FH Sourov

FH Sourov Alhamdulillah For Everythings


FH Sourov

আজ এই চাঁদনী রাতের চাঁদ এর চারপাশে রংধনুর এক ব্যাস দৃশ্যমান হয়েছে। যা দেখতে অসাধারণ লাগছে।সুবাহানাল্লাহ...❤️
27/11/2023

আজ এই চাঁদনী রাতের চাঁদ এর চারপাশে রংধনুর এক ব্যাস দৃশ্যমান হয়েছে।

যা দেখতে অসাধারণ লাগছে।
সুবাহানাল্লাহ...❤️

26/11/2023

Journey To New Experiences With Iphone 15 Pro Max..🤘

10/11/2023
সবকিছু তৈরি হয় চীনে..কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸 #আকসা_আমাদের
14/10/2023

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸

#আকসা_আমাদের

মনে হচ্ছে প্রায় One Thousand years পর কেও বিয়ের দাওয়াত দিল। 🥴🤭তাই খাবার থিক টাইমের কিচ্ছুক্ষণ আগে গিয়ে বসে আছি।
25/08/2023

মনে হচ্ছে প্রায় One Thousand years পর কেও বিয়ের দাওয়াত দিল। 🥴🤭

তাই খাবার থিক টাইমের কিচ্ছুক্ষণ আগে গিয়ে বসে আছি।

14/08/2023

গ্রাম বাংলার আঞ্চলিক খেলা হা-ডু-ডু খেলার মূহুর্ত।

রাধা নগর পয়েন্ট, সুনামগঞ্জ।

08/08/2023

কি খেলা দেখালো রে ভাই.... কেরাম মাস্টার সুহেল....

31/07/2023

সুনামগঞ্জে রাজনৈতিক সমাবেশ.....

খুর কাছ থেকে বিমানের ককপিট দেখার অভিজ্ঞতাটা আমার কাছে দারুণ আনন্দের ছিল, যদিও আধুনিক কোন বিমান নয় তবুও এটার আজেও অনেকটা ...
12/07/2023

খুর কাছ থেকে বিমানের ককপিট দেখার অভিজ্ঞতাটা আমার কাছে দারুণ আনন্দের ছিল, যদিও আধুনিক কোন বিমান নয় তবুও এটার আজেও অনেকটা ভালোলাগা ছিন।🖤

03/07/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 50 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

✅Follow For Follow ✅

02/07/2023

গ রু র মাংস বাদে অন্য কোনো তরকারি হবে করো বাসায়?
🌚

28/06/2023

কুরবানীর উপলক্ষে হাতুড়ির টুকটাক অয়াজে মূখিত পুরু কামার পাড়া....❤️❤️

27/06/2023

Sada Pathor Bholaganj Tour | ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণ

চারপাশে ছড়িয়ে আছে সাদা পাথর। মনে হয় যেন, প্রকৃতি শুভ্র বিছানা বিছিয়ে রেখেছে। মাঝখানে স্বচ্ছ নীল পানি। চারদিকে ঘিরে আছে ছোট-বড় কয়েকটি পাহাড়। তার উপরে যেন আছড়ে পড়েছে মেঘ। এ ছাড়াও চারপাশে আছে সবুজ প্রকৃতি। সব মিলিয়ে প্রকৃতির যেন অপরূপ এক স্বর্গরাজ্য। দূর দূরান্ত থেকে পর্যটকরা এই অপূর্ব স্থানটি উপভোগের জন্য ছুটে আসে সাদা পাথরের দেশে।

সাদা পাথর আবার কোথায়? নিশ্চয়ই এমনটিই ভাবছেন! সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটনকেন্দ্রের অবস্থান। সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ অবস্থিত। আর সেখানেই আছে সাদা পাথরের স্বর্গরাজ্য। ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে ‘সাদা পাথর’ নামক স্থানটি।


২৫ লক্ষাধিক হাজীর লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ❤️আমীন🤲🥀আজকের দিনের উসিলায় আল্লাহ  আমাদের ...
27/06/2023

২৫ লক্ষাধিক হাজীর লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা।
আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ❤️
আমীন🤲🥀
আজকের দিনের উসিলায় আল্লাহ আমাদের সবার গুনা মাফ করে দিও?

25/06/2023

সুনামগঞ্জের সবচেয়ে বড় গরুর হাট,
বাঘবেড় বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।

অসাধারন অপুর্ব একটি জায়গা, দূর্গা সাগর দিঘিরপাড়,বরিশাল।ছবিঃ আর এন আজিম খান।
18/06/2023

অসাধারন অপুর্ব একটি জায়গা, দূর্গা সাগর দিঘিরপাড়,বরিশাল।

ছবিঃ আর এন আজিম খান।

24/05/2023

টাঙ্গুয়ার_হাওর_ভ্রমন_Tanguar_Haor_Tour
টাঙ্গুয়ার হাওরের কি অসাধারণ প্রকৃতি, তা উপভোগ করলাম হাওরের সবচেয়ে বড় হাউসবোটে। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমন ছিল ২ দিন ১ রাতের। আমাদের হাউসবোটের নাম রাজার তরী।

#

14/05/2023

সুনামগঞ্জের হাওরে চলছে ধান কাঁটার ধুম চলছে। Paddy harvesting is going on in Haor of Sunamganj.

এই বছরে সুনামগঞ্জের সব গুলো হাওরে মাশ-আল্লাহ অনেক ধান হয়েছে। সব ধান কৃশকরা ভালো ভাবেই ঘরে তুলতে পেরেছে।

তাই সব কৃষক-ই অনেক খুশি এই বছর।

11/05/2023

চলুন_ঘুড়ে_আসি_ধোপাদীঘিrপাড়_ওয়াকওয়ে_Let's_visit_the_Dhupadighirpar Walkway

সিলেটের ভিতর দেখার মত একটি জায়গার নাম ধোপাদীঘিরপার অয়াকওয়ে, একদিন সময় করে ঘুড়ে আসার জন্যে অনুরুধ রইলো।

# Sylhet

15/04/2023

অন্য ধর্মের হয়েও এত সুন্দর একটা নাতে রাসূল শুনে আমিই সত্যি অবাক।

রাসুলের শানে এত সুন্দর কথা হয়ত আমরা অনেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ ও যানি না।

গুলিস্তান ফুলবাড়ীয়া তে বাংলাদেশের ঐতিহ্যবাহী বঙ্গ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে । হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ 😭ঈদের ম...
04/04/2023

গুলিস্তান ফুলবাড়ীয়া তে বাংলাদেশের ঐতিহ্যবাহী বঙ্গ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে ।
হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ 😭

ঈদের মৌসুম এখন ব্যবসায়ীদের ভরপুর ব্যবসার সময় ঠিক এই সময়টা এমন একটা দুর্ঘটনা আসলে হাজার হাজার পরিবার নিঃশেষ হয়ে যাবে। মহান আল্লাহ নিজ কুদরত সবাইকে হেফাজত করেন আমিন 🤲

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দ্রুত রিকভারের ব্যবস্থা করে দেন আমিন 🤲

সময় আজ সকাল ৬ টা বাজে ০৪/০৪/২০২৩

30/03/2023

ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে,

আমাদের পাসপোর্ট অফিসের কিছু কর্মকাণ্ড......

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছে।

বিঃদ্রঃ পোষ্টটি আমার এক ভাইয়ের পোষ্ট থেকে সংগ্রহিত।

28/03/2023

আমরা সবাই আমাদের Commitment ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

25/03/2023

১ কোটি টাকা নাকি!

- প্রিয় মানুষ 🙂🌸

21/03/2023
21/03/2023

অসাধারণ একটি অনুভূতির রাজ্য এটি....

Address

Sunamganj
3000

Telephone

+8801715141013

Website

Alerts

Be the first to know and let us send you an email when FH Sourov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FH Sourov:

Videos

Share

Category