Gangchil Tours and Travels

Gangchil Tours and Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gangchil Tours and Travels, Tour Agency, Ambagan, jahangirnagar University, Dhaka-1342, Savar.

আমাদের এজেন্সীর সেবাসমূহ।
>> কক্সবাজার,হিমছড়ি,ইনানী, পাটুয়ারটেক, শাপলাপুর বীচ,মহেশখালী,সোনাদিয়া,পেঁচার দ্বীপ, সেইন্ট মার্টিনে,সুন্দরবন,নিঝুম দ্বীপ, রাঙ্গামাটি,বান্দরবান,এবং সাজেকে প্যাকেজ আকারে ভ্রমণ করানো।
>> সেইন্ট মার্টিন গামী যেকোন জাহাজের শীপ টিকিটের বুকিং।
>> সেইন্ট মার্টিনের যেকোন ভাল মানের হোটেলএ থাকার বুকিং।
>> কক্সবাজারে পাঁচতারকা হোটেলে থাকার বুকিং।
>> এছাড়া ও আমরা বাস টিকিট বুকিং,এয়ার টিকেট বুকিং ইত্যাদি করে থাকি।

Congratulations Wasfiya Nazreen to reach world second highest peak.Broad Peak & K2 expeditions sponsored by Renata Limit...
23/07/2022

Congratulations Wasfiya Nazreen to reach world second highest peak.

Broad Peak & K2 expeditions sponsored by Renata Limited 🤍

A beautiful Himalayan Yak captured after whole night spend in heavy snow and chilled weather in minus 18 - Khaplu Valley...
24/12/2021

A beautiful Himalayan Yak captured after whole night spend in heavy snow and chilled weather in minus 18
- Khaplu Valley, GB, Pakistan. 🇵🇰

আগামী ২৭/১১/২১ থেকে (টেকনাফ-সেন্টমার্টিন) নৌরুটে নিয়মিত চলাচল করবে।MV Farhan Crouseবিস্তারিত জানতে এবং টিকেট বুকিং করতে ...
26/11/2021

আগামী ২৭/১১/২১ থেকে
(টেকনাফ-সেন্টমার্টিন) নৌরুটে নিয়মিত চলাচল করবে।
MV Farhan Crouse

বিস্তারিত জানতে এবং টিকেট বুকিং করতে আমাদের সাথে--- থাকুন ধন্যবাদ!

গাংচিল ট্যুরস এন্ড ট্রাভেলস।
আপনাদের সেবায় আমাদের ব্রত।
☎️ +8801824466780
☎️ +8801755960946

শুভ সকাল সিকিম 🌹
27/10/2021

শুভ সকাল সিকিম 🌹

আলহামদুলিল্লাহ,অবশেষে প্রাপ্তি 💖খুব শীঘ্রই চালু হবে সেইন্ট মার্টিনগামি সকল শীপ।সকল শীপ মালিকদের অর্থায়নে এবং টুয়াকের সার...
24/10/2021

আলহামদুলিল্লাহ,
অবশেষে প্রাপ্তি 💖
খুব শীঘ্রই চালু হবে সেইন্ট মার্টিনগামি সকল শীপ।
সকল শীপ মালিকদের অর্থায়নে এবং টুয়াকের সার্বিক সহযোগিতায়, জেটিঘাটের কাজ খুব দ্রুত শেষ হওয়ার পথে।
ছবি সংগৃহীত।

Hawai
13/10/2021

Hawai

খুশির খবর 💖https://www.facebook.com/530522153725208/posts/4169197813190939/?sfnsn=mo
19/09/2021

খুশির খবর 💖
https://www.facebook.com/530522153725208/posts/4169197813190939/?sfnsn=mo

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি শাবকের জন্ম দিয়েছে একটি নীলগাই। গত ১ আগস্ট শাবক দুটির জন্ম হলেও...

সাইরু হিল রিসোর্ট। বান্দরবান।
13/08/2021

সাইরু হিল রিসোর্ট।
বান্দরবান।

Night View in Santorini,Greece..🌙🦋
17/07/2021

Night View in Santorini,Greece..🌙🦋

Need a dinner in this place with 💖love ..
09/07/2021

Need a dinner in this place with 💖love ..

ধন্যবাদ আপনাদের, এরকম বন্য প্রাণী সংরক্ষণের জন্য, এগিয়ে আসুন আমি আপনারা সবাই একসাথে কাজ করব।https://www.facebook.com/526...
12/05/2021

ধন্যবাদ আপনাদের, এরকম বন্য প্রাণী সংরক্ষণের জন্য, এগিয়ে আসুন আমি আপনারা সবাই একসাথে কাজ করব।
https://www.facebook.com/526492510779948/posts/4059821137447050/?sfnsn=mo

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল বারুদখোলা গ্রাম থেকে ২/৩ মাস বয়সী একটি বিরল প্রজাতির সাম্বার হরিণ....

ধামরাই,ঢাকা 😍
09/05/2021

ধামরাই,ঢাকা 😍

📌  Botanical Garden, Mirpur, Dhaka
30/04/2021

📌 Botanical Garden, Mirpur, Dhaka

Village, East Bengal, 1863. Photo: Samuel Bourne.
30/04/2021

Village, East Bengal, 1863. Photo: Samuel Bourne.

⚠️সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেলঢাকাসহ সারাদেশের অনেক হোটেল মালিকরা নিজেদের হোটেলকে ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল ব...
10/04/2021

⚠️সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেল

ঢাকাসহ সারাদেশের অনেক হোটেল মালিকরা নিজেদের হোটেলকে ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল বলে দাবি করে থাকেন। অনেকে আবার ‘ফাইভ স্টার সমমানের সেবা’ শব্দটিও ব্যবহার করেন। এ নিয়ে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্তিতে পড়েন।

তাই জনসাধারণের জন্য সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

১. সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (১ নং মিন্টু রোড, ঢাকা-১০০)।

৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)।

৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন ঢাকা- প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা)।

৫. হোটেল সারিনা লিমিটেড (হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩)।

৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)।

৭. লা মেরিডিয়ান ঢাকা (৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)।

৮. রেনেসান্স হোটেলস (প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা)

৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার)।

১০. ওশান প্যারাডাইস লিমিটেড (প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার)।

১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার)।

১২. রেডিসন ব্লু বে ভিউ (এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম)।

১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার)।

১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার)।

১৫. মম ইন লিমিটেড (নওদাপাড়া রংপুর রোড, বগুড়া)।

১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০)।

১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)।

ছবি-ইন্টারকন্টিনেন্টাল


ছবি ( Hotel The Palace,Hobigonj.)

📌 Hawai
10/04/2021

📌 Hawai

📍Manali, Himachal Pradesh©Shilpi Rawat
09/04/2021

📍Manali, Himachal Pradesh
©Shilpi Rawat

এই মসজিদটির বয়স প্রায় ৮০০বছর..এটি আলজেরিয়ার মরুভূমিতে অবস্থিত।
01/04/2021

এই মসজিদটির বয়স প্রায় ৮০০বছর..

এটি আলজেরিয়ার মরুভূমিতে অবস্থিত।

Nature isn't our enemy and so protect it from destruction.
21/03/2021

Nature isn't our enemy and so protect it from destruction.

Unseen under water beauty of the only Coral Island of Bangladesh 🌊🏝️🏖️
04/02/2021

Unseen under water beauty of the only Coral Island of Bangladesh 🌊🏝️🏖️

📌️ Nanu oya, Sri lanka 📸 dilanka
04/02/2021

📌️ Nanu oya, Sri lanka

📸 dilanka

Lake Baikal,Siberia.During winter.
26/01/2021

Lake Baikal,Siberia.
During winter.

সূর্যমুখী বীচ 🌻হাতিয়া,নোয়াখালী
22/01/2021

সূর্যমুখী বীচ 🌻

হাতিয়া,নোয়াখালী

Follow me to বিছানাকান্দি💚📌 বিছানাকান্দি, সিলেট📷 farhan alvee
10/01/2021

Follow me to বিছানাকান্দি💚

📌 বিছানাকান্দি, সিলেট

📷 farhan alvee

Velakhum 💚
02/01/2021

Velakhum 💚

Cuba 🇨🇺 🥰
29/12/2020

Cuba 🇨🇺 🥰

দুটো ক্যাট ফ্যামিলির  শাবক (Not sure what it is)  ধরা পড়েছে বরিশালের (চর গোপালপুর , বাংলাবাজার) মেহেন্দিগঞ্জে , স্থানীয় ...
26/12/2020

দুটো ক্যাট ফ্যামিলির শাবক (Not sure what it is) ধরা পড়েছে বরিশালের (চর গোপালপুর , বাংলাবাজার) মেহেন্দিগঞ্জে , স্থানীয় মানুষের ধস্তাধস্তিতে একটি শাবককে বাঁচানো যায় নি, আরেকটির অবস্থাও আশঙ্কাজনক। শিকল দিয়ে বেধে রাখা হয়েছে , কিছু খাওয়ানোও যাচ্ছেনা ।
যদি কেউ কোন রেস্কিউয়ারের খোজ দিতে পারেন, ভালো হয়।
https://www.facebook.com/groups/959896627527624/permalink/1547478138769467/

সেইন্ট মার্টিন এবং সাজেক ভ্রমণ একইসাথে মাত্রঃ ৬,৭০০/-(ছয় হাজার সাতশ টাকায়)😲;আর কাপলদের জন্য ৮০০০ টাকায় মাত্র।এটি গাঙচিল ...
25/12/2020

সেইন্ট মার্টিন এবং সাজেক ভ্রমণ একইসাথে মাত্রঃ ৬,৭০০/-(ছয় হাজার সাতশ টাকায়)😲
;
আর কাপলদের জন্য ৮০০০ টাকায় মাত্র।

এটি গাঙচিল ট্যুরস এন্ড ট্রাভেলসের এর ৬ রাত এবং ৫ দিনের রিল্যাক্স ট্যুর।
;
গাঙচিল ট্যুরস এন্ড ট্রাভেলস সব সময় তার ভ্রমণ সঙ্গীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখে,মেয়েদের জন্য ও আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি,সুতরাং ছেলে-মেয়ে,ছাত্র-ছাত্রী,কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে জয়েন করতে পারেন আমাদের যে কোনো ট্যুরের সঙ্গে,ইনশা-আল্লাহ আপনাদের জন্য আয়োজনের কোন ত্রুটি রাখা হবে না।
;
আসুন দেখে নিই আমরা কি কি দেখবোঃ

1) সেইন্ট মার্টিন --------
# কেয়ারী ঘাট।
# রোমাঞ্চকর শীপে ভ্রমণ।
# জাইল্যার দ্বীপ।
# শাহপরীরদ্বীপ দর্শন।
# মায়ানমারের পাহাড়ী অঞ্চল।
# উত্তাল বঙ্গোপসাগর।
# সেইন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য।

2) সাজেক ---------
# সাজেক ভ্যালী।
# রুইলুই পাড়া।
# কংলাক পাহাড়।
# হেলিপ্যাড।
# দোকানী বিহীন দোকান।
# আলুটিলা গুহা।

বিস্তারিত ট্যুর প্ল্যানঃ

# ১৪ ই জানুয়ারী ২০২১ ইং(বৃহস্পতিবার ): সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ঢাকার গাবতলী থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু।

# ১৫ ই জানুয়ারী ২০২১ইং(শুক্রবার): সকালে টেকনাফে শীপের ঘাটে নেমে নাস্তা করে নিবো,তারপর ঠিক সকাল ৯ টার সময় আমরা শীপে উঠব এবং ঠিক সারে ৯ টার সময় আমাদের শীপ ভ্রমণ শুরু হবে।সেইন্ট মার্টিন পৌঁছিয়ে প্রথমেই রিসোর্টে চেক-ইন করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবো,তারপর দুপুরের খাবার খাওয়ার আগে সমুদ্রে স্নান স্নান শেষে দুপুরের খাবার এবং একটু বিশ্রাম নিয়ে বিকেলবিকেলে আবার বের হয়ে সেইন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্যাস্ত উপভোগ করব এবং রাতে সবাই একসাথে রাত্রিভজ সম্পন্ন করব।

#১৬ ই জানুয়ারী ২০২১ ইং (শনিবার): খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব এবং সকালে নাস্তা সেরে ছেড়াদ্বীপের উদ্দেশ রওনা দিব। ১২ টার নাগাত ছ্যাড়া দ্বীপ থেকে এসে হোটেলে বিশ্রাম নিব তারপর দুপুরের খাবার খাব একসাথে হোটেল তারপর একই দিন রাতে বারবিকিউ পার্টির আয়োজন করব।

# ১৭ ই জানুয়ারী(রবিবার):খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যের সাথে সেইন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য উপভোগ করা ।১১ টার সময় হোটেল চ্যাক আউট করব এবং দুপুরের খাবার খেয়ে শীপে উঠব এবং সন্ধ্যা ৬ টায় টেকনাফ ঘাটে এসে শীপ থামবে।তারপর রাতে রাস্তায় সাজেকের উদ্দেশ্য রওনা দিব এবং কক্সবাজারে একটি হোটেলে রাতের খাবারটা সেরে ফেলব।তারপর খেয়ে ঐখান থেকে সোজা সাজেকের উদ্দেশ্য রওনা দিব।

# ১৮ ই জানুয়ারী (সোমবার): সকালে খাগড়াছড়ি থাকব সেখানে নেমে ফ্রেশ এবং সকালের নাস্তাটা সেরে নিব চলে তারপর রিজার্ভ করা চান্দের গাড়ি নিয়ে,আর্মি ক্যাম্প হয়ে সাজেকের উদ্দেশ্য রওনা করব।সাজেকে পৌঁছে হোটেল চ্যাক ইন করব তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিব তারপর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নিব।তারপর যাবো রুইলুই পাড়া হয়ে কংলাক পাহাড়,তারপর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে ফিরে এসে সবাই মিলে হেলিপ্যাডে বসে জম্পেশ আড্ডা দিবো,এরপর রাতের খাবার খেয়ে রিসোর্টে রাত্রিযাপন।

# ১৯ ই জানুয়ারী ২০২১ইং(মঙ্গলবার): খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো হেলিপ্যাডে,মেঘ দেখবো,সূর্যোদয় দেখবো,দোকানী বিহীন দোকান দেখবো।তারপর সকালের নাস্তা সেরে রিসোর্ট চেক-আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো,খাগড়াছড়ি শহরে পৌছিয়ে দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা,তারেং এবং জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন্ত ব্রিজ) দেখবো।তারপর সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে এসে পাহাড়ি মার্কেটে কিছুক্ষণ ঘুরাফেরা করবো এবং পরিশেষে রাতের খাবার খেয়ে রাত ০৯:০০ ঘটিকায় খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

# ২০ ই জানুয়ারি ২০২১ইং(বুধবার): সব কিছু ঠিক থাকলে সকাল ৫/৬ ঘটিকার মধ্যে ঢাকা থাকবো ইনশা-আল্লাহ!
;
জেনে নিন কেমন খরচ পড়বেঃ
# জনপ্রতি ভ্রমণ খরচঃ ৬,৭০০/- টাকা।(১ রুমে ৪ জন)
# কাপল জনপ্রতিঃ ৮০০০/- টাকা।(কাপলদের আলাদা রুমের জন্য)
# শিশু পলিসিঃ ৩বছরের কম শিশুদের জন্য ফ্রি এবং ৩ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে(সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা/মায়ের সাথে আসন এবং বেড শেয়ার করতে হবে,নয়তো পুরো ইভেন্ট ফি দিতে হবে)
বিঃদ্রঃ ছেলেদের ও মেয়েদের রুম অবশ্যই আলাদা হবে।
;
এই টাকায় যা যা পাবেনঃ
# ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাস সার্ভিস।
# ২(দুই) দিনের জন্য রিজার্ভ চাঁদের গাড়ি ভাড়া।(ড্রাইভার ও হেল্পারের থাকা-খাওয়া খরচ সহ)
# শুক্রবার (সকাল,দুপুর ও রাত) থেকে মঙ্গলবার পর্যন্ত (সকাল,দুপুর ও রাত) ৫ দিনের মোট ১৪ বেলার খাবার খরচ।
# সেইন্ট মার্টিনে আমাদের নিজস্ব রিসোর্টে দুইরাত সাজেক রিসোর্টে একরাত থাকার সুব্যবস্থা।

;
স্পেশাল ফিচারঃ
# বারবিকিউ পার্টি
;
ইভেন্টে যা যা থাকছেনাঃ
# যেকোন ধরনের ব্যক্তিগত খরচ।
# যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
# প্রতি বেলার নির্ধারিত ফুড মেন্যুর বাইরে কিছু খেতে চাইলে সেই খরচ।
;
ফুড মেন্যুঃ
# ১ম দিন:
---- সেইন্ট মার্টিনে খাবারের মেন্যু:
সকাল:পরোটা+ডিম ভাজি+ ডাল+সবজি।
দুপুর:মুরগী/মাছ+মাছ ভর্তা+ডাল+ সবজি।
রাত:মাছ/মুরগী+মাছ ভর্তা+ ডাল + সবজি।

#২য় দিন:

সকাল:পরোটা+ডিম ভাজি+ ডাল+সবজি।
দুপুর:মুরগী/মাছ+মাছ ভর্তা+ডাল+ সবজি।
রাত:মাছ/মুরগী+মাছ ভর্তা+ ডাল + সবজি / বারবিকিউ।

# ৩য় দিন:
আগের মতোন।

#৪র্থ দিন---
সাজেকের ফুট মেন্যু:

সকালঃ পরোটা/রুটি+ডিম ভাজি+ডাল+সবজি।
দুপুরঃ মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত।
রাতঃ Bamboo Chicken+সবজি+ভর্তা+ডাল+ভাত।
# ৫ম দিনঃ
সকালঃ ভেজিটেবল খিচুড়ি+ডিম।
দুপুরঃ গরু/হাঁস/মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত।

কনফার্মেশন সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়,আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ৪০০০/-(দুই হাজার টাকা) অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)
;
যেভাবে বুকিং দিবেনঃ
# বিকাশঃ 01824-466780(পার্সোনাল)
# নগদঃ 01571-762276(পার্সোনাল)

বিঃদ্রঃ বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই চার্জ সহ প্রদান করতে হবে।
# ব্যাংক এ্যাকাউন্টঃ
Md. Abid Bin siddique
Agrani Bank Ac No : 0200012604657
Jahangirnagar University,Savar,Dhaka-1342.
# অথবা হোস্টের সঙ্গে দেখা করেও টাকা জমা দিতে পারেন।
# ঠিকানাঃ ইসলামনগর,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,সাভার,ঢাকা।
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
বিঃদ্রঃ বুকিং মানি অফেরতযোগ্য।
;
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ
# এটি একটি গ্রুপ ট্যুর,অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
# অবাঞ্চনীয় ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করার অভ্যাস থাকলে অনুগ্রহ পূর্বক ট্যুরটি এড়িয়ে চলুন।
# অনুগ্রহ পূর্বক দলের বাকি সদস্যের দিকে নজর রাখবেন,অন্যের বিপদে এগিয়ে আসা মানব ধর্ম।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
# ট্যুরের রুলস এবং রেগুলেশন বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আপনি গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন,সেক্ষেত্রে ট্যুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এ্যাডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
# বরাবরের মতো নিরাপত্তা এবং হস্পিলিটি সুবিধার কারনে এই ট্রিপে প্রচুর মেয়েরা যেতে পারবেন,সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি/আপনারা আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
# গ্রুপের কোন সঙ্গীর সাথে কোন সমস্যা হলে তা হোস্টের সঙ্গে কথা বলুন।
# দয়া করে অপচনশীল দ্রব্যাদি নির্দিষ্ট স্থানে ফেলবেন অর্থাৎ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
# রিসোর্টের ডাবল বেডের রুমে প্রতি ডাবল বেডে ২ জন করে শেয়ারে থাকতে হবে।
# কাপড়-চোপড় যত কম নেওয়া যায়,লাগেজ/ব্যাগ বেশি ভারী করবেন না,নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেওয়ার দরকার নেই।
# যদিও এটি ট্রেকিং ট্যুর না,কিন্তু তারপরও পাহাড়ে ওঠা নামার জন্য ভালো মানের গ্রিপওয়ালা ট্রেকিংয়ের জুতা অথবা সেন্ডেল নিবেন।
# পাওয়ার ব্যাংক+ক্যামেরা নিলে অবশ্যই ফুল চার্জ দিয়ে নিবেন।
# সঙ্গে পানির পট,মাথার টুপি এবং সানগ্লাস নিবেন।
# অবশ্যই সঙ্গে রবি,এয়ারটেল বা টেলিটক সিম নিবেন।
কেননা জিপি এবং বাংলালিংক অপারেটরে সাজেক নেটওয়ার্ক পাওয়া যায় না।
# টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
;
বিঃদ্রঃ বুকিং এর শেষ দিনঃ ১৩ ই জানুয়ারী২০২০ইং।(আসন থাকা পর্যন্ত)
;
আসন সংখ্যাঃ ২৪জন।
;
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
আবিদঃ 01755-960946 অথবা 01571762276;

বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান,এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকবে।

# মায়াবী এবং অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সেইন্টমার্টিনের নয়নাবিরাম দৃশ্য এবং পাহাড়ের চূড়ায় মেঘের শীতল স্পর্শের মাঝে ডুবে থাকা,সে এক অন্যরকম অভিজ্ঞতা,যে গিয়েছে কেবল মাত্র সেই বুঝতে পারবে,তো আর অপেক্ষা কেন?হয়ে যাক গাঙচিল ট্যুরস এন্ড ট্রাভেলসের এর সঙ্গে সাজেক ও খাগড়াছড়ি ট্যুর।
;
# গাঙচিল ট্যুরস এন্ড ট্রাভেলসের এর সঙ্গে আপনাদের ভ্রমণ হোক সুন্দর,নিরাপদ এবং আনন্দময়।

Agra Fort,India.
25/12/2020

Agra Fort,India.

My homeland Cox's Bazar 😍
24/12/2020

My homeland Cox's Bazar 😍

🤓🤓
24/12/2020

🤓🤓

সেইন্ট মার্টিন টু ছেড়া দ্বীপ।
23/12/2020

সেইন্ট মার্টিন টু ছেড়া দ্বীপ।

কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দারুচিনি দ্বীপ,শান্ত সকাল,ক্লান্ত দুপুর, স্নিগ্ধ বিকেল এবং পূর্ণিমা রাতে একাকার এই মায়াব...
23/12/2020

কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দারুচিনি দ্বীপ,
শান্ত সকাল,ক্লান্ত দুপুর, স্নিগ্ধ বিকেল এবং পূর্ণিমা রাতে একাকার এই মায়াবী দ্বীপ।

এই মায়াবী দ্বীপ ভ্রমণ করতে এখনই যোগাযোগ করুন এবং গাঙচিল ট্যুরস ট্রাভেলসের সাথে থাকুন।

থানচি বাজারে বিক্রির জন্য ধরে আনা বন্দী স্লো লরিস সংক্রান্ত আগের পোষ্ট দেখেছেন নিশ্চয় সবাই। প্রশাসনের সবাই তড়িৎ পদক্ষেপ ...
22/12/2020

থানচি বাজারে বিক্রির জন্য ধরে আনা বন্দী স্লো লরিস সংক্রান্ত আগের পোষ্ট দেখেছেন নিশ্চয় সবাই। প্রশাসনের সবাই তড়িৎ পদক্ষেপ নিলেও একটু দেরী হয়ে যাওয়ায় স্লো লরিসটি দুপুরে উদ্ধার করা যায়নি। এমনকি ওসি সাহেব ঘটনাস্থল থেকে যখন জানান তিনি কোন আলামতই পাননি তখন আমি নিজেই ধন্ধে পড়ে যাই। তারপর প্রত্যক্ষদর্শীদের সাথে আবারও কথা বলি এবং সবাইকে একটু খোঁজখবর নিতে অনুরোধ করি। প্রত্যক্ষদর্শী মুরশিদ ভাই ও ডিসকভারী হোটেলের নাসির সাহেব রাত সাড়ে আটটার দিকে জানালেন শেষ পর্যন্ত স্লো লরিসটি উদ্ধার হয়েছে। ৬০০ টাকায় হাতবদল হওয়া প্রাণীটি মইন নামের স্থানীয় একজনের জিম্মায় ছিলো তখন ও পরবর্তীতে বন বিভাগের গার্ড রফিকের জিম্মায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী মুরশিদ ভাই, নাসির সাহেব, আশরাফ ভাই, মইন সাহেব, সাবেক ইউএনও থানচি মৃদুল ভাই, বনবিভাগের অসীম মল্লিক দাদা ও ওসি থানচি সাইফুদ্দিন সাহেবের প্রতি কৃতজ্ঞতা রইলো।

এই ঘটনার শিক্ষা হলো যেখানেই বন্য প্রাণীর উপর নিপীড়ন দেখবেন সাথে সাথে প্রশাসন, থানা, বন বিভাগ বা ৯৯৯ এ জানাবেন৷ দেরী হলে উদ্ধার করা অনিশ্চিত হয়ে যায়।

APU NAZRUL

গত রোববার রাতে বান্দরবানে ক্লাউডেড লিওপার্ড বা মেঘলা চিতা দেখার দূর্লভ সৌভাগ্য হয়েছে আমার। চোখের পলকে সে ঝোপের আড়ালে হার...
17/12/2020

গত রোববার রাতে বান্দরবানে ক্লাউডেড লিওপার্ড বা মেঘলা চিতা দেখার দূর্লভ সৌভাগ্য হয়েছে আমার। চোখের পলকে সে ঝোপের আড়ালে হারিয়ে গেলেও আমার বিশ্বাস ওরা বেশ ভালো সংখ্যায় আমাদের ভূখন্ডে টিকে আছে এখনো। নিশাচর ও গেছো হওয়ায় শহুরে ট্যুরিষ্টদের চোখে সে খুব একটা পড়েনা কিন্তু স্থানীয়রা এলাকাভেদে ফুলেশ্বরী, লতাবাঘ, গাছবাঘ, গাছচিতা সহ নানা নামে ঠিকই জানে এদের অস্তিত্ব। CCA'র প্যারাবায়োলজিষ্টদের ক্যামেরায় সাঙ্গু-মাতামুহুরীর কোন এক পাড়ায় কিছুদিন আগেই ধরা পড়ে শিকারীর শিকার হওয়া এই দূর্ভাগা মৃত চিতাটির ছবি! কি রাজসিক! কি অপূর্ব প্রাণের কি দুঃখজনক পরিণতি! কিন্তু তা স্বত্বেও CCA'র এই ডকুমেন্টশন অমূল্য কারণ এটি প্রমাণ করে ওরা আছে! কিন্তু শিকারীর ফাঁদ এড়িয়ে বৃক্ষশূন্য, খাদ্যহীন বনে কতোদিনই বা বাঁচবে ওরা? সবার আগে তাই বাঁচাতে হবে ওদের বাসস্থান বন! নইলে আগে ওরা আর পরে আমরা ধ্বংস হবো দু পক্ষই!

APU NAZRUL

please don't make our tourist sides dirty.Location: Sajek.
17/12/2020

please don't make our tourist sides dirty.
Location: Sajek.

Jashore || 2020C: Md Rubayed.
16/12/2020

Jashore || 2020
C: Md Rubayed.

14/12/2020

গাংচিল ট্যুরস এএন্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।
আমাদের এজেন্সীর সেবাসমূহ--
>> কক্সবাজার,হিমছড়ি,ইনানী, পাটুয়ারটেক, শাপলাপুর বীচ,মহেশখালী,সোনাদিয়া,পেঁচার দ্বীপ, সেইন্ট মার্টিনে, রাঙ্গামাটি,বান্দরবান,এবং সাজেকে প্যাকেজ আকারে ভ্রমণ করানো।
>> আমরা আমাদের নিজস্ব হোটেলে কাস্টমার সেবাসমূহ দিয়ে থাকি।
>> সেইন্ট মার্টিন গামী যেকোন জাহাজের শীপ টিকিটের বুকিং।
>> সেইন্ট মার্টিনের যেকোন ভাল মানের হোটেলএ থাকার বুকিং।
>> কক্সবাজারে পাঁচতারকা হোটেলে থাকার বুকিং।
>> এছাড়া ও আমরা বাস টিকিট বুকিং,এয়ার টিকেট বুকিং ইত্যাদি করে থাকি।

Address

Ambagan, Jahangirnagar University, Dhaka-1342
Savar

Telephone

+8801824466780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangchil Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category