Shahin Hajj Group.

Shahin  Hajj Group. হজ্ব ও উমরাহ বুকিং করুন।

শাহীন হজ্ব এভিয়েশন।

অফিস; তেরাবাজার (মসজিদের পূর্বপাশে) ২য় তলা শেরপুর।

আলহামদুলিল্লাহ,
আমরা ২০০৭ সাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে হজ্জ ও ওমরাহ প্যকেজ করে আসছি।
আমাদের দ্বারা আপনারা পাবেন হজ্বে যাওয়ার জন্য একটি গাইড লাইন।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার

পাসপোর্ট, মুয়াল্লেম ফি, ভিসা, বিমান টিকেট, মক্কায় (হেরাম শরিফের আতি নিকটতম বাড়িতে থাকা), মদীনায় যাওয়া,আসা, থাকা,খা ওয়া
দর্শনীয় স্থান ভ্রমন এবং দেশে ফিরে আসা পর্য

ন্ত আভিজ্ঞ গাইড দ্বারা পরিচালিত এক ঝামেলা মুক্ত প্যকেজ।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার।

আলহামদুলিল্লাহ হজ্বের পর প্রথম কাবাতে জুম্মা আদায়।খুতবা শেষে দোয়ার অংশে ফিলিস্তিন নিয়ে আহজারিতে সকলের আমিন আমিন ধ্বনি আল...
22/12/2023

আলহামদুলিল্লাহ
হজ্বের পর প্রথম কাবাতে জুম্মা আদায়।
খুতবা শেষে দোয়ার অংশে ফিলিস্তিন নিয়ে আহজারিতে সকলের আমিন আমিন ধ্বনি আল্লাহ কবুল করেন।

20/12/2023
আলহামদুলিল্লাহ Shahin  Hajj Group.  শাহিন হজ এভিয়েশনের ওমরা যাত্রী সাহেবদের একাংশ মসজিদে আয়েশা ভ্রমণ এবং তয়াফ এর উদ্দ...
20/12/2023

আলহামদুলিল্লাহ Shahin Hajj Group. শাহিন হজ এভিয়েশনের ওমরা যাত্রী সাহেবদের একাংশ মসজিদে আয়েশা ভ্রমণ এবং তয়াফ এর উদ্দেশ্যে পবিত্র হেরামে যাত্রা।
আলহামদুলিল্লাহ হোটেলে,খাবার ট্রান্সপোর্ট এবং অন্যান্য পরিষেবায় হাজিরা সন্তুষ্ট।
আল্লাহ যেন সন্তুষ্ট চিত্তে হাজীদের খেদমত করে যাওয়ার সুযোগ দান করে, এবং বারাকাত দান করে, আমীন।

ফজরের পূর্বে আবাবিলের কিচিরমিচির,  স্রষ্টার বড়ত্বের কথা বলে।
19/12/2023

ফজরের পূর্বে আবাবিলের কিচিরমিচির, স্রষ্টার বড়ত্বের কথা বলে।

ফ্লাইটের প্রাক্কালে বিমানবন্দরে শাহীন হজ্ব এভিয়েশনের ওমরাহ্ যাত্রীদের একাংশ।  আলহামদুলিল্লাহ প্রতিমাসের  মতো এই মাসেও ৪২...
17/12/2023

ফ্লাইটের প্রাক্কালে বিমানবন্দরে শাহীন হজ্ব এভিয়েশনের ওমরাহ্ যাত্রীদের একাংশ। আলহামদুলিল্লাহ প্রতিমাসের মতো এই মাসেও ৪২ জন উমরাহ্ পালনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একত্রিত হয়েছেন।

আলহামদুলিল্লাহ আমাদের ডিসেম্বরের ৪২ জনের উমরাহ্ প্যাকেজ ১৭.১২.২৩ ইং তারিখ সকাল ৮ টার ফ্লাইটে রওনা হবে ইনশাআল্লাহ। আমাদের...
14/12/2023

আলহামদুলিল্লাহ আমাদের ডিসেম্বরের ৪২ জনের উমরাহ্ প্যাকেজ ১৭.১২.২৩ ইং তারিখ সকাল ৮ টার ফ্লাইটে রওনা হবে ইনশাআল্লাহ।
আমাদের পরবর্তী প্যাকেজ জানুয়ারী মাসের ৩য় সপ্তাহ। আগ্রহী প্রার্থীগণ পাসপোর্ট সহকারে অতিসত্তর যোগাযোগ করুন ....
শাহীন হজ্ব এভিয়েশন
তেরাবাজার (মসজিদের পূর্ব পাশে) ২য় তলা
শেরপুর শহর, শেরপুর
01715 438191
01755 928503
01327 083100

বেসরকারি হজ্ব প্যাকেজ-২০২৩
14/11/2023

বেসরকারি হজ্ব প্যাকেজ-২০২৩

আলহামদুলিল্লাহ প্রতি বারের মত এবারও বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বৈধ হজ্জ এজেন্সির তালিকায় ২০২৪ সা...
13/11/2023

আলহামদুলিল্লাহ প্রতি বারের মত এবারও বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বৈধ হজ্জ এজেন্সির তালিকায় ২০২৪ সালের হজ্জের জন্য আমাদের হজ্ব লাইসেন্স (1419) হলি হজ্ব এন্ড ট্যুরস লিমিটেড এর নাম প্রথম তালিকায় প্রকাশ হয়েছে। আপনারা যারা ২০২৪ সালে হজ্জে যেতে ইচ্ছা প্রকাশ করছেন তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন ।

আলহাজ্ব মোঃ শাহিনুর রহমান
চেয়ারম্যান হলি হজ্ব এন্ড ট্যুরস লিমিটেড
মোবাইল : 01715 438191
01755 928503

আমাদের উমরাহ্ পরবর্তী প্যাকেজ ডিসেম্বরের ১৭ তারিখে। প্যাকেজে যা যা থাকছেঃ১. উমরাহ্ ভিসা।২. বিমানের টিকিট (যাওয়া এবং আসা)...
04/11/2023

আমাদের উমরাহ্ পরবর্তী প্যাকেজ ডিসেম্বরের ১৭ তারিখে।
প্যাকেজে যা যা থাকছেঃ
১. উমরাহ্ ভিসা।
২. বিমানের টিকিট (যাওয়া এবং আসা)।
৩. মক্কা হারামের নিকটে আবাসন হোটেল (শেয়ারিং)।
৪. মদিনায় মসজিদুল নববীর নিকটে (মারকাজিয়া) আবাসন ব্যবস্থা।
৫. ট্রান্সপোর্ট ব্যবস্থা ।
৬. জিয়ারাহ্ (বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন)।
৭. দেশীয় খাবার পরিবেশন।
৮. সার্বক্ষনিক মালিকপক্ষ দ্বারা পরিচালনা।

বিঃদ্রঃ অল্প কিছু কোটা খালি আছে। আগ্রহীগণ পাসপোর্ট
সহ সরাসরি যোগাযোগ করুন ...

যোগাযোগ
শাহীন হজ্ব এভিয়েশন
লাইসেন্স নং ০০১৪৪৩৫
তেরাবাজার (মসজিদের পূর্ব পাশে ) ২য় তলা
শেরপুর শহর, শেরপুর
মোবাইল ঃ 01715 - 43 81 91
01755 - 92 85 03
01327 - 08 31 00

02/11/2023

আগামী ২০২৪ সালে বেসরকারী হজ্ব যাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ ঘোষণাঃ

প্যাকেজ বি-৫,৮৭,১০১/- টাকা
প্যাকেজ এ-৯,৩৬,৩১৬/-টাকা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

02/11/2023

আগামী ২০২৪ সালে বেসরকারী হজ্জ যাত্রিদের সর্ব নিন্ম প্যাকেজ ঘোষণা,,,

প্যাকেজ বি-৫৮৭১০১/- টাকা
প্যাকেজ-এ-৯৩৬৩১৬/-টাকা

ধর্ম বিষয়ক মন্রনালয়।

আলহামদুলিল্লাহ শাহীন হজ্ব এভিয়েশন এর উমরাহর যাত্রীগন দেশে ফেরার জন্য মদিনা এয়ারপোর্ট থেকে সারজাহ এয়ারপোর্টে অবতরন করেছেন...
31/10/2023

আলহামদুলিল্লাহ শাহীন হজ্ব এভিয়েশন এর উমরাহর যাত্রীগন দেশে ফেরার জন্য মদিনা এয়ারপোর্ট থেকে সারজাহ এয়ারপোর্টে অবতরন করেছেন।
নির্ধারিত ১.৪৫ মিনিট ট্রানজিট শেষে ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠেন হাজ্বি সাহেব গন।

আল্লহ চাহে তো রাত ৯.৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল উমরাহ যাত্রী সহ শাহীন হজ্বের স্বত্বাধিকারী আলহাজ্ব শাহীনুর রহমান অবতরন করবে।

সকলের কাছে সুস্থতা ও সালামাতের জন্য দোয়া চাচ্ছি

২০২৪ সালের হজ্বের প্রাক নিবন্ধন চলছে।ডিসেম্বরের জন্য উমরাহ্ বুকিং চলছে।যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন ..01715-43 81 910175...
31/10/2023

২০২৪ সালের হজ্বের প্রাক নিবন্ধন চলছে।
ডিসেম্বরের জন্য উমরাহ্ বুকিং চলছে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন ..
01715-43 81 91
01755- 92 85 03
01327-08 31 00

অফিসের বারান্দায় সবুজায়ন।
30/10/2023

অফিসের বারান্দায় সবুজায়ন।

মসজিদে নববী দেখা ছিল উনার জীবনের স্বপ্ন। তাইতো বৃষ্টিস্নাত সকালে মদীনাতুল মুনাওয়ারার ছাতার নিচে বসার সৌভাগ্য হয়েছে তাঁর।...
29/10/2023

মসজিদে নববী দেখা ছিল উনার জীবনের স্বপ্ন। তাইতো বৃষ্টিস্নাত সকালে মদীনাতুল মুনাওয়ারার ছাতার নিচে বসার সৌভাগ্য হয়েছে তাঁর। আজ সকালে মা'জুর সেই উমরাহ যাত্রীকে হোটেল থেকে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী দেখেছেন তিনি। দূর থেকে জান্নাতুল বা'কী দেখেছেন। নবীর (স) রওজায় সালাম জানিয়েছেন, আবু বকর রাঃ, ওমর রাঃ এর কবরে সালাম পৌঁছে দিয়েছেন।

যারা যারা তাঁর কাছে রসূলের (সঃ) রওজায় সালাম পৌঁছাতে বলেছেন তাদের সালামও পৌঁছে দিয়েছেন। সবশেষে, মুনাজাত করেছেন উম্মাহর জন্য।

আল্লাহ আমাদের সকল আ'মলকে কবুল করুন। দুই মসজিদুল হারামে বারবার আসার ব্যবস্থা করে দিন। আমিন!

26/10/2023

মাজরা/ খেজুর বাগানে ওমরাহ যাত্রীরা...

26/10/2023

মসজিদ আল কু'বা জিয়ারত করছেন ওমরাহ যাত্রীরা....

24/10/2023

মক্কা থেকে মদীনার যাত্রাপথে বিরতিতে আমরা....

22/10/2023

পবিত্র কা'বায় তাওয়াফের সময়...

22/10/2023

তায়েফে যাত্রাপথে উটের খামারে বিরতি

ডিসেম্বর এর উমরাহ বুকিং চলছে,,,শাহীন হজ্ব এভিয়েশন কর্তৃক পরবর্তী প্যাকেজ আগামী ডিসেম্বর এ দ্বিতীয় সপ্তাহে কাবার উদ্দেশ্য...
21/10/2023

ডিসেম্বর এর উমরাহ বুকিং চলছে,,,
শাহীন হজ্ব এভিয়েশন কর্তৃক পরবর্তী প্যাকেজ আগামী ডিসেম্বর এ দ্বিতীয় সপ্তাহে কাবার উদ্দেশ্যে যাবে ইনসাল্লাহ।

পবিত্র উমরাহ যেতে ইচ্ছুক সকলেই পাসপোর্ট সহ যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

প্যকেজ ফি সংক্রান্ত তথ্য ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

অফিস:

শাহীন হজ্ব এভিয়েশন,,,,
তেরাবাজার মসজিদের পূর্বপার্শে ২য় তলা শেরপুর।
০১৭১৫-৪৩৮১৯১
০১৭৫৫-৯২৮৫০৩
০১৩২৭-০৮৩১০০

21/10/2023

আরাফাত ময়দানের জাবালে রহমত পাহাড়ের উপরে শাহীন হজ্ব কাফেলার সম্মানীত ওমরাহ যাত্রীগণ

18/10/2023

এশার নামাজের পূর্ববর্তী ও পরবর্তী সময়

এশার পর আজকের মক্কাতুল মুকাররামা।
18/10/2023

এশার পর আজকের মক্কাতুল মুকাররামা।

শারজাহ্ বিমানবন্দরে হাজি সাহেবদের এহরাম বাধার একটি মুহূর্ত।
18/10/2023

শারজাহ্ বিমানবন্দরে হাজি সাহেবদের এহরাম বাধার একটি মুহূর্ত।

ফ্লাইটের প্রাক্কালে হজ্বক্যাম্পে শাহীন হজ্ব এভিয়েশনের ওমরাহ্ যাত্রীদের একাংশ
17/10/2023

ফ্লাইটের প্রাক্কালে হজ্বক্যাম্পে শাহীন হজ্ব এভিয়েশনের ওমরাহ্ যাত্রীদের একাংশ

হজ্ব এবং ওমরাহ্  যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।01715-43819101755-92850301327-083100
10/10/2023

হজ্ব এবং ওমরাহ্ যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।
01715-438191
01755-928503
01327-083100

কখনো আবাবিল কে আল্লাহ মানুষ রুপে প্রেরন করেন।সুতরাং যারা নিজ হস্তি নিয়ে অহংকারে নিমজ্জিত তদের সতর্ক হওয়ার প্রকাশ্য নিদর্...
09/10/2023

কখনো আবাবিল কে আল্লাহ মানুষ রুপে প্রেরন করেন।
সুতরাং যারা নিজ হস্তি নিয়ে অহংকারে নিমজ্জিত তদের সতর্ক হওয়ার প্রকাশ্য নিদর্শন ফিলিস্তিন।
৭০ বছরের বর্বরচিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটুক।
একদিন পবিত্র কুদুস এর উদ্যেশ্যে উরাল দিবো ইনসাল্লাহ।
স্রষ্টার শুকর এ আল্লাহু আকবার ধ্বনিতে প্রতিধ্বনিত করবো বাইতুল মুকাদ্দাসের আশ পাশ।
জিয়ারাহ করবো রাসুল স: এর সেই বুরাক বাধার স্থান কে।
মুকাদ্দাস প্রান্তরে হাটতে হাটতে সালাম পেশ করবো হজরত ইব্রাহিম আ:, ইসমাইল আ:, ইসহাক আ:, ইয়াকুব আ:, ইউসুফ আ:, মুসা আ: , হারুন আ: , দাউদ আ: , সুলাইমান আ: ইসা আ: ও মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আ: সহ ঐতিহাসিক এই স্থানে পা রাখা সকল নবী রাসূল গন দের প্রতি।

হে আল্লাহ আমাদের ফাতাহ নসিব করো
আমিন

শাহীন হজ্ব এভিয়েশন কর্তৃক আগামী ১৭-১০-২০২৩  তারিখে একটি উমরার কফেলা পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রউনা হবে ইনসাল্লাহ,,,,আ...
05/10/2023

শাহীন হজ্ব এভিয়েশন কর্তৃক আগামী ১৭-১০-২০২৩ তারিখে একটি উমরার কফেলা পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রউনা হবে ইনসাল্লাহ,,,,
আজ উক্ত উমরাহ যাত্রার পূর্ব প্রস্তুতিতে প্রশিক্ষণ প্রদান করে সকল দিক নির্দেশনা প্রদন করা হয়।

শাহীন হজ্ব এভিয়েশন অফিসে হাজীদের উৎসব মুখর পরিবেশের একাংশ

আগামী ১৭ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ ৪৩ জন হাজী সাহেবদের নিয়ে ওমরাহ সফরের উদ্দেশ্যে রওনা হবো ইনশা আল্লাহ। সফরকে সুন্দর করার ...
05/10/2023

আগামী ১৭ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ ৪৩ জন হাজী সাহেবদের নিয়ে ওমরাহ সফরের উদ্দেশ্যে রওনা হবো ইনশা আল্লাহ। সফরকে সুন্দর করার জন্য আজকে উমরাহ প্রশিক্ষণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

11/09/2023

আমাদের ওমরাহ্ সফরের জামাতটি ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখের পরিবর্তে , ১৬ অক্টোবর ২০২৩ ইং সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ওমরাহ্ সফরের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে ইনশাআল্লাহ।
আমাদের নিকট এখনো কিছু বিমানের টিকিট রয়েছে । ওমরাহ্ সফরে যেতে আগ্রহী ব্যাক্তিদের পাসপোর্ট সহকারে অতিসত্ত্বর সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

যোগাযোগ
শাহিন হজ্জ এভিয়েশন
তেরাবাজার (মসজিদের পূর্ব পাশে ২য় তলা)
শেরপুর শহর, শেরপুর।
01715-43 81 91
01755-92 85 03

অন্যতম শ্রেষ্ঠ আমল হজ্জ :عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ سُئِلَ النَّبِىُّ صلى الله عليه وسلم  أَىُّ الأَعْمَال...
10/09/2023

অন্যতম শ্রেষ্ঠ আমল হজ্জ :
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ سُئِلَ النَّبِىُّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ : إِيْمَانٌ بِاللهِ وَرَسُوْلِهِ. قِيْلَ ثُمَّ مَاذَا قَالَ: جِهَادٌ فِىْ سَبِيْلِ اللهِ. قِيْلَ ثُمَّ مَاذَا قَالَ : حَجٌّ مَبْرُوْرٌ-
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’ল, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, ‘শ্রেষ্ঠ আমল হ’ল আল্লাহ ও তাঁর রাসূলের উপরে ঈমান আনা। বলা হ’ল, তারপর কি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞেস করা হ’ল, তারপর কি? তিনি বললেন, কবুল হজ্জ’। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল (ছাঃ) বলেন,الإِيْمَانُ بِاللهِ وَحْدَهُ ثُمَّ الْجِهَادُ ثُمَّ حَجَّةٌ بَرَّةٌ تَفْضُلُ سَائِرَ الْعَمَلِ كَمَا بَيْنَ مَطْلَعِ الشَّمْسِ إِلَى مَغْرِبِهَا ‘শ্রেষ্ঠ আমল হ’ল এক আল্লাহর প্রতি ঈমান আনা। অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতঃপর কবুল হজ্জ। যা সকল আমলের উপর এমন মর্যাদাবান যেমন পূর্ব দিগন্ত ও পশ্চিম দিগন্তের মধ্যে দূরত্ব রয়েছে’।

হাজীর সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে :عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ...
09/09/2023

হাজীর সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে :
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّى إِلاَّ لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا-
সাহল ইবনু সা‘দ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন কোন মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বামে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে। এমনকি পৃথিবীর এ প্রান্ত হ’তে ঐ প্রান্ত পর্যন্ত (তালবিয়া পাঠকারীদের দ্বারা) পূর্ণ হয়ে যায়’।

07/09/2023

হজ্জের একমাত্র প্রতিদান জান্নাত :
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُوْرُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ-
আবু হুরায়রাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (ছগীরা গুনাহের) কাফফারা স্বরূপ। আর জান্নাতই হ’ল কবুল হজ্জের একমাত্র প্রতিদান’। ‘হজ্জে মাবরূর’ বা কবুল হজ্জ বলতে ঐ হজ্জকে বুঝায়, যে হজ্জে কোন গোনাহ করা হয়নি এবং যে হজ্জের আরকান-আহকাম সবকিছু (ছহীহ সুন্নাহ মোতাবেক) পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে। এতদ্ব্যতীত হজ্জ থেকে ফিরে আসার পরে পূর্বের চেয়ে উত্তম হওয়া এবং পূর্বের গোনাহে পুনরায় লিপ্ত না হওয়া কবুল হজ্জের বাহ্যিক নিদর্শন হিসাবে গণ্য হয়’। আল্লাহর রাসূল (ছাঃ) বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন,...سَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، أَلاَ فَلاَ تَرْجِعُوا بَعْدِى ضُلاَّلاً، ‘হে লোকসকল! সত্বর তোমরা তোমাদের প্রভুর সঙ্গে মিলিত হবে। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। অতএব সাবধান! তোমরা আজকের দিনের পর যেন পুনরায় পথভ্রষ্ট হয়ো না’

06/09/2023

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: تَابِعُوْا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوْبَ كَمَا يَنْفِى الْكِيْرُ خَبَثَ الْحَدِيْدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُوْرَةِ ثَوَابٌ إِلاَّ الْجَنَّةُু
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা হজ্জ ও ওমরাহর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো (অর্থাৎ সাথে সাথে কর)। কেননা এ দু’টি মুমিনের দরিদ্রতা ও গোনাহ সমূহ দূর করে দেয়, যেমন (কামারের আগুনের) হাপর লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে দেয়। আর কবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত কিছুই নয়’।

পবিত্র হজ্ব পালনে জরুরী কিছু কথা(যা অবশ্যই আপনাকে  জানতে ও পড়তে হবে)হজ্ব ও ওমরাহ আদায়ের গুরুত্ব ও তাৎপর্যপবিত্র হজ্জ ইসল...
05/09/2023

পবিত্র হজ্ব পালনে জরুরী কিছু কথা
(যা অবশ্যই আপনাকে জানতে ও পড়তে হবে)
হজ্ব ও ওমরাহ আদায়ের গুরুত্ব ও তাৎপর্য

পবিত্র হজ্জ ইসলামের পঞ্চ বেনা বা ভিত্তির অন্যতম। যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে তাদের জন্য জীবনে অন্তত: একবার আল্লাহর ঘরে (বাইতুল্লাহর) হজ্জ আদায় করা ফরযে আইন । হজ্জ অর্থ ’ সংকল্প) বা ইচ্ছে করা । শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য ৮ ই জিলহজ্জ থেকে ১২ই জিলহজ্জ পর্যন্ত পবিত্র কাবা ঘর তাওয়াফ, সাফা মারওয়া সাঈ, আরাফা, মিনা মুজদালিফায় অবস্থান, শয়তানকে পাথর মারা সহ নির্ধারিত কাজসমূহ সম্পাদন করাকে হজ্জ বলে।
পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয় তা বাক্কায় (মক্কায়) অবস্থিত। কাবা ঘর পবিত্র এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। এতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ, যার মধ্যে একটি রয়েছে মাকামে ইবরাহীম । কাবা ঘরে যে প্রবেশ করেছে সে নিরাপদ। মানবজাতির মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে কাবা আল্লাহর ঘর তাওয়াফ করা। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও যারা আদায় করে না, তারা জেনে রাখুক যে, আল্লাহ তামাম জগতের প্রতিপালক, তিনি কারো কাছে মুখাপেক্ষি নন। অনত্র এরশাদ রয়েছে, তোমরা আল্লাহর জন্য হজ্জ এবং ওমরাহ পূর্ণ করো। বুখারি শরীফে প্রিয় নবি (সাঃ) এরশাদ করেছেন, হজ্জ ফরয হওয়া সত্ত্বেও তা আদায় না করে যে মৃত্যু করে, সে মুসলমান হয়ে মরলো কিনা এ ব্যাপারে আমি সন্দেহান। অপর এক হাদীসে আছে, তার মৃত্যু ইহুদী নাসারাদের মৃত্যুর মতই হতে পারে। উল্লেখিত আয়াতে এবং হাদীস শরীফে হজ্জ সম্পর্কে মহান আল্লাহ এবং মহানবি (সাঃ) বলেছেন , জ্ঞানীদের জন্য হজ্জের গুরুত্ব অনুধাবন তাই যথেষ্ট নয় কি?
দুঃখজনক যে, আমাদের দেশে অনেক সম্পদশালী মুসলমান আছেন তাদের উপর বহু পূর্বে হজ্জ ফরয হয়েছে কিন্তু বিভিন্ন অযুহাতে যেমন ছেলে মেয়র বিয়েশাদী, বাড়ী-ঘর সম্পন্ন করা, ব্যবসা বাণিজ্যে গুছিয়ে নেয়া ইত্যাদি অযুহাত দেখিয়ে হজ্জ আদায়ে গড়িমসি করে থাকেন। অনেকে আবার বৃদ্ধ বয়সে হজ্জ করার আশায় থাকেন। দুর্ভাগ্য যে, তাদের অনেকেই এ অবস্থায় মৃত্যুবরণ করেন। আবার অনেকেরই আর্থিক দৈন্যতা ও শারীরিক অক্ষমতা দেখা যায়। ফলে তারা হজ্জ আদায়ের মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত ও নিয়ামত থেকে বে-নসীব, মাহরুম হয়ে যায়। তাই সামর্থবান মুসলমান ভাইবোনদের প্রতি আমাদের আহ্বান, সকলপ্রকার চিন্তাভাবনা ও গড়িমসি পরিহার করে এ বছরই মহান আল্লাহর জন্য হজ্জ আদায়ের সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনার অবর্তমানে আপনার সংসার সমাজ সবই চলবে। শুধু আপনিই থাকবেন না। কাজেই হজ্জের ব্যাপারে কোন ঝুঁকি নিবেন না। আল্লাহ আপনার জন্য হজ্জ, ওমরাহ ও জিয়ারত নসীব করুন । আমিন

04/09/2023

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করেছে। যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ্জ হ’তে ফিরবে সেদিনের ন্যায় (নিষ্পাপ অবস্থায়) যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন’।[12] অর্থাৎ সে কাবীরা-ছাগীরা, প্রকাশ্য-গোপনীয় সকল গুনাহ থেকে ঐরূপ মুক্ত হয়ে ফিরে আসে। যেরূপ একজন শিশু গুনাহ মুক্ত হয়ে জন্মগ্রহণ করে।

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Hajj Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Hajj Group.:

Videos

Share


Other Sherpur travel agencies

Show All