18/10/2021
যখন ভারতে মুসলিম ছেলেকে টেনে হিছড়ে নিয়ে মার ধর করে জীবিত অবস্থায় যৌনাঙ্গ কেটে দিয়েছিলো তখন আমরা হিন্দু ধর্ম কে দোষ দেইনি।💔
প্রায় সারাবছর ই কোনো না কোনো ভাবে মুসলিমরা যে পরিমান অত্যাচারের স্বীকার হয় তার বিপরীতেও আমরা ধর্ম কে দোষ দেইনি।💔
কাষ্মীরে যখন আসিফা বানুকে মন্দিরে রেখে পুরহিত সহ কয়েজন মিলে টানা তিন দিন গ্যাং রেপ করে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিলো তখনো আমরা ধর্মের দোষ দেইনি।💔
বুয়েটের আবরার হত্যার পিছনে অন্যতম প্রধান আসামি আমিত সাহা জানার পরো আমরা ধর্ম কে দোষ দেইনি।💔
শাপলা চত্বরে কোর আন শরীফ পুড়িয়ে ফেলার ঘটনায় কয়েক মাস পর বিশ্বাস বাবুর নাম প্রকাশ্যে আসার পরো কিন্তু আমরা ধর্মকে দোষ দেইনি।💔
কারণ আমরা জানি কোনো ধর্মেই এসব গ্রহণযোগ্য নয়।কোনো ধর্মেই বলেনা তোমরা অন্যায় ভাবে মেরে ফেলো, কেটে ফেলো।
তাহলে আজ কেন??? আজ কেন আপনারা ঢালাও ভাবে ইসলাম কে দোষ দিচ্ছেন? কেন প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন??
ধর্ম টানবেন না।
মূর্তির পায়ে পবিত্র গ্রন্থ পাওয়ার পরো আমরা যখন বলেছি এটা ষড়যন্ত্র ঠিক এখনো আপনাদের সাথে হয়ে যাওয়া ঘটনাকেও বলছি ষড়যন্ত্র।
দয়া করে কেউ ধর্ম কে টেনে এনে দোষ দিবেন না।
হ্যাঁ যদি এই কাজ কোনো দাঁড়ি টুপিওয়ালা করে থাকে তবে আমি বলবো তারা রগ চটা।নইলে অবুঝ!
বুঝ থাকলে যখন শুনেছে মন্দিরে এমন ঘটনা ঘটেছে তাহলে এর বিপরীতে তারা দেশের সব কটি না হলেও অন্তত ওই জায়গার আশে পাশের মন্দির গুলো নিজেরা পাহারা দিত।যেন কোনো কুচক্রী মহল তাদের হীন স্বার্থের লোভে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে।
কিন্তু ব্যাপার টা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে আসলে সবাই বাকরুদ্ধ। একদল লোক চেয়েছিলো ধর্মে ধর্মে যুদ্ধ লাগুক ব্যাস সেটাই হলো।বিশ্বের দরবারে মুসলমান কত খারাপ তা প্রমান হোক।হয়েছে! বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এটা বুঝুক।ব্যাস বুঝাতে পেরেছে।💔
কতগুলো ভাই মরে গেলো।পর দিন কত গুলো দাদা মারা গেলো।কিন্তু কেন? এমন তো হওয়ার কথা ছিলোনা।
এর জন্যে কিছু কুলাঙ্গার দায়ী।ইসলাম না।মুসলমান নাহ।হিন্দু না,সনাতন ধর্ম নাহ।
ইসলাম শান্তির ধর্ম।অবশ্যই শান্তির ধর্ম।যে বা যাহারা অস্তিত্বে আঘাত করার চেষ্টা করছে তারা কখনই সফল হবেনা।উপরে আল্লাহ আছেন তো।❤️
©©
আমার ধর্ম খুন করতে শেখায় নি,
আমার ধর্ম কড়া ভাষায় নিষিদ্ধ করেছে বিধর্মী হওয়ার কারনে কাউকে মানসিক বা শারীরিক আঘাত করতে।
Proud to be a Muslim Alhamdulillah ☪️