Adventure Travel Group - A T G

Adventure Travel Group - A T G Dear People’s,
You Can Join our Central Platform �
Join with Our Team.

�প্রিয় গ্রুপের সদস্যবৃন্দ,আসসালামু আলাইকুম।
আপনি কি জানেন_ মানুষ কখনো টাকার অভাবে মরে না,মানুষ মারা যায় একটু খানি হাসি'র অভাবে!
জীবনে টাকা জমানোটাকে মুখ্য কাজ না ভেবে একটু সুন্দর পৃথিবীটা ঘুরে দেখুন। হয়তো কিছু টাকা যাবে কিন্তু আপনি পেয়ে যাবেন অফুরন্ত হাসি অসীম সুখ �

�প্রিয় ভাই-বোনেরা, আমাদের এই গ্রুপ আপনাদের এই ছোট ছোট স্বপ্ন আর ঘুরে বেড়ানোর সখ কে বাস্তবায়নের জন্যেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আম

াদের সেবার মান নিয়ে কোনো প্রশ্ন কখনো উঠতে দেইনা আমরা।প্রতিনিয়ত ভালো মানের সেবা দিয়ে ভ্রমনকারীদের নিরাপদে ভ্রমন নিশ্চিত করতে সকল ধরনের সুবিধা আমরা দিয়ে থাকি।

�আমাদের সেবা সমূহঃ
*সিঙ্গেল, কাপল ও ফ্যামিলি ট্যুর।
*ডিপার্টমেন্ট ট্যুর।
*গ্রুপ ট্যুর।
*করপোরেট ট্যুর।
*স্কুল/কলেজ পিকনিক।
*বাস/শিপ/বিমান টিকেট বুকিং।
*সারাবিশ্বের হোটেল ও রিসোর্ট বুকিং।
*চান্দের গাড়ি রিজার্ভ।

√√ এছাড়াও যেকোনোদিন সাজেক,সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট,সুন্দরবন সহ যেকোনো জায়গার ট্যুরের ব্যবস্থা রয়েছে।

*****যোগাযোগ *****
� অফিস-
৩৪/৩ আমবাগান জামে মসজিদ সংলগ্ন, জাবি,সাভার,ঢাকা।
� মোবাইল-
+৮৮০১৭৯৩৮৬১৮৮৮
+৮৮০১৮৬৫৭৯২৭০০

16/11/2023

আমাদের রিসোর্ট এর সম্মানিত অতিথি ।
💛💙

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ❤️
14/04/2023

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ❤️

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে আমাদের সকল ট্যুর বন্ধ থাকবে। ইনশাআল্লাহ ঈদের দিন থেকেই আমাদের ট্যুর আবারো শুরু হবে।...
23/03/2023

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
রমজানে আমাদের সকল ট্যুর বন্ধ থাকবে। ইনশাআল্লাহ ঈদের দিন থেকেই আমাদের ট্যুর আবারো শুরু হবে।
সবাইকে ধন্যবাদ 🖤

21/03/2023

শেষ সিজনে সেন্টমার্টিন.....

ঢাকা বিশ্ববিদ্যালয় ফরাসি ভাষা এবং সংস্কৃতি বিভাগ (১৭-১৮ সেশন) এর স্নাতক সমাপনী শিক্ষা সফর আমরা Adventure Travel Group - ...
21/03/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ফরাসি ভাষা এবং সংস্কৃতি বিভাগ (১৭-১৮ সেশন) এর স্নাতক সমাপনী শিক্ষা সফর আমরা Adventure Travel Group - ATG যাচ্ছি সেন্ট মার্টিন

ডিপার্টমেন্ট অফ ম্যাথম্যাটিকস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডিপার্টমেন্ট ট্যুর ২০২৩ ইং৷ ট্যুরিস্ট: ১১৪ জন।Hosted By: Adve...
20/03/2023

ডিপার্টমেন্ট অফ ম্যাথম্যাটিকস,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ডিপার্টমেন্ট ট্যুর ২০২৩ ইং৷

ট্যুরিস্ট: ১১৪ জন।

Hosted By: Adventure Travel Group - ATG

জয়েন করুন ইন্ডিয়ান গাইড দিয়ে পরিচালিত মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় ভ্রমন গ্রুপ- Meghalaya Travel Group আমাদের নেক্সট মেঘালয় ভ...
18/03/2023

জয়েন করুন ইন্ডিয়ান গাইড দিয়ে পরিচালিত মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় ভ্রমন গ্রুপ- Meghalaya Travel Group

আমাদের নেক্সট মেঘালয় ভ্রমনের তারিখ সমুহ:
√√রওনা- ২৮ এপ্রিল ২০২৩ ইং৷
ফেরা- ০৩ মে ২০২৩ ইং৷

√√রওনা- ১৮ মে ২০২৩ ইং৷
ফেরা - ২৩ মে ২০২৩ ইং।

মেঘালয় ট্যুর প্লানঃ
রাত্রী ১০:০০ টায় ঢাকা হতে রওনা করে সকালে তামাবিল বর্ডার পৌছাবো।

১ম দিনঃ
-ডাওকি
-উমিক্রম ফলস
-মাওলিনং ভিলেজ।
-লিভিং রুট ব্রীজ।
-বরহিল ফলস।
(শিলং এ রাত্রী যাপন)

২য় দিনঃ
-উমিয়াম লেক।
-লাইটলুম ক্যানিয়ন।
-এলিফ্যান্ট ফলস।
(শিলং সিটিতে রাত্রী যাপন)

৩য় দিনঃ
-সেভেন সিস্টার ওয়াটার ফলস।
-নোয়াকালিকাই ফলস।
-মোসোমাই গুহা।
(চেরাপুঞ্জি তে রাত্রি যাপন)

৪র্থ দিনঃ
-সোনাংপ্যাডাং।
-ক্রাংসুরি ঝর্না।
সহ নতুন কিছু।

[ #বি_দ্রঃ উল্লেখিত স্পট ছাড়াও আরো শত শত অনেক ঝর্না দেখা মিলবে। মেঘালয় ঝর্নার রাজধানী বলে কথা]

শেষ দিনের ঘুরাঘুরি শেষে বিকালে বর্ডার পার হয়ে রাতের বাসে সিলেট থেকে ঢাকা ব্যাক করবো।

✅প্যাকেজ মূল্যঃ ৯,৯৯৯/- রুপি।

বুকিং মানিঃ ৫,০০০/= রুপি।(অফেরতযোগ্য) দিয়ে নিজের সিট কনফার্ম করতে হবে।
মোবাইল: +8801865792700 (Dhaka)
+91 7047703729 (Kolkata,India)

*প্যাকেজে যা থাকছে *
১) ঢাকা-তামাবিল-ঢাকা যাতায়াত টিকেট।
২) চেরাপুঞ্জিতে ০১ রাত, শিলং এ ০২ রাত হোটেল খরচ।
৩) সাইডসীন (ঘোরাঘুরি) ট্রান্সপোর্ট খরচ।
৫) প্রতিদিন ৩ বেলা খাবার।
৬)গাড়ি পার্কিং খরচ।

* সঙ্গে যা যা রাখতে হবে *
১) চাকুরীজীবি হলে NOC/অফিস প্রত্যয়ন পত্র।
২) পাসপোট এ অবশ্যই ডলার ইন্ডোজমেন্ট থাকতে হবে।
৩) ভিসাতে ডাউকি বর্ডার উল্লেখ থাকতে হবে।
৪)ট্রাভেল ট্যাক্স।

প্যাকেজে এ যা অন্তর্ভুক্ত নয়ঃ
১। বাসের মধ্যবিরতিতে খাবার খরচ।
২। ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটিসিয়ং, এক্সট্রা জীপ ভাড়া, কোনো রাইড নেয়া।
৪। প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোনো খরচ বেড়ে যায়।
৫। বর্ডারে এক্সট্রা কোনো খরচ।
৬। টুরে অন্তর্ভুক্ত নয় এমন কোনো খরচ।
৭) ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি।
৮) সাইডসীন এন্ট্রি ফি।

* খাবার তালিকা *
সকাল- পরটা + ডিম ভাজি+ ডাল + ড্রিকিং ওয়াটার + চা / (বর্ডার এ)
দুপুর- সাদা ভাত + মাছ + ভাজি + ডাল + অন্যান্য
রাত্রী- সাদা ভাত + মুরগীর মাংস + সবজি + ডাল + অন্যান্য

⚠️বি.দ্রঃ মেঘালয়ে মুসলিম হোটেল কম তাই সেভাবে খাপখেয়ে নিতে হবে।

বুকিং অফিসঃ
প্রধান কার্যালয়ঃ আমবাগান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার,ঢাকা।
মোবাঃ 01865792700

এছাড়াও আপনার পছন্দ মত ডেটে সারাদেশ এবং ইন্ডিয়া ট্যুরের প্লান করে কাষ্টমাইজ প্যাকেজ করতে পারবেন।
[ভ্রমন হোক নিরাপদ ]

দেখে নিন ভারতীয় ভিসা করতে কি কি কাগজ পত্র প্রয়োজন হয়।
18/03/2023

দেখে নিন ভারতীয় ভিসা করতে কি কি কাগজ পত্র প্রয়োজন হয়।

13/10/2022

কর্নফুলি শিপে Adventure Travel Group - A T G এর সেন্টমার্টিন যাত্রা......
আমাদের নেক্সট ইভেন্টঃ https://fb.me/e/2aA2BG9Ju

  at   in Nepal 🇳🇵
29/07/2022

at in Nepal 🇳🇵

  in  ,  , India.
26/07/2022

in , , India.

Eravikulam national park📸
26/07/2022

Eravikulam national park
📸

Meghaloya, India 💚💚💚
22/07/2022

Meghaloya, India 💚💚💚

আসিতেছে! 🤩আসিতেছে! 🤩আসিতেছে! বহুল প্রতীক্ষিত মেঘালয় ট্রিপ হবে আগামী জুনের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রথম বি...
14/04/2022

আসিতেছে! 🤩আসিতেছে! 🤩আসিতেছে!
বহুল প্রতীক্ষিত মেঘালয় ট্রিপ হবে আগামী জুনের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রথম বিদেশযাত্রা। তাই এই ট্যুর হবে সম্পূর্ণ অলাভজনক। হিজ হিজ হুজ হুজ পলিসিতে।

যারা এর আগে আগ্রহ দেখিয়েছিলেন, তারা পাসপোর্ট হাতে নিয়ে নড়েচড়ে বসতে পারেন৷ আমরা ভিসা করতে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

ইভেন্টঃ মেঘ, পাহাড়,ঝর্নার স্বর্গরাজ্যে মেঘালয় ভ্রমন।
সম্ভাব্য ডেটঃ ৫-১০ জুন ২০২২ ইং৷
সম্ভাব্য খরচঃ ৯,৯৯৯-১১,০০০/- টাকা। (খরচ মূলত ডিপেন্ড করবে আমরা কিভাবে ঘুরব, থাকব, খাব তার উপর)।

বিস্তারিত জানতে বা ইচ্ছা পোষন করলে ইনবক্সে নক দিবেন অথবা ফোন করুন 01865792700 এই নাম্বারে।

√পাসপোর্টে অবশ্যই ৬ মাস মেয়াদ ও ২ পেজ ফাকা থাকতে হবে।
√ডাউকি বর্ডার উল্লেখ থাকতে হবে ভিসাতে।
√ভ্রমনপিপাশু ও আন্তরিক মন মানষিকতা থাকতে হবে।
√কাপল কেউ যেতে চাইলে যেতে পারবেন।এছাড়াও অন্য মেম্বার রা ছেলে মেয়ে আলাদা রুমে থাকবে।
√ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবেনা।

ঈদের ছুটিতে সাজেক ভ্রমন করুন Adventure Travel Group - ATG  'র সাথে 🤟বিস্তারিত ইভেন্টঃ https://fb.me/e/381RWsSgpমে মাসে আ...
12/04/2022

ঈদের ছুটিতে সাজেক ভ্রমন করুন Adventure Travel Group - ATG 'র সাথে 🤟

বিস্তারিত ইভেন্টঃ https://fb.me/e/381RWsSgp

মে মাসে আমাদের অনেক গুলো ইভেন্ট আছে,
*সিক্কিম ও দার্জিলিং ট্যুর।
*মেঘালয় ভ্রমন।
*দেবতাখুম ভ্রমন।
*অফ সিজনে সেন্টমার্টিন ভ্রমন।
বিস্তারিত জানতে পেজে নক করুন।

05/04/2022

সাগর তোমার পাহাড় তোমার
আমার মাথায় পড়ে বাশ.....

 #সেন্টমার্টিন_ভ্রমন  #স্টুডেন্ট_প্যাকেজ #মাত্র_৪৪৯৯_টাকায় ৪ রাত ৩ দিন।আগামী ২২ ফেব্রুয়ারি Adventure Travel Group-ATG'র ...
05/02/2022

#সেন্টমার্টিন_ভ্রমন #স্টুডেন্ট_প্যাকেজ
#মাত্র_৪৪৯৯_টাকায় ৪ রাত ৩ দিন।

আগামী ২২ ফেব্রুয়ারি Adventure Travel Group-ATG'র সাথে মাত্র ৪৪৯৯/= টাকায় ৪ রাত ৩ দিনের সেন্টমার্টিন ভ্রমণ।
🚋যাত্রার তারিখঃ
২২ ফেব্রুয়ারি রাত ৮ঃ০০ টা ( ঢাকার সায়েদাবাদ থেকে রওনা)
🚌ফেরার তারিখঃ
২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা টেকনাফ থেকে বাসে রওনা।
[ ২৬ তারিখ সকাল ৫/৬ টার মধ্যে ঢাকা থাকবো ]
-------------------------------------------------------
🎟🎟ইভেন্ট ফিঃ
★জনপ্রতি-৪৪৯৯/- টাকা। (এক রুমে ৪-৬ জন)
★অফারটি শুধু সিঙ্গেলদের জন্য, কাপল হলে দুইজনের জন্য ১১,৫০০/- টাকা।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]

◾ইভেন্ট লিংক-https://fb.me/e/2nVGv0jH6
গ্রুপ লিংক-https://www.facebook.com/groups/adventuretravelsbd/?ref=share
✅ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন- ★ 01793861888 ★ নাম্বারে।
যত আগে বুকিং দিবেন তত ভালো সিট পাবেন।দেরি না করে দ্রুত কনফার্ম করুন।
-----------------------------------------------------
✅যা যা থাকছেঃ
★★ ঢাকা- চট্রগ্রাম-টেকনাফ যাওয়া-আসা নন-এসি বাস।
★★ টেকনাফ টু সেন্টমার্টিন শীপে যাওয়া- আসার টিকেট।
★★ ট্যুর চলাকালীন ৩ দিনে টোটাল ৮ বেলা খাবার।
★★ সেন্টমার্টিনে দুইরাত হোটেলে থাকার খরচ।
★★ অভিজ্ঞ গাইড।
★★ সারপ্রাইজ ফিচার।
★★ফ্রী ফটোগ্রাফি!
⛔যা যা থাকছে নাঃ
★ ইভেন্টের বাইরে কোন খরচ।
★যাওয়া আসার হোটেল বিরতির কোনো খাবার।

👉খাবার মেনুঃ
১ম সকালঃ পরটা+সবজি+ডিম/ ডিম খিচুড়ি।
১ম দুপুরঃ সামুদ্রিক মাছ +সবজি+ডাল+ভাত+ভর্তা।
১ম রাতঃ বারবিকিউ+পরটা+সালাদ।

২য় সকালঃ ডিম খিচুড়ি।
২য় দুপুরঃ সামুদ্রিক মাছ+সবজি+ডাল+ভাত+ভর্তা।
২য় রাতঃডিম+ভর্তা+ডাল+সবজি+ভাত।

৩য় সকালঃডিম+খিচুরী।
৩য় দুপুরঃসামদ্রীক মাছ+ভর্তা+ডাল+সবজি+ভাত।
--------------------------------------------------
🚎🚎 ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন সরাসরি ট্যুর অপারেটরের সাথেঃ
01810404074 (রক্তিম)।
01793861888 (জাহিদ)।
👉ডিজিটাল বুকিং-
বিকাশঃ01793861888
নগদঃ01865792700
↘️ ব্যাংক একাউন্টঃ
অগ্রণী ব্যাংক লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
নাম-জাহিদ হাসান।
AC no:0200016101032.

🌏 যাবেন যারা তারা জনপ্রতি ২৫০০/= টাকা ( অফেরতযোগ্য) বিকাশ, নগদ বা ব্যংক একাউন্ট এর মাদ্ধ্যেমে ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে দিয়ে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করে বাসের আসন নং বুঝে নিতে হবে।
🌎
টাকা পাঠানোর পরে অবশ্যই কল করে জানাতে হবে।
-------------------------------------------------------
✌️ এই ট্যুরে অংশগ্রহনকারী প্রত্যেককে যার যার এনআইডি/জন্মনিবন্ধন/পাসপোর্ট এর এক কপি ফটোকপি বাসে উঠার পর ইভেন্ট হোস্ট এর কাছে জমা দিতে হবে।
------------------------------------------------
যেহেতু স্টুডেন্ট প্যাকেজ তাই সবাই মিলে মিশে থাকার ইচ্ছা থাকা লাগবে।স্থানীয় জনগন অথবা কারো সাথে ঝামেলায় জড়ানো যাবেনা।পরিবেশ নষ্ট করা যাবেনা।
--------------- ---------------
যে কোন প্রয়োজনেঃ
পেইজে ইনবক্স
অথবা মোবাইলে যোগাযোগঃ
+8801793861888
ঢাকা অফিসঃ
আমবাগান,জাবি,সাভার ঢাকা-১৩৪০।

সেন্টমার্টিন অফিসঃ
বিচ ওয়ে রিসোর্ট,পশ্চিম কোনাপাড়া,সেন্টমার্টিন দ্বীপ।

✈️✈️✈️✈️✈️✈️✈️

28/01/2022
চায়ের রাজধানী হিসেবে পরিচিত সিলেটের শ্রীমঙ্গল এক অপূর্ব সৌন্দর্য্যের আধার। এই শীতের হিমেল হাওয়ায় শ্রীমঙ্গলের নয়নাভিরা...
23/01/2022

চায়ের রাজধানী হিসেবে পরিচিত সিলেটের শ্রীমঙ্গল এক অপূর্ব সৌন্দর্য্যের আধার। এই শীতের হিমেল হাওয়ায় শ্রীমঙ্গলের নয়নাভিরাম রাস্তা ও বিভিন্ন পর্যটন স্পটগুলো প্রাণ জুড়াবে যে কোনো পর্যটকদের। চোখ ও মনের প্রশান্তির জন্য আমরা যাচ্ছি শ্রীমঙ্গল আগামী ১৮ই ফেব্রুয়ারী/২০২২ ইং তারিখে।(শুক্রবার)।

আরো অফার দেখতে গ্রুপ লিংকে প্রবেশ করুনঃ https://www.facebook.com/groups/adventuretravelsbd/?ref=share

📌গন্তব্যঃ ঢাকা - শ্রীমঙ্গল - ঢাকা (২ রাত, ১ দিন)।

🕐যাত্রার তারিখঃ ১৭ই ফেব্রুয়ারী, ২০২২ ইং রাত ১১ টা।
🕐ফেরার তারিখঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ইং সকাল ৬ টা।

💲প্যাকেজ ফিঃ জনপ্রতি মাত্র ১৫০০/- টাকা
বুকিং মানিঃ ৭০০ টাকা (অফেরতযোগ্য)
(বিকাশ বা নগদে পাঠালে অবশ্যই খরচ সহ পাঠাতে হবে)।
💡ডিজিটাল পেমেন্টঃ
বিকাশ-01793861888
নগদ-01865792700

সিট প্লানিংঃ যে আগে বুকিং দিবে সে আগে সিট পাবে।

কনফার্ম করার ডেড লাইনঃ আসন খালি থাকা পর্যন্ত।

ইভেন্ট ফি এর মধ্যে যা যা অন্তর্ভুক্তঃ
📎ঢাকা - শ্রীমঙ্গল - ঢাকা রিজার্ভ বাস।
📎সকালের নাস্তা ও দুপুরের খাবার ।
📎গ্রুপ টি শার্ট ফ্রি
📎বিভিন্ন স্পট ঘুরে বেড়ানোর জন্য রিজার্ভ গাড়ি।
(এখানে উল্লেখ করা নেই এমন কোন খরচ এই প্যাকেজ ফি এর অন্তর্ভুক্ত হবে না।)

ভ্রমণের স্থানসমূহ:
✒লাউয়াছড়া ইকো পার্ক
✒মাধবপুর লেক
✒মাধবপুর চা-বাগান
✒বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউড
✒আদি নীলকন্ঠ (৭ রং চা)
✒নুরজাহান টি গার্ডেন

ভ্রমন পরিকল্পনাঃ
📌১৭ তারিখ রাত ১১ টায় সায়দাবাদ হুজুরবাড়ি গেট থেকে গাড়ি ছেড়ে যাবে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ভোরে শ্রীমঙ্গল পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা করে নেবো। নাস্তা সেরে বেড়িয়ে পরবো লাউয়াছড়া উদ্যান দেখতে সেখান থেকে চলে যাবো মাধবপুর লেক। তারপর যাবো নূরজাহান চা বাগান দেখতে। তারপর দুপুরের খাবার খাবো। একটু বিশ্রাম নিয়ে চলে যাবো বাইক্কা বিল দেখতে। পাশাপাশি লাল পাহাড় সহ আরো কিছু স্পট দেখার চেষ্টা করবো সময় সাপেক্ষে। সন্ধ্যায় যাবো নীলকন্ঠ কেবিনে ৭ রঙের চা পান করতে। সেখান থেকে হাল্কা নাস্তা সেরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ।ইনশাআল্লাহ্‌ পরদিন শনিবার ভোর বেলায় ঢাকা পৌঁছে যাব।

বিশেষ নির্দেশনাঃ
◾ভ্রমনকালীন সময়ে যে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচলিত না হয়ে আমরা সবাই মিলে সমাধান করে নিবো।
◾যেহেতু আমরা সবাই একসাথে ভ্রমন করছি তাই সবাই সবার খেয়াল রাখবো।
◾ প্রত্যেকেই সর্বোচ্চ শালীনতা বজায় রেখে আনন্দ উপভোগ করবো।
◾প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করবো না।
◾অযথা কেউ কোন ঝামেলায় জরাবো না।
◾নিরাপত্তাজনিত কারনে বা বিশেষ কোন প্রয়োজনে প্ল্যানের পুরো বা আংশিক পরিবর্তন করতে হলে তা আমরা সকলের মতামতের ভিত্তিতে করবো।
◾অবশ্যই সম্পূর্ণ ভ্রমনকালীন সময়ের মধ্যে কেউ কোন প্রকার মাদক বহন বা সেবন করবো না। যদি এমন কোন বিষয় বাবুই টিমের সামনে আসে তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

🧕🧕 এডভেঞ্চার ট্রাভেল গ্রুপ পুরোপুরি স্টুডেন্ট, নারী বান্ধব ট্রাভেল গ্রুপ,তাই আপুরা নিশ্চিন্তে ভ্রমন করতে পারবেন।

📌 গাড়ির সিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পছন্দ করার সুযোগ থাকবে। পরে বুকিং দিয়ে কোন আপত্তি গ্রহনযোগ্য হবেনা।

ভ্রমন সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন -
📱01810404074
📱+8801865792700
সরাসরি অফিসঃ
"এডভেঞ্চার ট্রাভেল বাংলাদেশ'
৫৫/৩,আমবাগান,ব্যাচেলর গেট,জাবি,সাভার,ঢাকা।

এই শীতে আপনার ছুটি দিন উপভোগ করুন আরো আরামদায়ক ও আনন্দঘন পরিবেশে।"Adventure Travels Bangladesh' দিচ্ছে রুম বুকিং এ ৫০% প...
23/01/2022

এই শীতে আপনার ছুটি দিন উপভোগ করুন আরো আরামদায়ক ও আনন্দঘন পরিবেশে।
"Adventure Travels Bangladesh' দিচ্ছে রুম বুকিং এ ৫০% পর্যন্ত ডিস্কাউন্ট!
সারাদেশে হোটেল ও রিসোর্ট বুকিং করুন দেশের সবচেয়ে কম রেটে!
তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগঃ
+8801793861888, +8801865792700;
যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে এবং আপডেট নিন শত শত ডিস্কাউন্ট অফার!

গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/adventuretravelsbd/?ref=share

আমাদের সেবা সমূহঃ
-গ্রুপ,সিঙেল,কাপল,ফ্যামিলি ট্যুর।
-কর্পোরেট ট্যুর।
-ডিপার্টমেন্ট ট্যুর,সেমিস্টার ট্যুর।
-স্কুল, কলেজ পিকনিক।
-সারা বিশ্বে হোটেল বুকিং।
-শিপ টিকেট,চান্দের গাড়ি,বাস টিকেট, এয়ার টিকেট।

কর্পোরেট অফিসঃ
৫৫/৩, আমবাগান,ব্যাচেলর গেট,জাবি,সাভার, ঢাকা।

14/11/2021

নিজের ভ্রমনের ছবি শেয়ার করুন আমাদের সাথে ভ্রমন করুন সারাদেশ জুড়ে!
📌জয়েন করুন- Adventure Travel Group - ATG 🌴

এক নজরে আমাদের রেগুলার ভ্রমন রেটঃ

★সাজেক ভ্রমন(২দিন/১রাত)-৪০০০/-
★সেন্টমার্টিন(৩দিন/৪রাত)-৫২০০/-
★কক্সবাজার (২দিন/১রাত)-৩৯০০/-
★বান্দরবান(২দিন/১রাত)-৪২০০/-
★কক্সবাজার-সেন্টমার্টিন(৩দিন/২রাত)-৫৭০০/-

পছন্দমতো তারিখে লুফে নিতে পারেন এই রেট গুলো।আপনার ভ্রমন নিরাপদ ও সুন্দর হোক এই কামনায়।
Hotline:+01865792700;
Office:
Bot-tola,JU,Savar,Dhaka 1340;

Offer..... Coming Soon!
21/10/2021

Offer..... Coming Soon!

 #সেন্টমার্টিন_ট্যুর_৫৫০০_টাকায়!(৪ রাত ৩ দিন) আসসালামু আলাইকুম,👉এটি এডভেঞ্চার ট্রাভেল গ্রুপের অফিসিয়াল ইভেন্ট।যারা একদম ...
11/10/2021

#সেন্টমার্টিন_ট্যুর_৫৫০০_টাকায়!
(৪ রাত ৩ দিন)
আসসালামু আলাইকুম,
👉এটি এডভেঞ্চার ট্রাভেল গ্রুপের অফিসিয়াল ইভেন্ট।
যারা একদম কনফার্ম যাবেন আপনারা সরাসরি ফোন করে বিস্তারিত জেনে নিন।
সেন্টমার্টিন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই,কম বেশি সবাই জানেন। ফ্যামিলি,ফ্রেন্ড সার্কেল যেভাবেই যান না কেনো খুব ভালো সময় উপভোগ করতে পারবেন।

🔸বিস্তারিতঃ
১১ নভেম্বর (বৃহঃস্পতিবার) রাতে ঢাকা থেকে রাত ৭টার নন এসি বাসে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দিবো।

◾প্রথম দিনঃ(১২ নভেম্বর)।
সকালে টেকনাফ নেমে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে টেকনাফ ঘাট থেকে শিপে করে চলে যাবো সেন্টমার্টিনে। পছন্দমতো বীচ ভিউ রিসোর্ট চেক ইন করে ড্রেস চেঞ্জ করে চলে যাবো বীচে। কিছুক্ষণ ঝাপাঝাপি করে হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর যতটুকু সম্ভব সেন্টমার্টিন এরিয়া ঘুরে দেখার চেষ্টা করবো। তারপর চলে যাবো বীচে,বাকি সময়টা বীচে কাটিয়ে দিবো। রাতের বেলায় বীচের পাশে বসে চলবে প্রচুর আড্ডা আর সম্ভব হলে করবো বারবিকিউ।

◾২য় দিনঃ(১৩ নভেম্বর)।
খুব সকালে জেটিঘাটে চলে যাবো সূর্যদয় দেখতে এবং ট্রলার এ করে ছেড়াদ্বীপ যাবো (যদি প্রশাসন অনুমতি দেয়)। এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে চলে যাবো পুরো সেন্টমার্টিন ঘুরে দেখতে।সেন্টমার্টিন এর অনেক জায়গা আছে যেগুলা ট্যুরিস্ট রা দেখে না।সেগুলাও দেখানো হবে।

◾৩য় দিনঃ(১৪ নভেম্বর)।
দুপুর ১২ টা পর্যন্ত যে যার মত সময় কাটাবে।এরপর দুপুরে লাঞ্চ করে জেটি ঘাটে গিয়ে শিপে উঠে টেকনাফ যাবো এবং সন্ধায় আমাদের বাস ঢাকার দিকে রওনা দিবে। ১৫ই নভেম্বর সকাল ৬ টায় ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

☑️ ইভেন্ট ফিঃ ৫৫০০/- টাকা জনপ্রতি।
কাপল (২ জনের)- ১১০০০ টাকা থেকে শুরু।

বুকিং মানি- ২০৪০ টাকা(অফেরতযোগ্য)।
(মোখিক কনফার্মেশন কোনভাবেই গ্রহনযোগ্য নহে।)

📱বুকিং নাম্বারঃ
01793861888 (বিকাশ)।
01865792700 (নগদ)।
নাম্বারে টাকা পাঠিয়ে কল করে কনফার্ম হয়ে নিবেন।

ট্যুরে যা যা থাকবেঃ
* ঢাকা -টেকনাফ আসা যাওয়া নন এসি বাস ভাড়া।
* টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়া আসা শিপের টিকেট।
*রিসোর্ট ভাড়া।
*লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
*গাইড খরচ।
* প্রতিদিন ৩ বেলা খাবার সহ মোট ৮ বেলা খাবার।

যা যা থাকবেনাঃ
-যাত্রা বিরতির খাবার।
-ব্যাক্তিগত যে কোন খরচ

তাহলে আর দেরি কেন আমাদের সেন্টমার্টিন ট্যুরে অংশগ্রহণ করে কিছু মুহূর্ত স্মরণীয় করে রাখুন😍

ট্যুর সংক্রান্ত যে কোন প্র‍য়োজনে কল করুনঃ
01793861888
01865792700

📌কেনো আমাদের সাথে যাবেন?
★আমরা সর্বোচ্চ ভালো সার্ভিসে বিশ্বাসী।
★একদম সমুদ্রে পাড়ে আমাদের নিজস্ব রিসোর্ট এ রাত্রী যাপন।
★খাবারের মান স্থানীয় হলেও সবচেয়ে ভালো খাবারের স্বাদ পাবেন এবং রিসোর্ট এ বসে খাওয়া দাওয়া করতে পারবেন।
★সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড সুবিধা।
★বাসের ভালো সিটের নিশ্চয়তা।

✔️এচাড়াও যেকোনো দিন যেকেউ চাইলে সারাদেশে ভ্রমনের জন্য সরাসরি ফোন করে তথ্য নিতে পারবেন।

ধন্যবাদ 💝

https://www.rtvonline.com/international/india/149034
08/10/2021

https://www.rtvonline.com/international/india/149034

ভারতে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা আগামী ১৫ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে।

গুলিয়াখালী সি বীচ 💚Adventure Travel Group - ATG
12/08/2021

গুলিয়াখালী সি বীচ 💚
Adventure Travel Group - ATG

11/08/2021

Adventure Travel Group - ATG

Adventure Travel Group - ATG  এর সাথে মাত্র ৪০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ: ১৯ আগস্ট -২১আগস্ট, 2021( আসা-যাওয়া 2 রাত,...
07/08/2021

Adventure Travel Group - ATG এর সাথে মাত্র ৪০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ:

১৯ আগস্ট -২১আগস্ট, 2021
( আসা-যাওয়া 2 রাত, টাঙ্গুয়ার হাওর থাকা 1 রাত)

=============
🚍যাত্রার তারিখ:
১৯ আগস্ট ২০২১ রাত 10:00 টা
( সায়দাবাদ, ঢাকা থেকে)

🚌ফেরার তারিখ:
২১ আগস্ট ২০২১ রাত 09:00 টা
( সুনামগঞ্জ থেকে)
=================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ

ঢাকা থেকে জনপ্রতিঃ
🚌 ৪০০০/- ননএসি বাস।

🚌 এসি বাসের জন্য অতিরিক্ত টাকা যোগ হবে।

🔜 বুকিংয়ের সিরিয়াল অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।

আসন সংখ্যাঃ ১৪ টি।

🔴🔴🔴 কনফার্ম করার শেষ সময় ০৫ আগস্ট , ২০২১ ইং।

বুকিং করতে যোগাযোগ করুন:
01793861888 ( Bkash, Nagad)

01865792700
================
🧑‍🤝‍🧑 শিশু পলিসিঃ
* ০৫ বছরের নিচে বাচ্চাদের কোনো এক্সট্রা খরচ নাই। =================
**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
================

যেসব স্থানে আমরা ঘুরবোঃ

★ টাঙ্গুয়ার হাওর
★ হাওর ওয়াচ টাওয়ার
★ বারিক্কা টিলা
★ শহীদ সিরাজ লেক/ নীলাদ্রি লেক
★ শিমুল বাগান
★ টেকেরঘাট
★ জাদুকাটা নদী
★ লাকমাছড়া ও সময়ের উপর নির্ভর করে অন্যান্য জায়গায়।
=================================

***ইভেন্ট প্লান:

🔊 প্রথম দিনঃ ১৯ আগস্ট রাত ১০ টায় ঢাকা সায়েদাবাদ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবো।

🔊 দ্বিতীয় দিনঃ ২০ আগস্ট সকাল ছয়টায় সুনামগঞ্জ পৌঁছে আমরা নাস্তা করে লেগুনার মাধ্যমে চলে আসবো তাহিরপুরে বোটের ঘাটে। তাহিরপুর বাজার থেকে আমাদের দুই দিনের খাবারের জন্য বাজার করে নিব পর্যাপ্ত পরিমাণে যেহেতু এই দুই দিন আমাদেরকে বোটে রান্না করে খেতে হবে। তারপর বোটে উঠে আমরা চলে যাব টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে। সেখানে লাইফ জ্যাকেট পরে সবাই পানিতে নেমে গোসল করবো এবং ওয়াচ টাওয়ার থেকে পুরো টাঙ্গুয়ার হাওর কে দেখব। তারপর বোটে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার শেষে আমরা বিশ্রাম নিয়ে বিকালে যাবো টেকেরঘাট নীলাদ্রি লেকে। সেখানে ঘুরাঘুরি করে সন্ধ্যার সময় আমরা নোঙ্গর করে হাওরের নিরাপদ স্থানে অবস্থান করবো। সন্ধ্যার সময় সবাই মিলে আড্ডা দিব এবং রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যাবো বোটে। আর যারা বোটে থাকবেন না তারা আগে থেকে জানিয়ে দিবেন তাহলে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে সে ক্ষেত্রে কিছু টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে।

🔊 তৃতীয় দিনঃ ২১ আগস্ট সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা চলে যাব শিমুল বাগান, বারিক্কা টিলা ও জাদুকাটা নদী দেখতে। যাদুকাটা নদীতে পানির স্রোত কম থাকলে আমরা সেখানে গোসল করব। গোসল শেষে সবাই বোটে এসে দুপুরের খাবার খেয়ে নেব। বিকালের সময় কাটিয়ে তারপর আমরা সন্ধ্যার সময় ফিরব সুনামগঞ্জ শহরে। তারপর রাতে আমরা আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

২২ আগস্ট সকালে আমরা ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।
=================

⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ

১। ঢাকা টু সুনামগঞ্জ আপডাউন টিকিট।

২। রাতে থাকার জন্য তোষক বালিশ সব ব্যবস্থা থাকবে বোটে।

৩। ১ম দিনের সকাল, দুপুর, রাত ও ২য় দিন সকাল, দুপুর ও রাতের খাবার খরচ।

৪। দুই দিনের জন্য অভ্যন্তরীণ পরিবহন ভাড়া।

৫। দুই দিনের জন্য হাওরে বোট ভাড়া।

৬। সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট।

৭। দক্ষ গাইড সার্ভিস, নিরাপত্তা এবং উন্নত সেবা।
===============

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ

১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। খাবার ম্যানুর বাহিরে খেলে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।

================

🗣️✍️ খুঁটিনাটি-
৩. যারা বোটে না থেকে হোটেলে থাকতে চান তার আগে থেকে জানিয়ে দিবেন। ২. থাকার ও খাওয়ার ব্যবস্থা বোটে। ৩. বোটে হাই এবং লো কমোড ব্যবস্থা রয়েছে। ৪. মেয়েদের জন্য আলাদা ভাবে থাকার ব্যবস্থা থাকে বোটেই। ৫. যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়ার চার্জ দেয়ার ব্যবস্থা। ৬. মেয়েদের জন্য চেঞ্জিং রুম। ৭. পানিতে সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট থাকবে। আর কোন কিছু জানার থাকলে ফোন করে জেনে নিতে পারেন।

📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

★★★ মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই নিতে হবে।
★★★১। পাওয়ার ব্যাংক।
২। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৩। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৪। টর্চ লাইট। 🔦🔦
৫। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল।
৬। ছাতা,গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
৭। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
৮। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

🔴🔴🔴 কনফার্ম করার শেষ সময় ০৫ আগস্ট, ২০২১।

কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ 2040/- টাকা জমা দিতে হবে অথবা সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারেন 2000/- টাকা। বাকী টাকা ট্যুরে যাওয়ার সময় পরিশোধ করতে পারবেন।
=====================

🏴🏴🏴অফিস ঠিকানাঃ
আমবাগান জামে মসজিদ সংলগ্ন,
জাবি,সাভার, ঢাকা-১৩৪২।

===============

***বিকাশ পার্সোনাল নম্বরঃ

☎️ 01793861888 ( Bkash, Rocket, Nagod)
☎️ 01865792700
_____________________________________

📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ

-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
-- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
=================

🚫🚫যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবেঃ

১। স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। হোটেলে/বোটে সবাই মিলেমিশে ভালো সম্পর্ক রেখে ঘুরতে হবে।
৬। খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
৯। সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
১০।করোনা পরিস্থিতি খারাপ হলে দেশ লকডাউন থাকলে ট্যুর বাতিল হবে।এতে বুকিং ফেরতযোগ্য।

মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।

এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।

গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/adventuretravelsbd/

খুব শীঘ্রই সবচেয়ে কম খরচের ইভেন্ট আসবে ইনশাআল্লাহ। 💝
07/08/2021

খুব শীঘ্রই সবচেয়ে কম খরচের ইভেন্ট আসবে ইনশাআল্লাহ। 💝

Adventure Travel Group - ATG এর সাথে মাত্র ৪০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ: ১৯ আগস্ট -২১আগস্ট, 2021( আসা-যাওয়া 2 রাত, ...
05/08/2021

Adventure Travel Group - ATG এর সাথে মাত্র ৪০০০ টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ:

১৯ আগস্ট -২১আগস্ট, 2021
( আসা-যাওয়া 2 রাত, টাঙ্গুয়ার হাওর থাকা 1 রাত)

=============
🚍যাত্রার তারিখ:
১৯ আগস্ট ২০২১ রাত 10:00 টা
( সায়দাবাদ, ঢাকা থেকে)

🚌ফেরার তারিখ:
২১ আগস্ট ২০২১ রাত 09:00 টা
( সুনামগঞ্জ থেকে)
=================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ

ঢাকা থেকে জনপ্রতিঃ
🚌 ৪০০০/- ননএসি বাস।

🚌 এসি বাসের জন্য অতিরিক্ত টাকা যোগ হবে।

🔜 বুকিংয়ের সিরিয়াল অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।

আসন সংখ্যাঃ ১৪ টি।

🔴🔴🔴 কনফার্ম করার শেষ সময় ০৫ আগস্ট , ২০২১ ইং।

বুকিং করতে যোগাযোগ করুন:
01793861888 ( Bkash, Nagad)

01865792700
================
🧑‍🤝‍🧑 শিশু পলিসিঃ
* ০৫ বছরের নিচে বাচ্চাদের কোনো এক্সট্রা খরচ নাই। =================
**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
================

যেসব স্থানে আমরা ঘুরবোঃ

★ টাঙ্গুয়ার হাওর
★ হাওর ওয়াচ টাওয়ার
★ বারিক্কা টিলা
★ শহীদ সিরাজ লেক/ নীলাদ্রি লেক
★ শিমুল বাগান
★ টেকেরঘাট
★ জাদুকাটা নদী
★ লাকমাছড়া ও সময়ের উপর নির্ভর করে অন্যান্য জায়গায়।

বৃষ্টি শেষে সবুজ সতেজ সাজেক 😍© Adnan Jubaid vai
04/07/2021

বৃষ্টি শেষে সবুজ সতেজ সাজেক 😍

© Adnan Jubaid vai

Address

Ambagan; Jahangirnagar University
Savar

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Travel Group - A T G posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Travel Group - A T G:

Videos

Share



You may also like