(01999660884), my previous number is closed

10/06/2024

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন!
এটাই উত্তম ইবাদত।পরে কোরবানি করুন।

রংপুর বাসীর জন্য সুখবর, রাত দিন ২৪ ঘন্টা আপনার ভ্রমণকে সাশ্রয়ী ও আরামদায়ক করতে আমরা আছি আপনার পাশে। খুব সহজেই ঘরে বসে বু...
01/01/2024

রংপুর বাসীর জন্য সুখবর, রাত দিন ২৪ ঘন্টা আপনার ভ্রমণকে সাশ্রয়ী ও আরামদায়ক করতে আমরা আছি আপনার পাশে। খুব সহজেই ঘরে বসে বুকিং করুন দেশের যেকোন রুটের বিমান টিকেট।
কেন আমাদের কাছে টিকেট বুকিং করবেন?
> কারন একমাত্র আমরাই দিচ্ছি....
★ সাশ্রয়ী মূল্যে দেশ ও বিদেশের বিমান টিকেট।
★ ভারতীয় বিমান ও ট্রেনের টিকেট।
★ নগদ/বিকাশ/রকেট/ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সুবিধা।
★ প্রবাসীদের জন্য Imo/WhatsApp যোগাযোগ সুবিধা(01738001174)।
★ রাতদিন ২৪ ঘন্টা সার্ভিস প্রদান।
★ Email/Imo /WhatsApp এর মাধ্যমে টিকেট ডেলিভারী।
[ ⚠ সবচেয়ে কম মূল্যে টিকেট পেতে ভ্রমনের কমপক্ষে ৪/৫ দিন আগে টিকেট বুকিং করুন। বিমানের ভাড়া ও সময়সূচি এয়ারলাইন্সের পরিচালনা কমিটির ওপর নির্ভরশীল, যেকোন মুহুর্তে পরিবর্তন হতে পারে]
সাশ্রয়ী মূল্যে যেকোন রুটের টিকেট পেতে দেরী না করে এখনই যোগাযোগ করুন:
01738001174
অফিসের ঠিকানা:
🛫🛫🛫🛫🛫🛫🛫🛫
Rangpur Area Office
Jayed Tours And Travels
Tangonmari Bazar,Jaldhaka,Nilphamari
01738001174
Dhaka Office:
Jayed Tours & Travels
54/1 Joar Sahara,Lichubagan,Dhaka
01644567474



𝗘𝗻𝗷𝗼𝘆 𝗖𝗼𝘅'𝘀 𝗕𝗮𝘇𝗮𝗿 𝟵 𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝗶𝗹𝘆 𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗕𝗢𝗘𝗜𝗡𝗚 𝟳𝟯𝟳 (𝗧𝗵𝘂, 𝗙𝗿𝗶 & 𝗦𝗮𝘁)-----------------------------------------𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 ...
27/09/2023

𝗘𝗻𝗷𝗼𝘆 𝗖𝗼𝘅'𝘀 𝗕𝗮𝘇𝗮𝗿
𝟵 𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝗶𝗹𝘆
𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗕𝗢𝗘𝗜𝗡𝗚 𝟳𝟯𝟳 (𝗧𝗵𝘂, 𝗙𝗿𝗶 & 𝗦𝗮𝘁)
-----------------------------------------
𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀:

𝗗𝗛𝗔𝗞𝗔 – 𝗖𝗢𝗫’𝗦 𝗕𝗔𝗭𝗔𝗥
𝗕𝗦𝟭𝟰𝟭-07:30AM (DEP)-08:35AM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟭-08:45AM (DEP)-09:50AM (ARR)
𝗕𝗦𝟭𝟰𝟯-09:45AM (DEP)-10:50AM (ARR)-𝗙𝗥𝗜(𝗕𝗢𝗘𝗜𝗡𝗚)
𝗕𝗦𝟭𝟰𝟱-10:40AM (DEP)-11:45AM (ARR)
𝗕𝗦𝟭𝟰𝟳-11:15AM (DEP)-12:20PM (ARR)-𝗧𝗛𝗨, 𝗦𝗔𝗧(𝗕𝗢𝗘𝗜𝗡𝗚)
𝗕𝗦𝟭𝟰𝟵-12:50PM (DEP)-01:55PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟯-02:00PM (DEP)-03:05PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟱-03:55PM (DEP)-05:00PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟳-04:45PM (DEP)-05:50PM (ARR)

𝗖𝗢𝗫’𝗦 𝗕𝗔𝗭𝗔𝗥 - 𝗗𝗛𝗔𝗞𝗔
𝗕𝗦𝟭𝟰𝟮-09:05AM (DEP)-10:05AM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟮-10:20AM (DEP)-11:20AM (ARR)
𝗕𝗦𝟭𝟰𝟰-11:20AM (DEP)-12:20PM (ARR)-𝗙𝗥𝗜(𝗕𝗢𝗘𝗜𝗡𝗚)
𝗕𝗦𝟭𝟰𝟲-12:15PM (DEP)-01:15PM (ARR)
𝗕𝗦𝟭𝟰𝟴-12:50PM (DEP)-01:50PM (ARR)-𝗧𝗛𝗨,𝗦𝗔𝗧(𝗕𝗢𝗘𝗜𝗡𝗚)
𝗕𝗦𝟭𝟱𝟬-02:25PM (DEP)-03:25PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟰-03:35PM (DEP)-04:35PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟲-05:30PM (DEP)-06:30PM (ARR)
𝗕𝗦𝟭𝟱𝟴-06:20PM (DEP)-07:20PM (ARR)
-----------------------------------------

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:

Jayed Tours & Travels
01738-001174

15/09/2023

রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে ফ্রান্সের তৈরি নতুন ১০ এয়ারবাস। বাংলাদেশে সফরর....

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধনবিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা হতে জাপানের নারিত...
02/09/2023

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা হতে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিজি৩৭৬ শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৪৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপানের নারিতা পৌঁছেছে স্থানীয় সময় শনিবার সকাল ০৯:০৫টায়। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১:০০টায় উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে আজ দুপুর ০৩:০০টায়।

নারিতা ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ‍হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্য ও বিজিএমইএ- এর সভাপতি জনাব ফারুখ হাসান, বিমানের বোর্ড মেম্বার ব্যরিস্টার তানজিবুল আলম ও পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রাহাত আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাপানিজ ডেলিগেটস, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, বিমান ও সরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ।

বিমান ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করায় সম্মানিত অতিথিবৃন্দ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। নতুন এই রুটটি চালুর মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম দেশ জাপানের সাথে আকাশপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। এর ফলে সম্মানিত যাত্রীবৃন্দের ট্রানজিট জনীত জটিলতার অবসান ঘটবে এবং দুই দেশের মধ্যে নিবীড় যোগাযোগ স্থাপিত হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০২৩ তারিখ থেকে এই রুটের টিকেট বিক্রয় শুরু হয়।বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করা যাচ্ছে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১:৪৫টায় বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করছে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১:০০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই রুটটি চালুর ফলে ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীগণও সুফল পাবেন।
Jayed Tours & Travels
01738-001174

শিল্পপতি জহুরুল ইসলামকিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর একটি ঐতিহ্যবাহী বর্ধিষ্ণু গ্রাম,এই গ্রামেরই একসম্ভ্রান্ত মুস...
30/05/2023

শিল্পপতি জহুরুল ইসলাম

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর একটি ঐতিহ্যবাহী বর্ধিষ্ণু গ্রাম,এই গ্রামেরই এক
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৮ সালের ১লা আগষ্ট রোজ বুধবার জহরুল ইসলাম জন্ম গ্রহন করেন ।

তাঁর পিতা আলহাজ্ব আফতাব উদ্দিন আহম্মদ
এবং মাতা রহিমা আক্তার খাতুন । তার পিতা ছিলেন কিশোরগঞ্জ জেলার একজন পরিচিত ব্যক্তিত্ব তিনি ১৯৫৮ -১৯৬৮ পর্যন্ত বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন । অত্র এলাকার জনহিতকর কর্মকান্ডে তার অবদান ছিল উল্লেখযোগ্য ।

জহরুল ইসলাম এক ঐতিহ্যবাহী পরিবারের ধারক
ও বাহক । মুঘল আমলের মধ্য ভাগে জহরুল ইসলামের পুর্বপুরুষ তিন ভাই বাজেত খাঁ, ভাগল খাঁ,
ও দেলোয়ার খাঁ মুঘলশাহের দরবারী আমলা হয়ে
এই এলাকায় আসেন ।

যার পরবর্তীতে বাজেত খাঁর নামানুসারে বাজিতপুর, ভাগলখাঁর নামানুসারে ভাগলপুর ও দেলোয়ার খাঁর নামানুসারে বর্তমান দিলালপুর নামকরন হয় । জহরুল ইসলাম ভাগলখাঁর পরিবারের ত্রয়োদশ বংশধর ।

শৈশবে জহরুল ইসলাম কে সবাই “সোনা"বলে ডাকতো ও যৌবনে পরিচিতরা “জহুর ভাই” বলে সম্ভোধন করতো আর তিনি তার ব্যবসা ক্ষেত্রে “চেয়ারম্যান সাহেব” হিসাবে কর্মকর্তা – কর্মচারীগন সম্ভোধন করতেন ।

ক্রীড়া অনুরাগী জহরুল ইসলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য ছিলেন এবং নাভানা ক্রিকেট টুনামেন্টের তিনি পৃষ্ঠপোষক ছিলেন।

জহরুল ইসলাম স্থানীয় প্রাইমারী স্কুল থেকে ৫ম শ্রেণী শেষ করে কিছুদিন সরারচর শিবনাথ হাইস্কুল অধ্যয়ন করেন তারপর বাজিতপুর হাই স্কুলে উচ্চতর শ্রেনীতে লেখাপড়া চলা কালীন চাচা মহকুমা প্রকৌশলী মুর্শিদ উদ্দিনের সাথে কলকাতায় চলে যান ।

সেখানে ইংরেজী মাধ্যমে কলকাতা রিপন হাই স্কুল থেকে মেট্টিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্ধমান জেলার এক কলেজে আই, এ কলেজে ভর্তি হন। সেখান থেকে ও পরিস্থিতির চাপে চলে এসে কিছুদিন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে অধ্যয়ন করেন ।

প্রতিকুল পরিবেশ ও পরিবারিক দায়দায়িত্বের চাপে তিনি আর লেখাপড়ায় এগুতে পারেননি । সেই জন্যই হয়তো শিক্ষা ক্ষেত্রে তিনি ছিলে আজীবন মুক্ত হস্ত ।

১৯৪৮ সালে মাত্র ৮০ টাকা মাসিক বেতনে সি এন্ড বি এর ওয়ার্ক এসিস্টেন্ট এর চাকুরীতে নিযুক্ত হন । তিন বছর পর ১৯৫১ সালে চাকুরীতে ইস্তেফা দেন । এবার তিনি ঠিকাদারী কাজে নিজেকে যুক্ত করেন প্রথম ঠিকাদার হিসাবে তিনি এক সরকারী অফিসে ১২ শত টাকার ষ্টেশনারী সরবরাহ করেন ।

তারপর তিনি কিশোরগঞ্জে পোষ্ট অফিস নির্মান এবং তার পরবর্তীতে গুলিস্থান থেকে টিকাটুলী সড়কের ঠিকাদারী পান । এর পর থেকে তাকে আর পিছু ফিরতে হয়নি । মাত্র ২ বছরের মাথায় নিজেকে তিনি একজন ১ম শ্রেণীর ঠিকাদার হিসাবে গড়ে তুলতে সক্ষম হন ।

আর্থিক অবস্থা পরিবর্তন হবার সাথে সাথে তিনি পিতার ১৩ সদস্যের পরিবার কে ঢাকায় নিয়ে আসেন এবং ১৩ সদস্যের একান্নবর্তী পরিবার একসময় বিশাল এক পরিবারে রুপ নেয় যা তিনি ১৯৯০ সাল পর্যন্ত ধরে রেখেছিলেন ।

সিলেটের জামাতা জহুরুল ইসলাম।

১৯৫৬ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানার স্বনামধন্য পরিবারে অধ্যাপক মোশাহেদ আলী চৌধুরী সাহেবের কন্যা সুরাইয়া বেগমের সাথে তিনি বৈবাহিক বাধনে আবদ্ধ হোন । সুরাইয়া বেগম ছিলেন তার অনুপ্রেরণা।

দেশের প্রথম এই ধনকুব ১১ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সাংসারিক জীবনে জহুরুল ইসলামের এক ছেলে মঞ্জুরুল ইসলাম (বাবলু) আর চার মেয়ে সাইদা
ইসলাম (বেবী), মাফিদা ইসলাম (শিমি), নাইমা
ইসলাম (ইমা), কানিতা ইসলাম (কানিতার)জনক ছিলেন তিনি।

জহুরুল ইসলাম সিএন্ডবিতে অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করেন এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ক্ষুদ্র ঠিকাদারি ব্যবসা শুরু করেন।

১৯৬৫-এ তিনি ইষ্টার্ন হাউজিং লিমিটেড প্রতিষ্ঠা করেন। জহুরুল ইসলাম ১৯৭৪ সালের দুর্ভিক্ষে কিশোরগঞ্জে খুলেছিলেন দুই শত লঙ্গরখানা। এসব লঙ্গর খানায় সকল দরিদ্র অভুক্ত মানুষের জন্য ৫ মাস ব্যাপী খাদ্য নিশ্চিত করেছিলেন তিনি।

১৯৭৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিডিসি)। এ কর্পোরেশন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যা মধ্যপ্রাচ্যে প্রতিযোগিতার মাধ্যমে
নির্মাণ ব্যবসা শুরু করে। তার কোম্পানী বাংলাদেশ সংসদ ভবনের আঙ্গিনা, বাংলাদেশ ব্যাংক ভবন, বাংলাদেশ হাইকোর্ট ভবন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিল্ডিং, এমপি হোস্টেল, এবং বাংলাদেশের প্রধান প্রধান মহাসড়ক সমূহ নির্মাণ করে।

তিনি পাট ও আসবাবপত্র কারখানা প্রতিষ্ঠা করেন। মধ্যপ্রাচ্যে এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ব্যবসার মধ্যে রয়েছে নতুন প্রযুক্তিতে আবুধাবিতে ৫০০০ বাড়ি নির্মাণ, ইরাক ও ইয়েমেনে উপশহর নির্মাণ ইত্যাদি।

এই সকল কাজের মাধ্যমে তিনি দেশের বিপুল সংখ্যক মানুষের জন্য মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বিদেশে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ।বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে তিনি কিংবদন্তি।

১৯৮৯ সালে তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ,গ্রামীন পরিবেশে নির্মিত মেডিক্যাল কলেজ বর্তমানে ও বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যা সুনাম অক্ষুণ্ণ রেখে
চলেছে।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তার বিশেষ অবদান প্রসঙ্গে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর লেখা, ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’ নামক গ্রন্থ থেকে জানা যায়, জহুরুল ইসলাম ১৯৭১ সালের ১০ জুন ঢাকা ত্যাগ করে লন্ডন চলে যান। সেখানে তিনি ‘সুবেদ আলী’ ছদ্ম নাম ধারণ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কার্যক্রম পরিচালনার জন্য মরহুম আবু সাঈদ চৌধুরীর কাছে মোটা অংকের নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

বিশিষ্ট রাজনীতিবিদ আতাউর রহমান খানের লেখা ‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থে উল্লেখ আছে, জহুরুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকারের জেলে আটক নেতাকর্মীদের মোকদ্দমাদির খরচ, আহতদের চিকিৎসার খরচ এবং ঐতিহাসিক আগরতলা মামলার খরচ ব্যক্তিগত ভাবে বহন করেন।

এভাবে তিনি বাংলাদেশের বিভিন্ন মুক্তি আন্দোলনে
ও স্বাধীনতা যুদ্ধে নিজেকে সম্পৃক্ত করে নিঃস্বার্থ দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছিলেন। সেই
হিসেবে তিনি ছিলেন মহান মুক্তিযোদ্ধা। জহুরুল ইসলাম ছিলেন এদেশের জীবন্ত কিংবদন্তি এক অসাধারণ বাঙালি কৃতী সন্তান, যার তুলনা শুধু তিনি নিজেই। তার মহত্ত্ব, কৃতিত্ব ও আদর্শ তথা দেশপ্রেম বর্তমান ও আগামী প্রজন্মের জন্য পাথেয় এবং অমর হয়ে থাকবে।

শিল্পপতি জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহঃ

১। ইষ্টার্ন হাউজিং লিঃ
২। বেঙ্গল ডেভলপমেণ্ট কর্পোরেশন লিঃ
৩। দি মিলনার্স টিউবয়েলস লিঃ
৪। এসেনশিয়াল প্রডাক্টস লিঃ
৫। নাভানা ইন্ডাষ্টিজ লিঃ
৬। ক্রিসেন্ট ইন্টারনেশনাল লিঃ
৭। ঢাকা ফাইবার্স লিঃ
৮। নাভানা ফার্মাসিঊটিক্যালস লিঃ
৯। নাভানা লিঃ
১০। দি রিভার ভিঊ লিঃ
১১। আফতাব বহুমুখী ফার্মস লিঃ
১২। দি মিলনার্স ইঞ্জিনিয়ারিং কো লিঃ
১৩। দি মিলনার্স লিঃ
১৪। ইষ্টার্ন এষ্টেট লিঃ
১৫। আলস লিঃ ( অধুনা স্থগিত)
১৬। ভাগলপুর ফার্মস লিঃ
১৭। ভাগলপুর এষ্টেট লিঃ ( অধুনা স্থগিত)
১৮। নাভানা স্পোর্টস লিঃ ( অধুনা স্থগিত)
১৯। ইসলাম ব্রাদার্স প্রপার্টিজ লিঃ
২০। আল-হামরা গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিঃ
২১। দি মিলনার্স ইন্ডাষ্ট্রিজ লিঃ
২২। দি মিলনার্স পাম্পস লিঃ
২৩। জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ( দাতব্যচিকিৎসালয়)

বাঙালীর গর্ব,দেশ বরেন্য সমাজসেবক শিল্পপতি জহুরুল ইসলাম ১৯৯৫ সনের ২৬শে সেপ্টেম্বর
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সিংগাপুর গেলে সেখানে
১৮ই অক্টোবর দিবাগত রাত ২-৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ।

বৃহত্তর দিনাজপুর ও রংপুর বাসীর জন্য আরও একটি বিমান সেবা যুক্ত হতে চলেছেদেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ...
16/05/2023

বৃহত্তর দিনাজপুর ও রংপুর বাসীর জন্য আরও একটি বিমান সেবা যুক্ত হতে চলেছে
দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা এবার সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী ১৪ মে থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
সৈয়দপুর থেকে ওয়ান-ওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯০ টাকা। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ এবং রাত ৮ টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩ টা ৪০ এবং রাত ০৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।

✨ঈদ এর অগ্রিম বিমানের  টিকিটের জন্যে আজই যোগাযোগ করুন( অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) ✈️Novo air ✈️ US Bangla Air ✈️ Biman Ba...
28/03/2023

✨ঈদ এর অগ্রিম বিমানের টিকিটের জন্যে আজই যোগাযোগ করুন( অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক)

✈️Novo air
✈️ US Bangla Air
✈️ Biman Bangladesh
✈️Air Astra

🔹 Jayed Tours & Travels
🔹54/1,Joar Sahara,Dhaka, Bangladesh
♦️Tangonmari, Jaldhaka,Nilphamari

Mobile : +88 01738-001174

24/03/2023
06/03/2023

যে দিন গাঁথা হয়েছিল মুক্তির প্রথম কথামালা ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
৭ মার্চ ১৯৭১
রেসকোর্স ময়দান।

07/12/2022

Wishing a very happy ‘International Civil Aviation Day' to all.
Thanks for connecting the world by air.

07/12/2022

International Civil Aviation Day is an annual occasion to commemorate the many milestones and accomplishments of the international aviation sector. On this day, we all salute those who have worked hard to make air travel accessible and safe for everyone.

Today's celebration is a reminder that every individual has a responsibility to take care of our airspace and maintain international peace and order.

Address

Rangpur, Dhaka
Rangpur
5330

Telephone

+8801738001174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayed Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jayed Tours & Travels:

Videos

Share

Category