Jewel Hasan

Jewel Hasan Personal blog
(13)

28/11/2023

এই দেশটা শুধু ব্যবসায়িক প্লাটফর্ম 😨

তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড ধারী, এবং তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশী না বানানোর জন্য আমেরিকাতেই জন্ম দিয়েছেন!

এটাতেই স্পষ্টভাবে বোঝা যায় যে নিজ দেশের প্রতি তার আস্থা কতটুক,

এখন তিনি চাচ্ছেন এই দেশের রাজনৈতিক নেতা হতে, তিনি কি আসলেই নেতা হতে চান? নো, নেভার! অর্থ উপার্জনের একটা লাইসেন্স ধারী ফ্যাক্টরি খুলতে চান! নিজের দেশটাকে শুধু ব্যবসায়ীক কারখানাই পরিণত করবে এটা জাতির কাছে স্পষ্ট।

এই ধরনের দেশপ্রেমিকের হাতে বার বার দেশটাকে তুলে দেওয়া খুবই দুঃখজনক, এসব ভন্ড দেশ প্রেমিককে দিয়ে কোন মঙ্গল হতে পারেনা! অসম্ভব..

মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান দুইটা ভিন্ন জিনিস। ব্যক্তিত্বের দিক থেকে আকাশ আর পাতাল ব্যবধান..

ব্যক্তি সাকিবকে ভালো লাগার কোন কারণ খুজে পায় না 😨

©️

19/08/2023

গোধূলি লগ্নে ঢাকার আকাশ ❤️

16/10/2022

আল্লাহ তাআলার সেরা ও প্রিয় সৃষ্টি মানুষ। এ মানুষের পরীক্ষা গ্রহণের জন্যই আল্লাহ তাআলা অভিশপ্ত শয়তানকে সৃষ্টি করেছেন। কে আল্লাহকে প্রকৃত পক্ষে ভালোবাসে; আর কে আল্লাহকে লোভ-লালসায় পড়ে ভুলে যায়; তা নির্বাচনের সেরা মাধ্যম হলো বিতাড়িত শয়তান ও তার ধোঁকা ও প্রতারণা।

আল্লাহ তাআলা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে মানুষের ঈমান ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার পরীক্ষায় স্বাধীন কাজের ক্ষমতা দিয়ে ছেড়ে দিয়েছেন।
শয়তানের কাজ হলো মানুষকে ছলে-বলে; কলে-কৌশলে আল্লাহর পথ থেকে বিপথগামী করা; আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করে তাকে ধোঁকা দেয়া। এ কারণেই ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেয়ার সময় এ কৌশল অবলম্বন করে-

‘(ওরা) শয়তানের মতো যে মানুষকে বলে, ‘কুফরি কর’, অতঃপর যখন সে (মানুষ) কুফরি করে তখন শয়তান বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’ (সুরা হাশর আয়াত ১৬)।

মানুষের জন্য এ দুনিয়া হলো পরীক্ষাগার। আর ইবলিসের মাধ্যমেই আল্লাহ তাআলা এ পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন। যারা শয়তানের ধোঁকা ও প্রতারণামুক্ত থাকবে তারাই সফলকাম। পরীক্ষার সফলতা লাভ করে তারা ফিরে যাবে জান্নাতে।

যে জান্নাত থেকে একবার ইবলিসই হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে বিতাড়িত করেছিল। জান্নাতই হবে সফল মানুষদের চিরস্থায়ী আবাস।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে অপরের হক মেরে খাওয়া থেকে বিরত রাখুন ও দুনিয়ায় ইবলিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন। কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
[সংগ্রহীত]

Address

Sunamganj

Telephone

+8801771872928

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jewel Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jewel Hasan:

Videos

Share