Ritu Vlog

Ritu Vlog allhamdulillah for everything

একটি শিক্ষামূলক গল্প সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো...
22/03/2023

একটি শিক্ষামূলক গল্প
সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এভাবে হেলেদুলে চলত।

ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো৷ সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল৷ এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিলো৷

দু'জনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বললো, "বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেইতো পার৷"

সাপ বললো, "বন্ধু, যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা৷ তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়৷"

টাকি মাছ বললো, "ব্যাপারটা আসলে তা নয় ৷ তোমার বাঁকা চলার কারনে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না৷"

সাপ বললো, "বাপ-দাদার চৌদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে ?

একেতো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ৷ টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে৷

তর্ক- বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে৷ জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে৷ টাকি মাছ তখন আফসোস করে বললো, "বন্ধু, সেইতো সোজা হইলি, তাও মরনের পর !!

অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন ৷ মরনের পরে সোজা হলেও, কোন লাভ হবে না।

09/03/2023




Flagship Design
Powerful G85 CPU
Big 128 GB ROM

04/03/2023

I'm Mahabuba khan ritu...
From Vivo Bangladesh
Recommend vivo New Model Y22
Flagship Design I Powerful G85 CPU I Big 128 GB ROM

15/02/2023

Amazing look tar

Allhamdulillah
23/01/2023

Allhamdulillah

18/01/2023



26/12/2022


মন ছুঁয়ে যাওয়া খুবই সত্যি কথা...... "স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দ...
04/12/2022

মন ছুঁয়ে যাওয়া খুবই সত্যি কথা......

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

04/12/2022

Life is very beautiful ❤️

WHAT A MATCH🇦🇷JUST Fire🔥🔥Leo Messi The King 👑 Congratulations Team Argentina 🇦🇷
27/11/2022

WHAT A MATCH🇦🇷JUST Fire🔥🔥

Leo Messi The King 👑
Congratulations Team Argentina 🇦🇷

17/11/2022

New model
Y22s unboxing video

Plz shobai emoji dekhe comment e janao k kare valobasho ...
12/11/2022

Plz shobai emoji dekhe comment e janao k kare valobasho ...

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে - অন্যরা শুধু  ছায়ার মতো  - কখনো পাশে থাকবে আবার মেঘাচ্ছন্ন ...
22/10/2022

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে - অন্যরা শুধু ছায়ার মতো - কখনো পাশে থাকবে আবার মেঘাচ্ছন্ন দিন হলে তাকে খুঁজে পাওয়া যাবে না - 🙂

ছবি টা একটি উদাহরণ মাত্র 😊

সত্যিকারের শিক্ষিত, স্মার্ট, ইনডিপেন্ডেন্ট বউদেরকে, যে ছেলেরা ডিল করে সম্মানের সাথে সংসার করছে, তাদেরকে মন থেকে এপ্রিশিয়...
20/10/2022

সত্যিকারের শিক্ষিত, স্মার্ট, ইনডিপেন্ডেন্ট বউদেরকে, যে ছেলেরা ডিল করে সম্মানের সাথে সংসার করছে, তাদেরকে মন থেকে এপ্রিশিয়েট করছি। কারণ, এইসব beauty with brain দের সাথে মনগড়া কথা বলা যায়না, যুক্তি লাগে। ভুলভাল হিসেব দেখানো যায়না, স্বচ্ছ থাকতে হয়৷ আর সবচেয়ে বড় কথা, ডমিনেট করে আরাম পাওয়া যায়না। সমাজের বাইরে গিয়ে এই শক্ত মেয়েদের ভালবাসতে পারার জন্য এপ্রিশিয়েট করছি। ❤️

কারণ, অনেক শিক্ষিত স্মার্ট হটশট পোলাপাইন দেখলাম, সারা রাত ক্লাবিং করবে, নেশা করবে, বডি হাগিং ড্রেস পরা মেয়ে নিয়ে ঘুরবে, গুলশান চত্তরে গাড়ি টানাটানি করবে কিন্তু বিয়ের সময়? বোকাসোকা, হালকা শিক্ষিত বা অর্ধ শিক্ষিত আর ফর্সা কম বয়সী মেয়েকে বিয়ে করে দাওয়াত দিবে। ছেলে কি ভদ্র হয়ে গেল?
ম্যাচিউরড হয়ে বদলে গেল?

না! ছেলে আরেক দফা বদমাইশির প্রিপারেশান নিচ্ছে নতুন মোড়কে। ঘরে ছোট বোকা বউ রেখে বাইরে দুষ্টু করবে তাই। আর ডমিনেট করার আরামটাতো আছেই! 🙊
সারাজীবন ফ্রি..🙂🙂

Ritu Vlog

Address

Station Road
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ritu Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Food Tour Agencies in Sirajganj

Show All