Travel with Tajul

Travel with Tajul This is Md Tajul islam im the asst. organising secretary of Sylhet tourist club. I have almost 15 ye

09/08/2024

ব্যারিস্টার সুমন কে ঘিরে রেখেছে জনতা।

,

,,

,,

,
#সুমন #ব্যারিস্টারসুমন #সুমনএকাডেমি

27/06/2024
.         হুয়াংহো হলো চীনের দু:খ    সিলেটের জন্য দু:খ হাওরের মধ্যে রাস্তা।কিশোরগঞ্জের এই হাওর ইটনা আর মিঠামইন রাস্তা তৈর...
19/06/2024

. হুয়াংহো হলো চীনের দু:খ
সিলেটের জন্য দু:খ হাওরের মধ্যে রাস্তা।

কিশোরগঞ্জের এই হাওর ইটনা আর মিঠামইন রাস্তা তৈরি করে সুরমা নদীর পানি প্রবাহ বন্ধ করার কারনেই আজকের সিলেট,সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতি।

#সংগ্রহীত

লাল চিহ্নিত রাস্তা, অষ্টগ্রাম - মিঠামইন হাওর বিভক্তকারী রাস্তা যার মধ্যে ছোট ছোট কালভার্ট ও ব্রিজ আছে। পুরো সিলেট বিভাগের পানি = সুরমা ও কুশিয়ারার পানি + ঝর্ণা ও হাওরের পানি (ছবিতে নীল রঙ)। এই পানির নিষ্কাশন পথ অষ্টগ্রাম ও বাজিতপুরের কালনি হয়ে ভৈরবের মেঘনায়। অষ্টগ্রাম - মিঠামইনের আড়াআড়ি রাস্তা পানি নিষ্কাশন এক্সিট (bottle neck) কে সরু করে ফেলেছে। ফলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির নিষ্কাশন হওয়ার গতি ব্যাহত হচ্ছে। এর ফলে সিলেট বিভাগের পানির এক্সিট বিলম্বিত হওয়ায় সুরমা ও কুশিয়ারায় পানি ওভারফ্লো হয়ে সিলেট বিভাগে বন্যা হচ্ছে।

12/06/2024

29/05/2024

ভয়াবহ বন্যা😭

,

,

,

#সিলেট #বন্যা

11/04/2024

ঐতিহ্যবাহি জহিরপুর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত।


#ঈদ #ঈদেরজামাত

10/04/2024

ঈদের শেষ শপিং। চলবে সারারাত। ওসমানী নগরের মিনি সিলেট খ্যাত বাজারে।

#গোয়ালাবাজার #শপিং #ঈদশপিং #ঈদ

জেনে নেই কিভাবে ঈদের নামাজ পড়তে হয়।    ...................  প্রথম রাকাত..................★ ১ম তাকবীর:- হাত বেঁধে ছানা পড়...
09/04/2024

জেনে নেই কিভাবে ঈদের নামাজ পড়তে হয়।

................... প্রথম রাকাত..................

★ ১ম তাকবীর:- হাত বেঁধে ছানা পড়তে হবে।
★ ২য় তাকবীর :- হাত ছেড়ে দিতে হবে।
★ ৩য় তাকবীর :- হাত ছেড়ে দিতে হবে।
★ ৪র্থ তাকবীর :- হাত বাঁধতে হবে এরপর ইমাম সাহেব কিরআত পড়বেন। রুকু করবেন, সিজদা দিবেন।

.................... দ্বিতীয় রাকাত...............

২য় রাকাতের শুরুতে কিরাত পড়ে রুকুতে যাওয়ার আগে ৩ টা তাকবির দিবেন।

★ ১ম তাকবীর :- হাত ছেড়ে দিতে হবে।
★ ২য় তাকবীর :- হাত ছেড়ে দিতে হবে।
★ ৩য় তাকবীর :- হাত ছেড়ে দিতে হবে।
★ ৪র্থ তাকবীর :- আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে।

........... ঈদুল ফিতরের সুন্নত সমূহ ...........

★ অতি সকালে ঘুম থেকে উঠা ★ মিসওয়াক করা ★ অজু ও গোসল করা ★ নিজের পোশাক সমূহের মধ্য হতে উত্তম পোশাক পরিধান করা ★ সুগন্ধি ব্যবহার করা (পুরুষের জন্য) ★ ঈদের নামাযের পূর্বে সাদাক্বাতুল ফিতর আদায় করা ★ ঈদের নামাযে যাওয়ার পূর্বে কিছু মিষ্টিদ্রব্য খাওয়া।

★ ঈদগাহে হেঁটে যাওয়া ★ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ★ সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য যাওয়া ★ ঈদের নামায ঈদগাহে পড়া। (ঈদগাহ না থাকলে উজর বশত মহল্লার (এলাকার) মসজিদে ঈদের নামায পড়া যাবে)।

★ আস্তে আস্তে নিম্নলিখিত তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া-- ‎‫اللَّهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، والله أكبر، الله أكبر ولله الحمد‬‎
★ শরীয়তের সীমার ভিতরে থেকে আনন্দ প্রকাশ করা।

পড়া শেষে শেয়ার দিবেন। চাইলে কপি পেস্ট করতে পারবেন।

05/04/2024

জুম'আর নামাজ। ইস্ট লন্ডন মসজিদ।

#জুমআ #ইস্টলন্ডনমসজিদ #হোয়াইটচ্যাপল #জুমাতুলবিদা

01/04/2024

১০ মিনিটে শেষ সবকিছু।

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের থাবায় সর্বস্ব শেষ হাজারো মানুষের।


#ঘূর্ণিঝড় #সিলেট

22/03/2024

লন্ডনে একমাত্র এই মসজিদেই মাইকে আজান দেওয়া হয়। যা অনেক দূর থেকে শুনা যায়।


#মসজিদ #ইস্টলন্ডন #লন্ডন

ইফতারে যেভাবে খেজুর খাওয়া সুন্নত ঠিক একিভাবে খেজুর দিয়ে সেহরী খাওয়াও সুন্নাত। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও, কারণ...
13/03/2024

ইফতারে যেভাবে খেজুর খাওয়া সুন্নত ঠিক একিভাবে খেজুর দিয়ে সেহরী খাওয়াও সুন্নাত। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। রাসুল (সা.)-এর সেহরি ছিল খুব সাদামাটা। সেহরিতে তিনি দুধ ও খেজুর খেতে পছন্দ করতেন।

আমরা সবাই ইফতারে সময় খেজুর খাই কিন্তু সেহরির সময় খেজুরের কথা মনেই আসে না।
রাসুল (সা.) বলেছেন, হে আল্লাহ! আপনি আমার উম্মতের সেহরিতে বরকত দিন। (এরপর বলেন) তোমরা সেহরি গ্রহণ কর এক ঢোক পানি দিয়ে হলেও, একটি খেজুর দিয়ে হলেও, আঙুরের কিছু দানা দিয়ে হলেও। নিশ্চয়ই ফেরেশতারা তোমাদের জন্য শান্তির দোয়া করবে।
আল্লাহ যেনো আমাদের কে এই সুন্নতের উপর আমল করার তাওফিক দান করেন।

07/03/2024

গ্রামীন ঐতিহ্য
সবাই মিলে গোস্ত বন্টন করে নেয়ার আনন্দই আলাদা।

#গোস্ত #বন্টন

12/01/2024

Bangladeshi shopping | Queens Market | Green Street | London


08/01/2024

নয়াবন্দর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি (NEWS UK)।

01/01/2024

ভয়ংকর নিউ ইয়ার সেলিব্রেশন।

29/12/2023

ঐতিহাসিক উহুদের ময়দান।

#উহুদ #পাহাড় #ময়দান #উহুদপাহাড়

22/12/2023

সচেতন নাগরিক। কোন রিস্ক লওয়া যাইত নায়।


#শীত #ঠান্ডা

Address

Sylhet

Telephone

+8801712321441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Tajul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Tajul:

Videos

Share