26/06/2024
⭐ কটকা ফরেস্ট এবং কটকা সমুদ্র সৈকত ⭐
🌲 কটকা নামক পর্যটন স্থানটি বাংলাদেশের দক্ষিণের খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা ইউনিয়নে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের দক্ষিণ পূর্বকোণে এই স্থানটি অবস্থিত। এটি মংলা সমুদ্র বন্দর হতে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
🌲 কটকায় বনের ভিতরের কাঠেরপুল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারোরই অ্যাডভেঞ্চার ও শিহরণ জেগে উঠবে। কটকা ফরেষ্ট ষ্টেশনের দক্ষিণে বঙ্গোপসাগর। আর সাগর কোল ঘেষেই কটকা আভায়ারন্যটি। কটকায় সবচেয়ে চমৎকার যে বিষয়টি তা হলো এখানে দেখা মিলবে বন্য হরিণ দলের সাথে। এখানেও আছে বনের ভিতর একটি কাঠের ট্রেইল ।
🌲 কেওড়া বনের মাঝ দিয়ে ট্রেইল ধরে মিনিট ১৫ হাটলেই দেখা যাবে হরিণের দল। কটকা পয়েন্ট এর ট্রেইল ধরে আরও কিছুদূর হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে কটকা সমুদ্র সৈকতে। বঙ্গোপসাগরের দেখা মিলবে এইখানে। কটকা সী বিচ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর। এখানে বেলাভূমি জুড়ে আঁকা থাকে লাল কাঁকড়াদের শিল্পকর্ম।
🌲 কটকা সমুদ্র সৈকতে 40 ফিট উচ্চতার চারতলা বিশিষ্ট একটি পর্যবেক্ষণ টাওয়ার আছে। সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগারকে নিরাপদ দূরত্ব থেকে দেখার সুযোগ এই সৈকতে রয়েছে। 🔸পর্যবেক্ষণ টাওয়ার থেকে হরিণের পালদের ঘোরাঘুরি, শকুনের দৌড়াদৌড়ি, বানরদের খেলাধুলা, বাঘের শিকার ধরা, রয়েল বেঙ্গল টাইগারের চলাফেরা এবং অন্যান্য বন্যপ্রাণীর সাথে শীতকালে কুমিরও দেখতে পাওয়া যায়। সূর্যাস্ত দেখার জন্য এই সমুদ্র সৈকত উপযুক্ত জায়গা।
🚫 কটকা সমুদ্র সৈকতটি কিছুটা বিপদজনক। সৈকতে চোরাবালির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বন বিভাগ কর্তৃক একটি সাইনবোর্ডে সৈকতের পানিতে না নামার জন্য সতর্কিকরণ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। 🚫
কটকা ফরেস্ট🌳 এবং কটকা সমুদ্র সৈকতের🌊 সৌন্দর্য✨ ও বাস্তব অভিজ্ঞতার প্রত্যক্ষ👀 সাক্ষী হতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের সাথে সুন্দরবন🌳 ভ্রমণে👣।
আমাদের সাথে যোগাযোগ করুনঃ
মোবাইল: ০১৭১২-৭৫১৭৩৬, ০১৩২৫১৬৮০৫৩
মেইল: [email protected]
ওয়েবসাইট: www.sundarbanstravels.com
ঢাকা অফিস: খ-২০০/এ, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২
সাতক্ষীরা অফিস: শ্যামনগর উপজেলা সদর,থানা রোড,এসিল্যান্ড অফিসের দক্ষিণ পাশে।
#সুন্দরবন