Narsingdi Express Tour & Event

Narsingdi Express Tour & Event আনন্দঘন নিরাপদ ভবনই আমাদের মূল লক্ষ্?

যখন ভারতে মুসলিম ছেলেকে টেনে হিছড়ে নিয়ে মার ধর করে জীবিত অবস্থায় যৌনাঙ্গ কেটে দিয়েছিলো তখন আমরা হিন্দু ধর্ম কে দোষ দেইনি...
18/10/2021

যখন ভারতে মুসলিম ছেলেকে টেনে হিছড়ে নিয়ে মার ধর করে জীবিত অবস্থায় যৌনাঙ্গ কেটে দিয়েছিলো তখন আমরা হিন্দু ধর্ম কে দোষ দেইনি।💔
প্রায় সারাবছর ই কোনো না কোনো ভাবে মুসলিমরা যে পরিমান অত্যাচারের স্বীকার হয় তার বিপরীতেও আমরা ধর্ম কে দোষ দেইনি।💔
কাষ্মীরে যখন আসিফা বানুকে মন্দিরে রেখে পুরহিত সহ কয়েজন মিলে টানা তিন দিন গ্যাং রেপ করে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিলো তখনো আমরা ধর্মের দোষ দেইনি।💔

বুয়েটের আবরার হত্যার পিছনে অন্যতম প্রধান আসামি আমিত সাহা জানার পরো আমরা ধর্ম কে দোষ দেইনি।💔

শাপলা চত্বরে কোর আন শরীফ পুড়িয়ে ফেলার ঘটনায় কয়েক মাস পর বিশ্বাস বাবুর নাম প্রকাশ্যে আসার পরো কিন্তু আমরা ধর্মকে দোষ দেইনি।💔

কারণ আমরা জানি কোনো ধর্মেই এসব গ্রহণযোগ্য নয়।কোনো ধর্মেই বলেনা তোমরা অন্যায় ভাবে মেরে ফেলো, কেটে ফেলো।

তাহলে আজ কেন??? আজ কেন আপনারা ঢালাও ভাবে ইসলাম কে দোষ দিচ্ছেন? কেন প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন??
ধর্ম টানবেন না।

মূর্তির পায়ে পবিত্র গ্রন্থ পাওয়ার পরো আমরা যখন বলেছি এটা ষড়যন্ত্র ঠিক এখনো আপনাদের সাথে হয়ে যাওয়া ঘটনাকেও বলছি ষড়যন্ত্র।
দয়া করে কেউ ধর্ম কে টেনে এনে দোষ দিবেন না।
হ্যাঁ যদি এই কাজ কোনো দাঁড়ি টুপিওয়ালা করে থাকে তবে আমি বলবো তারা রগ চটা।নইলে অবুঝ!

বুঝ থাকলে যখন শুনেছে মন্দিরে এমন ঘটনা ঘটেছে তাহলে এর বিপরীতে তারা দেশের সব কটি না হলেও অন্তত ওই জায়গার আশে পাশের মন্দির গুলো নিজেরা পাহারা দিত।যেন কোনো কুচক্রী মহল তাদের হীন স্বার্থের লোভে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে।
কিন্তু ব্যাপার টা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে আসলে সবাই বাকরুদ্ধ। একদল লোক চেয়েছিলো ধর্মে ধর্মে যুদ্ধ লাগুক ব্যাস সেটাই হলো।বিশ্বের দরবারে মুসলমান কত খারাপ তা প্রমান হোক।হয়েছে! বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এটা বুঝুক।ব্যাস বুঝাতে পেরেছে।💔

কতগুলো ভাই মরে গেলো।পর দিন কত গুলো দাদা মারা গেলো।কিন্তু কেন? এমন তো হওয়ার কথা ছিলোনা।

এর জন্যে কিছু কুলাঙ্গার দায়ী।ইসলাম না।মুসলমান নাহ।হিন্দু না,সনাতন ধর্ম নাহ।

ইসলাম শান্তির ধর্ম।অবশ্যই শান্তির ধর্ম।যে বা যাহারা অস্তিত্বে আঘাত করার চেষ্টা করছে তারা কখনই সফল হবেনা।উপরে আল্লাহ আছেন তো।❤️
©©

আমার ধর্ম খুন করতে শেখায় নি,
আমার ধর্ম কড়া ভাষায় নিষিদ্ধ করেছে বিধর্মী হওয়ার কারনে কাউকে মানসিক বা শারীরিক আঘাত করতে।

Proud to be a Muslim Alhamdulillah ☪️

😍
20/09/2021

😍

India 😍 আমরা ও একদিন আপনাদের নিয়ে যাব😇
17/09/2021

India 😍 আমরা ও একদিন আপনাদের নিয়ে যাব😇

silent....💤💤💤
16/09/2021

silent....💤💤💤

16/09/2021

আমাদের এবারের কক্সবাজার ট্যুরের বিশেষ আকর্ষণঃ-
১)আসার পথে গাড়িতে রেফেল ড্র।
২)রাতে বিচে কেক কাটা।
৩) রাতে বিচে ফানুস উৎসব।

16/09/2021
16/09/2021

আলহামদুলিল্লাহ
আমাদের আজকের কক্সবাজার ট্যুরের বাসের সবগুলি সিট ফিলাপ হয়ে গেছে। ইতিমধ্যে যারা যারা সিট কনফার্ম করেছেন তারা আজ রাত 9 টার মধ্যে ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড উপস্থিত থাকবেন। (ধন্যবাদ)

ভ্রমন প্রিয়  #নরসিংদী বাসীর জন্য সুখবর! &_Event আপনাদের জন্য চমৎকার একটি ট্যুরের আয়োজন করেছে। আমাদের এবারের ট্যুর টি ম...
15/09/2021

ভ্রমন প্রিয় #নরসিংদী বাসীর জন্য সুখবর!
&_Event আপনাদের জন্য চমৎকার একটি ট্যুরের আয়োজন করেছে।
আমাদের এবারের ট্যুর টি মাত্র ১২৯৯/- টাকায় (যাওয়া আসা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও হোটেল সহ) কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ।
এভাবে ক্রমান্বয়ে আমারা ট্যুর চালিয়ে যাব।
এবারের ট্যুরের বিস্তারিত এই লিংকে দেয়া আছে।

https://www.facebook.com/100305145721660/posts/113647827720725/

অথবা ফোন করুনঃ-01676606690

আফ্রিকা 😍😍 আপনার টেগ লিস্টে ২ য় ব্যাক্তি আপনাকে সেখানে নিয়ে যাবে ☺
15/09/2021

আফ্রিকা 😍😍 আপনার টেগ লিস্টে ২ য় ব্যাক্তি আপনাকে সেখানে নিয়ে যাবে ☺

❤️🥰 #কক্সবাজার_ভ্রমন🥰❤️★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপা...
14/09/2021

❤️🥰 #কক্সবাজার_ভ্রমন🥰❤️

★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপার সৌন্দর্য মনে আসবে সুখ পাবেন স্বর্গীয় অনুভূতি।

তাই ঘুরে আসুন ১৬ সেপ্টেম্বর (রোজ বৃহস্পতিবার) মাত্র- ১২৯৯ টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত Narsingdi express tour & event ভ্রমণ টিম এর সাথে।

★★★ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলী সহ সকল ধরনের মানুষ নিরাপদে অংশ গ্রহন করতে পারবে আমাদের এই টুর এ।

💠 #ভ্রমণের_তারিখঃ
➡️ ১৬ সেপ্টেম্বর রাত ৯ টায় ( নরসিংদী থেকে)
💠 ফেরার তারিখঃ
➡️ ১৭ সেপ্টেম্বর রাত ১০ টায় ( কক্সবাজার থেকে)

[ ইনশাআল্লাহ ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টার মধ্যে নরসিংদী থাকবো]

✅ #আমরা_যা_যা_দেখবোঃ
>কক্সবাজার
>সুগন্ধা পয়েন্ট
>লাবনী পয়েন্ট
>কলাতলী পয়েন্ট
>হিমছড়ি
>ইনানি বিচ
>মেরিন ড্রাইভ
(হিমছড়ি, ইনানি যাওয়া-আসা নিজ খরচ)
✅ #প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
>নরসিংদী - কক্সবাজার - নরসিংদী চেয়ারকোচ বাস।
>সকালের নাস্তা ও দুপুরের খাবার।
>সকল প্রকার গাইড খরচ।
>ফ্রেশ হওয়ার ব্যবস্থা থাকবে।

★ #খাবার_মেনুঃ-
@সকালে- ভুনাখিচুড়ি ডিম / ২টি পরটা সাথে ডিম ও ভাজি।
@দুপুরে - সাদা ভাতের সাথে সবজি অথবা ভর্তা, মুরগী/মাছ, ডাল ও সালাদ।

#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
★ যাত্রা বিরতি তে খাবার খরচ।
★ ফেরার দিন রাতের খাবার।
★কোন প্রকার এন্ট্রি ফি।
★হিমছড়ি ইনানি যাতায়াত খরচ।

#যা_যা_সাথে_নিতে_হবে ---

★মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে।

১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।

#বিস্তারিতঃ

★১৬ সেপ্টেম্বর রাতের বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা নরসিংদী থেকে।

★১৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে। "যার যার নিজ খরচে " চলে যাবো ইনানি এবং হিমছড়ি, তারপর সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★১৮ সেপ্টেম্বর খুব সকালে আমরা সবাই নরসিংদী থাকবো

✅ #ইভেন্ট_ফিঃ
জনপ্রতি ১২৯৯ টাকা

❑ #বুকিং_মানিঃ ৫০০ টাকা।
(বিকাশ করলে খরচ সহ ৫১০ টাকা)
বাকি ৮০০ টাকা গাড়ি ছাড়ার সময় পে করতে হবে।
-->(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
📲01676606690
📲01408719532

➡️ #বিকাশ_নাম্বার -
01676606690(personal)
🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
-
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।
⚡ট্যুর চলাকালীন অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে সবাইকে মাস্ক ও স্যানিটাইজেশন ব্যবহার নিশ্চিত করতে হবে।

★★★(বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে)★★★

 #আলহামদুলিল্লাহআমাদের ১৬ তারিখের কক্সবাজার ট্যুর এর বাস রিজার্ভ করা হয়ে গেছে।  াএ_১০_টা_সিট_খালি_আছে। যারা যেতে আগ্রহী ...
14/09/2021

#আলহামদুলিল্লাহ
আমাদের ১৬ তারিখের কক্সবাজার ট্যুর এর বাস রিজার্ভ করা হয়ে গেছে।
াএ_১০_টা_সিট_খালি_আছে।
যারা যেতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন।
Call:- 01676606690

সুন্দর বন বাংলাদেশ 😍Like & Fellow our page for more information 👍👈
13/09/2021

সুন্দর বন বাংলাদেশ 😍
Like & Fellow our page for more information 👍👈

পাখির (Drone) চোখে কক্সবাজার।
13/09/2021

পাখির (Drone) চোখে কক্সবাজার।

 #আমাদের_কক্সবাজার_ট্যুরএরআর মাত্র ২৫ টি আসন খালি আছে। যারা যেতে চান দ্রুত বুকিং দিন। বুকিং অনুযায়ী সিট প্লান করা হবে। ...
12/09/2021

#আমাদের_কক্সবাজার_ট্যুরএর
আর মাত্র ২৫ টি আসন খালি আছে। যারা যেতে চান দ্রুত বুকিং দিন। বুকিং অনুযায়ী সিট প্লান করা হবে। বুকিং এর জন্য যোগাযোগ করুন:- 01676606690.

🤎😍 #কক্সবাজার_ভ্রমন😍🤎★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপার ...
11/09/2021

🤎😍 #কক্সবাজার_ভ্রমন😍🤎

★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপার সৌন্দর্য মনে আসবে সুখ পাবেন স্বর্গীয় অনুভূতি।

তাই ঘুরে আসুন ১৬ সেপ্টেম্বর (রোজ বৃহস্পতিবার) মাত্র- ১২৯৯ টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত Narsingdi express tour & event ভ্রমণ টিম এর সাথে।

★★★ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলী সহ সকল ধরনের মানুষ নিরাপদে অংশ গ্রহন করতে পারবে আমাদের এই টুর এ।

💠 #ভ্রমণের_তারিখঃ
➡️ ১৬ সেপ্টেম্বর রাত ৯ টায় ( নরসিংদী থেকে)
💠 ফেরার তারিখঃ
➡️ ১৭ সেপ্টেম্বর রাত ১০ টায় ( কক্সবাজার থেকে)

[ ইনশাআল্লাহ ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টার মধ্যে নরসিংদী থাকবো]

✅ #আমরা_যা_যা_দেখবোঃ
>কক্সবাজার
>সুগন্ধা পয়েন্ট
>লাবনী পয়েন্ট
>কলাতলী পয়েন্ট
>হিমছড়ি
>ইনানি বিচ
>মেরিন ড্রাইভ
(হিমছড়ি, ইনানি যাওয়া-আসা নিজ খরচ)
✅ #প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
>নরসিংদী - কক্সবাজার - নরসিংদী চেয়ারকোচ বাস।
>সকালের নাস্তা ও দুপুরের খাবার।
>সকল প্রকার গাইড খরচ।
>ফ্রেশ হওয়ার ব্যবস্থা থাকবে।

★ #খাবার_মেনুঃ-
@সকালে- ভুনাখিচুড়ি ডিম / ২টি পরটা সাথে ডিম ও ভাজি।
@দুপুরে - সাদা ভাতের সাথে সবজি অথবা ভর্তা, মুরগী/মাছ, ডাল ও সালাদ।

#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
★ যাত্রা বিরতি তে খাবার খরচ।
★ ফেরার দিন রাতের খাবার।
★কোন প্রকার এন্ট্রি ফি।
★হিমছড়ি ইনানি যাতায়াত খরচ।

#যা_যা_সাথে_নিতে_হবে ---

★মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে।

১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।

#বিস্তারিতঃ

★১৬ সেপ্টেম্বর রাতের বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা নরসিংদী থেকে।

★১৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে। "যার যার নিজ খরচে " চলে যাবো ইনানি এবং হিমছড়ি, তারপর সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★১৮ সেপ্টেম্বর খুব সকালে আমরা সবাই নরসিংদী থাকবো

✅ #ইভেন্ট_ফিঃ
জনপ্রতি ১২৯৯ টাকা

❑ #বুকিং_মানিঃ ৫০০ টাকা।
(বিকাশ করলে খরচ সহ ৫১০ টাকা)
বাকি ৮০০ টাকা গাড়ি ছাড়ার সময় পে করতে হবে।
-->(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
📲01676606690
📲01408719532

➡️ #বিকাশ_নাম্বার -
01676606690(personal)
🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
-
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।
⚡ট্যুর চলাকালীন অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে সবাইকে মাস্ক ও স্যানিটাইজেশন ব্যবহার নিশ্চিত করতে হবে।

★★★(বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে)★★★

রোগের প্রতিষেধক মেডিসিন হলে,  মন খারাপের প্রতিষেধক প্রকৃতি।
10/09/2021

রোগের প্রতিষেধক মেডিসিন হলে,
মন খারাপের প্রতিষেধক প্রকৃতি।

কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। ১২০ কি.মি. দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পু...
10/09/2021

কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। ১২০ কি.মি. দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক-ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল-মোটেল-কটেজ, নিত্য নবসাজে সজ্জ্বিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত-বর্ষা-বসন্ত-গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে এক রকম তো মধ্যাহ্নে এর রূপ অন্য রকম।আর এই রূপবৈচিত্র দেখতে আমরা যাচ্ছি ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডে লং ট্যুর এ।
আপনি যাচ্ছেন তো? 👉

 #স্বপ্ন_দেখি,  কোনো একদিন এমন একটি নিজস্ব পরিবহন থাকবে আমাদের। যা নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াবো আমরা নরসিংদীর কিছু ভ্রম...
09/09/2021

#স্বপ্ন_দেখি, কোনো একদিন এমন একটি নিজস্ব পরিবহন থাকবে আমাদের। যা নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াবো আমরা নরসিংদীর কিছু ভ্রমণপ্রেমী....

09/09/2021

আমরা নরসিংদীবাসী
💜🤎🤍❤️🖤
সব সময় ভ্রমণ করতে ভালোবাসি।

আমাদের কভার ফটো 💜🤎💜created by :- Safait Sohag ❤️
09/09/2021

আমাদের কভার ফটো 💜🤎💜
created by :- Safait Sohag ❤️

 #কক্সবাজার ট্যুর ইভেন্ট কিন্তু চলছে...আপনার বুকিং নিশ্চিত করুন....
07/09/2021

#কক্সবাজার ট্যুর ইভেন্ট কিন্তু চলছে...
আপনার বুকিং নিশ্চিত করুন....

😍 #কক্সবাজার_ভ্রমন😍★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপার সৌ...
06/09/2021

😍 #কক্সবাজার_ভ্রমন😍

★★★সমুদ্র ও পাহাড় এর অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব।প্রকৃতির এই অপার সৌন্দর্য মনে আসবে সুখ পাবেন স্বর্গীয় অনুভূতি।

তাই ঘুরে আসুন ১৬ সেপ্টেম্বর (রোজ বৃহস্পতিবার) মাত্র- ১২৯৯ টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত Narsingdi express tour & event ভ্রমণ টিম এর সাথে।

★★★ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলী সহ সকল ধরনের মানুষ নিরাপদে অংশ গ্রহন করতে পারবে আমাদের এই টুর এ।

💠 #ভ্রমণের_তারিখঃ
➡️ ১৬ সেপ্টেম্বর রাত ৯ টায় ( নরসিংদী থেকে)
💠 ফেরার তারিখঃ
➡️ ১৭ সেপ্টেম্বর রাত ১০ টায় ( কক্সবাজার থেকে)

[ ইনশাআল্লাহ ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টার মধ্যে নরসিংদী থাকবো]

✅ #আমরা_যা_যা_দেখবোঃ
>কক্সবাজার
>সুগন্ধা পয়েন্ট
>লাবনী পয়েন্ট
>কলাতলী পয়েন্ট
>হিমছড়ি
>ইনানি বিচ
>মেরিন ড্রাইভ

✅ #প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
>নরসিংদী - কক্সবাজার - নরসিংদী চেয়ারকোচ বাস।
>সকালের নাস্তা ও দুপুরের খাবার।
>সকল প্রকার গাইড খরচ।
>ফ্রেশ হওয়ার ব্যবস্থা থাকবে।

★ #খাবার_মেনুঃ-
@সকালে- ভুনাখিচুড়ি ডিম / ২টি পরটা সাথে ডিম ও ভাজি।
@দুপুরে - সাদা ভাতের সাথে সবজি অথবা ভর্তা, মুরগী/মাছ, ডাল ও সালাদ।

#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
★ যাত্রা বিরতি তে খাবার খরচ।
★ ফেরার দিন রাতের খাবার।
★কোন প্রকার এন্ট্রি ফি।
★হিমছড়ি ইনানি যাতায়াত খরচ।

#যা_যা_সাথে_নিতে_হবে ---

★মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে।

১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।

#বিস্তারিতঃ

★১৬ সেপ্টেম্বর রাতের বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা নরসিংদী থেকে।

★১৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে। "যার যার নিজ খরচে " চলে যাবো ইনানি এবং হিমছড়ি, তারপর সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★১৮ সেপ্টেম্বর খুব সকালে আমরা সবাই নরসিংদী থাকবো

✅ #ইভেন্ট_ফিঃ
জনপ্রতি ১২৯৯ টাকা

❑ #বুকিং_মানিঃ ৫০০ টাকা।
(বিকাশ করলে খরচ সহ ৫১০ টাকা)
বাকি ৮০০ টাকা গাড়ি ছাড়ার সময় পে করতে হবে।
-->(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -
📲01676606690
📲01937986598

➡️ #বিকাশ_নাম্বার -
01676606690(personal)
🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
-
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।
⚡ট্যুর চলাকালীন অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে সবাইকে মাস্ক ও স্যানিটাইজেশন ব্যবহার নিশ্চিত করতে হবে।

★★★(বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে)★★★

 ে_দেখে_নিন_কক্সবাজারের_আশেপাশের_দর্শনীয়_স্থানসমূহ,🤎🖤🤎
05/09/2021

ে_দেখে_নিন_কক্সবাজারের_আশেপাশের_দর্শনীয়_স্থানসমূহ,🤎🖤🤎

Good Morning (প্রকৃতি)
04/09/2021

Good Morning (প্রকৃতি)

এই পথেই হারিয়ে যাবো কোন একদিন....
03/09/2021

এই পথেই হারিয়ে যাবো কোন একদিন....

03/09/2021

Good Morning.......
বৃক্ষটির অবস্থানঃ--------
গাজনার বিল, সুজানগর, পাবনা।

Our 🤎🖤💜
02/09/2021

Our 🤎🖤💜

01/09/2021

Really Beautiful 🌾🌾🍁🍂

 #খুব_শীঘ্রই_কক্সবাজার_ট্যুর_আসছে 👉👉👉আপনি তৈরি তো ?¿?¿?¿?¿?
01/09/2021

#খুব_শীঘ্রই_কক্সবাজার_ট্যুর_আসছে
👉👉👉আপনি তৈরি তো ?¿?¿?¿?¿?

এটা আপনার পছন্দের শাক হলে লাইক দিয়ে পাশে থাকুন।
01/09/2021

এটা আপনার পছন্দের শাক হলে লাইক দিয়ে পাশে থাকুন।

30/08/2021

#সুন্দর_ব্যবহারই_আমাদের_মূলধন

 # এত সুন্দর মনোরম পরিবেশ, হিম হিম বাতাস, সাথে সমুদ্রের গর্জন, কানে হেডফোনে রোমান্টিক গানের সাথে হারিয়ে ফেলুন নিজেকে।  ...
29/08/2021

# এত সুন্দর মনোরম পরিবেশ, হিম হিম বাতাস, সাথে সমুদ্রের গর্জন, কানে হেডফোনে রোমান্টিক গানের সাথে হারিয়ে ফেলুন নিজেকে।
# খুব শীঘ্রই আমরা নরসিংদীবাসী যাচ্ছি কক্সবাজার ট্যুরে🥰
# আমাদের নরসিংদীর সকলের প্রিয় ও আস্থাশীল প্রতিষ্ঠান Narsingdi Express Tour & Event এর সাথে।

28/08/2021

নরসিংদী বাসীর জন্য সুখবর 😍
খুব শীগ্রই নরসিংদী টু কক্সবাজার অল্প খরচে ডে লং ট্যুর আসছে।

বাংলাদেশের বৃহত্তম ঝরনা --->  #সোনেলা_ব্লগ
27/08/2021

বাংলাদেশের বৃহত্তম ঝরনা ---> #সোনেলা_ব্লগ

পাকা ধানের গন্ধে ভরাচারিদিক ম ম করাদিগন্ত থেকে দিগন্ত,স্বপনের দেশ জুড়েআবার এসেছে ফিরেসবার প্রিয় হেমন্ত।আবার গাইছে সুরেবু...
26/08/2021

পাকা ধানের গন্ধে ভরা
চারিদিক ম ম করা
দিগন্ত থেকে দিগন্ত,
স্বপনের দেশ জুড়ে
আবার এসেছে ফিরে
সবার প্রিয় হেমন্ত।

আবার গাইছে সুরে
বুলবুলি তারে ঘিরে
ধান উঠলে গোলায়
বধুরা মেতে তাতে
চলেছে আবার ক্ষেতে
কটিদেশের দোলায় ।

24/08/2021

খুব শীঘ্রই নরসিংদী এক্সপ্রেস এ কম খরচে আকর্ষণীয় কিছু টুর ইভেন্ট আসছে।

Address

Narsingdi Sadar Upazila
Sadar Upazila

Telephone

+8801676606690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Express Tour & Event posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category