তাঁবু লাগবে - Taabu Laghbe?

তাঁবু লাগবে - Taabu Laghbe? তাঁবু ভাড়া এবং বিক্রয় করা হয়। পাশাপাশি আমরা ক্যাম্পিং ট্যুরেরও আয়োজন করে থাকি।
(3)

22/12/2023

চলো না হারিয়ে যায়
বিশাল সমুদ্রের গভীরতায়
❣️❣️

বিষন্নতা আজ আকাশ ছুয়েছে,মেঘ দেখবে বলে 🙂📌মহামায়া লেক, মীরসরাই, চট্টগ্রাম
21/12/2023

বিষন্নতা আজ আকাশ ছুয়েছে,
মেঘ দেখবে বলে 🙂

📌মহামায়া লেক, মীরসরাই, চট্টগ্রাম

20/12/2023

হ্যামকে দুলতে দুলতে সূর্যোদয় দেখার অসাধারণ মূহুর্ত হয়ে থাকবে ❣️

20/12/2023

Camping means refreshment

আলহামদুলিল্লাহ ❤️আরো একটি ক্যাম্পিং ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন করলাম বাঁশবাড়িয়া বীচে। ১৫-১২-২৩ 😊ধন্যবাদ  ❤️এক্স ড্যাফোডিল...
19/12/2023

আলহামদুলিল্লাহ ❤️
আরো একটি ক্যাম্পিং ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন করলাম বাঁশবাড়িয়া বীচে।
১৫-১২-২৩ 😊
ধন্যবাদ ❤️
এক্স ড্যাফোডিলিয়ান ❤️

আপনারা চাইলে সপ্তাহের যেকোন দিন একটা নির্দিষ্ট টাইম ঠিক করে মিনিমাম ১০ জনের একটা টিম নিয়ে চলে আসতে পারেন বাঁশবাড়িয়া বীচে,শুধু ২দিন আগেই আমাদের জানালে হবে।

হ্যাপি ক্যাম্পিং ❤️

াঁবুলাগবে #সীতাকুণ্ড

ধন্যবাদ সবাই ওনার পেইজ টা ফলো করবেন। অসাধারণ হয় তার ভিড়িওগুলা
19/12/2023

ধন্যবাদ
সবাই ওনার পেইজ টা ফলো করবেন।
অসাধারণ হয় তার ভিড়িওগুলা

17/12/2023

And the view of sunrise made me crazy.

16/12/2023

Go where you feel most alive.
Another Day In Paradise❤️❤️
Another camping event 🥰🥰

📌Basbaria Beach, Sitakunda, Chittagong.

জন্ম আমার ধন্য হলো মাগোএমন করে আকুল হয়েআমায় তুমি ডাকো।🇧🇩সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।❤️
16/12/2023

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।🇧🇩

সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।❤️

12/12/2023

ঝর্ণার জলরাশির প্রতিটি ছোয়ায় যেন
প্রশান্তি খুজে পাই ❤️

📌খৈয়াছড়া ঝর্ণা, মিরসরাই, চট্টগ্রাম

11/12/2023

গানের আড্ডায় জমেছে ক্যাম্পিং।

সামনের শুক্রবার এ বাঁশবাড়িয়া বীচে আরেকটা ক্যাম্পিং ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। কেউ জয়েন করতে চাইলে যোগাযোগ করতে পারেন।

08/12/2023

হ্যামকে দোল খেতে খেতে প্রকৃতি দেখার মতো শান্তি আমি কোথাও খুজে পাইনি।

📌বাঁশবাড়িয়া বীচ, সীতাকুণ্ড

রূপসীর রূপের মায়ায় পরে গেলাম 📌কমলদহ ঝর্না, মিরসরাই
08/12/2023

রূপসীর রূপের মায়ায় পরে গেলাম

📌কমলদহ ঝর্না, মিরসরাই

আলহামদুলিল্লাহ ❤️আরো একটি ক্যাম্পিং ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন করলাম বাঁশবাড়িয়া বীচে। ধন্যবাদ  ❤️ম্যানেজমেন্ট ডিপার্টমেন্...
05/12/2023

আলহামদুলিল্লাহ ❤️
আরো একটি ক্যাম্পিং ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন করলাম বাঁশবাড়িয়া বীচে।
ধন্যবাদ ❤️
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আপনারা চাইলে সপ্তাহের যেকোন দিন একটা নির্দিষ্ট টাইম ঠিক করে মিনিমাম ১০ জনের একটা টিম নিয়ে চলে আসতে পারেন বাঁশবাড়িয়া বীচে,শুধু ২দিন আগেই আমাদের জানালে হবে।

হ্যাপি ক্যাম্পিং ❤️

শীতকাল  মানেই ক্যাম্পিং
05/12/2023

শীতকাল মানেই ক্যাম্পিং

🚨নোটিশ 🚨অনির্দিষ্টকালের জন্য মারায়ন তং ও মাইতা তৈম ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছে....তাই যারা মারায়ন তং এর জন্য বুকিং করার ...
03/12/2023

🚨নোটিশ 🚨
অনির্দিষ্টকালের জন্য মারায়ন তং ও মাইতা তৈম ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছে....
তাই যারা মারায়ন তং এর জন্য বুকিং করার চিন্তা করছেন আপাতত আমাদের বুকিং বন্ধ।
যারা যাওয়ার পরিকল্পনা করছেন তারা প্লান পরিবর্তন করতে পারেন।

এখন সীতাকুণ্ড হতে ক্যাম্পিং এর জন্য আদর্শ

ব্যাগ গুছিয়ে আবার বেরিয়ে যেতে ইচ্ছা করছে ইচ্ছা করছে হারিয়ে যেতে বিশাল সমুদ্রে।
01/12/2023

ব্যাগ গুছিয়ে আবার বেরিয়ে যেতে ইচ্ছা করছে
ইচ্ছা করছে হারিয়ে যেতে বিশাল সমুদ্রে।

I pass with relief from the tossing sea of Cause and Theory to the firm ground of Result and Fact :-)📌 Akilpur Sea Beach...
24/11/2023

I pass with relief from the tossing sea of Cause and Theory to the firm ground of Result and Fact :-)

📌 Akilpur Sea Beach, Sitakunda, Chittagong

পৃথিবীর সব ঘুঘু ডাকতেছে হিজলের বনে;পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;পৃথিবীর সব প্রেম আমাদের মনে;আকাশ ছড়িয়ে আছে শান্ত হয়ে আকা...
21/11/2023

পৃথিবীর সব ঘুঘু ডাকতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের মনে;
আকাশ ছড়িয়ে আছে শান্ত হয়ে আকাশে।

ভেবে ছিলাম ৫৫ টাকায় কক্সবাজার যাবো। এখন দেখার অপেক্ষা
20/11/2023

ভেবে ছিলাম ৫৫ টাকায় কক্সবাজার যাবো।
এখন দেখার অপেক্ষা

শূন্যতায় ডুবে গেছেশহরের সব পথঘাটফিরবে না গতকাল জানিফিরবে না আগামীকাল 🙂📌 মুরাদপুর সমুদ্র সৈকত,সীতাকুণ্ড, চট্টগ্রাম।
18/11/2023

শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল 🙂

📌 মুরাদপুর সমুদ্র সৈকত,সীতাকুণ্ড, চট্টগ্রাম।

মাত্র ৫৫ টাকায় যেতে পারছেন কক্সবাজার
18/11/2023

মাত্র ৫৫ টাকায় যেতে পারছেন কক্সবাজার

১২ এপ্রিল, ২০১৪ সাল।  আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক বন্ধু ঘুরতে যান সেন্টমার্টিনে। যাত্রাপথে ...
16/11/2023

১২ এপ্রিল, ২০১৪ সাল। আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক বন্ধু ঘুরতে যান সেন্টমার্টিনে। যাত্রাপথে সাব্বির হাসান ফেসবুকে স্ট্যাটাস দেন "চলে যাচ্ছি বন্ধু নেটওয়ার্কের বাইরে।

নীলচে পানির দ্বীপে সমুদ্রে ডুবাডুবি কার না ভালো লাগে। তাও আবার সেন্টমার্টিনে।অতঃপর বন্ধুরা মিলে সমুদ্রে নেমেছিলেন আনন্দ উৎসবে। কিন্তু তারা আর কোনদিন ফিরে আসেননি।

সামুদ্রিক রিপ কারেন্টে তলিয়ে যান তারা।চিরদিনের জন্য চলে যান নেটওয়ার্কের বাইরে। আনন্দ উল্লাশের ট্রিপটি বিষাদের ট্রিপে রুপ নেয় মুহুর্তেই। তৎকালীন সময়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল এই ঘটনায়।

এরপর থেকে সেন্টমার্টিনের সেই জায়গাটিতে গোসল করতে নামা নিষিদ্ধ করে দেয় প্রশাসন। সেই প্লেসটি নিয়ে আমার একটা ভিডিও আছে। কমেন্ট বক্সে লিংক দিয়ে দিলাম।চাইলে দেখতে পারেন।

কাকতালীয় ব্যাপার হলো- স্ট্যাটাসদাতা সাব্বির ভাইয়ের লাশ খুঁজে পাওয়া যায়নি। তার লাশটাও চিরদিনের জন্য হারিয়ে যায় সমুদ্রের বুকে।

মহান রব সবাইকে জান্নাত নসিব করুক সেই কামনা করি।

ছবিটি সাব্বির ভাই এর লাস্ট কভার ফটো ছিল।
© tawkir

কোথায় ক্যাম্পিং করতে চান?
16/11/2023

কোথায় ক্যাম্পিং করতে চান?

মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে ট্যুরের দিন বিল্লা মারে
15/11/2023

মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে ট্যুরের দিন বিল্লা মারে

কক্সবাজারের দৃষ্টিনন্দন  আইকনিক রেলস্টেশনের যিনি নকশা করেছেন তিনি একজন বাঙালি।travel with তাঁবু লাগবে? -আমাদের গ্রুপ  বু...
14/11/2023

কক্সবাজারের দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের যিনি নকশা করেছেন তিনি একজন বাঙালি।
travel with তাঁবু লাগবে? -আমাদের গ্রুপ
বুয়েটের এক সময়ের কৃতি ছাত্র ও শিক্ষক মোহাম্মদ ফয়েজউল্লাহ। এত ছবি আর প্রচারের স্রোতে উনার নামটি খুজে পেলাম না। সাংবাদিক হিসেবে খোঁজ নিতে গিয়ে বিষয়টি জেনে ভালো লাগলো। ভলিউমজিরো লিমিটেড নামের ওনার একটি প্রতিষ্ঠান রয়েছে। অসম্ভব রকমের ভালো লাগা এ কাজের জন্য স্থপতি মোহাম্মদ ফয়েজউল্লাহর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।
তথ্য সূত্রে : Kazi Monsur

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেল...
13/11/2023

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।
মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।
দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।
প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস।
সূত্র: সময় নিউজ।

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন❣️❣️
12/11/2023

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন❣️❣️

কে কতো সালে গেছেন  #সীতাকুণ্ড?
12/11/2023

কে কতো সালে গেছেন #সীতাকুণ্ড?

অসাধারণ ছিল মূহুর্ত গুলা। আবারও হবে ক্যাম্পিং, অন্য কোনো শুক্রবার রাতে।📌গুলিয়াখালী সী-বীচ, সীতাকুণ্ড
11/11/2023

অসাধারণ ছিল মূহুর্ত গুলা।
আবারও হবে ক্যাম্পিং, অন্য কোনো শুক্রবার রাতে।

📌গুলিয়াখালী সী-বীচ, সীতাকুণ্ড

চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন ফাইনালি চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ জেনে নিন চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ভাড়া ও টাইমটেবি...
07/11/2023

চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন ফাইনালি চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ জেনে নিন চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ভাড়া ও টাইমটেবিল। স্টপেজ পরবর্তী আপডেটে জানানো হবে ইনশাআল্লাহ।

♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া
👉 শোভন ১৮০৳
👉শোভন চেয়ার ২২০৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৪১৪৳
👉প্রথম চেয়ার/সিট ৩৩৪৳
👉প্রথম বার্থ ৫০১৳
👉এসি সিট ৫০১৳
👉এসি বার্থ ৭৪৮৳
__________________________
১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস 🔥

২.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
___________________________

©

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া মাত্র ৫৫ টাকা!!!
05/11/2023

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া মাত্র ৫৫ টাকা!!!

আমার মধ্যে ঠিক তখনই তারুণ্য আর জীবনীশক্তি অনুভব করি, যখন আমি ঝর্ণার কাছাকাছি কোথাও ঘুরতে যাই। 📌 রূপসী ঝর্না | বড়দারোগা হ...
04/11/2023

আমার মধ্যে ঠিক তখনই তারুণ্য আর জীবনীশক্তি অনুভব করি, যখন আমি ঝর্ণার কাছাকাছি কোথাও ঘুরতে যাই।

📌 রূপসী ঝর্না | বড়দারোগা হাট | সীতাকুণ্ড

Happy Birthday Montasir Arman 🎂🎂🎂
03/11/2023

Happy Birthday Montasir Arman 🎂🎂🎂

31/10/2023

আবারো হবে নাকি ক্যাম্পিং?
কে কোথায় যেতে চান,কমেন্টে জানাবেন।

সামনের ইভেন্ট লিংক: https://m.facebook.com/events/704931164547899?mibextid=Nif5oz

📌 বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন ...
18/10/2023

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

- সংগৃহীত

Address

Sitakund
4312

Telephone

+8801836833083

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাঁবু লাগবে - Taabu Laghbe? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাঁবু লাগবে - Taabu Laghbe?:

Videos

Share

Category